Wednesday 16 July 2025
2025-01-01 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১ জানুয়ারীঃ ২০২৫ নতুন বছরের শুরুতেই বড়সড়ো সাফল্য পুন্ডিবাড়ি থানার। দুটি পৃথক গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথম ক্ষেত্রে ছয়জন ব্যক্তি এবং কুড়ি কেজি গাঁজা উদ্ধার করা হয়। দ্বিতীয় ক্ষেত্রেও গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়ি ও চারজন সহ দুটি বন্ধু এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুন্ডিবাড়ী থানার পুলিশ। নির্দিষ্ট অস্ত্র আইন এবং মাদক পাচার আইনে তাদের বিরুদ্ধে মামলা-রোজ হয়েছে বলে জানান কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। সম্পূর্ণ অভিযান পরিচালনা করেন পুন্ডিবাড়ী থানার ওসি সুনাম মাহেশ্বরী। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ কালারয়ের কুঠি পেট্রোল পাম্পের থেকে সামান্য দূরে একটি মারুতি ভ্যান চিহ্নিতকরণ করা হয়। তার থেকে চার প্যাকেট গাঁজা কুড়ি কেজি ২৩৫ গ্রাম ওজন উদ্ধার করা হয় মোট ৬ জনকে আটক করা হয়। আটক করা হয়েছে, জসিম মিয়া, মোস্তফা মিয়া, জামিদুল মিয়া, মজনু মিয়া, রশিদুল হক, নাজমুল মিয়াকে। তাদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা রুজু করা হয়েছে। ওপর একটি অভিযানে দুইটি আধুনিক বন্ধক এবং ২ রাউন্ড গুলি সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিজিৎ দাস, সুরজিৎ সেন, অজয় সরকার, গোবিন্দ দাস কে এদের মধ্যে তিন জনের বাড়ি জলপাইগুড়ি জেলায়। কি উদ্দেশ্যে কোথা থেকে বন্দুক তারা নিয়ে যাচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের এই বড় ধরনের সাফল্যে খুশি এলাকাবাসী। প্রাথমিক অনুমান বড়সড়ো কোন ঘটনা প্রাথমিকভাবে এড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে পুলিশের পক্ষে।