Thursday 13 November 2025

2025-09-16 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৬ সেপ্টেম্বর: কোচবিহার শহরের কোতোয়ালি থানার ধাইয়েরহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। শনিবার গভীর রাতে দেওয়ানহাটের এক পরিবার মারুতি গাড়িতে চন্দামারিতে আত্মীয়ের আমন্ত্রণ থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় তিনটার সময় চান্দামারি গ্রাম পঞ্চায়েতের ধাইয়েরহাটে বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি সোজা ছিটকে গিয়ে রাস্তার ধারের জলভরা নয়ানজুলিতে উল্টে পড়ে। মুহূর্তের মধ্যেই গাড়ির মধ্যে থাকা চারজনের মৃত্যু হয়। তবে সৌভাগ্যবশত এক মহিলা প্রাণে বেঁচে যান।
স্থানীয় এক ব্যক্তি মহিলার আর্তনাদ শুনে ছুটে এসে খবর দেন তাঁর আত্মীয়দের ও পুলিশকে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের সহযোগিতায় দীর্ঘ উদ্ধার অভিযান চালায়। শেষে নয়ানজুলি থেকে গাড়িটি তোলা হয় এবং সেখান থেকে চারটি মৃতদেহ উদ্ধার করে এম. জে. এন. মেডিকেল কলেজে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
পুলিশ জানিয়েছে, মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন— পার্থ দাস, অমিত দাস, সঞ্জয় দাস, কাজল দাস।
চারজনেরই বাড়ি দেওয়ানহাট এলাকায়। হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
