Friday 9 May 2025




সর্বশেষ













১৩ মে দিনহাটায় রক্তদান শিবির, প্রস্তুতি সভা

উত্তরের হাওয়া, ৭ মে: বর্তমানে রক্তের ঘাটতির আশঙ্কা মাথায় রেখে দিনহাটা মহকুমা প্রশাসনের উদ্যোগে আগামী ১৩ মে হেমন্ত বসু কর্নারে আয়োজন করা হয়েছে একটি স্বেচ্ছা রক্তদান শিবির। এই উপলক্ষে মঙ্গলবার মহকুমা শাসকের দপ্তরে এক প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী বিজয় গিরি।
বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটা সাব-ডিভিশনাল প্রেস ক্লাবের সম্পাদক মনসুর হাবিবুল্লাহ, ‘দিনহাটা দৈনিক’-এর সম্পাদক মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, সহ নানা স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভা সূত্রে জানা গিয়েছে, আসন্ন রক্তদান শিবিরে দিনহাটা প্রেস ক্লাবের সব সদস্যই রক্তদান করবেন। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে এই মহৎ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, “এই সময়ে রক্তের চাহিদা মেটাতে সকলের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। দেশের প্রয়োজনে এ ধরনের উদ্যোগ সব সময়ই প্রশংসনীয়।”
সাংবাদিক মহলের তরফে জানানো হয়েছে, “সংবাদ কভার করার পাশাপাশি সামাজিক দায়িত্বেও আমরা সক্রিয়ভাবে অংশ নিই।”
‘দেশের জন্য, দশের জন্য – রক্ত দিন’ এই স্লোগানকে সামনে রেখে দিনহাটাবাসীকে রক্তদানে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Wednesday

১৩ মে দিনহাটায় রক্তদান শিবির, প্রস্তুতি সভা

Wednesday : উত্তরের হাওয়া, ৭ মে: বর্তমানে রক্তের ঘাটতির আশঙ্কা মাথায় রেখে দিনহাটা মহকুমা প্রশাসনের উদ্যোগে আগামী ১৩ মে হেমন্ত বসু কর্নারে আয়োজন করা হয়েছে একটি স্বেচ্ছা রক্তদান শিবির। এই উপলক্ষে মঙ্গলবার মহকুমা শাসকের দপ্তরে এক প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী বিজয় গিরি।
বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটা সাব-ডিভিশনাল প্রেস ক্লাবের সম্পাদক মনসুর হাবিবুল্লাহ, ‘দিনহাটা দৈনিক’-এর সম্পাদক মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, সহ নানা স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভা সূত্রে জানা গিয়েছে, আসন্ন রক্তদান শিবিরে দিনহাটা প্রেস ক্লাবের সব সদস্যই রক্তদান করবেন। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে এই মহৎ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, “এই সময়ে রক্তের চাহিদা মেটাতে সকলের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। দেশের প্রয়োজনে এ ধরনের উদ্যোগ সব সময়ই প্রশংসনীয়।”
সাংবাদিক মহলের তরফে জানানো হয়েছে, “সংবাদ কভার করার পাশাপাশি সামাজিক দায়িত্বেও আমরা সক্রিয়ভাবে অংশ নিই।”
‘দেশের জন্য, দশের জন্য – রক্ত দিন’ এই স্লোগানকে সামনে রেখে দিনহাটাবাসীকে রক্তদানে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

2025-05-07

ন্যূনতম মাসিক বেতন ২৬০০০ টাকা সহ ১৭ দফা দাবিতে কুচবিহার জেলা শাসক দপ্তরে ডেপুটেশন, আন্দোলনে আইসিডিএস, আশা ও মিড-ডে মিল কর্মীরা।

Monday : উত্তরের হাওয়া, ৫ মেঃ বঞ্চনার প্রতিবাদে এক মঞ্চে তিন পরিষেবা সংগঠন। সোমবার দুপুর সাড়ে তিনটায় কুচবিহার জেলা শাসক দপ্তরের সামনে জমায়েত করেন পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ মিড-ডে মিল কর্মী ইউনিয়নের শতাধিক সদস্য। ১৭ দফা দাবির ভিত্তিতে তাঁরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। আন্দোলনকারীদের বক্তব্য, “রাজ্যজুড়ে লক্ষাধিক আইসিডিএস, আশা ও মিড-ডে মিল কর্মী স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ তাঁদের পারিশ্রমিক, নিরাপত্তা বা স্থায়ী নিয়োগ— কোনও কিছুই সুনিশ্চিত নয়।” ডেপুটেশনে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ইউনিয়নগুলির জেলা প্রতিনিধিরা। তাঁরা জানান, সরকার যদি দীর্ঘদিন ধরে চলে আসা এই দাবিগুলিকে গুরুত্ব না দেয়, তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। জেলাশাসক দপ্তরের পক্ষ থেকে প্রতিনিধিদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং তা রাজ্য প্রশাসনের উচ্চ মহলে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে। তবে দাবি পূরণ সংক্রান্ত কোনও তাৎক্ষণিক প্রতিশ্রুতি মেলেনি। এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা প্রশাসন দপ্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। শান্তিপূর্ণ ভাবেই ডেপুটেশন কর্মসূচি সম্পন্ন হয়।

2025-05-05

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় ৩৫০ পরিবার, শাসক শিবিরে অস্বস্তি।

Monday : উত্তরের হাওয়া, ৫ মে: তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা দিয়ে প্রায় ১৫০টি পরিবার বিজেপিতে যোগ দিলেন। রবিবার বিজেপির আয়োজিত এক যোগদান কর্মসূচিতে বিধায়ক মনোজ টিগ্গার হাত ধরে তাঁরা বিজেপির পতাকা তুলে নেন।
ফলে ডুয়ার্সের রাজনীতিতে বড়সড় পালাবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানে চা শ্রমিকদের অভিযোগ, তৃণমূল দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিলেও ডুয়ার্সের চা বাগানগুলিতে মজুরি বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা, আবাসন ও শিক্ষা-সহ মৌলিক সমস্যা এখনও রয়ে গিয়েছে। উন্নয়নের কোনও দিশা না পেয়ে তারা শাসকদলের প্রতি আস্থা হারিয়ে বিজেপিকে বেছে নিয়েছেন বলে জানান নতুন যোগদানকারীরা।
এই ব্যাপক দলবদলের ফলে রাজনৈতিকভাবে অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলিতে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত হলেও, এই ধরনের গণযোগদান আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসক শিবিরের কাছে বড় বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
বিধায়ক মনোজ টিগ্গা বলেন, “তৃণমূল চা শ্রমিকদের প্রতিশ্রুতি দিয়ে কিছুই দেয়নি। মানুষ বুঝে গেছেন, উন্নয়নের জন্য বিজেপিই একমাত্র ভরসা।
এদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই দলত্যাগকে গুরুত্ব না দিয়ে বলেছে, “এটি সাময়িক অসন্তোষ। মানুষ আবার ফিরবেন উন্নয়নের পথে।”
ডুয়ার্সের রাজনীতিতে এই পরিবর্তন আগামী দিনে আরও উত্তাপ ছড়াতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

2025-05-05

করলায় গোপন অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও কাশি সিরাপ উদ্ধার, এক মহিলা আটক

Wednesday : উত্তরের হাওয়া, ৩০ এপ্রিল: গোপন সংবাদের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার অন্তর্গত করলা এলাকায় পুলিশ এক গুরুত্বপূর্ণ অভিযান চালিয়ে এক মহিলাকে আটক করেছে। অভিযানে ওই মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০০টিরও বেশি ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল কাশি সিরাপ। বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ করলা এলাকার একটি বাড়িতে হানা দেয়। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন দিনহাটার ডিএমডিসি। অভিযুক্ত মহিলাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয় এবং উদ্ধার করা সমস্ত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তবে বাড়ির প্রকৃত মালিককে পলাতক অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, পলাতক ব্যক্তিকে ধরতে তল্লাশি জারি রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এনডিপিএস আইনের অধীনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। স্থানীয় প্রশাসনের মতে, এই অভিযান এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। তারা জানিয়েছেন, মাদক চক্রের শিকড় উপড়ে ফেলতেই ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

2025-04-30

দিনহাটা

১৩ মে দিনহাটায় রক্তদান শিবির, প্রস্তুতি সভা

Wednesday : উত্তরের হাওয়া, ৭ মে: বর্তমানে রক্তের ঘাটতির আশঙ্কা মাথায় রেখে দিনহাটা মহকুমা প্রশাসনের উদ্যোগে আগামী ১৩ মে হেমন্ত বসু কর্নারে আয়োজন করা হয়েছে একটি স্বেচ্ছা রক্তদান শিবির। এই উপলক্ষে মঙ্গলবার মহকুমা শাসকের দপ্তরে এক প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী বিজয় গিরি।
বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটা সাব-ডিভিশনাল প্রেস ক্লাবের সম্পাদক মনসুর হাবিবুল্লাহ, ‘দিনহাটা দৈনিক’-এর সম্পাদক মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, সহ নানা স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভা সূত্রে জানা গিয়েছে, আসন্ন রক্তদান শিবিরে দিনহাটা প্রেস ক্লাবের সব সদস্যই রক্তদান করবেন। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে এই মহৎ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, “এই সময়ে রক্তের চাহিদা মেটাতে সকলের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। দেশের প্রয়োজনে এ ধরনের উদ্যোগ সব সময়ই প্রশংসনীয়।”
সাংবাদিক মহলের তরফে জানানো হয়েছে, “সংবাদ কভার করার পাশাপাশি সামাজিক দায়িত্বেও আমরা সক্রিয়ভাবে অংশ নিই।”
‘দেশের জন্য, দশের জন্য – রক্ত দিন’ এই স্লোগানকে সামনে রেখে দিনহাটাবাসীকে রক্তদানে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

করলায় গোপন অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও কাশি সিরাপ উদ্ধার, এক মহিলা আটক

Wednesday : উত্তরের হাওয়া, ৩০ এপ্রিল: গোপন সংবাদের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার অন্তর্গত করলা এলাকায় পুলিশ এক গুরুত্বপূর্ণ অভিযান চালিয়ে এক মহিলাকে আটক করেছে। অভিযানে ওই মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০০টিরও বেশি ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল কাশি সিরাপ। বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ করলা এলাকার একটি বাড়িতে হানা দেয়। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন দিনহাটার ডিএমডিসি। অভিযুক্ত মহিলাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয় এবং উদ্ধার করা সমস্ত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তবে বাড়ির প্রকৃত মালিককে পলাতক অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, পলাতক ব্যক্তিকে ধরতে তল্লাশি জারি রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এনডিপিএস আইনের অধীনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। স্থানীয় প্রশাসনের মতে, এই অভিযান এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। তারা জানিয়েছেন, মাদক চক্রের শিকড় উপড়ে ফেলতেই ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খারুভঞ্জে ১০০০টি ইয়াবা ট্যাবলেট সহ ধৃত আটিয়ালডাঙ্গার যুবক

Wednesday : উত্তরের হাওয়া, ৩০এপ্রিল: সাহেবগঞ্জ থানার অন্তর্গত খারুভঞ্জ এলাকায় রবিবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম জাহারুল শেখ, তিনি বামনহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আটিয়ালডাঙ্গা এলাকার বাসিন্দা। সূত্রের খবর, জাহারুল শেখ একটি মোটরসাইকেল নিয়ে খারুভঞ্জ এলাকায় আসেন। গোপন সূত্রে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ সেখানে হানা দেয়। তল্লাশির সময় তার কোমরের অংশ থেকে উদ্ধার হয় প্রায় ৯৮ গ্রাম ওজনের ১,০০০টি ইয়াবা ট্যাবলেট। পুরো তল্লাশি ও জব্দকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় দিনহাটা-২ ব্লকের বিডিও এবং স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে। NDPS আইনের সমস্ত নিয়ম মেনে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে প্রক্রিয়াটি নথিভুক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে NDPS আইনের অধীনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে তোলা হবে এবং মাদক পাচার চক্রে তার যুক্ততা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, এই অভিযান ভবিষ্যতের বড় মাদকচক্র ভাঙতে সহায়ক হতে পারে।

নাগরেরবাড়িতে সাহেবগঞ্জ থানার অভিযান: ২৬ কেজি গাঁজা উদ্ধার, মামলা দায়ের

Monday : উত্তরের হাওয়া, ২৮ এপ্রিল: সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সাহেবগঞ্জ থানা পুলিশ নাগোরেরবাড়ি ৩ নম্বর এলাকায় একটি গাঁজা পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করেছে। অভিযানে প্রায় ২৬ কেজি গাঁজা, দুটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের প্যাকেজিং সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পাচারের উদ্দেশ্যে গাঁজা প্যাকিংয়ের কাজ চলছিল বলে গোপন সূত্রে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশের তরফ থেকে নিয়ম মেনে যথাযথভাবে তল্লাশি ও জব্দকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর ওপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পলাতক অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করার লক্ষ্যে তদন্ত ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে সাহেবগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার আহ্বান জানিয়েছে এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।

খাটামারীতে ইয়াবা ট্যাবলেট ও কাফ সিরাপ উদ্ধার, ধৃত রাহুল ইসলাম

Saturday : উত্তরের হাওয়া, ২৬ এপ্রিল: আজ সকালে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার অধীনে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামারী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল পুলিশ। অভিযুক্ত রাহুল ইসলামের বাড়িতে হানা দিয়ে উদ্ধার করা হয় ১৮ গ্রাম ইয়াবা ট্যাবলেট এবং ১০৩ বোতল কাফ সিরাপ, যা বাড়ির ভিতরে লুকিয়ে রাখা ছিল। জব্দ প্রক্রিয়া দিনহাটা কোর্ট ইন্সপেক্টর শ্রী কর্মা টি শেরপার নেতৃত্বে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে সম্পন্ন হয়। অভিযুক্ত রাহুল ইসলামকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (NDPS Act)-এর সংশ্লিষ্ট ধারায় সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ও মূল্য উল্লেখযোগ্য। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা মাদকচক্রের সন্ধান পেতে তৎপর তদন্তকারী দল।

কোচবিহার

ন্যূনতম মাসিক বেতন ২৬০০০ টাকা সহ ১৭ দফা দাবিতে কুচবিহার জেলা শাসক দপ্তরে ডেপুটেশন, আন্দোলনে আইসিডিএস, আশা ও মিড-ডে মিল কর্মীরা।

Monday : উত্তরের হাওয়া, ৫ মেঃ বঞ্চনার প্রতিবাদে এক মঞ্চে তিন পরিষেবা সংগঠন। সোমবার দুপুর সাড়ে তিনটায় কুচবিহার জেলা শাসক দপ্তরের সামনে জমায়েত করেন পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ মিড-ডে মিল কর্মী ইউনিয়নের শতাধিক সদস্য। ১৭ দফা দাবির ভিত্তিতে তাঁরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। আন্দোলনকারীদের বক্তব্য, “রাজ্যজুড়ে লক্ষাধিক আইসিডিএস, আশা ও মিড-ডে মিল কর্মী স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ তাঁদের পারিশ্রমিক, নিরাপত্তা বা স্থায়ী নিয়োগ— কোনও কিছুই সুনিশ্চিত নয়।” ডেপুটেশনে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ইউনিয়নগুলির জেলা প্রতিনিধিরা। তাঁরা জানান, সরকার যদি দীর্ঘদিন ধরে চলে আসা এই দাবিগুলিকে গুরুত্ব না দেয়, তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। জেলাশাসক দপ্তরের পক্ষ থেকে প্রতিনিধিদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং তা রাজ্য প্রশাসনের উচ্চ মহলে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে। তবে দাবি পূরণ সংক্রান্ত কোনও তাৎক্ষণিক প্রতিশ্রুতি মেলেনি। এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা প্রশাসন দপ্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। শান্তিপূর্ণ ভাবেই ডেপুটেশন কর্মসূচি সম্পন্ন হয়।

করলায় গোপন অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও কাশি সিরাপ উদ্ধার, এক মহিলা আটক

Wednesday : উত্তরের হাওয়া, ৩০ এপ্রিল: গোপন সংবাদের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার অন্তর্গত করলা এলাকায় পুলিশ এক গুরুত্বপূর্ণ অভিযান চালিয়ে এক মহিলাকে আটক করেছে। অভিযানে ওই মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০০টিরও বেশি ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল কাশি সিরাপ। বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ করলা এলাকার একটি বাড়িতে হানা দেয়। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন দিনহাটার ডিএমডিসি। অভিযুক্ত মহিলাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয় এবং উদ্ধার করা সমস্ত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তবে বাড়ির প্রকৃত মালিককে পলাতক অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, পলাতক ব্যক্তিকে ধরতে তল্লাশি জারি রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এনডিপিএস আইনের অধীনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। স্থানীয় প্রশাসনের মতে, এই অভিযান এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। তারা জানিয়েছেন, মাদক চক্রের শিকড় উপড়ে ফেলতেই ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাবুরহাটে বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ তিনজন আটক।

Wednesday : উত্তরের হাওয়া, ৩০ এপ্রিল: কোচবিহার জেলার বাবুরহাট এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করেছে। অভিযানে ধৃতদের কাছ থেকে প্রায় ৩৫৫ গ্রাম ব্রাউন সুগার সদৃশ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিনজন হলেন—মজিবুল মিয়া, আকাশ রজক এবং আকতারুল জামান তিনজনই কোচবিহার জেলার বাসিন্দা। ডিওয়াইএসপি (ডিআইবি) এবং সিবিআর-১ এর বিডিও, শ্রেয়শ্রী নস্কর (WBCS এক্সিকিউটিভ)-এর নেতৃত্বে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ধৃতদের দেহ ও আশপাশের এলাকা তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এই ঘটনায় এনডিপিএস (NDPS) আইনের অধীনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস এবং পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত চলছে। প্রশাসনের এমন তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

ভাটিয়া মুসলিমদের ওবিসি স্বীকৃতি নিয়ে শুনানি, কলকাতায় অনগ্রসর শ্রেণী কমিশনে নথি পেশ বজলে রহমানের

Wednesday : উত্তরের হাওয়া, ৩০ এপ্রিল ২০২৫: ভাটিয়া মুসলিম সম্প্রদায়ের ওবিসি স্বীকৃতি ফিরিয়ে আনার দাবিতে আজ কলকাতার অনগ্রসর শ্রেণী কমিশনে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়। এই শুনানিতে দশ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে উপস্থিত ছিলেন সমাজকর্মী বজলে রহমান। জানা গেছে, কলকাতা হাই কোর্ট সম্প্রতি এই বিষয়ে দুটি অফিসিয়াল ও টেকনিক্যাল বিষয়ে প্রশ্ন তোলে। সেই প্রসঙ্গে বজলে রহমান কমিশনের সামনে যথাযথ ব্যাখ্যা সহ প্রয়োজনীয় নথিপত্র পেশ করেন। অনগ্রসর শ্রেণী কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পেশকৃত নথিপত্র ও ব্যাখ্যায় সন্তুষ্ট এবং এই রিপোর্টসহ যাবতীয় তথ্য সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে। প্রসঙ্গত, ২০০৯ সালে বজলে রহমানের পিটিশনের ভিত্তিতে শুনানি শেষে ২০১০ সালে ভাটিয়া মুসলিম সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত হয়। তবে বর্তমানে তারা বাতিল তালিকাভুক্ত হওয়ায় পুনরায় স্বীকৃতি ফিরে পাওয়ার দাবি উঠেছে। এই শুনানি ও নথিপত্র পেশের পর ভাটিয়া মুসলিম সমাজের পক্ষ থেকে আশাবাদী বক্তব্য উঠে এসেছে — আশা করা হচ্ছে, সম্প্রদায়টি শীঘ্রই পুনরায় ওবিসি স্বীকৃতি ফিরে পাবে।

ভাটিয়া মুসলিমদের ওবিসি স্বীকৃতি নিয়ে শুনানি, কলকাতায় অনগ্রসর শ্রেণী কমিশনে নথি পেশ বজলে রহমানের

Wednesday : উত্তরের হাওয়া, ৩০ এপ্রিল ২০২৫: ভাটিয়া মুসলিম সম্প্রদায়ের ওবিসি স্বীকৃতি ফিরিয়ে আনার দাবিতে আজ কলকাতার অনগ্রসর শ্রেণী কমিশনে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়। এই শুনানিতে দশ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে উপস্থিত ছিলেন সমাজকর্মী বজলে রহমান। জানা গেছে, কলকাতা হাই কোর্ট সম্প্রতি এই বিষয়ে দুটি অফিসিয়াল ও টেকনিক্যাল বিষয়ে প্রশ্ন তোলে। সেই প্রসঙ্গে বজলে রহমান কমিশনের সামনে যথাযথ ব্যাখ্যা সহ প্রয়োজনীয় নথিপত্র পেশ করেন। অনগ্রসর শ্রেণী কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পেশকৃত নথিপত্র ও ব্যাখ্যায় সন্তুষ্ট এবং এই রিপোর্টসহ যাবতীয় তথ্য সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে। প্রসঙ্গত, ২০০৯ সালে বজলে রহমানের পিটিশনের ভিত্তিতে শুনানি শেষে ২০১০ সালে ভাটিয়া মুসলিম সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত হয়। তবে বর্তমানে তারা বাতিল তালিকাভুক্ত হওয়ায় পুনরায় স্বীকৃতি ফিরে পাওয়ার দাবি উঠেছে। এই শুনানি ও নথিপত্র পেশের পর ভাটিয়া মুসলিম সমাজের পক্ষ থেকে আশাবাদী বক্তব্য উঠে এসেছে — আশা করা হচ্ছে, সম্প্রদায়টি শীঘ্রই পুনরায় ওবিসি স্বীকৃতি ফিরে পাবে।

রাজ্য

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় ৩৫০ পরিবার, শাসক শিবিরে অস্বস্তি।

Monday : উত্তরের হাওয়া, ৫ মে: তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা দিয়ে প্রায় ১৫০টি পরিবার বিজেপিতে যোগ দিলেন। রবিবার বিজেপির আয়োজিত এক যোগদান কর্মসূচিতে বিধায়ক মনোজ টিগ্গার হাত ধরে তাঁরা বিজেপির পতাকা তুলে নেন।
ফলে ডুয়ার্সের রাজনীতিতে বড়সড় পালাবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানে চা শ্রমিকদের অভিযোগ, তৃণমূল দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিলেও ডুয়ার্সের চা বাগানগুলিতে মজুরি বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা, আবাসন ও শিক্ষা-সহ মৌলিক সমস্যা এখনও রয়ে গিয়েছে। উন্নয়নের কোনও দিশা না পেয়ে তারা শাসকদলের প্রতি আস্থা হারিয়ে বিজেপিকে বেছে নিয়েছেন বলে জানান নতুন যোগদানকারীরা।
এই ব্যাপক দলবদলের ফলে রাজনৈতিকভাবে অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলিতে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত হলেও, এই ধরনের গণযোগদান আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসক শিবিরের কাছে বড় বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
বিধায়ক মনোজ টিগ্গা বলেন, “তৃণমূল চা শ্রমিকদের প্রতিশ্রুতি দিয়ে কিছুই দেয়নি। মানুষ বুঝে গেছেন, উন্নয়নের জন্য বিজেপিই একমাত্র ভরসা।
এদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই দলত্যাগকে গুরুত্ব না দিয়ে বলেছে, “এটি সাময়িক অসন্তোষ। মানুষ আবার ফিরবেন উন্নয়নের পথে।”
ডুয়ার্সের রাজনীতিতে এই পরিবর্তন আগামী দিনে আরও উত্তাপ ছড়াতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

"কবিতাঞ্জলি" বই প্রকাশ — পাঠকমহলে সাড়া ফেললেন কবি অঞ্জনা চক্রবর্তী

Sunday : উত্তরের হাওয়া, ২৭ এপ্রিল: গত ১৩ই এপ্রিল প্রকাশিত হয়েছে হুগলী নিবাসী কবি অঞ্জনা চক্রবর্তীর নতুন কাব্যগ্রন্থ "কবিতাঞ্জলি"। বইটি প্রকাশ করেছে জয়শ্রী পাবলিকেশনস। ইতিমধ্যেই বইটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজন অ্যাপে উপলব্ধ হয়েছে। বিভিন্ন আঙ্গিকে কবির ভাবনার গভীরতা ও দর্শন পাঠকমহলে যথেষ্ট সাড়া ফেলেছে। কবিতাগুলিতে জীবনের সূক্ষ্ম অনুভূতি, দর্শন এবং মানবিকতার প্রতিফলন লক্ষ্য করা যায়। পাঠক এবং সাহিত্যপ্রেমীদের মধ্যে বইটি ইতিমধ্যেই উৎসাহের সৃষ্টি করেছে। "কবিতাঞ্জলি"র মাধ্যমে কবি অঞ্জনা চক্রবর্তী বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছেন বলে সাহিত্য মহলে প্রশংসিত হচ্ছেন।

ভাটিয়া মুসলিমের ওবিসি স্বীকৃতির শুনানির জন্য ডাক পেলেন বজলে রহমান।

Friday : উত্তরের হাওয়া, ২৫ এপ্রিল: ভাটিয়া মুসলিম জনগোষ্ঠীর ওবিসি (অন্যতম পশ্চাদপদ শ্রেণী) স্বীকৃতির জন্য সুপ্রিম কোর্টে বর্তমানে ঝুলে থাকা মামলার শুনানির জন্য ডাক পেলেন বজলে রহমান। কোচবিহার জেলার এই ছোট্ট জনগোষ্ঠীটি দীর্ঘদিন ধরে ওবিসি স্বীকৃতি পেতে সংগ্রাম চালিয়ে আসছে। ২০০৭ এবং ২০০৯ সালে বজলে রহমান পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কমিশনে আবেদন করেন এবং একটি প্রতিনিধি দল নিয়ে কমিশনে শুনানীতে নেতৃত্ব দেন। এর ফলস্বরূপ ২০১০ সালে ভাটিয়া মুসলিমদের ওবিসি স্বীকৃতি প্রদান করা হয়। কিন্তু গত বছরের হাইকোর্টের রায়ে এই স্বীকৃতি বাতিল তালিকায় চলে আসে। হাইকোর্টের পর্যবেক্ষণে ভাটিয়া জনগোষ্ঠী নিয়ে মূলত কোনো অভিযোগ না থাকলেও, শুধুমাত্র জনগোষ্ঠীর সঠিক নামের বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এর পর, কমিশন অফিসের সাথে যোগাযোগ করার পর, বজলে রহমান সাহেবকে শুনানির জন্য আহ্বান করা হয়। এ বিষয়ে রহমান সাহেব জানান, "আমি ২৯ এপ্রিল কলকাতা যাচ্ছি, সমস্ত নথিপত্র এবং ভাটিয়া মুসলিমদের একটি প্রতিনিধি দল নিয়ে কমিশনে শুনানীতে অংশ নিতে। আমার বিশ্বাস, আমি কমিশনকে সন্তুষ্ট করতে সক্ষম হব। এরপর কমিশন এই নথি ও রিপোর্ট সুপ্রিম কোর্টে দাখিল করলে, ভাটিয়া মুসলিমরা তাদের ওবিসি স্বীকৃতি পুনরায় ফিরে পাবে।" এটি ভাটিয়া মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং তারা পুনরায় তাদের ওবিসি স্বীকৃতি ফিরে পেতে আশাবাদী।

ভয়াবহ বাজি বিস্ফোরণ শিশুসহ একই পরিবারের ছয়জনের মৃত্যুর আশঙ্কা।

Monday : উত্তরের হাওয়া, ৩১ মার্চ: রাজ্যে ফের বাজি বিস্ফোরণের ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরিতে বৃহস্পতিবার রাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। এই ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কিছুক্ষণের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় একটি বাড়ি। প্রতিবেশীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন, তবে বিস্ফোরণ একাধিকবার ঘটতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের একাংশের দাবি, বাড়িটিতে বাজি মজুত ছিল এবং বাসন্তী পুজো উপলক্ষে বাজি তৈরি চলছিল। অন্যদিকে, কিছু প্রত্যক্ষদর্শীর ধারণা, রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়েছে। পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা জানান, “বাজি তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে, তারপরই গোটা বাড়িতে আগুন ধরে যায়। বাড়ির ভিতরে আরও কিছু মানুষ আটকে থাকতে পারেন।” পুলিশ এখনও বিস্ফোরণের সঠিক কারণ জানায়নি। আপাতত আগুন নেভানোর কাজের পাশাপাশি চলছে উদ্ধার অভিযান।

প্যাঙ্গোলিনের আঁশ এবং চামড়া পাচারকারী গ্রেপ্তার।

Saturday : উত্তরের হাওয়া, ২৯মার্চ: জলদাপাড়া জাতীয় উদ্যানের পশ্চিম রেঞ্জের রেঞ্জ অফিসারের নেতৃত্বে বন দপ্তরের একটি বিশেষ দল আলিপুরদুয়ার থেকে একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে বিপুল পরিমাণে প্যাঙ্গোলিনের আঁশ ও চামড়া উদ্ধার করা হয়েছে। বন বিভাগের কাছে গোপন সূত্রে দীর্ঘদিন ধরে খবর ছিল যে, ভুটানের এক ব্যক্তি জলদাপাড়া সংলগ্ন গ্রামগুলোতে ঘন ঘন যাতায়াত করছে এবং বন্যপ্রাণীর বিভিন্ন অংশ কেনাবেচার সঙ্গে যুক্ত। এই তথ্যের ভিত্তিতে বন দপ্তর নজরদারি চালাচ্ছিল এবং আজ অবৈধ বন্যপ্রাণী ব্যবসার বিষয়ে নিশ্চিত হয়ে অভিযানে নামে। অভিযানে ধৃত ব্যক্তির নাম দেওবাহাদুর লিম্বু (৪৮), তিনি ভুটানের সামটসে জেলার কালাপানি বস্তির বাসিন্দা। তার কাছ থেকে প্রচুর পরিমাণে প্যাঙ্গোলিনের আঁশ এবং চামড়া উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, প্যাঙ্গোলিন একটি বিপন্ন প্রজাতি এবং এর অঙ্গপ্রত্যঙ্গের বেআইনি ব্যবসা গুরুতর অপরাধ। জলদাপাড়া বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, “এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে মূল পাচারকারী চক্রের সন্ধান পাওয়া যায়।” বন দপ্তর ও স্থানীয় প্রশাসন যৌথভাবে এই পাচার চক্রের মূল নেটওয়ার্ক ভাঙতে সক্রিয় হয়েছে। ইতিমধ্যেই জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় নজরদারি আরও কড়া করা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণের স্বার্থে সাধারণ মানুষের কাছে বন দপ্তরের আবেদন, কোনো রকম সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে দ্রুত প্রশাসনকে খবর দিন, যাতে এই ধরনের অপরাধ রোখা যায়।

দেশ

তিন মাসে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধানের আশ্বাস নির্বাচন কমিশনের

Friday : উত্তরের হাওয়া, ৭ মার্চ: ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল, তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধান করবে তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে। তার দাবি, প্রতিটি বিধানসভায় ২০-৩০ হাজার ভুয়া ভোটার যুক্ত করা হচ্ছে। মমতা বলেন, "বাংলা বহিরাগতদের সম্মান করতে জানে, কিন্তু বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে দেবে না।" এদিকে, নির্বাচন কমিশনের সাফাই, একই এপিক নম্বর থাকলেই কোনো ভোটার ভুয়া প্রমাণিত হয় না। কারণ, রাজ্য ও ভৌগলিক অবস্থান অনুযায়ী ভোটারের ঠিকানা, বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতে পারে। তবুও, এই সমস্যা সমাধানে কমিশন তিন মাস সময় নিয়েছে। তৃণমূলের অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশন অফিসে বসে আধার কার্ডের তথ্য কারসাজির মাধ্যমে বাংলার ভোটারদের নামের সঙ্গে অন্য রাজ্যের ভোটারদের নাম যুক্ত করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ডুপ্লিকেট এপিক নম্বর থাকা মানেই কারচুপি নয়, তবে বিভ্রান্তি দূর করতে তারা দ্রুত ব্যবস্থা নেবে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে, যেখানে তৃণমূল এটিকে ষড়যন্ত্র বলছে, আর কমিশন এটিকে প্রশাসনিক জটিলতা হিসেবে দেখছে।

ভেঙে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মাণ সেতু, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা।

Tuesday : উত্তরের হাওয়া, ৫ নভেম্বেরঃ ভয়াবহ দুর্ঘটনা! ভেঙে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মাণ সেতু, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা। গুজরাতে ভয়াবহ দুর্ঘটনা। তৈরির সময়েই ভেঙে পড়ল বুলেট ট্রেন চলাচলের জন্য নির্মীয়মান সেতু। ঘটনাটি ঘটেছে গুজরাতের আনন্দে। ভাসাড়ের কাছে শ্রমিকরা বুলেট ট্রেনের জন্য সেতু নির্মাণের কাজ করছিলেন। সেই সময়ই হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই আনন্দ পুলিশ, দমকল বাহিনী এবং প্রশাসনিক কর্তারা উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে ক্রেন এবং অন্যান্য যন্ত্রপাতি দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই সময় বেশ কিছু শ্রমিক সিমেন্টের স্ল্যাবগুলির নীচে ছিলেন। সেতুটি ভেঙে পড়ায় বেশ কিছু শ্রমিক সেখানে আটকা থাকতে পারে বলে জানা গিয়েছে। ব্রিজের ভেঙে পড়া অংশের নীচ থেকে ইতিমধ্যেই একজন শ্রমিককে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে, আরও বেশ কয়েক জন শ্রমিক আটকে থাকতে পারেন।

স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে করা হল পঁচাত্তর হাজার টাকা

Tuesday : উত্তরের হাওয়া, ২৩ জুলাই: অপরিবর্তিত রইল আয়কর, আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বেতনভোগী সাধারণ নাগরিক এখনও পর্যন্ত নতুন করব্যবস্থাকে সেভাবে গ্রহণ করেননি। বিশেষ করে বেতন পান যাঁরা। তাই ২৫ লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে কেনাকাটাও বাড়বে, সঙ্গে মানুষ সঞ্চয়ের দিকেও এগেবোন বলে ধারণা অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ইনকাম ট্যাক্স নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হল ৭৫ হাজার টাকা। এছাড়া এমন কিছু পরিবর্তন করা হল যাতে, নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ করতে পারবেন করদাতারা। নতুন আয়কর কাঠামোয় কর জমা দিলে , ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% আয়কর দিতে হবে। ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০% আয়কর দিতে হবে। ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫% আয় দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% আয়কর দিতে হবে। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। পুরনো ট্যাক্স কাঠামোয় আলাদ করে কোনও পরিবর্তনও করা হল না, সুরাহা করা হল না। সেইসঙ্গে ঘোষণা, সময়ে TDS না দিলে অপরাধ নয়। এছাড়া ক্যাপিট্যাল গেনে ছাড় ১ লক্ষ থেকে বাড়িয়ে করা হল ২.২৫ লক্ষ। বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস দিলেন সীতারমণ। দেরিতে আয়কর জমা দিলে তুলনায় কম জরিমানা। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী।

এডিজি বিএসএফ গুয়াহাটি সীমান্তের অধীনে কোচবিহার আন্তর্জাতিক সীমান্তের অপারেশনাল প্রস্তুতির পর্যালোচনা

Friday : উত্তরের হাওয়া, ২৯ মার্চঃ শ্রী রবি গান্ধী, ADG, পূর্বাঞ্চলীয় কমান্ড, বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ গোপালপুর সেক্টর কোচবিহার সফরের সময়, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং বিএসএফ-এর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন আজ। এডিজি বিএসএফ সেক্টর হেড কোয়ার্টার বিএসএফ গোপালপুর পরিদর্শন করেন যেখানে তাকে এলাকার বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ, বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং ভারত-বাংলাদেশ সীমান্তে এই চ্যালেঞ্জ মোকাবেলার ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। তিনি বিএসএফ-এর গোপালপুর ও কোচবিহার সেক্টরের দায়িত্বের এলাকায় বিদ্যমান নদীপথ এবং বেড়িবিহীন সীমান্তের পরিস্থিতিও খতিয়ে দেখেন। শ্রী রবি গান্ধী, ADG সীমান্ত পরিদর্শন করেছেন মোতায়েন করা বর্ডারম্যানদের সাথে মতবিনিময় করেন এবং চ্যালেঞ্জিং পরিবেশে সীমানা রক্ষায় তাদের অক্লান্ত প্রচেষ্টা এবং তাদের নিষ্ঠার প্রশংসা করেছেন।

গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

Thursday : উত্তরের হাওয়া, ২১মার্চ: ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এই ঘটনা ঘটল। আর স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। সূত্রের খবর আজ সন্ধে ৬টা নাগাদ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় ইডি। তারপরই দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা শুরু করে তাঁরা। কেজরিওয়ালকে বারবার হেডকোয়ার্টারে নিয়ে যেতে চাইছিল ইডি। কিন্তু তাতে রাজি হননি অরবিন্দ কেজরিওয়াল। এদিকে খবর পেয়েই কেজরিওয়ালের বাড়ির সামনে ভিড় করতে শুরু করেন আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। ২ ঘণ্টা কেজরিওয়ালকে জেরা করার পরেই তাকে গ্রেফতার করে ইডি।

বিশ্ব

খেলা

দীর্ঘ প্রতীক্ষার অবসান দিনহাটা শহরে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা

Tuesday : উত্তরের হাওয়া, ২জানুয়ারি: দীর্ঘ প্রতীক্ষার অবসান দিনহাটা শহরে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা হলো। মঙ্গলবার শহরের পাইওনিয়ার ক্লাব প্রাঙ্গনে মিনি স্টেডিয়াম তৈরির কাজে সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি বয়েজ ক্লাব এলাকা থেকে চড়ক মেলা মাঠ পর্যন্ত হাইড্রেন তৈরির কাজের সূচনাও হয় এদিন। জানা গেছে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ২৩ হাজার ৫৯৬ টাকা ব্যয়ে তৈরি হবে এই দুটি প্রকল্প উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায়। এদিনের অনুষ্ঠানে সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ ভট্টাচার্য, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, পাইওয়নিয়ার ক্লাবের সভাপতি ডঃ অমল বসাক সহ আরো অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী উদয়ন গুহ জানান, ছয় মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে এই মিনি ইনডোর স্টেডিয়াম। খেলাধুলার বিভিন্ন রকম সুযোগ-সুবিধা মিলবে সেখানে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই মিনি স্টেডিয়াম পুরোপুরি ভাবে তৈরি করে দিলেও দেখভালের দায়িত্বে থাকবে ক্লাব কতৃপক্ষের এমনটাই তিনি জানিয়েছেন। বলা বাহুল্য, ১৯৮৮ সালে দিনহাটা শহর সংলগ্ন পুঁটিমারিতে স্টেডিয়াম তৈরির জন্য ৬ একর জমি কেনা হয়। তখন রাজ্যে বামফ্রন্ট সরকার। রাজ্যের যুব কল্যাণ দফতরের দেওয়া আর্থিক বরাদ্দে ওই জমি কেনা হয়। সরকারি নিয়ম মেনেই মহকুমা ক্রীড়া সংস্থা এবং দিনহাটা–১ পঞ্চায়েত সমিতির মালিকাধীন বলে জমির ‘দলিল’ তৈরি হয়।তারপর প্রায় ৩৪ বছরেরও বেশি সময়কেটে গিয়েছে। সীমানা পাঁচিল ছাড়া স্টেডিয়াম তৈরির কিছুই হয়নি। তা নিয়ে বিস্তর বিতর্ক হলেও কেউই সমস্যার সমাধান করতে পারেননি। আদৌ কি সেই স্টেডিয়াম তৈরি হবে সেই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ঠিক তখনই দিনহাটা শহরের বুকে মিনি স্টেডিয়াম গড়ে তোলার কাজের সূচনা হলো এদিন। পুটিমারি সংলগ্ন এলাকায় সেই স্টেডিয়ামের বিষয় নিয়ে এদিন মন্ত্রী উদয়ন গুহ কে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্টেডিয়াম আর মিনি স্টেডিয়ামের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। সে সময় যারা সেখানে স্টেডিয়ামের পরিকল্পনা করেছিলেন সেই সময় হয়তো পরিকল্পনার খানিকটা খামতি ছিল। সেখানে গাড়ি পার্কিং, অ্যাপ্রোচ, প্রবেশ পথের কোনরকম চিন্তাভাবনা হয়নি। সব মিলিয়ে একটা ঘাটতি থেকে গেছে। তবে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি ক্ষেত্রে সব কিছু ব্যবস্থায় থাকছে বলেও তিনি জানান। স্বাভাবিকভাবেই মিনি ইনডোর স্টেডিয়াম দিনহাটায় তৈরি হচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে খুশির হাওয়া এবং ক্রীড়া প্রেমীরা অত্যন্ত খুশি এমনটাই জানা গেছে।

তানিয়াকে সম্বর্ধনা দিল কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন

Tuesday : উত্তরের হাওয়া, ৪জুলাই: কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় ভারতীয় মহিলা ফুটবল দলের সদস্যা কুমারী তানিয়া কামতি কে। উল্লেখ্য দিনহাটার মেয়ে তানিয়া কামতি একজন অতি সাধারণ ট্যাক্সি ড্রাইভার এর মেয়ে। নিজের অধ্যবসায় ও সাধনার ফলে আজকে সে জাতীয় ফুটবল দলে স্থান পেয়েছে। বাংলাদেশের সদ্য সমাপ্ত সাফ কেমসে ভারতীয় মহিলা ফুটবল এর হয়ে অংশ নিয়েছিল তানিয়া কামতি। এই আন্তর্জাতিক স্তরের খেলায় তানিয়ার পারফরম্যান্স দিনহাটা কোচবিহার এমনকি পশ্চিমবাংলা তথা ভারতের মান উঁচু করে। আজ মঙ্গলবার বিকেল চারটায় কোচবিহারের স্টেডিয়াম সংলগ্ন ডিস্ট্রিক স্পোর্টস এসোসিয়েশনের সভাকক্ষে তাকে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দত্ত। সহ-সভাপতি অমলেশ সরকার, সহ-সভাপতি তপন ঘোষ এবং সহ-সভাপতি অশোক হাজরা।

রাজনীতি

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় ৩৫০ পরিবার, শাসক শিবিরে অস্বস্তি।

Monday : উত্তরের হাওয়া, ৫ মে: তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা দিয়ে প্রায় ১৫০টি পরিবার বিজেপিতে যোগ দিলেন। রবিবার বিজেপির আয়োজিত এক যোগদান কর্মসূচিতে বিধায়ক মনোজ টিগ্গার হাত ধরে তাঁরা বিজেপির পতাকা তুলে নেন।
ফলে ডুয়ার্সের রাজনীতিতে বড়সড় পালাবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানে চা শ্রমিকদের অভিযোগ, তৃণমূল দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিলেও ডুয়ার্সের চা বাগানগুলিতে মজুরি বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা, আবাসন ও শিক্ষা-সহ মৌলিক সমস্যা এখনও রয়ে গিয়েছে। উন্নয়নের কোনও দিশা না পেয়ে তারা শাসকদলের প্রতি আস্থা হারিয়ে বিজেপিকে বেছে নিয়েছেন বলে জানান নতুন যোগদানকারীরা।
এই ব্যাপক দলবদলের ফলে রাজনৈতিকভাবে অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলিতে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত হলেও, এই ধরনের গণযোগদান আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসক শিবিরের কাছে বড় বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
বিধায়ক মনোজ টিগ্গা বলেন, “তৃণমূল চা শ্রমিকদের প্রতিশ্রুতি দিয়ে কিছুই দেয়নি। মানুষ বুঝে গেছেন, উন্নয়নের জন্য বিজেপিই একমাত্র ভরসা।
এদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই দলত্যাগকে গুরুত্ব না দিয়ে বলেছে, “এটি সাময়িক অসন্তোষ। মানুষ আবার ফিরবেন উন্নয়নের পথে।”
ডুয়ার্সের রাজনীতিতে এই পরিবর্তন আগামী দিনে আরও উত্তাপ ছড়াতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

তিন মাসে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধানের আশ্বাস নির্বাচন কমিশনের

Friday : উত্তরের হাওয়া, ৭ মার্চ: ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল, তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধান করবে তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে। তার দাবি, প্রতিটি বিধানসভায় ২০-৩০ হাজার ভুয়া ভোটার যুক্ত করা হচ্ছে। মমতা বলেন, "বাংলা বহিরাগতদের সম্মান করতে জানে, কিন্তু বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে দেবে না।" এদিকে, নির্বাচন কমিশনের সাফাই, একই এপিক নম্বর থাকলেই কোনো ভোটার ভুয়া প্রমাণিত হয় না। কারণ, রাজ্য ও ভৌগলিক অবস্থান অনুযায়ী ভোটারের ঠিকানা, বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতে পারে। তবুও, এই সমস্যা সমাধানে কমিশন তিন মাস সময় নিয়েছে। তৃণমূলের অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশন অফিসে বসে আধার কার্ডের তথ্য কারসাজির মাধ্যমে বাংলার ভোটারদের নামের সঙ্গে অন্য রাজ্যের ভোটারদের নাম যুক্ত করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ডুপ্লিকেট এপিক নম্বর থাকা মানেই কারচুপি নয়, তবে বিভ্রান্তি দূর করতে তারা দ্রুত ব্যবস্থা নেবে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে, যেখানে তৃণমূল এটিকে ষড়যন্ত্র বলছে, আর কমিশন এটিকে প্রশাসনিক জটিলতা হিসেবে দেখছে।

সংহতি ময়দানে তৃণমূল কংগ্রেসের জনসভার প্রস্তুতি সভা উদয়নের

Sunday : উত্তরের হাওয়া, ৯ ফেব্রুয়ারীঃ কোচবিহার জেলায় বিধানসভা ভিত্তিক সভা সদ্য শেষ হয়েছে। এবার দিনহাটার সংহতি ময়দানে ২৩ ফেব্রুয়ারি বিশেষ সভা করবে তৃণমূল কংগ্রেস। সভায় কর্মীদের জমায়েত করতে জোরদার প্রস্তুতি শুরু করলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এ ব্যাপারে দিনহাটার আপন ঘরে প্রস্তুতি বৈঠক করলেন মন্ত্রী উদয়ন গুহ। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি বঞ্চনা সহ একাধিক ইস্যুতে দিনহাটা শহরে ওই সভার ডাক দেওয়া হয়েছে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই ওই সভা বলে রাজনৈতিক মহলের অনেকের ধারণা। দিল্লি বিধানসভায় বিজেপির জয়ের পর কিছুটা উজ্জীবিত বিজেপি। ফলে আগামী বিধানসভা ভোটে জমজমাট লড়াই হতে চলেছে এমন আলোচনাও চলছে।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত কারার দাবীতে প্রতিবাদ মিছিল সি পি এম এর

Monday : উত্তরের হাওয়া, ২ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত কারার দাবীতে ও লাগাতার নির্যাতন বন্ধের দাবিতে CPI (M) দিনহাটা ডাকে প্রতিবাদ মিছিলে। প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে চওড়াহাট বাজার হয়ে সাহেবগঞ্জ রোড হয়ে চৌপথীতে শেষ হয়। উপস্থিত ছিলেন সি পি আই (এম) জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল, জেলা কমিটি সদস্য শুভ্রালোক দাস, সুজাতা চক্রবর্তী, দিনহাটা এরিয়া সম্পাদক জয় চৌধুরী, ভেটাগুড়ি - নিগমনগর এরিয়া সম্পাদক উৎপল আচার্য্য, বামনহাটা এরিয়া দেবেন বর্মন, বর্ষিয়ান পার্টি নেতৃত্ব ইনসাফ উদ্দিন আহমেদ প্রমুখ।

সিপিএম এর দিনহাটা এরিয়া তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত দিনহাটা শহরে

Sunday : উত্তরের হাওয়া, ১৭ নভেম্বরঃ সিপিআই(এম) দিনহাটা এরিয়া ৩ য় সম্মেলন অনুষ্ঠিত হলো আজ দিনহাটা শহরে। কমরেড সীতারাম ইয়েচুরি ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর (দিনহাটা শহর) কমরেড হোসেন চন্দ্র সাহা ও কমরেড আমিনুর ইসলাম মঞ্চ,কমরেড তরুণ চন্দ্র কক্ষে।এদিন সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন করেন প্রবীণ সিপিআই (এম) নেতা অমল আচার্য্য।এরপর বিদায়ী সম্পাদক প্রবীর পাল সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়।সম্মেলন থেকে দিনহাটা শহর ও ভেটাগুড়ি - নিগমনগর দুটি আলাদা কমিটি গঠন হয়।দিনহাটা এরিয়া কমিটির মোট ১৪ জনের কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির সম্পাদক নির্বাচিত হয় জয় চৌধুরী।ভেটাগুড়ি - নিগমনগর এরিয়া কমিটির মোট ১৭ জনের কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির সম্পাদক নির্বাচিত হয় উৎপল আচার্য্য।

রাশিফল

লাইফস্টাইল




Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 1691001