/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Tuesday 22 April 2025
2025-03-19 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views : 7620
উত্তরের হাওয়া, ১৯ মার্চ: দিনহাটায় সৌর বিদ্যুৎ চালিত পানীয় জলের প্রকল্পের শুভ সূচনা। দিনহাটা ভিলেজ ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার শরৎ চন্দ্র বুথে সৌর বিদ্যুৎ চালিত পানীয় জলের প্রকল্পের শুভ সূচনা করা হলো। দিনহাটা ১ নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ডালিয়া চক্রবর্তীর হাত ধরে এই প্রকল্পের উদ্বোধন হয়। এই প্রকল্প চালু হওয়ায় এলাকার মানুষজনের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পাওয়ায় গ্রামবাসীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও এলাকার বাসিন্দারা। এই উদ্যোগ গ্রামীণ উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও উন্নত পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
# | message |
---|