মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে পাঁচ দফা দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির
Friday : উত্তরের হাওয়া, ২৯ নভেম্বর: সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, দিনহাটা লোকাল কমিটি, মহিলাদের জ্বলন্ত সমস্যা গুলো মধ্যে অন্যতম লক্ষীর ভান্ডারের অর্থ তসরুপ ও আবাস যোজনায় দূর্নীতি, মহিলাদের নিরাপত্তা সহ পাঁচ দফা দাবী দিনহাটা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলো। দাবী সমূহ -
১) সমস্ত লক্ষীর ভান্ডারে বেনাফিশিয়ারির তালিকার সাথে অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার যাচাই করেই ভাতা প্রদান করতে হবে, যাতে কোন মহিলা বঞ্চিত না হয় ।
২) বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা জন্য যারা যোগ্য, তাদের অঞ্চল ওয়ারি তালিকা তৈরি করে ভাতা প্রদান করতে হবে। প্রয়োজনে অঞ্চল স্তরে বিশেষ সার্ভে করে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার নামের তালিকা প্রস্তুত করতে হবে ও অবিলম্বে ভাতা প্রদান করতে হবে।
৩) সমস্ত গরিব মানুষকে আবাস যোজনা আওতায় আনতে হবে। সার্ভের নামে দলবাজি বন্ধ করে বাস্তব পরিস্থিতি ভিত্তিতে পাঁকা বাড়ি যাদের আছে তাদের ও অযোগ্যদের তালিকা থেকে বাদ দিতে হবে ও যোগ্যদের নাম যুক্ত করতে হবে আবাস তালিকায়। যোগ্য হওয়া সত্ত্বেও যাদের নাম আবাস তালিকা থেকে বাদ পরেছে, তাদের আবেদনের সুযোগ দিয়ে, পুন:রায় সার্ভে করে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত তালিকা প্রস্তুত করতে হবে।
৪) মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় করতে হবে। দিনহাটা মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে মহিলাদের দীর্ঘ সময় ধরে বসিয়ে রাখা চলবে না।
৫) দিনহাটা মহকুমা হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, অবাঞ্চিত বহিরাগতদের আনাগোনা বন্ধ করতে হবে ও দালাল চক্র নির্মূল করে পরিষেবার মান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ডেপুটেশন জমা দেওয়ার পর মহিলা নেতৃত্বরা হুঁশিয়ারি দেন দাবিগুলো বিষয় পদক্ষেপ গ্রহণ না হলে আগামী দিনের বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
উপস্থিত ছিলেন সরা ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুজাতা চক্রবর্তী, মহিলা আন্দোলনের বর্ষিয়ান নেত্রী বাসন্তী বর্মন, দেবযানী মিত্র, সুদেবী সরকার, মুক্তা রায় প্রমুখ।
2024-11-29