Thursday 13 November 2025

2025-10-09 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৯ অক্টোবরঃ চোখের যত্নে এক প্রশংসনীয় সামাজিক উদ্যোগের সাক্ষী রইল চৌধুরীহাট রামকৃষ্ণ মিশন। আজ সেখানে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, যার আয়োজন করে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনী মঞ্চ। গ্রামীণ এলাকার সাধারণ মানুষদের চোখের সমস্যা নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদানের লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়।
সকালের পর থেকেই শিবিরে উপচে পড়া ভিড় দেখা যায়। বহু মানুষ বিনামূল্যে চোখের পরীক্ষা করান এবং অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ নেন। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীগণ, সংগঠনের সদস্যবৃন্দ ও একাধিক চিকিৎসক। চোখের বিভিন্ন সমস্যা যেমন ছানি, দৃষ্টিক্ষীণতা বা চশমার পাওয়ার নির্ণয়সহ নানা দিক পরীক্ষা করেন চিকিৎসকরা। প্রয়োজনে রোগীদের ভবিষ্যৎ চিকিৎসারও পরামর্শ দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে বক্তারা জানান, সমাজের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসী বলেন, “মানবসেবাই আমাদের ধর্ম। মানুষকে সুস্থ রাখার জন্যই এই প্রয়াস।”
স্থানীয় মানুষ এই উদ্যোগে অত্যন্ত সন্তুষ্ট। তাঁদের কথায়, “এমন বিনামূল্যের চক্ষু শিবির গ্রামে খুব একটা হয় না, এতে আমরা সত্যিই উপকৃত।”
সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এই চক্ষু পরীক্ষা শিবির। স্থানীয় মহলে প্রশংসার ঢেউ উঠেছে রামকৃষ্ণ মিশন ও পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনী মঞ্চের এই মানবিক উদ্যোগকে ঘিরে।
