Wednesday 16 July 2025
2025-02-06 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৬ ফেব্রুয়ারি: আধুনিক চাষবাস সম্পর্কে কৃষকদের দক্ষ করে তুলতে কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার দিনহাটা এক নম্বর ব্লকের জামবাড়ি এলাকায় জামবাড়ি ফারমার্সের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে এদিনের এই সভার উদ্বোধন করেন দিনহাটা এক নম্বর ব্লক কৃষি আধিকারিক কাজল কান্তি বর্মন। উপস্থিত ছিলেন কাজল কান্তি বর্মন ছাড়াও শিক্ষক সৈকত সরকার, তাপস বর্মন প্রমূখ। এই আলোচনা সভায় আধুনিক চাষবাস সম্পর্কে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, ধান, পাট, তামাক কেবলমাত্র সেকেলের চাষ পদ্ধতির মধ্যে বর্তমান কৃষকদের সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের আধুনিক শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই আধুনিক শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারলে কৃষকরা চাষবাস করে আর্থিক দিক থেকে লাভবান হতে পারবেন না। কাজেই প্রতিটি কৃষককে আধুনিক চাষ সম্পর্কে প্রতিনিয়ত বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে চলতে হবে। তারা বলেন, বর্তমানে গ্রামেগঞ্জে ভুট্টা চাষ অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি প্রচুর পরিমাণ জমিতে আলু চাষ হচ্ছে। কিন্তু ভুট্টা গাছে অনেক সময় নানা ধরনের পোকার উপদ্রব হয়। কিভাবে ফসলকে সেই পোকার হাত থেকে বাঁচানো যায় সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি কোন ধরনের সার প্রয়োগ করলে অধিক ফলন আসবে প্রতিটি ফসলের ক্ষেত্রে সে জ্ঞান কৃষকদের জ্ঞান থাকাটা জরুরী। এদিনের এই আলোচনা সভায় জামবাড়ি সহ আশপাশ এলাকার ব্যাপক সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন।