Monday 23 June 2025
2025-05-16 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৬ মে: বামনহাট রেলওয়ে স্টেশনে গাঁজা পাচারের গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেল জিআরপি। আজ সকালে নির্দিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্টেশনের কাছে একটি নাকা চেকিং চালু করা হয়। তবুও চোরাকারবারীরা কৌশলে রেললাইন পার হয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি বগিতে প্রবেশ করে এবং দুটি ট্রলি ব্যাগ রেখে চম্পট দেয়। ঘটনার গুরুত্ব বুঝে বিষয়টি দ্রুত জানানো হয় বাসমানহাট আরএস জিআরপি ইনচার্জ এসআই নিখিল ডাকুয়াকে। এরপর এসডিপিও দিনহাটা ধীমান মিত্র-র উপস্থিতিতে অভিযান চালিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি বগি B1 থেকে উদ্ধার করা হয় দুইটি সন্দেহভাজন ট্রলি ব্যাগ। পরবর্তীতে ব্যাগদ্বয় খোলার পর দেখা যায়, তার ভেতরে গাঁজা ভর্তি রয়েছে। সঙ্গে সঙ্গে ব্যাগ দুটি জিআরপি হেফাজতে নেওয়া হয়। ঘটনার পর গোটা বগিতে তল্লাশি চালানো হলেও কোনও সন্দেহভাজনকে আটক করা যায়নি। পুলিশের অনুমান, অভিযানের খবর পেয়ে পাচারকারীরা আগেভাগেই ট্রেন থেকে নেমে পড়ে। ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। জিআরপি সূত্রে জানানো হয়েছে, "এটি সুসংগঠিত চক্রের কাজ হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ট্রলি ব্যাগগুলির উৎস ও সংশ্লিষ্টদের খোঁজে তদন্ত জোরদার করা হয়েছে।" স্থানীয় রেলস্টেশনে এই ধরনের ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন আধিকারিকরা।