Friday 17 October 2025
2025-06-20 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২০ জুন: দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট গ্রাম পঞ্চায়েতের পোয়াতুর কুঠি গ্রামে শুক্রবার সকাল ১০টা নাগাদ দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হলো দীঘার জগন্নাথ মন্দিরের পবিত্র প্রসাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই উদ্যোগে সামিল হলেন স্থানীয় প্রশাসন ও রেশন ডিলাররা। প্রসাদ বিতরণ ঘিরে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। লাইন দিয়ে প্রসাদ নিতে হাজির হন এলাকার বহু বাসিন্দা। প্রসাদের মধ্যে ছিল একটি পেরা, একটি মিষ্টি এবং জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি। অনেকে জানিয়েছেন, বাড়ি বসে দীঘার প্রসাদ পেয়ে তাঁরা আপ্লুত। স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা কখনও ভাবিনি এত দূরের জগন্নাথ মন্দিরের প্রসাদ কোচবিহারে এসে হাতে পাব। এই উদ্যোগে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।” পুরো কার্যক্রমে সহযোগিতায় ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য, ও রেশন কর্মীরা। প্রশাসনের এই মানবিক ও ধর্মীয় উদ্যোগকে ঘিরে দিনভর চলল উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ।