/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Sunday 23 March 2025
2025-02-09 | দিনহাটা ,রাজনীতি | উত্তরের হাওয়া | Views : 3123
উত্তরের হাওয়া, ৯ ফেব্রুয়ারীঃ কোচবিহার জেলায় বিধানসভা ভিত্তিক সভা সদ্য শেষ হয়েছে। এবার দিনহাটার সংহতি ময়দানে ২৩ ফেব্রুয়ারি বিশেষ সভা করবে তৃণমূল কংগ্রেস। সভায় কর্মীদের জমায়েত করতে জোরদার প্রস্তুতি শুরু করলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এ ব্যাপারে দিনহাটার আপন ঘরে প্রস্তুতি বৈঠক করলেন মন্ত্রী উদয়ন গুহ। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি বঞ্চনা সহ একাধিক ইস্যুতে দিনহাটা শহরে ওই সভার ডাক দেওয়া হয়েছে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই ওই সভা বলে রাজনৈতিক মহলের অনেকের ধারণা। দিল্লি বিধানসভায় বিজেপির জয়ের পর কিছুটা উজ্জীবিত বিজেপি। ফলে আগামী বিধানসভা ভোটে জমজমাট লড়াই হতে চলেছে এমন আলোচনাও চলছে।
# | message |
---|