Thursday 13 November 2025

2025-10-01 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১ অক্টোবর: নবমীর সকালেই বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হল শিলিগুড়ি রোডে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়ল কোচবিহারের খ্যাতনামা বিনাপাণি ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেলের লাইটিংয়ের বাঁশের কাঠামো। বিশাল আকৃতির কাঠামোটি সরাসরি গিয়ে পড়ে ব্যস্ত কোচবিহার–শিলিগুড়ি সংযোগকারী রাস্তায়। ফলে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে বাঁশের খুঁটিগুলি ভিজে দুর্বল হয়ে পড়েছিল। তার উপর নবমীর সকালে ঝোড়ো হাওয়ার জেরে মুহূর্তে হুড়মুড়িয়ে পড়ে গোটা কাঠামো। সৌভাগ্যবশত বড়সড় বিপদ এড়ানো গেছে, কেউ আহত হননি। তবে যানজটের কারণে আশেপাশের এলাকায় ব্যাপক সমস্যার সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও কোচবিহার থানার পুলিশ। স্থানীয় ক্লাব সদস্যদের সহযোগিতায় কাঠামো সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। পুলিশ যান চলাচল ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করে সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হয় বহু মানুষকে।
বিনাপাণি ক্লাবের এক সদস্য বলেন, “অতিবৃষ্টি আর ঝোড়ো হাওয়াতেই বাঁশের কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। আমরা দ্রুত মেরামতির কাজ শুরু করেছি, রাতে পূজা যাতে স্বাভাবিকভাবে করা যায় সেই চেষ্টা চলছে।”
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায়ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দুর্গোৎসবের মাঝেই আবহাওয়ার এই অনিশ্চয়তা উদ্বেগ বাড়াচ্ছে পূজো উদ্যোক্তা ও সাধারণ মানুষের।
