Monday 23 June 2025




সর্বশেষ













ভোটগণনার দিনেই বোমা-সন্ত্রাস, কালীগঞ্জে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু। কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

উত্তরের হাওয়া, ২৩ জুন: উপনির্বাচনের ফলপ্রকাশের দিনেই বোমা-সন্ত্রাসে কেঁপে উঠল নদিয়ার কালীগঞ্জ। সোমবার, ভোটগণনা চলাকালীন এলাকায় বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রীর। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদের বিপুল ব্যবধানে (৪৯ হাজারেরও বেশি ভোটে) জয়ের খবর প্রকাশ্যে আসতেই মোলান্ডি এলাকায় শুরু হয় বিজয় মিছিল। সেই সময়েই সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় সকেট বোমা। অভিযোগ, সেই বিস্ফোরণেরই শিকার হয় মাত্র ১৩ বছরের এক স্কুলছাত্রী। ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরেই এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, > “এই বেদনাদায়ক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহত ছাত্রীর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন দোষীদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।” পুলিশের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলা। তবে পুলিশের প্রাথমিক বক্তব্য, বিস্ফোরণটি হয়তো দুর্ঘটনাবশত হয়েছে এবং ছিটকে যাওয়া স্প্লিন্টারের আঘাতেই মেয়েটির মৃত্যু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একটি বিজয় মিছিল যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, তা ভাবতেও পারছেন না কেউ। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সাধারণ মানুষ, বিশেষ করে নিহত ছাত্রীর পরিবার, বিচার এবং শান্তির প্রত্যাশায় দিন গুনছে।

Monday

ভোটগণনার দিনেই বোমা-সন্ত্রাস, কালীগঞ্জে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু। কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Monday : উত্তরের হাওয়া, ২৩ জুন: উপনির্বাচনের ফলপ্রকাশের দিনেই বোমা-সন্ত্রাসে কেঁপে উঠল নদিয়ার কালীগঞ্জ। সোমবার, ভোটগণনা চলাকালীন এলাকায় বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রীর। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদের বিপুল ব্যবধানে (৪৯ হাজারেরও বেশি ভোটে) জয়ের খবর প্রকাশ্যে আসতেই মোলান্ডি এলাকায় শুরু হয় বিজয় মিছিল। সেই সময়েই সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় সকেট বোমা। অভিযোগ, সেই বিস্ফোরণেরই শিকার হয় মাত্র ১৩ বছরের এক স্কুলছাত্রী। ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরেই এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, > “এই বেদনাদায়ক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহত ছাত্রীর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন দোষীদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।” পুলিশের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলা। তবে পুলিশের প্রাথমিক বক্তব্য, বিস্ফোরণটি হয়তো দুর্ঘটনাবশত হয়েছে এবং ছিটকে যাওয়া স্প্লিন্টারের আঘাতেই মেয়েটির মৃত্যু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একটি বিজয় মিছিল যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, তা ভাবতেও পারছেন না কেউ। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সাধারণ মানুষ, বিশেষ করে নিহত ছাত্রীর পরিবার, বিচার এবং শান্তির প্রত্যাশায় দিন গুনছে।

2025-06-23

রেল দুর্ঘটনায় প্রাণ গেল রেলকর্মীর, জখম আরও ৪ জন।

Friday : উত্তরের হাওয়া, ২০ জুন: শুক্রবার দুপুরে কাটিহার জেলার মহারানি গ্রামের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনা। পূর্ব-মধ্য রেলের বারাউনি-কাটিহার শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন দ্রুতগতির অওধ-অসম এক্সপ্রেস (১৫৯১০) এসে ধাক্কা মারে লাইনে থাকা ট্রলিতে। ধাক্কার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় রেলকর্মী প্রমোদ কুমারের, আহত হন আরও চারজন, যাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পাঁচজন রেলকর্মী কাজ করছিলেন লাইনে। চারজন ট্রলিতে বসা ছিলেন, আর একজন লাইনে কাজ করছিলেন। সেই সময় ট্রেন এসে ধাক্কা মারে পিছন থেকে। রেল আধিকারিকদের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রশ্ন উঠছে— ট্রেন চলাচলের সময় কীভাবে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল এবং কেন পর্যাপ্ত সতর্কতা ছিল না। দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রেল কর্তৃপক্ষ শোকপ্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে।

2025-06-20

দিনহাটার গ্রামে পৌঁছালো দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ, মুখ্যমন্ত্রীর উদ্যোগে খুশির আবহ।

Friday : উত্তরের হাওয়া, ২০ জুন: দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট গ্রাম পঞ্চায়েতের পোয়াতুর কুঠি গ্রামে শুক্রবার সকাল ১০টা নাগাদ দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হলো দীঘার জগন্নাথ মন্দিরের পবিত্র প্রসাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই উদ্যোগে সামিল হলেন স্থানীয় প্রশাসন ও রেশন ডিলাররা। প্রসাদ বিতরণ ঘিরে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। লাইন দিয়ে প্রসাদ নিতে হাজির হন এলাকার বহু বাসিন্দা। প্রসাদের মধ্যে ছিল একটি পেরা, একটি মিষ্টি এবং জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি। অনেকে জানিয়েছেন, বাড়ি বসে দীঘার প্রসাদ পেয়ে তাঁরা আপ্লুত। স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা কখনও ভাবিনি এত দূরের জগন্নাথ মন্দিরের প্রসাদ কোচবিহারে এসে হাতে পাব। এই উদ্যোগে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।” পুরো কার্যক্রমে সহযোগিতায় ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য, ও রেশন কর্মীরা। প্রশাসনের এই মানবিক ও ধর্মীয় উদ্যোগকে ঘিরে দিনভর চলল উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ।

2025-06-20

অন্ধকারে ডুবে থাকা গ্রামে স্বাধীনতার পর প্রথমবার বিদ্যুৎ।

Sunday : উত্তরের হাওয়া, ১৫ জুন: ৭৬ বছর পর বিদ্যুৎ আসছে খারিজা হরিদাস ও কোনা মুক্তা গ্রামে, সীমান্তে জ্বলবে আশার আলো স্বাধীনতার ৭৬ বছর পেরিয়ে এবার প্রথমবারের মতো বিদ্যুতের আলো পৌঁছাতে চলেছে কোচবিহার জেলার দিনহাটা-১ ব্লকের সীমান্তবর্তী দুটি গ্রাম—খারিজা হরিদাস খামার ও কোনা মুক্তা। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে গ্রামে ঢুকছে বৈদ্যুতিক খুঁটি, টানা হচ্ছে তার। স্বপ্ন এখন বাস্তবের দোরগোড়ায়। এই দুটি গ্রামের বেশিরভাগ অংশ কাঁটাতারের ওপারে। সীমান্ত সংলগ্ন এই এলাকার বাসিন্দারা এতদিন লণ্ঠন ও সৌরবাতির আলোতেই রাত কাটাতেন। বিদ্যুৎ না থাকায় জলসেচ হত ডিজেল চালিত মেশিনে, আর গরমে ফ্যান না চালিয়ে ছোট ছেলেমেয়েদের নিয়ে কষ্টেই দিন কেটেছে বহু পরিবারে। গ্রামের বাসিন্দা আনু মিঞা বলেন, "এতদিন ডিজেল মেশিনে সেচ দিতে হত। বিদ্যুৎ এলে অনেক টাকা বাঁচবে।" আরেক বাসিন্দা হাসানুর হকের কথায়, "বাচ্চারা গরমে ঘুমোতে পারত না। এবার অন্তত একটা ফ্যান চালাতে পারবো।" গত পাঁচ বছর ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে গেছেন আমিনূর খন্দকার। তিনি বলেন, "এটা শুধু একটা পরিষেবা নয়, আমাদের লড়াইয়ের স্বীকৃতি। বিদ্যুৎ এলে বুঝবো, আমরা সত্যিই ভারতীয় নাগরিক।" গ্রাম পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সভাপতি আশাদুল হক জানান, "বিএসএফ, বিডিও ও বিদ্যুৎ অফিসের সাথে বহু দফা আলোচনা হয়েছে। সেই প্রচেষ্টাতেই কাজ শুরু হয়েছে।" ওকরাবাড়ি বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজার গুরু গোপাল বানার বলেন, "কাঁটাতারের ওপারে ৫টি খুঁটি বসানো হয়েছে, নদীর ওপর দিয়েও লাইন গেছে। মিটার ঘর তৈরি হলেই সংযোগ চালু করা হবে।" এ যেন শুধুই বিদ্যুৎ নয়—আলো পৌঁছানোর সাথে সাথে সীমান্তে ঘর বাঁধা মানুষের মনে জেগেছে ভরসা, আশ্বাস আর দীর্ঘদিনের অবহেলিত জীবনে এক নতুন সূর্যোদয়।

2025-06-15

দিনহাটা

দিনহাটার গ্রামে পৌঁছালো দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ, মুখ্যমন্ত্রীর উদ্যোগে খুশির আবহ।

Friday : উত্তরের হাওয়া, ২০ জুন: দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট গ্রাম পঞ্চায়েতের পোয়াতুর কুঠি গ্রামে শুক্রবার সকাল ১০টা নাগাদ দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হলো দীঘার জগন্নাথ মন্দিরের পবিত্র প্রসাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই উদ্যোগে সামিল হলেন স্থানীয় প্রশাসন ও রেশন ডিলাররা। প্রসাদ বিতরণ ঘিরে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। লাইন দিয়ে প্রসাদ নিতে হাজির হন এলাকার বহু বাসিন্দা। প্রসাদের মধ্যে ছিল একটি পেরা, একটি মিষ্টি এবং জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি। অনেকে জানিয়েছেন, বাড়ি বসে দীঘার প্রসাদ পেয়ে তাঁরা আপ্লুত। স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা কখনও ভাবিনি এত দূরের জগন্নাথ মন্দিরের প্রসাদ কোচবিহারে এসে হাতে পাব। এই উদ্যোগে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।” পুরো কার্যক্রমে সহযোগিতায় ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য, ও রেশন কর্মীরা। প্রশাসনের এই মানবিক ও ধর্মীয় উদ্যোগকে ঘিরে দিনভর চলল উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ।

অন্ধকারে ডুবে থাকা গ্রামে স্বাধীনতার পর প্রথমবার বিদ্যুৎ।

Sunday : উত্তরের হাওয়া, ১৫ জুন: ৭৬ বছর পর বিদ্যুৎ আসছে খারিজা হরিদাস ও কোনা মুক্তা গ্রামে, সীমান্তে জ্বলবে আশার আলো স্বাধীনতার ৭৬ বছর পেরিয়ে এবার প্রথমবারের মতো বিদ্যুতের আলো পৌঁছাতে চলেছে কোচবিহার জেলার দিনহাটা-১ ব্লকের সীমান্তবর্তী দুটি গ্রাম—খারিজা হরিদাস খামার ও কোনা মুক্তা। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে গ্রামে ঢুকছে বৈদ্যুতিক খুঁটি, টানা হচ্ছে তার। স্বপ্ন এখন বাস্তবের দোরগোড়ায়। এই দুটি গ্রামের বেশিরভাগ অংশ কাঁটাতারের ওপারে। সীমান্ত সংলগ্ন এই এলাকার বাসিন্দারা এতদিন লণ্ঠন ও সৌরবাতির আলোতেই রাত কাটাতেন। বিদ্যুৎ না থাকায় জলসেচ হত ডিজেল চালিত মেশিনে, আর গরমে ফ্যান না চালিয়ে ছোট ছেলেমেয়েদের নিয়ে কষ্টেই দিন কেটেছে বহু পরিবারে। গ্রামের বাসিন্দা আনু মিঞা বলেন, "এতদিন ডিজেল মেশিনে সেচ দিতে হত। বিদ্যুৎ এলে অনেক টাকা বাঁচবে।" আরেক বাসিন্দা হাসানুর হকের কথায়, "বাচ্চারা গরমে ঘুমোতে পারত না। এবার অন্তত একটা ফ্যান চালাতে পারবো।" গত পাঁচ বছর ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে গেছেন আমিনূর খন্দকার। তিনি বলেন, "এটা শুধু একটা পরিষেবা নয়, আমাদের লড়াইয়ের স্বীকৃতি। বিদ্যুৎ এলে বুঝবো, আমরা সত্যিই ভারতীয় নাগরিক।" গ্রাম পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সভাপতি আশাদুল হক জানান, "বিএসএফ, বিডিও ও বিদ্যুৎ অফিসের সাথে বহু দফা আলোচনা হয়েছে। সেই প্রচেষ্টাতেই কাজ শুরু হয়েছে।" ওকরাবাড়ি বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজার গুরু গোপাল বানার বলেন, "কাঁটাতারের ওপারে ৫টি খুঁটি বসানো হয়েছে, নদীর ওপর দিয়েও লাইন গেছে। মিটার ঘর তৈরি হলেই সংযোগ চালু করা হবে।" এ যেন শুধুই বিদ্যুৎ নয়—আলো পৌঁছানোর সাথে সাথে সীমান্তে ঘর বাঁধা মানুষের মনে জেগেছে ভরসা, আশ্বাস আর দীর্ঘদিনের অবহেলিত জীবনে এক নতুন সূর্যোদয়।

দিনহাটায় রাজ্য শিশু কিশোর উৎসব ২০২৫, প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অর্পিতা ঘোষ ও উদয়ন গুহ

Saturday : উত্তরের হাওয়া, ১৪ জুন: শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতাকে হাতিয়ার করে আগামী প্রজন্মকে গড়ে তুলতে চলেছে এক রাজ্যস্তরীয় প্রয়াস। আগামী ২৪ থেকে ২৮ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কোচবিহারের দিনহাটায় আয়োজিত হতে চলেছে “রাজ্য শিশু কিশোর উৎসব”। এই উৎসবের আয়োজন করছে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু কিশোর একাডেমি।
এই বৃহৎ সাংস্কৃতিক উদ্যোগকে সফল করে তুলতে দিনহাটায় আয়োজিত হয় এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন রাজ্য শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন ও বিশিষ্ট নাট্যশিল্পী অর্পিতা ঘোষ এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
সভায় উৎসবের সম্ভাব্য কর্মসূচি ও প্রস্তুতি পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। জানা গেছে, নাটক, সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্পকথনসহ নানা প্রতিভামূলক বিভাগে অংশ নেবে রাজ্যের বিভিন্ন জেলার নির্বাচিত শিশু ও কিশোররা। পাঁচ দিনব্যাপী এই বর্ণময় উৎসব উত্তরবঙ্গের সাংস্কৃতিক মানচিত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
অর্পিতা ঘোষ বলেন, "এই উৎসব শিশু ও কিশোরদের প্রতিভা বিকাশের এক অনন্য মঞ্চ। আমরা চাই, রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকেও যেন মেধাবী ছাত্রছাত্রীরা উঠে আসতে পারে। দিনহাটার মাটিতে এমন উৎসব করতে পারা আমাদের কাছে গর্বের বিষয়।"
উদয়ন গুহ জানান,"এই উৎসব শুধু দিনহাটার নয়, গোটা উত্তরবঙ্গের গর্ব। রাজ্য সরকারের পক্ষ থেকে পরিকাঠামো, পরিবহন, নিরাপত্তা ও আতিথেয়তায় সর্বাত্মক সহযোগিতা করা হবে। উৎসবের মাধ্যমে এই অঞ্চল জাতীয় পর্যায়ে আরও পরিচিতি পাবে।"
উৎসব ঘিরে ইতিমধ্যেই দিনহাটা শহরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শীঘ্রই প্রশাসনিক ও সাংস্কৃতিক স্তরে প্রস্তুতির কাজ শুরু হবে।

দিনহাটা মহাবিদ্যালয়ে শুরু হল ‘ভেষজ ভিত্তিক সুস্বাস্থ্য ও শিল্পোদ্যোগ’বিষয়ক শিক্ষামূলক ইন্টার্নশিপ কোর্স

Saturday : উত্তরের হাওয়া, ১৪ জুন: আনন্দের সংবাদ এই যে, দিনহাটা মহাবিদ্যালয়ের উদ্যোগে এবং Botany, City ও Commerce বিভাগের শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় সহযোগিতায় আজ থেকে শুরু হল এক বিশেষ শিক্ষামূলক ইন্টার্নশিপ কোর্স। কোর্সটির শিরোনাম— ‘Medicinal Plant Based Health & Wellness and Entrepreneurship Development’। এই কর্মসূচি চলবে আগামী ১৯শে জুন, ২০২৫ পর্যন্ত।
কোর্সের মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের ভেষজ উদ্ভিদের স্বাস্থ্যকর ব্যবহার ও ভেষজ ভিত্তিক শিল্পোদ্যোগ সম্পর্কে বাস্তবভিত্তিক, বিজ্ঞানসম্মত জ্ঞান প্রদান করা। কোর্সের পাঠক্রম প্রস্তুত করা হয়েছে 'তুলসী গ্রাম', 'ভেষজ সুরক্ষা' ও 'ভেষজ গ্রাম' প্রকল্পের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। এর ফলে ছাত্রছাত্রীরা যেমন সাধারণ রোগের প্রাথমিক ভেষজ চিকিৎসা সম্পর্কে সচেতন হবে, তেমনি আয়ুর্বেদিক ওষুধ প্রক্রিয়াকরণ ও ক্ষুদ্র শিল্প গঠনের দিকেও দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারবে।
আজকের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. বাসব কান্তি দিন্ডা। তিনি ভেষজ উদ্ভিদের সম্ভাবনা এবং প্রযুক্তির সংমিশ্রণে আত্মনির্ভরশীলতা গড়ে তোলার প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন।
মহাবিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, কোর্স চলাকালীন আরও একাধিক বিশিষ্ট ব্যক্তি ও বিষয়ে পারদর্শী ব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন এবং তাঁদের মূল্যবান বক্তব্য রাখবেন।
এই কোর্সে ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ শুধু শিক্ষাগত অভিজ্ঞতা নয়, বরং ভবিষ্যৎ জীবনের আত্মনির্ভর রূপরেখা তৈরির দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট অধ্যাপকরা।

দিনহাটায় ভুটভুটি-বাইকের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, ২ গুরুতর আহত

Saturday : উত্তরের হাওয়া, ১৩ জুন: শুক্রবার সন্ধ্যায় দিনহাটার ওকড়াবাড়ি মাশান পাট এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। একটি মোটরবাইক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই যুবক। নিহত যুবকের নাম দীপক বর্মন, বয়স আনুমানিক ২৫, বাড়ি গোবরা ছাড়া খারিজা দশ গ্রামে। আহতরা হলেন সুশান্ত সেন (কিশামত দশ গ্রাম) ও জয়কান্ত বর্মন (গিতালদহ, নারায়ণগঞ্জ)। প্রত্যেকেই এক বাইকে করে দিনহাটার দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থল ওকড়াবাড়ির মাশান পাট এলাকায় বাইকটি বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে জোরালো সংঘর্ষে মুখোমুখি হয়। ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে দমকল ও পুলিশে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দীপক বর্মনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের কোচবিহার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় নিয়মিত বড় গাড়ি ও ছোট যানবাহনের মধ্যে বেপরোয়া গতির সমস্যা রয়েছে, অথচ কোনো নিয়মিত নজরদারি নেই। দিনহাটা থানার পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

কোচবিহার

অবৈধভাবে পাচার হওয়া উট উদ্ধার কোচবিহারে, তদন্তে পুলিশ।

Friday : উত্তরের হাওয়া, ১৬ মে: অবৈধ পশু পাচার রুখতে বড়সড় সাফল্য কোচবিহার জেলা পুলিশের। কোতোয়ালি থানা এবং টাপুরহাট ক্যাম্প টিম যৌথভাবে অভিযান চালিয়ে মোয়ামারির ছোট আঠারোকোঠা এলাকায় পাঁচটি উট উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোকসেদুল হকের ভাই আমিকুল হকের বাড়ির পিছনের দুটি পৃথক স্থানে এই উটগুলি গোপনে রাখা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার টিম অভিযান চালিয়ে পশুগুলি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এই উটগুলি অবৈধভাবে পাচার করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা। ইতিমধ্যেই পাঁচটি উট উদ্ধার করা হয়েছে এবং পুরো ঘটনাটি ঘিরে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। পুলিশ এই ধরনের পাচারচক্রকে নির্মূল করতে আরও তৎপর বলে জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় পশু পাচারের মতো কাজ আগেও ঘটেছে, তবে উট পাচারের ঘটনা অত্যন্ত বিরল, যা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

নিশিগঞ্জে গ্রেপ্তার এক যুবক, উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি।

Friday : উত্তরের হাওয়া, ১৬ মে: কোচবিহার জেলার নিশিগঞ্জ থানা এলাকার রুনিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম রাজীব দাস। বয়স ২৩ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং তার ব্যবহারের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। ঘটনার পর রাজীব দাসের বিরুদ্ধে অস্ত্র আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অস্ত্রের উৎস ও সম্ভাব্য অপরাধমূলক চক্রের সঙ্গে ধৃতের যোগাযোগ ছিল কিনা, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, "অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে আমাদের নজরদারি ও তল্লাশি অভিযান নিয়মিত চালু রয়েছে। সমাজে সুরক্ষা বজায় রাখতে এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে আমরা বদ্ধপরিকর।" এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কোচবিহার MJN মেডিকেল কলেজে অস্বাভাবিক মৃত্যু, পাঁচতলা থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।

Friday : উত্তরের হাওয়া, ১৬মে: ফের চাঞ্চল্য ছড়াল কোচবিহার এম জে এন মেডিকেল কলেজে। বৃহস্পতিবার রাতে মেডিকেল কলেজের বিল্ডিংয়ের পাঁচতলা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম এস.কে শাহজাহান (২৪), যিনি মেডিকেল কলেজে বিল্ডিং সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। সূত্রের খবর, শাহজাহান ঘটনার সময় তিনি মেডিকেল কলেজ বিল্ডিংয়ের পাঁচতলায় এক ঘরে একাই ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাতের দিকে সহকর্মীরা খোঁজ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন এবং সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। এই মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এম জে এন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকেও দুঃখপ্রকাশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

চাষট্টি (চাষা) জনগোষ্ঠীর ওবিসি হিয়ারিং, ইতিবাচক সাড়া

Wednesday : উত্তরের হাওয়া, ১৪ মেঃ গত ১৩ই মে ২০২৫ তারিখে চাষট্টি (চাষা) জনগোষ্ঠীর ওবিসি অন্তর্ভুক্তি সংক্রান্ত হিয়ারিং অনুষ্ঠিত হয়। এই জনগোষ্ঠীর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও পশ্চিমবঙ্গ মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান ডঃ বজলে রহমান। চাষট্টি জনগোষ্ঠী মূলত মুর্শিদাবাদ, বর্ধমান ও নদীয়া জেলায় বসবাসকারী প্রায় ২৫,০০০ মানুষের একটি অতি দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর মধ্যে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ রয়েছেন, এবং পুরাতন দলিল অনুযায়ী তারা “চাষা” বা “চাষট্টি” নামে পরিচিত। ২০০৯ সালে ডঃ বজলে রহমানের উদ্যোগে চাষট্টি জনগোষ্ঠীর পক্ষে নথিপত্র কমিশনে জমা দেওয়া হয়, যার ভিত্তিতে ২০১০ সালে এরা ওবিসি তালিকাভুক্ত হয়। কিন্তু ২০২৪ সালে হাইকোর্টের এক রায়ে চাষট্টি সহ আরও কিছু সম্প্রদায়ের ওবিসি স্বীকৃতি বাতিল হয়। হাইকোর্টের রায় অনুযায়ী, চাষট্টি জাতিটি তপশীল জাতি (SC) হিসেবে যোগ্য হতে পারে – এই সম্ভাবনার উল্লেখ করেই তাদের ওবিসি স্বীকৃতি বাতিল করা হয়। অপরদিকে, মুর্শিদাবাদের জেলা শাসকের রিপোর্টে কিছু ত্রুটি ছিল বলেও নির্দেশ করা হয়। এই প্রেক্ষিতে নতুন করে একটি জরিপ, সংশ্লিষ্ট নথিপত্র ও স্থানীয় দুইজন এমএলএ-র সুপারিশ কমিশনের কাছে জমা দেওয়া হয়। হিয়ারিংয়ের সময় ডঃ বজলে রহমান কমিশনের সামনে তুলে ধরেন যে ১৯০২ সালের আদমশুমারি রিপোর্ট এবং Risley সাহেবের “Caste and Tribes in India” বইয়ের তথ্য অনুযায়ী চাষট্টি জনগোষ্ঠী ঐতিহাসিকভাবে রেশম চাষের সঙ্গে যুক্ত ও নিম্নবর্গীয় শ্রেণিভুক্ত। তিনি জোর দিয়ে বলেন, “SC স্বীকৃতির প্রক্রিয়া দীর্ঘমেয়াদি এবং অনিশ্চিত – তাই এই অজুহাতে চাষট্টির ওবিসি স্বীকৃতি বাতিল করা যুক্তিসঙ্গত নয়।” কমিশন প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ও জানান, তারা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবেন। হিয়ারিংয়ে নদীয়া জেলা থেকে আসা মুসলিম চাষা সহ মোট ২৮ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। চাষট্টি সমাজ কল্যাণ সমিতির সভাপতি দিবাকর মন্ডল, সম্পাদক সুনীল রায়, অরুপ মন্ডল, বিকাশ মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ভবানীগঞ্জ বাজারে কোচবিহার পৌরসভার হঠাৎ অভিযান, সরব পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ।

Wednesday : উত্তরের হাওয়া, ১৪ মেঃ সকাল সকাল ভবানীগঞ্জ বাজারে হঠাৎ অভিযান চালাল কোচবিহার পৌরসভা। অভিযানকালে উপস্থিত ছিলেন খোদ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বাজার পরিদর্শন করে দোকানদারদের সতর্ক করেন ব্যবসায়িক সামগ্রী দোকানের বাইরে না রাখার জন্য। এদিন বাজারে ঘুরে তিনি দেখেন, বহু দোকানদার তাঁদের পণ্যসামগ্রী দোকানের বাইরে রাস্তার উপর রেখেছেন, যার ফলে পথচলতি মানুষজন সমস্যায় পড়ছেন। এ নিয়ে তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরাসরি জানিয়ে দেন, ভবিষ্যতে যেন এমন না হয় এবং সকল সামগ্রী দোকানের ভেতরে রাখা হয়। এছাড়াও বাজারের ভিতরে থাকা বিভিন্ন খাবারের দোকানে রান্নার জন্য গ্যাস ওভেন ব্যবহারের বিষয়টি নিয়েও কড়া বার্তা দেন পৌরপতি। তিনি বলেন, “বাজারের ভিতরে রান্নাবান্না করলে যে কোনও সময় বড় বিপদ হতে পারে। তাই রান্না বাড়ি থেকেই করে আনতে হবে এবং এখানে শুধুমাত্র বিক্রি করা যাবে।” পৌরপতির দাবি, ব্যবসায়িক স্থানে আগুন লাগলে তার দায় কেউ নেবে না। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্যাস ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। এদিনের অভিযানে তিনি অনেক ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স এবং ফায়ার লাইসেন্স চেক করেন। পরিদর্শনের শেষে তিনি জানান, নিয়মবিধি মানার জন্য সবাইকে সচেতন করতে এই অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান চলবে। এই প্রসঙ্গে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরোজ ঘোষ বলেন, “বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই ধরণের উদ্যোগ প্রয়োজনীয়।” অন্যদিকে, বেশ কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, আগাম নোটিশ না পেয়ে কিছুটা অপ্রস্তুত হয়েছিলেন তাঁরা, তবে নিয়ম মেনে চলতে প্রস্তুত।

রাজ্য

ভোটগণনার দিনেই বোমা-সন্ত্রাস, কালীগঞ্জে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু। কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Monday : উত্তরের হাওয়া, ২৩ জুন: উপনির্বাচনের ফলপ্রকাশের দিনেই বোমা-সন্ত্রাসে কেঁপে উঠল নদিয়ার কালীগঞ্জ। সোমবার, ভোটগণনা চলাকালীন এলাকায় বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রীর। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদের বিপুল ব্যবধানে (৪৯ হাজারেরও বেশি ভোটে) জয়ের খবর প্রকাশ্যে আসতেই মোলান্ডি এলাকায় শুরু হয় বিজয় মিছিল। সেই সময়েই সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় সকেট বোমা। অভিযোগ, সেই বিস্ফোরণেরই শিকার হয় মাত্র ১৩ বছরের এক স্কুলছাত্রী। ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরেই এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, > “এই বেদনাদায়ক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহত ছাত্রীর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন দোষীদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।” পুলিশের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলা। তবে পুলিশের প্রাথমিক বক্তব্য, বিস্ফোরণটি হয়তো দুর্ঘটনাবশত হয়েছে এবং ছিটকে যাওয়া স্প্লিন্টারের আঘাতেই মেয়েটির মৃত্যু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একটি বিজয় মিছিল যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, তা ভাবতেও পারছেন না কেউ। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সাধারণ মানুষ, বিশেষ করে নিহত ছাত্রীর পরিবার, বিচার এবং শান্তির প্রত্যাশায় দিন গুনছে।

নিউ আলিপুরদুয়ার স্টেশনে চলন্ত ট্রেনেই সন্তান প্রসব, মানবিক ভূমিকায় লেডি কনস্টেবল স্বপ্না দাস।

Wednesday : উত্তরের হাওয়া, ১৪ মে: অভূতপূর্ব এক ঘটনার সাক্ষী থাকল নিউ আলিপুরদুয়ার রেলস্টেশন। বুধবার দুপুরে এক গর্ভবতী মহিলা প্রসববেদনায় কাতর হলে তাৎক্ষণিক সহায়তা পৌঁছে দিয়ে প্রশংসার দাবিদার হয়ে উঠলেন আরপিএফ-এর লেডি হেড কনস্টেবল স্বপ্না দাস। ঘটনাটি ঘটে দুপুর ১২টা নাগাদ। ২ নম্বর প্ল্যাটফর্মে কর্তব্যরত অবস্থায় স্বপ্না দাস দেখতে পান, এক মহিলা প্রচণ্ড প্রসববেদনায় ভুগছেন। তিনি অবিলম্বে রেল কর্তৃপক্ষ ও চিকিৎসা পরিষেবাকে বিষয়টি জানিয়ে সাহায্যের আবেদন করেন। ওই মহিলা, যিনি ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ১৩১৪২ ডাউন তিস্তা এক্সপ্রেসের এস-৮ বগিতে টয়লেট ব্যবহারের জন্য উঠেছিলেন, চিকিৎসাকর্মীরা পৌঁছনোর আগেই ১২টা ১০ মিনিটে একটি শিশুর জন্ম দেন। আরপিএফ-এর মহিলা কর্মীরা এবং শিশু সহায়তা ডেস্কের সদস্যরা প্রাথমিক চিকিৎসা ও সহায়তা প্রদান করেন। এরপর দুপুর ১২:৫৫ টায় রেলওয়ে মেডিকেল অফিসার ঘটনাস্থলে পৌঁছে মা ও নবজাতককে চিকিৎসা সহায়তা দেন এবং আলিপুরদুয়ার রেলওয়ে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন। পরবর্তীতে জানা যায়, প্রসূতির নাম নেহা দেবী (২৬), তিনি বিহারের ভাগলপুর জেলার শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং রূপেশ মহালদারের স্ত্রী। তিনি ১২৫১৬ ডাউন গুয়াহাটি-মালদহ এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন এবং প্রসববেদনায় হঠাৎ নিউ আলিপুরদুয়ার স্টেশনে নেমে যান। এই ঘটনার কারণে তিস্তা এক্সপ্রেস প্রায় ১ ঘণ্টা ২১ মিনিট বিলম্বে স্টেশন ছাড়ে। মা ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। লেডি কনস্টেবল স্বপ্না দাসের দ্রুত সিদ্ধান্ত ও মানবিক উদ্যোগে রেল পুলিশ বাহিনীর প্রশংসা করেছে সাধারণ মানুষ ও সহকর্মীরা।

চাষট্টি (চাষা) জনগোষ্ঠীর ওবিসি হিয়ারিং, ইতিবাচক সাড়া

Wednesday : উত্তরের হাওয়া, ১৪ মেঃ গত ১৩ই মে ২০২৫ তারিখে চাষট্টি (চাষা) জনগোষ্ঠীর ওবিসি অন্তর্ভুক্তি সংক্রান্ত হিয়ারিং অনুষ্ঠিত হয়। এই জনগোষ্ঠীর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও পশ্চিমবঙ্গ মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান ডঃ বজলে রহমান। চাষট্টি জনগোষ্ঠী মূলত মুর্শিদাবাদ, বর্ধমান ও নদীয়া জেলায় বসবাসকারী প্রায় ২৫,০০০ মানুষের একটি অতি দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর মধ্যে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ রয়েছেন, এবং পুরাতন দলিল অনুযায়ী তারা “চাষা” বা “চাষট্টি” নামে পরিচিত। ২০০৯ সালে ডঃ বজলে রহমানের উদ্যোগে চাষট্টি জনগোষ্ঠীর পক্ষে নথিপত্র কমিশনে জমা দেওয়া হয়, যার ভিত্তিতে ২০১০ সালে এরা ওবিসি তালিকাভুক্ত হয়। কিন্তু ২০২৪ সালে হাইকোর্টের এক রায়ে চাষট্টি সহ আরও কিছু সম্প্রদায়ের ওবিসি স্বীকৃতি বাতিল হয়। হাইকোর্টের রায় অনুযায়ী, চাষট্টি জাতিটি তপশীল জাতি (SC) হিসেবে যোগ্য হতে পারে – এই সম্ভাবনার উল্লেখ করেই তাদের ওবিসি স্বীকৃতি বাতিল করা হয়। অপরদিকে, মুর্শিদাবাদের জেলা শাসকের রিপোর্টে কিছু ত্রুটি ছিল বলেও নির্দেশ করা হয়। এই প্রেক্ষিতে নতুন করে একটি জরিপ, সংশ্লিষ্ট নথিপত্র ও স্থানীয় দুইজন এমএলএ-র সুপারিশ কমিশনের কাছে জমা দেওয়া হয়। হিয়ারিংয়ের সময় ডঃ বজলে রহমান কমিশনের সামনে তুলে ধরেন যে ১৯০২ সালের আদমশুমারি রিপোর্ট এবং Risley সাহেবের “Caste and Tribes in India” বইয়ের তথ্য অনুযায়ী চাষট্টি জনগোষ্ঠী ঐতিহাসিকভাবে রেশম চাষের সঙ্গে যুক্ত ও নিম্নবর্গীয় শ্রেণিভুক্ত। তিনি জোর দিয়ে বলেন, “SC স্বীকৃতির প্রক্রিয়া দীর্ঘমেয়াদি এবং অনিশ্চিত – তাই এই অজুহাতে চাষট্টির ওবিসি স্বীকৃতি বাতিল করা যুক্তিসঙ্গত নয়।” কমিশন প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ও জানান, তারা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবেন। হিয়ারিংয়ে নদীয়া জেলা থেকে আসা মুসলিম চাষা সহ মোট ২৮ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। চাষট্টি সমাজ কল্যাণ সমিতির সভাপতি দিবাকর মন্ডল, সম্পাদক সুনীল রায়, অরুপ মন্ডল, বিকাশ মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় ৩৫০ পরিবার, শাসক শিবিরে অস্বস্তি।

Monday : উত্তরের হাওয়া, ৫ মে: তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা দিয়ে প্রায় ১৫০টি পরিবার বিজেপিতে যোগ দিলেন। রবিবার বিজেপির আয়োজিত এক যোগদান কর্মসূচিতে বিধায়ক মনোজ টিগ্গার হাত ধরে তাঁরা বিজেপির পতাকা তুলে নেন।
ফলে ডুয়ার্সের রাজনীতিতে বড়সড় পালাবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানে চা শ্রমিকদের অভিযোগ, তৃণমূল দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিলেও ডুয়ার্সের চা বাগানগুলিতে মজুরি বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা, আবাসন ও শিক্ষা-সহ মৌলিক সমস্যা এখনও রয়ে গিয়েছে। উন্নয়নের কোনও দিশা না পেয়ে তারা শাসকদলের প্রতি আস্থা হারিয়ে বিজেপিকে বেছে নিয়েছেন বলে জানান নতুন যোগদানকারীরা।
এই ব্যাপক দলবদলের ফলে রাজনৈতিকভাবে অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলিতে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত হলেও, এই ধরনের গণযোগদান আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসক শিবিরের কাছে বড় বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
বিধায়ক মনোজ টিগ্গা বলেন, “তৃণমূল চা শ্রমিকদের প্রতিশ্রুতি দিয়ে কিছুই দেয়নি। মানুষ বুঝে গেছেন, উন্নয়নের জন্য বিজেপিই একমাত্র ভরসা।
এদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই দলত্যাগকে গুরুত্ব না দিয়ে বলেছে, “এটি সাময়িক অসন্তোষ। মানুষ আবার ফিরবেন উন্নয়নের পথে।”
ডুয়ার্সের রাজনীতিতে এই পরিবর্তন আগামী দিনে আরও উত্তাপ ছড়াতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

"কবিতাঞ্জলি" বই প্রকাশ — পাঠকমহলে সাড়া ফেললেন কবি অঞ্জনা চক্রবর্তী

Sunday : উত্তরের হাওয়া, ২৭ এপ্রিল: গত ১৩ই এপ্রিল প্রকাশিত হয়েছে হুগলী নিবাসী কবি অঞ্জনা চক্রবর্তীর নতুন কাব্যগ্রন্থ "কবিতাঞ্জলি"। বইটি প্রকাশ করেছে জয়শ্রী পাবলিকেশনস। ইতিমধ্যেই বইটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজন অ্যাপে উপলব্ধ হয়েছে। বিভিন্ন আঙ্গিকে কবির ভাবনার গভীরতা ও দর্শন পাঠকমহলে যথেষ্ট সাড়া ফেলেছে। কবিতাগুলিতে জীবনের সূক্ষ্ম অনুভূতি, দর্শন এবং মানবিকতার প্রতিফলন লক্ষ্য করা যায়। পাঠক এবং সাহিত্যপ্রেমীদের মধ্যে বইটি ইতিমধ্যেই উৎসাহের সৃষ্টি করেছে। "কবিতাঞ্জলি"র মাধ্যমে কবি অঞ্জনা চক্রবর্তী বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছেন বলে সাহিত্য মহলে প্রশংসিত হচ্ছেন।

দেশ

তিন মাসে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধানের আশ্বাস নির্বাচন কমিশনের

Friday : উত্তরের হাওয়া, ৭ মার্চ: ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল, তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধান করবে তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে। তার দাবি, প্রতিটি বিধানসভায় ২০-৩০ হাজার ভুয়া ভোটার যুক্ত করা হচ্ছে। মমতা বলেন, "বাংলা বহিরাগতদের সম্মান করতে জানে, কিন্তু বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে দেবে না।" এদিকে, নির্বাচন কমিশনের সাফাই, একই এপিক নম্বর থাকলেই কোনো ভোটার ভুয়া প্রমাণিত হয় না। কারণ, রাজ্য ও ভৌগলিক অবস্থান অনুযায়ী ভোটারের ঠিকানা, বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতে পারে। তবুও, এই সমস্যা সমাধানে কমিশন তিন মাস সময় নিয়েছে। তৃণমূলের অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশন অফিসে বসে আধার কার্ডের তথ্য কারসাজির মাধ্যমে বাংলার ভোটারদের নামের সঙ্গে অন্য রাজ্যের ভোটারদের নাম যুক্ত করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ডুপ্লিকেট এপিক নম্বর থাকা মানেই কারচুপি নয়, তবে বিভ্রান্তি দূর করতে তারা দ্রুত ব্যবস্থা নেবে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে, যেখানে তৃণমূল এটিকে ষড়যন্ত্র বলছে, আর কমিশন এটিকে প্রশাসনিক জটিলতা হিসেবে দেখছে।

ভেঙে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মাণ সেতু, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা।

Tuesday : উত্তরের হাওয়া, ৫ নভেম্বেরঃ ভয়াবহ দুর্ঘটনা! ভেঙে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মাণ সেতু, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা। গুজরাতে ভয়াবহ দুর্ঘটনা। তৈরির সময়েই ভেঙে পড়ল বুলেট ট্রেন চলাচলের জন্য নির্মীয়মান সেতু। ঘটনাটি ঘটেছে গুজরাতের আনন্দে। ভাসাড়ের কাছে শ্রমিকরা বুলেট ট্রেনের জন্য সেতু নির্মাণের কাজ করছিলেন। সেই সময়ই হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই আনন্দ পুলিশ, দমকল বাহিনী এবং প্রশাসনিক কর্তারা উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে ক্রেন এবং অন্যান্য যন্ত্রপাতি দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই সময় বেশ কিছু শ্রমিক সিমেন্টের স্ল্যাবগুলির নীচে ছিলেন। সেতুটি ভেঙে পড়ায় বেশ কিছু শ্রমিক সেখানে আটকা থাকতে পারে বলে জানা গিয়েছে। ব্রিজের ভেঙে পড়া অংশের নীচ থেকে ইতিমধ্যেই একজন শ্রমিককে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে, আরও বেশ কয়েক জন শ্রমিক আটকে থাকতে পারেন।

স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে করা হল পঁচাত্তর হাজার টাকা

Tuesday : উত্তরের হাওয়া, ২৩ জুলাই: অপরিবর্তিত রইল আয়কর, আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বেতনভোগী সাধারণ নাগরিক এখনও পর্যন্ত নতুন করব্যবস্থাকে সেভাবে গ্রহণ করেননি। বিশেষ করে বেতন পান যাঁরা। তাই ২৫ লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে কেনাকাটাও বাড়বে, সঙ্গে মানুষ সঞ্চয়ের দিকেও এগেবোন বলে ধারণা অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ইনকাম ট্যাক্স নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হল ৭৫ হাজার টাকা। এছাড়া এমন কিছু পরিবর্তন করা হল যাতে, নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ করতে পারবেন করদাতারা। নতুন আয়কর কাঠামোয় কর জমা দিলে , ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% আয়কর দিতে হবে। ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০% আয়কর দিতে হবে। ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫% আয় দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% আয়কর দিতে হবে। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। পুরনো ট্যাক্স কাঠামোয় আলাদ করে কোনও পরিবর্তনও করা হল না, সুরাহা করা হল না। সেইসঙ্গে ঘোষণা, সময়ে TDS না দিলে অপরাধ নয়। এছাড়া ক্যাপিট্যাল গেনে ছাড় ১ লক্ষ থেকে বাড়িয়ে করা হল ২.২৫ লক্ষ। বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস দিলেন সীতারমণ। দেরিতে আয়কর জমা দিলে তুলনায় কম জরিমানা। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী।

এডিজি বিএসএফ গুয়াহাটি সীমান্তের অধীনে কোচবিহার আন্তর্জাতিক সীমান্তের অপারেশনাল প্রস্তুতির পর্যালোচনা

Friday : উত্তরের হাওয়া, ২৯ মার্চঃ শ্রী রবি গান্ধী, ADG, পূর্বাঞ্চলীয় কমান্ড, বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ গোপালপুর সেক্টর কোচবিহার সফরের সময়, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং বিএসএফ-এর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন আজ। এডিজি বিএসএফ সেক্টর হেড কোয়ার্টার বিএসএফ গোপালপুর পরিদর্শন করেন যেখানে তাকে এলাকার বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ, বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং ভারত-বাংলাদেশ সীমান্তে এই চ্যালেঞ্জ মোকাবেলার ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। তিনি বিএসএফ-এর গোপালপুর ও কোচবিহার সেক্টরের দায়িত্বের এলাকায় বিদ্যমান নদীপথ এবং বেড়িবিহীন সীমান্তের পরিস্থিতিও খতিয়ে দেখেন। শ্রী রবি গান্ধী, ADG সীমান্ত পরিদর্শন করেছেন মোতায়েন করা বর্ডারম্যানদের সাথে মতবিনিময় করেন এবং চ্যালেঞ্জিং পরিবেশে সীমানা রক্ষায় তাদের অক্লান্ত প্রচেষ্টা এবং তাদের নিষ্ঠার প্রশংসা করেছেন।

গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

Thursday : উত্তরের হাওয়া, ২১মার্চ: ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এই ঘটনা ঘটল। আর স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। সূত্রের খবর আজ সন্ধে ৬টা নাগাদ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় ইডি। তারপরই দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা শুরু করে তাঁরা। কেজরিওয়ালকে বারবার হেডকোয়ার্টারে নিয়ে যেতে চাইছিল ইডি। কিন্তু তাতে রাজি হননি অরবিন্দ কেজরিওয়াল। এদিকে খবর পেয়েই কেজরিওয়ালের বাড়ির সামনে ভিড় করতে শুরু করেন আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। ২ ঘণ্টা কেজরিওয়ালকে জেরা করার পরেই তাকে গ্রেফতার করে ইডি।

বিশ্ব

খেলা

দীর্ঘ প্রতীক্ষার অবসান দিনহাটা শহরে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা

Tuesday : উত্তরের হাওয়া, ২জানুয়ারি: দীর্ঘ প্রতীক্ষার অবসান দিনহাটা শহরে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা হলো। মঙ্গলবার শহরের পাইওনিয়ার ক্লাব প্রাঙ্গনে মিনি স্টেডিয়াম তৈরির কাজে সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি বয়েজ ক্লাব এলাকা থেকে চড়ক মেলা মাঠ পর্যন্ত হাইড্রেন তৈরির কাজের সূচনাও হয় এদিন। জানা গেছে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ২৩ হাজার ৫৯৬ টাকা ব্যয়ে তৈরি হবে এই দুটি প্রকল্প উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায়। এদিনের অনুষ্ঠানে সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ ভট্টাচার্য, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, পাইওয়নিয়ার ক্লাবের সভাপতি ডঃ অমল বসাক সহ আরো অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী উদয়ন গুহ জানান, ছয় মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে এই মিনি ইনডোর স্টেডিয়াম। খেলাধুলার বিভিন্ন রকম সুযোগ-সুবিধা মিলবে সেখানে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই মিনি স্টেডিয়াম পুরোপুরি ভাবে তৈরি করে দিলেও দেখভালের দায়িত্বে থাকবে ক্লাব কতৃপক্ষের এমনটাই তিনি জানিয়েছেন। বলা বাহুল্য, ১৯৮৮ সালে দিনহাটা শহর সংলগ্ন পুঁটিমারিতে স্টেডিয়াম তৈরির জন্য ৬ একর জমি কেনা হয়। তখন রাজ্যে বামফ্রন্ট সরকার। রাজ্যের যুব কল্যাণ দফতরের দেওয়া আর্থিক বরাদ্দে ওই জমি কেনা হয়। সরকারি নিয়ম মেনেই মহকুমা ক্রীড়া সংস্থা এবং দিনহাটা–১ পঞ্চায়েত সমিতির মালিকাধীন বলে জমির ‘দলিল’ তৈরি হয়।তারপর প্রায় ৩৪ বছরেরও বেশি সময়কেটে গিয়েছে। সীমানা পাঁচিল ছাড়া স্টেডিয়াম তৈরির কিছুই হয়নি। তা নিয়ে বিস্তর বিতর্ক হলেও কেউই সমস্যার সমাধান করতে পারেননি। আদৌ কি সেই স্টেডিয়াম তৈরি হবে সেই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ঠিক তখনই দিনহাটা শহরের বুকে মিনি স্টেডিয়াম গড়ে তোলার কাজের সূচনা হলো এদিন। পুটিমারি সংলগ্ন এলাকায় সেই স্টেডিয়ামের বিষয় নিয়ে এদিন মন্ত্রী উদয়ন গুহ কে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্টেডিয়াম আর মিনি স্টেডিয়ামের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। সে সময় যারা সেখানে স্টেডিয়ামের পরিকল্পনা করেছিলেন সেই সময় হয়তো পরিকল্পনার খানিকটা খামতি ছিল। সেখানে গাড়ি পার্কিং, অ্যাপ্রোচ, প্রবেশ পথের কোনরকম চিন্তাভাবনা হয়নি। সব মিলিয়ে একটা ঘাটতি থেকে গেছে। তবে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি ক্ষেত্রে সব কিছু ব্যবস্থায় থাকছে বলেও তিনি জানান। স্বাভাবিকভাবেই মিনি ইনডোর স্টেডিয়াম দিনহাটায় তৈরি হচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে খুশির হাওয়া এবং ক্রীড়া প্রেমীরা অত্যন্ত খুশি এমনটাই জানা গেছে।

তানিয়াকে সম্বর্ধনা দিল কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন

Tuesday : উত্তরের হাওয়া, ৪জুলাই: কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় ভারতীয় মহিলা ফুটবল দলের সদস্যা কুমারী তানিয়া কামতি কে। উল্লেখ্য দিনহাটার মেয়ে তানিয়া কামতি একজন অতি সাধারণ ট্যাক্সি ড্রাইভার এর মেয়ে। নিজের অধ্যবসায় ও সাধনার ফলে আজকে সে জাতীয় ফুটবল দলে স্থান পেয়েছে। বাংলাদেশের সদ্য সমাপ্ত সাফ কেমসে ভারতীয় মহিলা ফুটবল এর হয়ে অংশ নিয়েছিল তানিয়া কামতি। এই আন্তর্জাতিক স্তরের খেলায় তানিয়ার পারফরম্যান্স দিনহাটা কোচবিহার এমনকি পশ্চিমবাংলা তথা ভারতের মান উঁচু করে। আজ মঙ্গলবার বিকেল চারটায় কোচবিহারের স্টেডিয়াম সংলগ্ন ডিস্ট্রিক স্পোর্টস এসোসিয়েশনের সভাকক্ষে তাকে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দত্ত। সহ-সভাপতি অমলেশ সরকার, সহ-সভাপতি তপন ঘোষ এবং সহ-সভাপতি অশোক হাজরা।

রাজনীতি

ভোটগণনার দিনেই বোমা-সন্ত্রাস, কালীগঞ্জে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু। কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Monday : উত্তরের হাওয়া, ২৩ জুন: উপনির্বাচনের ফলপ্রকাশের দিনেই বোমা-সন্ত্রাসে কেঁপে উঠল নদিয়ার কালীগঞ্জ। সোমবার, ভোটগণনা চলাকালীন এলাকায় বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রীর। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদের বিপুল ব্যবধানে (৪৯ হাজারেরও বেশি ভোটে) জয়ের খবর প্রকাশ্যে আসতেই মোলান্ডি এলাকায় শুরু হয় বিজয় মিছিল। সেই সময়েই সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় সকেট বোমা। অভিযোগ, সেই বিস্ফোরণেরই শিকার হয় মাত্র ১৩ বছরের এক স্কুলছাত্রী। ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরেই এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, > “এই বেদনাদায়ক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহত ছাত্রীর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন দোষীদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।” পুলিশের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলা। তবে পুলিশের প্রাথমিক বক্তব্য, বিস্ফোরণটি হয়তো দুর্ঘটনাবশত হয়েছে এবং ছিটকে যাওয়া স্প্লিন্টারের আঘাতেই মেয়েটির মৃত্যু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একটি বিজয় মিছিল যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, তা ভাবতেও পারছেন না কেউ। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সাধারণ মানুষ, বিশেষ করে নিহত ছাত্রীর পরিবার, বিচার এবং শান্তির প্রত্যাশায় দিন গুনছে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় ৩৫০ পরিবার, শাসক শিবিরে অস্বস্তি।

Monday : উত্তরের হাওয়া, ৫ মে: তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা দিয়ে প্রায় ১৫০টি পরিবার বিজেপিতে যোগ দিলেন। রবিবার বিজেপির আয়োজিত এক যোগদান কর্মসূচিতে বিধায়ক মনোজ টিগ্গার হাত ধরে তাঁরা বিজেপির পতাকা তুলে নেন।
ফলে ডুয়ার্সের রাজনীতিতে বড়সড় পালাবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানে চা শ্রমিকদের অভিযোগ, তৃণমূল দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিলেও ডুয়ার্সের চা বাগানগুলিতে মজুরি বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা, আবাসন ও শিক্ষা-সহ মৌলিক সমস্যা এখনও রয়ে গিয়েছে। উন্নয়নের কোনও দিশা না পেয়ে তারা শাসকদলের প্রতি আস্থা হারিয়ে বিজেপিকে বেছে নিয়েছেন বলে জানান নতুন যোগদানকারীরা।
এই ব্যাপক দলবদলের ফলে রাজনৈতিকভাবে অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলিতে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত হলেও, এই ধরনের গণযোগদান আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসক শিবিরের কাছে বড় বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
বিধায়ক মনোজ টিগ্গা বলেন, “তৃণমূল চা শ্রমিকদের প্রতিশ্রুতি দিয়ে কিছুই দেয়নি। মানুষ বুঝে গেছেন, উন্নয়নের জন্য বিজেপিই একমাত্র ভরসা।
এদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই দলত্যাগকে গুরুত্ব না দিয়ে বলেছে, “এটি সাময়িক অসন্তোষ। মানুষ আবার ফিরবেন উন্নয়নের পথে।”
ডুয়ার্সের রাজনীতিতে এই পরিবর্তন আগামী দিনে আরও উত্তাপ ছড়াতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

তিন মাসে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধানের আশ্বাস নির্বাচন কমিশনের

Friday : উত্তরের হাওয়া, ৭ মার্চ: ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল, তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধান করবে তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে। তার দাবি, প্রতিটি বিধানসভায় ২০-৩০ হাজার ভুয়া ভোটার যুক্ত করা হচ্ছে। মমতা বলেন, "বাংলা বহিরাগতদের সম্মান করতে জানে, কিন্তু বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে দেবে না।" এদিকে, নির্বাচন কমিশনের সাফাই, একই এপিক নম্বর থাকলেই কোনো ভোটার ভুয়া প্রমাণিত হয় না। কারণ, রাজ্য ও ভৌগলিক অবস্থান অনুযায়ী ভোটারের ঠিকানা, বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতে পারে। তবুও, এই সমস্যা সমাধানে কমিশন তিন মাস সময় নিয়েছে। তৃণমূলের অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশন অফিসে বসে আধার কার্ডের তথ্য কারসাজির মাধ্যমে বাংলার ভোটারদের নামের সঙ্গে অন্য রাজ্যের ভোটারদের নাম যুক্ত করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ডুপ্লিকেট এপিক নম্বর থাকা মানেই কারচুপি নয়, তবে বিভ্রান্তি দূর করতে তারা দ্রুত ব্যবস্থা নেবে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে, যেখানে তৃণমূল এটিকে ষড়যন্ত্র বলছে, আর কমিশন এটিকে প্রশাসনিক জটিলতা হিসেবে দেখছে।

সংহতি ময়দানে তৃণমূল কংগ্রেসের জনসভার প্রস্তুতি সভা উদয়নের

Sunday : উত্তরের হাওয়া, ৯ ফেব্রুয়ারীঃ কোচবিহার জেলায় বিধানসভা ভিত্তিক সভা সদ্য শেষ হয়েছে। এবার দিনহাটার সংহতি ময়দানে ২৩ ফেব্রুয়ারি বিশেষ সভা করবে তৃণমূল কংগ্রেস। সভায় কর্মীদের জমায়েত করতে জোরদার প্রস্তুতি শুরু করলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এ ব্যাপারে দিনহাটার আপন ঘরে প্রস্তুতি বৈঠক করলেন মন্ত্রী উদয়ন গুহ। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি বঞ্চনা সহ একাধিক ইস্যুতে দিনহাটা শহরে ওই সভার ডাক দেওয়া হয়েছে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই ওই সভা বলে রাজনৈতিক মহলের অনেকের ধারণা। দিল্লি বিধানসভায় বিজেপির জয়ের পর কিছুটা উজ্জীবিত বিজেপি। ফলে আগামী বিধানসভা ভোটে জমজমাট লড়াই হতে চলেছে এমন আলোচনাও চলছে।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত কারার দাবীতে প্রতিবাদ মিছিল সি পি এম এর

Monday : উত্তরের হাওয়া, ২ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত কারার দাবীতে ও লাগাতার নির্যাতন বন্ধের দাবিতে CPI (M) দিনহাটা ডাকে প্রতিবাদ মিছিলে। প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে চওড়াহাট বাজার হয়ে সাহেবগঞ্জ রোড হয়ে চৌপথীতে শেষ হয়। উপস্থিত ছিলেন সি পি আই (এম) জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল, জেলা কমিটি সদস্য শুভ্রালোক দাস, সুজাতা চক্রবর্তী, দিনহাটা এরিয়া সম্পাদক জয় চৌধুরী, ভেটাগুড়ি - নিগমনগর এরিয়া সম্পাদক উৎপল আচার্য্য, বামনহাটা এরিয়া দেবেন বর্মন, বর্ষিয়ান পার্টি নেতৃত্ব ইনসাফ উদ্দিন আহমেদ প্রমুখ।

রাশিফল

লাইফস্টাইল




Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 1968359