Tuesday 21 May 2024


কোচবিহার

সাহেবগঞ্জ থানা পুলিশের হেফাজতে থাকা ৪ ব্যক্তির কথা অনুসরণ করে উদ্ধার ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড গুলি

2024-05-21

উত্তরের হাওয়া, ২১মে: সাহেবগঞ্জ থানা পুলিশের হেফাজতে থাকাকালীন ৪ ব্যক্তির কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি। গত ১৭/০৫/২০২৪ কোচবিহার জেলা পুলিশ - এর সাহেবগঞ্জ থানা গোপন সূত্রে খবর পেয়ে চৌধুরীহাট অঞ্চলের কন্ট্রোলেরহাট থেকে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ জন ব্যক্তিকে আটক করে ১ টি অগ্নেয়াস্ত্র সহ ২ রাউন্ড তাজা গুলি এবং ১ টি চপারসহ ১ টি লোহার রড উদ্ধার করে। ধৃতদের দিনহাটা দায়রা আদালত থেকে পুলিশ হেফাজতে নেয়। হেফাজতে থাকা ধৃত ব্যক্তিদের কথা অনুসরণ করে মঙ্গলবার গভীররাত্রে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানা ধৃতদের লুকিয়ে রাখা আরও ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

দিনে দুপুরে চুরি সুটকা বাড়ি ও মোয়ামারী গ্রাম পঞ্চায়েত এলাকায়

2024-05-12

উত্তরের হাওয়া, ১১মে: দিনে দুপুরে চুরির ঘটনা ঘটলো কুচবিহার ১ নং ব্লকের অন্তর্গত সুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুধের কটি দেওয়ানবস এলাকায়। আজ দুপুর বারো নাগাদ মর্জিনা বিবির বাড়িতে কে বা কারা আলমারি ও ট্রাঙ্ক ভেঙ্গে নগদ ২৩০০ টাকা, ৯ ভরি রুপোর গহনা ও দুটি সোনার বালা নিয়ে চম্পট দেয়। মর্জিনা বিবি জানায়, তার স্বামী জাবেদ আলি ও তিনি কৃষি জমিতে কাজ করতে গিয়েছিল বাড়িতে এসে দেখেন সবকিছু ভেঙে পড়ে আছে। সাথে সাথে খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। কিছু সময় পর পুলিশ এসে তদন্ত করে। গৃহকর্তা জাবেদ আলী কোচবিহার কোতোয়ালি থানায় এফ আই আর দায়ের করে। দেওয়ানবস এলাকার চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই পার্শ্ববর্তী মোয়ামারি অঞ্চলের ছোট আঠারোকোঠায় চুরির ঘটনা ঘটে। দিন দুপুরে এরকম চুরির ঘটনায় এলাকাবাসীরা খুবই আতঙ্কে রয়েছে। যদিও পুলিশ সূত্রে জানা যায় ঘটনা তদন্ত শুরু হয়েছে।

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সাসপেন্ড

2024-05-11

উত্তরের হাওয়া, ১১মে: গত ২৫ এপ্রিল রেজিস্টারকে শোকজ করা হয়। তার বিরুদ্ধে, উপাচার্যের অনুমতি না নিয়ে পারচেস এবং টেন্ডার কমিটির বৈঠক করা, অফিস অর্ডার পালন না করা, রাজভবনে চিঠি পাঠানো সহ একাধিক অভিযোগ নিয়ে এসেছিল কর্তৃপক্ষ । এই বিষয়টি নিয়ে উপাচার্য জানিয়েছিলেন, গত বছরের অক্টোবর মাসে তিনি কাজে যোগ দেন। মাস দুয়েক পর ডিসেম্বর মাসে কর্তব্যে গাফিলতি এবং অসহযোগিতার অভিযোগে রেজিস্ট্রার ড. আব্দুল কাদের সাফ্লির বিরুদ্ধে সতর্কতামূলক চিঠি পাঠিয়েছিলেন তিনি। এরপর দু’চারদিন ঠিকভাবে চললেও ফের অসহযোগিতামূলক আচরণ শুরু করেন রেজিস্ট্রার। ফলে বাধ্য হয়ে তিনি বিষয়টি আচার্যের নজরে আনেন। তাতে কিছু নির্দিষ্ট বিষয় উল্লেখ করে সাতদিনের মধ্যে কারণ বলতে বলা হয়েছিল। তাঁর উত্তর সন্তোষজনক না হলে অথবা তিনি উত্তর না দিলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল। সেই মতোই তাকে সাসপেন্ড করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।

রক্তের সংকট কাটাতে কবিগুরুর জন্মদিনে রক্তদান শিবির করলেন কুচবিহার পুলিশের সদর ট্রাফিক বিভাগ

2024-05-08

উত্তরের হাওয়া, ৮ মেঃ চারিদিকে রক্তের হাহাকার এই সংকট কাটাতে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলেন কুচবিহার পুলিশের সদর ট্রাফিক বিভাগ। ফিতা কেটে আজকের এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন মাননীয় এসপি দ্যুতিমান ভট্টাচার্য ও ডিএসপি ট্রাফিক কুতুবুদ্দিন খান, ডিসপি হেডকোয়ার্টার চন্দন দাস। আজকে ৬০ ইউনিট রক্তদান করলেন সদর ট্রাফিক এর পক্ষ থেকে। মাননীয় পুলিশ আরাধ্যক্ষ দ্যুতিমান ভট্টাচার্য নিজেও এই রক্তদান শিবিরে রক্ত দান করেন। যারা আজকের এই রক্তদান শিবিরে রক্ত দান করেছেন তাদের হাতে সার্টিফিকেট ও একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। এছাড়াও আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর সুভাষচন্দ্র রায়, সাব-ইন্সপেক্টর সমীর সরকার, সাব ইন্সপেক্টর দুধীরাম বর্মন এসআই নিকিল প্রসাদ দত্ত সহ সিভিক ভলান্টিয়াররা।

নার্স হেনস্থা কাণ্ডে অভিযুক্ত ডাক্তারের শাস্তি দাবিতে ভাইস প্রিন্সিপালের কাছে স্মারকলিপি জমা

2024-05-06

উত্তরের হাওয়া, ৬ মেঃ কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ ও হাসপাতালে নার্স এর উপরে হেনস্তার অভিযোগ ওঠে গত শনিবার। ঘটনার প্রকৃত তদন্ত সহ অভিযুক্ত ডাক্তারের শাস্তির দাবিতে এদিন মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর রাজীব প্রসাদের কাছে স্মারকলিপি জমা করলো ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষে রিতা নাগ জানান, গত শনিবার তাদের নার্সেস কর্মচারীর উপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেছে যে ডাক্তার তার বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ না করলে অদূর ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে অ্যাসোসিয়েশন। ঘটনায় জানা যায় হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগে এক রোগীর পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করছিলেন এক নার্স। সেই সময় ওই নার্স রক্ত সংগ্রহ করতে ব্যর্থ হন। সেই সময় তিনি সেখানে কর্তব্যরত এক চিকিৎসককে বিষয়টি জানান। রক্ত সংগ্রহ করতে চিকিৎসকের সহযোগিতা চান। তখন ওই চিকিৎসক নার্সকে জানান যে, রক্ত সংগ্রহ করা নার্সেরই কাজ। এই বিষয় নিয়েই দুজনের মধ্যে বচসা হয় বলে অভিযোগ। চিকিৎসক অভিযোগ করেন, ওই নার্স তাঁকে গালিগালাজ করেছেন। আবার ওই নার্স পালটা অভিযোগ করেন, ওই চিকিৎসক তাঁকে ধাক্কা দেন এবং মারধর করেন বলে অভিযোগ। প্রসঙ্গত উল্লেখ গত শনিবার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নার্সকে মারধরের অভিযোগ উঠে চিকিৎসকের বিরুদ্ধে। দুজনেই সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন। ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখান নার্সরা। কয়েকঘণ্টা ধরে চলে বিক্ষোভ। ঘটনাস্থল থেকে উধাও হয়ে যান অভিযুক্ত চিকিৎসক। এ নিয়ে এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদ জানান, দুপক্ষের কথাই শোনা হচ্ছে। একটি তদন্তকারী কমিটি গঠন করা হবে। তাঁরা রিপোর্ট জমা করবেন। কারও দোষ থেকে থাকলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গরমের মরশুমে রক্ত সংকট দূর করতে রক্তদান শিবিরের কোচবিহার ২নং পঞ্চায়েত সমিতির

2024-05-06

উত্তরের হাওয়া, ৬ মেঃ গরমের মরশুমে রক্ত সংকট দূর করতে রক্তদান শিবির করে এবার এগিয়ে এলো কোচবিহার ২নং পঞ্চায়েত সমিতি। কোচবিহার জেলা জুড়ে রক্ত সংকট দূর করতে এদিন কোচবিহার ২নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে মরিচবাড়ি খোলটা গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় খোলটা হাইস্কুলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহতি রক্তদান শিবিরে ৫২ জন রক্ত দান করেন। এই ৫২ ইউনিট রক্ত তুলে দেওয়া হয় কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে। ভ্রাম্যমাণ রক্ত দান ভ্যান গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছে রক্ত সংগ্রহ করে। পঞ্চায়েত সমিতির উপপ্রধান সুদীপ কর্জি জানান, প্রতিবছর গরমের মরশুমে কোচবিহার জেলা জুড়ে রক্ত সংকট তৈরি হয়। শুধু তাই নয়, বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা রক্তের অভাবে যথেষ্ট দুর্ভোগ পোহায়। তাদের এই সমস্যা দূরীকরণের জন্যই এবার থেকে প্রতি বছর আমরা রক্তদান শিবির আয়োজন করা। এছাড়াও কখনো কোন রোগীর রক্ত প্রয়োজন হলে যোগাযোগ করলে আমরা যথাসাধ্য সহযোগিতা করব।

ফ্ল্যাট থেকে বৃদ্ধার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

2024-05-05

উত্তরের হাওয়া, ৫ মে: কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে রবিবার সকালে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায় মৃত বৃদ্ধার নাম রিনা ঘোষ (৭২)। তিনি ফ্ল্যাটে একাই থাকতেন। মৃতার ছেলে কর্মসূত্রে মালদা জেলায় কাজ করেন। তিনি বাড়িতে এসেছিলেন দিন দশেক আগে। বিগত বেশ কিছুদিন থেকে মহিলাকে বাইরে আসতে দেখা যায়নি। স্থানীয় অপর এক ফ্ল্যাটের কাজের মহিলা খোলা জানালা দিয়ে মহিলাকে মেঝেতে পড়ে থাকতে দেখে গতকাল দুপুরে। আজ একই অবস্থায় দেখতে পাওয়া যায় তাকে বলে স্থানীয় সূত্রে জানা যায়, অবশেষে খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করে। সাথে সাথে খবর পাঠানো হয়েছে তার ছেলের কাছে। স্থানীয়রা আরও জানান বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন ওই বৃদ্ধা। মৃতদেহের পাশ থেকে বেশ কিছু ওষুধ পরে থাকতে দেখা যায়। দেহ কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঠিক কি কারনে মৃত্যু হয়েছে বৃদ্ধার তা ময়নাতদন্তের পরে স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অ্যাপার্টমেন্টের সেক্রেটারি সুব্রত কুমার বাবু জানান, বেশ কিছুদিন থেকেই বৃদ্ধা অসুস্থ ছিল। বৃদ্ধার ছেলেকে ফোন করে ঘটনাটি জানানো হয়েছিল কিন্তু কাজের কারণে হয়তো তার ছেলে আসতে পারিনি। আজ এই দুর্ঘটনা ঘটে গেল। ইতিমধ্যেই তার ছেলেকে জানানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

একাধিক দাবীতে বামনহাট রেল দাবী সমিতি তরফে ডেপুটেশন বামনহাট ষ্টেশন মাস্টারের কাছে

2024-05-05

উত্তরের হাওয়া, ৫ মেঃ বামনহাট রেল স্টেশনের পরিকাঠামোর উন্নয়ন ও রেলের কোচ সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়ে বামনহাট রেল স্টেশনে ডেপুটেশন দিল দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশন ও বামনহাট রেল দাবী সমিতি । আজ বামনহাট রেল স্টেশনে পৌঁছায় দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশন ও বামনহাট রেল দাবী সমিতির সদস্যরা। বামনহাট ষ্টেশন মাষ্টারের মাধ্যমে আলিপুরদুয়ার ডিভিশন রেলওয়ে ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। সেই স্মারক লিপিতে আট দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলি ছিল, বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেসের ১টি স্লিপার এবং ১টি জেনারেল কোচ বৃদ্ধি, শিলিগুড়ি -দিনহাটা, শিলিগুড়ি -বামনহাট ডিএমইউ পুনরায় চালু , বামনহাট রেল স্টেশনের ২ ও ৩ নং প্ল্যাটফর্ম সম্প্রসারণ , বামনহাট থেকে নিউ কোচবিহার রেলের বৈদ্যুতিকরণ দ্রুত শেষ করা সহ একাধিক দাবি জানানো হয় আজকের ডেপুটেশনে। এদিনের এই ডেপুটশনে উপস্থিত ছিলেন , দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশনের কনভেনর প্রফেসর ড. রাজা ঘোষ, জয় গোপাল ভৌমিক, বামনহাট রেল স্টেশন দাবি সমিতির শুভঙ্কর ভাদুরি সহ অন্যান্য সদস্যরা।

প্রচন্ড গরমের থেকে পথ চলতি মানুষ এবং নিত্য কর্মচারীদের বাঁচাতে এবার জলছত্র কোচবিহারে

2024-05-04

উত্তরের হাওয়া, ৪ মেঃ দিনের পর দিন তাপমাত্রার পারদ বাড়ছে উত্তরের জেলা কোচবিহারে। গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারের মানুষ ও গরমে হাঁসফাঁস। বিশেষ করে যারা দিনমজুর রিকশাচালক, ভ্যানচালক, টোটো চালক। এছাড়াও রয়েছে নিত্য পথ চলতি সাধারণ মানুষ। যারা প্রায় প্রতিদিন বিভিন্ন কাজে কোচবিহারে আসেন কাজের জন্য। এই সমস্ত মানুষের পাশে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিল কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংগঠন। পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছে জলের বোতল, ঠান্ডা শরবত এবং তরমুজ। এদিন কোচবিহার পুলিশ লাইনে চৌপতি অবস্থিত বাসস্ট্যান্ডে তাদের প্রথম আস্তানা বসে। প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষকে জলের বোতল এবং শরবত তুলে দেয় সংস্থার কর্মকর্তা সহ সদস্যগন। এদিন তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কোচবিহার কোতোয়ালি থানা অন্তর্গত শহর টাউন বাবু। সংগঠনের পক্ষে শংকর রায় জানান, এক সময় কোচবিহার শহর গাছপালা দিয়ে ভরা ছিল। কোচবিহারের রাস্তায় রোদ পড়তো না। বিশেষ করে রাজ আমলে কোচবিহারের আবহাওয়া ছিল অনেক মনোরম। কিন্তু সম্প্রতি বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিশেষ করে রাস্তাঘাট তৈরির কারণে প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে। তাই দিন দিন তাপমাত্রা কোচবিহার শহরকেও ঘিরে ফেলেছে। নিত্যনৈমিত্তিক কাজে বাড়ি থেকে বেরোনো সাধারণ মানুষদের পাশে আগামী সাতদিন ধরে এই সংগঠন তাদের সাধ্যমত জল শরবত তুলে দেবেন। শুধু তাই নয় শহরকে যাতে পুনরায় সৌন্দরযায়ন করা যায় সেই লক্ষ্যে গাছ লাগানোর কাজও শুরু করা হয়েছে। বলা বাহুল্য, গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে গড়ে প্রায় পাঁচ ডিগ্রি। তাই গরমে হাঁসফাঁস করছে রাজার শহর। কোচবিহারে সাধারণ মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

অনির্দিষ্টকালের জন্য কোচবিহার ভবানীগঞ্জ বাজার স্তব্ধ করে দেওয়ার হুশিয়ারি

2024-05-04

উত্তরের হাওয়া, ৪ মে: কোচবিহার পৌরসভার অন্তর্গত সমস্ত বাজারের ক্ষেত্রে নতুন করে নামজারি এবং বর্ধিতকর এর বিরুদ্ধে ফের একবার সরব কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। সম্প্রতি, নির্বাচনের আগে এক সরকারি সভায় কোচবিহারে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন নতুন করে কর বৃদ্ধি করা যাবে না। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। কিন্তু দেখা যাচ্ছে গত ২৩ শে এপ্রিল ফের একবার কোচবিহার পৌরসভার তরফ থেকে নামজারি এবং কর বৃদ্ধির চিঠি পাঠানো হয়েছে ব্যবসায়ী সমিতির কাছে। এই বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তিত কোচবিহার ব্যবসায়ী সমিতি। এদিন তাদের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের মূল দাবি পৌরসভা এবং কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির মধ্যবর্তী যে অসন্তোষ তার দ্রুত সমাধান। এছাড়াও নতুন ছয় দফা দাবিকে সামনে রেখে এক দাবি পত্র পেশ করেন। এবং সেই সাথে সাত দিনের মধ্যে সমস্যা সমাধানের আবেদন জানানো হয়েছে তাদের তরফ থেকে। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরোজ কুমার ঘোষ জানান, কোচবিহার পৌরসভা পরিচালিত নতুন নামজারির নির্দেশিকা প্রত্যাহার করে, আগের মতই সহজ করা হোক। পাশাপাশি পৌর বাজারগুলির সংস্কার যেমন শৌচালয়, পানীয় জল, অগ্নি নির্বাপক ব্যবস্থা, চলাচলের পথ, দালান গুলির মেরামতি সহ আলোর ব্যবস্থা করা হোক। ট্রেড লাইসেন্সের অতিরিক্ত ফি অবিলম্বে প্রত্যাহার করা হোক, প্রত্যাহার করা হোক জলকর, মাত্রাতিরিক্ত কনজারভেন্সি ফ্রি প্রত্যাহার করে পুনঃ বিবেচনা করা হোক। পৌর বাজারগুলির গৃহের নিচ তলা এবং ওপর তলার খাজনার পার্থক্য দূর করা হোক। সুরজ ঘোষ এই দিন অভিযোগ করে বলেন, বিগত প্রায় দুই বছরের বেশি সময় থেকে এই বিষয়গুলি নিয়ে একাধিকবার পৌরসভা কে জানানো সত্ত্বেও কোন লাভ হয়নি। পৌরসভার তরফ থেকে একাধিকবার প্রতিশ্রুতি থাকলেও তা কাজ হয়নি। বলা বাহুল্য এই দুর্দশা চলছে প্রায় দুই বছরের বেশি সময় ধরে। একদিকে যেমন পৌরসভার ক্ষতি হচ্ছে তেমনি ক্ষতি হচ্ছে ব্যবসায়ী সমিতির অন্তর্গত ব্যবসায়ীদের। দ্রুত এই সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন ব্যবসায়ী সমিতি। অভিযোগ বারংবার পৌরসভাকে জানিয়েও কোনরকম সমস্যার সমাধান হয়নি। বাজারের বেহাল অবস্থা সহ স্টল হস্তান্তরের ক্ষেত্রে টাকার পরিমান বেড়েছে যথেচ্ছ। মাছ বাজারের বেহাল অবস্থা সহ সম্পুর্ন বাজারের ভগ্নদশা। পাশাপাশি ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে ২০০ টাকা বেড়ে দাড়িয়েছে ১২০০ টাকা। ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে পৌরসভাকে ৭ দিনের সময় বেধে দেওয়া হয়েছে বলে জানানো হয়। এর পর সব কিছুর সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। সমস্যার সমাধান না হলে পরবর্তী সময়ে অনির্দিষ্টকালের জন্য কোচবিহার ভবানীগঞ্জ বাজার স্তব্ধ করে দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন ব্যবসায়ী সমিতির সভাপতি মতি লাল জৈন।

মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী কোচবিহারের চন্দ্রচূড়কে সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকরা

2024-05-02

উত্তরের হাওয়া, ২ মে: আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। পরীক্ষার ৮০ দিনের মাথায় হল ফল প্রকাশ। এবছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন। রামভোলা হাইস্কুলের ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৩। আজ চন্দ্রচূড়ের বাড়িতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদর তিন চক্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানায় ফুলের তোড়া ও মিষ্টিমুখ করিয়ে। চন্দ্রচূড়কে সম্বর্ধনা দিতে উপস্থিত ছিলেন সমিতির সদস্যদের মধ্যে সুপ্রিয় পাল, প্রশান্ত দেব, কাঞ্চন ভট্টাচার্য, সুবীর দেব, সুমন করিম, হিরন্ময় চক্রবর্তী , দীপ্তিমান সাহা প্রমূখ। শিক্ষকরা চন্দ্রচূড়ের সাফল্য কামনা করে এবং আগামী দিনে তার শিক্ষা অর্জনের পথ সুগম হয় সেই কামনাই করেন।

পথ দুর্ঘটনায় গুরুতর আহত চার

2024-05-01

উত্তরের হাওয়া, কোচবিহার, ১ মে: সড়ক দুর্ঘঘটায় গুরুতর আহত হলেন তিন আরোহী সহ টোটো চালক। বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ কোচবিহারের শহর সংলগ্ন খাগড়াবাড়ি চৌপথী এলাকার পেট্রোল পাম্পের বিপরীতে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি টোটো এবং যাত্রীবাহি গাড়ির পাশাপাশি সংঘর্ষ হয়। আহত টোটো চালককে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার পুন্ডিবাড়ী থানার পুলিশ এবং দমকল বিভাগের আধিকারিকরা।

উদয়ন গুহকে পাঁচ কোটি টাকা চেয়ে হুমকি

2024-04-24

উত্তরের হাওয়া, ২৪ এপ্রিল: কোচবিহারে ভোটের এক সপ্তাহ হয়নি। আর এর মধ্যেই উত্তরবঙ্গ উয়ন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছে একটি হুমকি চিঠিকে এসেছে বলে খবর। যা নিয়ে চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে। কেএলও সংগঠনের তরফে এই হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে খবর। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে হুমকি চিঠি দিয়েছে কেএলও-র। ১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা চেয়ে বুধবার সকালে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ওই হুমকি চিঠি দেওয়া হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। হুমকি চিঠির এই ঘটনায় কোচবিহারের রাজনৈতিক ও পুলিশ মহলে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি পুলিশকে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি জানান, সকালে হোয়াটসঅ্যাপে চিঠি এসেছে। আমি টাকা দিচ্ছি না। আমি ভয়ও পাচ্ছি না। তবে পুলিশ তদন্ত করলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে। চিঠিতে লেখা রয়েছে, গত ১৯৯৩ সাল থেকে তারা এই যুদ্ধ চালিয়ে আসছেন। তাদের সহযোগিতা করার জন্য আগামী ১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা দেওয়ার আবেদন জানানো হয়েছে। চিঠির বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে পুলিশ মহলে। তবে মন্ত্রী উদয়ন গুহকে এই হুমকি চিঠি পাঠানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই তিনটি বাড়ির ছয়টি ঘর সহ আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী

2024-04-23

উত্তরের হাওয়া, ২৩ এপ্রিল: মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহার ১নং ব্লকের অন্তর্গত মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের ময়নাগুড়ি সিঙ্গিজানি এলাকায়। স্হানীয় সুত্রে জানা গিয়েছে, এলাকায় আনোয়ার হোসেন, মতিয়ার হোসেন ও আমিনুর হোসেনের বাড়িতে আগুন ধরে যায়। ভয়াবহ আগুনে আগুনে ছয়টি ঘর আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী। আগুনে পুড়ে যায় পরে নিশিগঞ্জ থেকে দমকল বাহিনী এসে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঠিক কি কারনে আগুন লাগলো এখনো সে বিষয়ে সঠিক কারণ জানা যায়নি। ঘটনায় চঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকায়।

দুটি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য দিনহাটার চৌধুরীহাটে

2024-04-21

উত্তরের হাওয়া, দিনহাটা, ২১ এপ্রিল: রবিবার সাত সকালে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিনহাটা বিধানসভার অন্তর্গত চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুঠিতে। এদিন সকালে স্হানীয় বাসিন্দা গৌরগোবিন্দ সরকারের বাড়ির সামনে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্হানীয়রা। খবর পেয়ে স্হানীয় নয়ারহাট পুলিশফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্হলে পৌছান ও বোমাদুটি উদ্ধার করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা ও।

কোচবিহারে যাবেন না বোসকে অনুরোধ নির্বাচন কমিশনের

2024-04-17

উত্তরের হাওয়া, ১৭এপ্রিল: উত্তরবঙ্গে নির্বাচন চলার সময় রাজ্যপালকে সেখানে না যাওয়ার পরামর্শ দিল নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, নির্বাচনের দিন রাজ্যের রাজ্যপাল যদি নির্বাচনক্ষেত্রে উপস্থিত থাকেন, তবে তা ভোটের আদর্শ আচরণ বিধি ভাঙবে। প্রসঙ্গত, শুক্রবারই প্রথম দফার নির্বাচন হবে উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্র-জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।রাজ্যপাল জানিয়েছিলেন, ভোট চলাকালীন তিনি নিজে কোচবিহারে থাকবেন। সরেজমিনে খতিয়ে দেখবেন এলাকার পরিস্থিতি। তবে কমিশন জানিয়ে দিল ভোটের আদর্শ আচরণ বিধি এর ফলে লঙ্ঘিত হবে।

উদয়নকে গৃহবন্দী রাখার আর্জি নিশীথের

2024-04-17

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৭ এপ্রিল: শান্তিপূর্ণ ও অবাধ ভোট করতে ভোটের দিন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গৃহবন্দী রাখার দাবী তুললেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক । নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে এই আর্জি জানিয়েছেন তিনি। কমিশনকে দেওয়া চিঠিতে নিশীথ লিখেছেন, ‘আপনারা জানেন যে উদয়ন গুহই যাবতীয় গুন্ডামির মূল। নির্বাচনি আদর্শ আচরণবিধি চালু থাকা সত্ত্বেও প্রশাসনের অনুমতিক্রমে করা র‌্যালিতেই আমাকে দু’বার আক্রমণ করেছেন।’ পাশাপাশি ২০২১ সালের বিধানসভা ভোটের পর অশান্তির প্রসঙ্গ উদাহরণ হিসাবে তুলে ধরে উদয়নকে শান্তির পক্ষে ক্ষতিকারক বলে প্রমান করার চেষ্টা করেছেন তিনি। নিশীথের অভিযোগ, উদয়ন গুহর নেতৃত্বে বারবার কোচবিহারে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে। ভোটের দিনও একইরকমভাবে সন্ত্রাস হতে পারে। উদয়ন গুহ যাতে তাঁর বুথের বাইরে বের হতে না পারেন তা দেখুক কমিশন । তাঁর সংযোজন, লোকসভা নির্বাচনের প্রচার বিগত দিনে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য রেখেছেন। এতে কর্মীরা প্ররোচিত হয়ে গন্ডগোল করতে পারে। গত ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল তাতে জাতীয় মানবাধিকার কমিশন যে দুষ্কৃতীদের নাম উল্লেখ করেছিল তাতে উদয়ন গুহর নাম ছিল। তাই শান্তিতে ভোট করানোর লক্ষ্যে ভোটের দিন তাঁর বুথের মধ্যে তাঁকে রাখা হোক। বিষয়টি নিয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী সাংবাদিক বৈঠক করে একধাপ এগিয়ে উদয়ন গুহকে গৃহবন্দি করার দাবি জানিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন উদয়ন। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মানুষের পাশে থেকে সবসময় কাজ করেন বলে জানান উদয়ন। মানুষও তাঁকে চায়। তাই ভয় পেয়েছেন নিশীথ প্রামাণিক। এসব করে কোনও লাভ হবে না। মানুষের অধিকার মানুষই বুঝে নেবেন। আমি ঘরে বসে থাকলেও মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিয়েছে।

জগদীশের প্রার্থী পদ বাতিলের আর্জি বিজেপির

2024-04-17

উত্তরের হাওয়া, কোচবিহার, ১৭ এপ্রিল: নির্বাচন কমিশনে জমা করা হলফনামায় স্ত্রীকে নিয়ে ভুল তথ্য দিয়েছেন কোচবিহার লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনীয়া। তাই তার মনোনয়ন বাতিল করা হোক। এমনই দাবী জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা তথা কোচবিহার জেলা সম্পাদক জেলা অজয় রায়। বুধবার সাংবাদিক বৈঠক করে জানালেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী । বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রার্থী তাঁর হলফনামায় জানিয়েছেন যে, তাঁর স্ত্রীর নাম শুকতারা বর্মা বসুনিয়া। অন্যদিকে, সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল প্রার্থীর স্ত্রী সংগীতা রায় বসুনিয়া তাঁর হলফনামায় জানিয়েছেন যে, তাঁর স্বামী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। স্বভাবতই তৃণমূল প্রার্থীর দেওয়া তথ্য ভুল রয়েছে বলে দাবী তৃণমূলের । তাই তার মনোনয়ন বাতিলের দাবী তুলেছেন তারা। পাল্টা কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিত দে ভৌমিকের মন্তব্য, মনোনয়ন জমা পড়েছে প্রায় ১৫ দিন আগে, এতদিন কি বিজেপি নেতারা চোখ বন্ধ করেছিলেন? অভিযোগ করার হলে তখন করেননি কেন? নিজেদের পায়ের তলার মাটি নেই তাই উল্টোপাল্টা দাবি করছে।

রাজ্য পুলিশের পাশাপাশি সমানভাবে নির্বাচনের সময় বিভিন্ন সভার নিরাপত্তা দায়িত্ব সামলালো নারায়ণী ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডেন্ট অর্পিতা রায়

2024-04-16

শুভদীপ চক্রবর্তী, কোচবিহার: রাজ্য পুলিশের পাশাপাশি সমানভাবে নির্বাচনের সময় বিভিন্ন সভার নিরাপত্তা দায়িত্ব সামলালো নারায়ণী ব্যাটেলিয়ান। নির্বাচনের সময় একাধিক হেভি ওয়েটের প্রচার দেখেছে কোচবিহার। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় বিশেষ নিরাপত্তার দায়িত্ব পালন করল নারায়নী ব্যাটেলিয়ন। পুলিশের ওই বিশেষ ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডেন্ট অর্পিতা রায় সহ ব্যাটেলিয়ানে অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে সুনিশ্চিত করা হয় বিভিন্ন সভায়। রাজ্য পুলিশের পাশাপাশি সমানতালে নারায়ণী ব্যাটেলিয়ান তারা তাদের দায়িত্ব সামলেছেন। মূলত মহিলাদের ভিড় নিয়ন্ত্রনের ক্ষেত্রে সামনে সারিতে দেখা গিয়েছে ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অর্পিতা রায় কে। পুলিশের এই বিশেষ ব্যাটেলিয়ানের ব্যবহার ও সহযোগিতা নজর কেড়েছে মহিলাদের মধ্যে ।

ভয়াবহ অগ্নিকান্ডে চাঞ্চল্য বক্সিরহাটে

2024-04-11

উত্তরের হাওয়া, কোচবিহার, ১১ এপ্রিল: বৃহস্পতিবার সাত সকালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ ব্লকের অন্তর্গত বক্সিরহাট থানার ছোটোলাওকুঠি এলাকায়। স্হানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন সকালের রান্না বান্না সেরে বাড়ির লোকেরা কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সেসময় পরিবারের বিশেষভাবে সক্ষম ছোটো ছেলে রান্নাঘরের বারান্দায় বসেছিল। সেই সময় রান্না ঘরের উনুন থেকে অগ্নি সংযোগ ঘটে ও পুরো রান্না ঘর ভস্মীভুত হয়ে যায়। গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ও ছেলেকে উদ্ধার করে। তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান তারা এবং বক্সিরহাট দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয় ক্ষতির পরিমান প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। মোট দুটি ঘর আগুনে পুরে যায়। একটি ঘর পুরোপুরি পুড়ে ভস্মভূত হয় এবং অন্য ঘর টিতে থাকা বাড়ির মেয়ের বিয়ের সামগ্রী সব পুড়ে ছাই হয়ে যায়। তবে ঘরটি সম্পূর্ণ ভস্মভূত হওয়ার আগেই বক্সিরহাট দমকল বাহিনীরা আগুন নিয়ন্ত্রণে এনে ফেলে। বাড়ির মালিক জানান, সামনেই মেয়ের বিয়ে। বিয়ে উপলক্ষে অনেক জিনিস কেনাকাটা করেছিলাম। কিন্তু সব আজ আগুনের লেলিহান শিখায় পুড়ে নষ্ট হয়ে গেছে। ঘটনায় চঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকায়।

নাকা চেকিং এ বিপুল পরিমাণ নকল টাকা উদ্ধার

2024-04-06

উত্তরের হাওয়া, ৬ মার্চ: নাকা চেকিং এ বিপুল পরিমাণ নকল টাকা উদ্ধার। গভীররাত্রে কোচবিহার জেলা পুলিশের বক্সিরহাট থানার অন্তর্গত সঙ্কোষ নাকা চেকিং পয়েন্টে এস. এস. টি. টিমের মেজিস্ট্রেটের উপস্থিতিতে বক্সিরহাট থানা আসাম থেকে আগত আসাম নম্বরের একটি মারুতি সুইফট গাড়িকে তল্লাশির সময় গাড়ির ভিতরে থাকা একটি লাল উপহারের প্যাকেট বাদামী সেলো টেপ দিয়ে বাধা অবস্থায় দেখতে পেয়ে, পুলিশ সেখান থেকেই ২৩,৫৬,৫০০/- নকল টাকা উদ্ধার করে। গাড়িতে থাকা ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে কোচবিহার জেলা পুলিশ, জেলা প্রশাসনের সাথে নাকা তল্লাশি এবং কেন্দ্রীয় বাহিনীসহ বিভিন্ন এলাকায় রুটমার্চ করে সুষ্ঠ,অবাধ ও শান্তিপূর্ণ ভাবে লোকসভা নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ।

বাবার হাতে ছেলে খুন, চাঞ্চল্য কোচবিহারের সিতাইয়ে

2024-04-02

উত্তরের হাওয়া, দিনহাটা, ২ এপ্রিল: বাবার ধারালো অস্ত্রের কোপে মৃত্যুর মুখে ঢলে পড়লেন ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার সিতাই ব্লকের ব্রহ্মত্তরচাত্রার অন্দরান সিঙ্গীমারি এলাকায়। ঘটনার কথা চাউর হতেই জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্হলে পৌছে তদন্ত শুরু করেছে পুলিশও। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য জানান, এদিন সকাল ৯টা নাগাদ সিতাইয়ের বাসিন্দা চন্দ্র দেব রবিদাস তার ছেলে রামকৃষ্ণ রবিদাসকে খুন করেছেন বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে তাদের মধ্যে সম্পত্তিকে কেন্দ্র করে নিত্য পারিবারিক কলহ লেগে থাকতো বলে জানা গিয়েছে। অভিযুক্তকে আটক করার পাশাপাশি খুনের অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। স্হানীয় সুত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তিরা পাঁচ ভাই। সকলে আলাদা আলাদা থাকলেও রামকৃষ্ণ বাবার সাথেই থাকতেন। নিহত ব্যক্তির ভাই সুখচান্দ রবিদাস জানান, আজ সকালে আমার এক ভাইয়ের কাছ থেকে খুনের ঘটনাটি জানতে পারি। দ্রুত দৌড়ে এসে দেখি ভাইয়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। স্হানীয় এলাকাতে খোঁজ নিতে জানা গেল, মাঝেমাঝেই বাবা ও ছেলেদের মধ্যে বিবাদ বাঁধত। শরিকীবিবাদের কারণেও খুন হতে পারে বলে ধারনা করছেন অনেকেই। যদিও নিহত ব্যক্তি বাবার সাথেই থাকতেন। স্বভাবতই তারই সত্তোরোর্ধ বাবার সম্পত্তি পাওয়ার সম্ভবনা তারই বেশি ছিল। এমন পরিস্হিতিতে সত্তোরোর্ধ বাবা কেন নিজের ছেলেকে খুন করবেন? নাকি এর পেছনে কোন ষড়যন্ত্র রয়েছে তা নিয়েও গুঞ্জন ছড়িয়েছে এলাকায়।

পাঁচটা ঘুমের ওষুধেও ঘুম হবেনা পাল্টা মহামিছিলে নিশীথকে কটাক্ষ উদয়নের

2024-03-31

উত্তরের হাওয়া, দিনহাটা, ৩১ মার্চ: “এই মিছিল দেখার পর অনেকেরই রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। পাঁচটা ঘুমের ওষুধ খেয়েও ঘুম হবে না।” রবিবার কোচবিহার জেলার দিনহাটা শহরে তৃনমুলের মহামিছিল শেষে এভাবেই নাম না করে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যদিও উদয়নের মন্তব্যকে পাত্তা দেয়নি বিজেপি। কোচবিহার জেলার দিনহাটা মহকুমা বরাবরই রাজনীতির হটস্পট। উনিশের লোকসভা ভোটের সময় থেকেই প্রচার, পাল্টা প্রচার, সন্ত্রাস, পাল্টা সন্ত্রাসে শিরোনামে এসেছে দিনহাটা। চলতি লোকসভার প্রস্তুতিতেও এই ধারায় বদল আসেনি। কখনো শাসক দল, আবার পাল্টা বিরোধী দলের প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে দিনহাটা। একই বিধানসভার দুই হেভিওয়েট নিশীথ ও উদয়নের পেশিশক্তি ও কথার লড়াইয়েও সাক্ষী থেকেছে জেলা তথা রাজ্যবাসীও। নির্বাচনী মিছিলকে ঘিরেও ফুটে উঠল একই ছবি। গত ২৪ মার্চ দিনহাটায় মহা মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। কয়েক হাজার কর্মী সমর্থকদের মিছিলে হেটে ছিলেন বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। রবিবার বিজেপিকে পাল্টা দিতে দিনহাটা শহরে মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের নেতৃত্বে লোকসভার তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার উপস্থিতিতে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে দিনহাটা শহরে মিছিল করা হয়। মিছিলে হাটতে হাটতেই জগদীশ এর মন্তব্য, এই মিছিলে যারা পা মিলিয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে ধর্মীয় সুড়সুড়ির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার বার্তাই দিয়েছেন ।

ভেটাগুড়িতে প্রচারে উদয়ন ও হিপ্পি

2024-03-30

উত্তরের হাওয়া, দিনহাটা, ৩০ মার্চ: বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথের গড় বলে পরিচিত ভেটাগুড়িতে শনিবার নির্বাচনী প্রচারে ঝড় তুলল তৃণমূল। এদিন বিকেল থেকে ভেটাগুড়ি ১ গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে যান তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ওরফে হিপ্পি ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এলাকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে ভোট প্রচার করেন তারা। পাশাপাশি দিন দুয়েক আগে ভেটাগুড়ি ১ অঞ্চলের আক্রান্ত অঞ্চল সভাপতির বাড়িতে পৌঁছে যান মন্ত্রী ও জেলা সভাপতি।

কাফ সিরাপ উদ্ধার

2024-03-30

উত্তরের হাওয়া, কোচবিহার, ৩০ মার্চ: শনিবার তল্লাশি চালিয়ে ৯৮ বোতল কাফ সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করল কোচবিহার জেলার মাথাভাঙা থানার পুলিশ। জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন সিতাই মোড় এলাকায় নাকা চেকিং চলছিল। সেসময় শিলিগুড়িগামী বাসে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯৮ বোতল অবৈধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে কোচবিহার জেলা পুলিশ ও জেলা প্রশাসনের তৎপরতায় খুশি স্হানীয়রা।

জোটে জটিলতা কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস

2024-03-30

উত্তরের হাওয়া, কোচবিহার, ৩০ মার্চ: জোট নিয়ে জটিলতা চলছিলই। কোচবিহারে বামফ্রন্টের শরিক ফরওয়ার্ডব্লক প্রার্থী ঘোষনার পরও প্রার্থী দেয় কংগ্রেসও। তা নিয়ে শুরু হয় রাজনৈতিক জল্পনা। বাম কংগ্রেস জোটের কথা মাথায় রেখে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সকাল পর্যন্ত কংগ্রেস প্রার্থীপদ প্রত্যাহার করবে কিনা তা নিয়েও চলল চর্চা। কিন্তু শেষমেষ জোটের মুখরক্ষা হলনা। মনোনয়ন প্রত্যাহার করলেন না কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরী। শনিবার বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহারের সময় থাকলেও কংগ্রেস প্রার্থী তার প্রার্থী পদ প্রত্যাহার করেননি। স্বভাবতই কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক সন্মুখ সমরে। জাতীয় কংগ্রেসের রাজ্য স্তরের নেতা তথা প্রার্থীর নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ সরকারের মন্তব্য, কংগ্রেস একটি সর্বভারতীয় দল। তার সঙ্গে কোনো অবস্থাতেই ফরওয়ার্ড ব্লকের তুলনা হয়না। তাই ফরওয়ার্ড ব্লকের জন্য কংগ্রেসের মনোনীত প্রার্থীর প্রার্থী পদ প্রত্যাহারের কোন প্রশ্নই ওঠে না। তাঁর সংযোজন, কোচবিহার জেলায় ফরওয়ার্ড ব্লকের কোন সাংগঠনিক ক্ষমতাই নেই, তারাই প্রার্থী পদ প্রত্যাহার করতে পারতো। কংগ্রেসের দাবী, ফরওয়ার্ড ব্লক এর থেকে অনেক বেশি ভোট পাবে কংগ্রেস। বাম কংগ্রেস জোটে এই জটিলতায় চর্চা শুরু হয়েছে সচেতন মহলে। জোট ভাঙায় আখেরে কার ক্ষতি হয় সেজন্য অবশ্য অপেক্ষা করতে হবে ফলাফল পর্যন্ত।

ভোটের মুখে কোচবিহারে মঙ্গল পান্ডে

2024-03-30

উত্তরের হাওয়া, কোচবিহার, ৩০ মার্চ: ২০২৪ লোকসভা নির্বাচনের মুখে কোচবিহারে এলেন মঙ্গল পান্ডে। নির্বাচনের প্রথম দফায় ভোট রয়েছে কোচবিহারে। প্রার্থী হিসেবে রয়েছেন দেশের বিদায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। স্বভাবতই হেভিওয়েট এই কেন্দ্রকে গুরুত্ব দিয়েছে বিজেপি। তাই ভোটের মুখে দলের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি ও দলীয় কর্মীদের আরও উদ্দীপ্ত করতে কোচবিহারে এলেন বিহারের নেতা দলের বিশেষ এই পর্যবেক্ষক। শনিবার তার উপস্থিতিতে একটি বিশেষ সাংগঠনিক বৈঠক আয়োজিত হয় জেলা কার্যালয়ের কনফারেন্স হলে। বিশেষ পর্যবেক্ষক ছাড়াও দলের রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক দীপক বর্মন, কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন । বৈঠকে মূলত ২০২৪ লোকসভা নির্বাচনে দলের সাথে সাধারণ মানুষের নিবীড় সংযোগ বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গল পান্ডে জানান, নির্বাচন এর লড়াই মাঠে হলেও তার স্ট্র্যাটেজি তৈরি হয় অভ্যন্তরীণ বৈঠকের মাধ্যমে। বিজেপি সূত্রে খবর, প্রধানত ছোট ছোট বৈঠক, সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ এবং মহিলাদেরকে সামনে সারিতে রেখে প্রচারের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

মোয়ামারির ২ তৃণমূল নেতা সহ বহু পরিবার বিজেপিতে

2024-03-29

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৯ মার্চ: কোচবিহার ১ ব্লকের মোয়ামারি অঞ্চলের তৃনমুলের তপশীলি কমিটির সভাপতি ও সহসভাপতি সহ প্রায় ৫০ পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিজেপির কোচবিহার জেলা দলীয় কার্যালয়ে তাদের হতে দলীয় পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি সুকুমার রায়। সুকুমার বাবু জানান, এর আগেও ওই এলাকার দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। এদিন মোয়ামারি এলাকার অন্যান্য নেতৃত্বরাও যোগদান করলেন। শাসকদলকে তার কটাক্ষ, তৃণমূলের মতো জোড় করে দলে যোগদান করিয়ে আমাদের প্রচার করে বলতে হয় না। আমাদের প্রতিনিয়ত যোগদান পর্ব চলছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন।

কোচবিহারে জোড়দার প্রচার তৃণমূল প্রার্থীর

2024-03-29

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৯ মার্চ: বৃহস্পতিবারের পর শুক্রবার ফের কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় প্রচারে ঝড় তুললেন লোকসভায় তৃণমূলের কোচবিহারের প্রার্থী জগদীশ বর্মা বসুনীয়া। এদিন পুর্ব নির্ধারিত সূচি মেনে শহরের বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ ও দলীয় কর্মীদের নিয়ে সভা করেন তিনি।

মাথাভাঙায় প্রচারে আত্মবিশ্বাসী নিশীথ, ১৫ হাজারের লিডের দাবী

2024-03-29

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৯ মার্চ: “শুধুমাত্র মাথাভাঙা বিধানসভা থেকেই ১৫ হাজারের বেশী লিড থাকবে আমাদের” - কোচবিহার লোকসভার মাথাভাঙায় প্রচারে গিয়ে এমনই আত্মবিশ্বাসী সুর শোনা গেল বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক এর গলায়। এদিন দিনভর মাথাভাঙা বিধানসভার ১৩ টি আলাদা আলাদা জায়গায় সভা ও জনসংযোগ করেন নিশীথ। পাশাপাশি স্থানীয় বিভিন্ন মন্দিরগুলিতেও যান তিনি। প্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি তার মন্তব্য, যেখানেই যাচ্ছি মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অপকর্ম এবং দুর্নীতি নিয়ে অভিযোগ করছেন। অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু স্থানীয় নেতাদের বিরুদ্ধেও। সাধারণ মানুষ দাবি জানাচ্ছেন, আগামী দিনে জয়লাভ করে পুনরায় কোচবিহারের দায়িত্বভার গ্রহণ করে সেই সমস্ত দুর্নীতি পরায়ণ তৃণমূল কংগ্রেস নেতাদের শায়েস্তা করার দায়িত্ব যাতে আমি নিতে পারি। সাধারণ মানুষের ভরসা অটুট রাখতে চাই। কোচবিহার শুধু নয়, গোটা বাংলার অন্যতম হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের বিদায়ী প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। তিনি যেখানেই যাচ্ছেন জনতার ঢল নামছে। এদিন তার সাথে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার বিজেপি বিধায়ক সুশীল কুমার বর্মন সহ স্থানীয় বিজেপি নেতারা। এদিন তিনি মূলত মাথাভাঙ্গা বিধানসভা এলাকার জয়ন্তীর হাট, আটপুকুরি, রুহিডাঙ্গা, দোলং মোর, প্রেমেরডাঙ্গা এবং নিশিগঞ্জ বাজার এলাকায় ব্যাপক জনসংযোগ সারেন তিনি।

এডিজি বিএসএফ গুয়াহাটি সীমান্তের অধীনে কোচবিহার আন্তর্জাতিক সীমান্তের অপারেশনাল প্রস্তুতির পর্যালোচনা

2024-03-29

উত্তরের হাওয়া, ২৯ মার্চঃ শ্রী রবি গান্ধী, ADG, পূর্বাঞ্চলীয় কমান্ড, বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ গোপালপুর সেক্টর কোচবিহার সফরের সময়, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং বিএসএফ-এর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন আজ। এডিজি বিএসএফ সেক্টর হেড কোয়ার্টার বিএসএফ গোপালপুর পরিদর্শন করেন যেখানে তাকে এলাকার বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ, বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং ভারত-বাংলাদেশ সীমান্তে এই চ্যালেঞ্জ মোকাবেলার ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। তিনি বিএসএফ-এর গোপালপুর ও কোচবিহার সেক্টরের দায়িত্বের এলাকায় বিদ্যমান নদীপথ এবং বেড়িবিহীন সীমান্তের পরিস্থিতিও খতিয়ে দেখেন। শ্রী রবি গান্ধী, ADG সীমান্ত পরিদর্শন করেছেন মোতায়েন করা বর্ডারম্যানদের সাথে মতবিনিময় করেন এবং চ্যালেঞ্জিং পরিবেশে সীমানা রক্ষায় তাদের অক্লান্ত প্রচেষ্টা এবং তাদের নিষ্ঠার প্রশংসা করেছেন।

ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত তুফানগঞ্জ শহরের রানীরহাট বাজারের তিনটি দোকান

2024-03-29

উত্তরের হাওয়া, ২৯ মার্চঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত তুফানগঞ্জ শহরের রানীরহাট বাজারের তিনটি দোকান। বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নি কাণ্ডে পুরোপুরি ভূষ্মভূত হয়ে যায় তিনটি দোকান। স্থানীয় সূত্রে জানা গেছে, দশকর্মা ভান্ডারের দোকান থেকেই প্রথম আগুন পাশের একটি মিষ্টির দোকান এবং মুদি খানার দোকানে ছড়িয়ে পড়ে। ক্ষতি হয় পান মশলার দোকানেরও। স্থানীয় দোকানীদের মতে ক্ষয় ক্ষতির পরিমান ৫০ লক্ষাধিক টাকা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন ও তুফাগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি ভাবে আগুন লাগে, তার সঠিক কারণ জানা যায়নি। আজ সকালে পরিদর্শনে আসেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান।

সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানের গুলিতে আহত এক পাচারকারী

2024-03-26

উত্তরের হাওয়া, ২৬ মার্চ: সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানের রবার বুলেটের আঘাতে জখম হয়েছেন একজন গরু পাচারকারী। জানা যায় সিতাই ব্লকের চামটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বরথর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের ৭৫ নাম্বার ব্যাটেলিয়ানে জওয়ানরা বাধা দিলে পাচারকারীরা একত্রিত হয়ে পাল্টা বিএসএফ জওয়ানদের ওপর আক্রমণ করে সেই সময় আত্মরক্ষার্থে সেখানে থাকা এক বিএসএফ জওয়ানের ছোড়া রবার বুলেটে আঘাত পেয়ে গুরুতর আহত হয় লিটন মিয়া নামে এক বাংলাদেশী গরুর পাচারকারী। এই ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে সিতাই সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ওপর হামলা করে একদল গরু পাচারকারী। তখনই তাঁদের লক্ষ্য করে পাল্টা রবার বুলেট ছোঁড়েন জওয়ানরা। তাতেই আহত হন লিটন মিয়াঁ নামের সংশ্লিষ্ট গরু পাচারকারী। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, আহত লিটন বাংলাদেশের লালমনিরহাট জেলার আদিতমারী থানার অধীন দুর্গাপুরের বাসিন্দা। এদিন সকালে লিটন সহ একদল গরু পাচারকারী বিএসএফ জওয়ানদের ওপর হামলা করলে তাঁদেরও পাল্টা ‘জবাব’ দেওয়া হয়। তাতেই আহত হন লিটন। আহত লিটন মিয়াকে আহত অবস্থায় কোচবিহারে এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই বিএসএফ এবং জেলা পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।

তিনটি আগ্নেয়াস্ত সহ গ্রেপ্তার এক নাবালক

2024-03-25

উত্তরের হাওয়া, ২৫ মার্চঃ তিনটি দেশি পিস্তল এবং পাঁচটি গুলি সহ কোচবিহারের প্রাণকেন্দ্র রাজবাড়ী গেটের সামনে থেকে গ্রেপ্তার এক নাবালক। ভোটের মুখে এই অভিযানে রীতিমতো চাঞ্চল ও ছড়িয়েছে কোচবিহার শহরে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা জানান, কোচবিহার ক্রাইম ব্রাঞ্চের গোপন সূত্রের খবরে এক বিশেষ অভিযানের মাধ্যমে এই নাবালককে আটক করা হয়েছে। কোচবিহারের প্রাণকেন্দ্র রাজবাড়ি পার্কের সামনে থেকে আটক করা হয়েছে তাকে। তার বাড়ি কোচবিহার শহরের দুর্গাবাড়ি এলাকায়। বিহারের পূর্ণিয়া জেলা থেকে শহরেই বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল এই তিনটি বন্দুক এবং গুলি। ভোটের মুখে এই অস্ত্রধার অনেকটাই সফলতা দিয়েছে জেলা পুলিশকে ।বিগত বেশ কয়েকটি নির্বাচনে কোচবিহার জেলা সন্ত্রাসের আঁতুড়ঘড় হয়ে উঠেছিল। মূলত গুলি বোমা বন্দুক এবং খুন নৃত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। বিগত পঞ্চায়েত নির্বাচন এবং তার আগের বিধানসভা এবং ২০১৯ লোকসভা নির্বাচনের সময় থেকেই এই ব্যাপক অস্ত্র সম্ভার ঘটছিল কোচবিহারে। তার কিছুটা হলেও এদিন আটকানো সম্ভব হয়েছে জেলা পুলিশের তৎপরতায়। অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা আরো বলেন, এই ধরনের অভিযান আরো চালানো হবে এবং সেই সঙ্গে এই বন্দুক কার কাছে বিক্রি করার উদ্দেশ্যে আনা হয়েছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক যোগাযোগ পাওয়া যায়নি বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।

পুলিশের মানবিক মুখ তুফানগঞ্জে

2024-03-25

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৫ মার্চ: বিচারাধীন বন্দীদের যথাযথ পরীক্ষার পাশাপাশি তাদের মধ্যে মিষ্টি বিতরন করল পুলিশ। মানবিক এই ছবি কোচবিহারের তুফানগঞ্জে। রবিবার সংশ্লিষ্ট মহকুমার সংশোধনাগারে যান তুফানগঞ্জের এসডিপিও বৈভব বাঙ্গার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। সেখানে বিচারাধীন বন্দীদের সুবিধা অসুবিধা খতিয়ে দেখার পর মিষ্টিও বিতরন করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কোচবিহারে কংগ্রেস প্রার্থীর ইস্যু এইমস ও ফাঁসিরঘাট সেতু

2024-03-24

উত্তরের হাওয়া, ২৪ মার্চ: ধারনা ছিল এবার হয়তো কোচবিহার লোকসভা আসনে কংগ্রেস দলের কোন প্রার্থী হবে না জোট রাজনীতির স্বার্থে। দেরি হলেও ইতিমধ্যে কংগ্রেসের তরফে পিয়া রায় চৌধুরীকে কোচবিহার আসনে প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছে। প্রচারের দৌড়ে অনেকটা পিছিয়ে থেকেও কোচবিহারের জন্য বড় দুটি ইস্যুকে সামনে রেখে কোচবিহার বাসির মন জয়ে অনেকটাই এগিয়ে যেতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। ২৪-৩-২০২৪ ইং জাতীয় কংগ্রেসের কোচবিহার জেলা পার্টি অফিস রাজিব ভবনে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে পিয়া রায় চৌধুরী জানান, ভোট যুদ্ধে কোচবিহারে এইমস তৈরি ও কোচবিহার শহরের প্রবেশদ্বার ফাঁসিরঘাটে সড়ক সেতুর ইস্যুকে সামনে রেখে মানুষের কাছে ভোট চাইবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো বলেন, আমাদের মুল লড়াই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে। ফরওয়ার্ড ব্লক মনোনিত বামফ্রন্ট প্রার্থী সম্পর্কে তিনি বলেন , সিপিআইএম এর সাথে আমাদের জোট কিন্তু ফরওয়ার্ড ব্লকের সাথে কোনো দিন জোট ছিলো না। আর ফরওয়ার্ড ব্লকের কোনো সাংগঠনিক শক্তি নেই , তাই জোট রাজনীতির স্বার্থের কোনো বিষয় দেখছি না। রাজ্য শাসক দলের লক্ষ্মীর ভান্ডার ভোট কেনার মতো , যেন বাচ্চাকে ললিপপ ধরিয়ে দেয়া। বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের সম্পর্কে বলতে গিয়ে বলেন, ২০১৯ এর নির্বাচনে যা প্রতিশ্রুতি ছিল তার কোনোটাই বাস্তবায়ন হয়নি, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর মতো ফ্লোপ এমপিকে মানুষ এবার মেনে নেবে না। তাছাড়া বিজেপির ধর্মীয় মেরুকরণ ভীতি মানুষের থেকে দূর করা আমাদের উদ্দেশ্য।

মাধবী নাগের নেতৃত্বে চিলকির হাটে তৃনমূলের নির্বাচনী জনসভা

2024-03-22

উত্তরের হাওয়া, ২২ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ কুচবিহার ১ নং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভা নেত্রী মাধবী নাগের নেতৃত্বে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের মহিলা অঞ্চল সভাপতি ও প্রত্যেকটি বুধের বুথ সভাপতি নিয়ে নিয়ে চিলকির হাটে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক কুচবিহার এক নং ব্লক এ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক সভানেত্রী মাধবী নাগ এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিশংকর রায় ও অন্যান্য নেতৃবৃন্দ।

দুই কোটির আফিম সহ ঘোকসাডাঙায় গ্রেপ্তার চার

2024-03-16

উত্তরের হাওয়া, কোচবিহার, ১৬ মার্চ: গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আফিম উদ্ধার করার পাশাপাশি ৪ জনকে করল কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। শনিবার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত ধারিমাড়ি এলাকার বাসিন্দা হারান বর্মন ওরফে হরেন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। মাথাভাঙ্গা ২ ব্লকের বিডিওর উপস্থিতিতে পুলিশ সেই বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৪২ কেজি আফিম প্রায় ৪২ কেজি আফিম উদ্ধার করে যার আনুমানিক বাজারমুল্য প্রায় ২ কোটি। উদ্ধার হওয়া আফিম ওই ব্যক্তির বাড়ির গুদাম ঘরে থাকা পাটের আশের নিচে লুকিয়ে রাখা ছিল। সেখান থেকেই পুলিশ তা উদ্ধার করে। পাশাপাশি ১ লক্ষ ৬১৫০০ নগদ টাকা এবং বেশ কিছু যন্ত্রপাতি সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনের অভিযানের সম্পুর্ন প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয়েছে। অভিযানে অ্যাডিশনাল এসপি মাথাভাঙ্গা সন্দীপ গড়াই, মাথাভাঙার এসডিপিও সমীরন হালদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

SFI এর উদ্যোগে আন্ত বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

2024-03-03

উত্তরের হাওয়া, ৩রা মার্চ: দিনহাটা বোর্ডিং মাঠে অনুষ্ঠিত হল SFI এর প্রয়াত বাম আন্দোলনের নেতা বেণুবাদল চক্রবর্তীর স্মৃতি তৃতীয় বর্ষ আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। লক্ষ্য করা যায়,গত বছরের তুলনায় এই বছর বিশেষভাবে চোখ কারে জনসাধারণের ভিড়, বিশেষভাবে ছাত্র ছাত্রীদের দর্ষকভাবে দেখা যায় এই দিন। গত বছর ছটি স্কুল অংশগ্রহণ করেছিল কিন্তু এই বছর ৮টি স্কুল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। এই দিনের টুর্নামেন্ট এ ফাইনাল ম্যাচ খেলে গোপালনগর হাই স্কুল বনাম নিগমনগর হাই স্কুল। ফাইনাল ম্যাচ খেলে জয়ী হয় নিগমনগর হাই স্কুল। এই দিনের টুর্নামেন্ট উদ্বোধন করেন এসএফআই কোচবিহার জেলা সম্পাদক মন্ডলী সদস্য আবু বক্কর সিদ্দিকী। সংগঠনের পতাকা উত্তোলন করেন sfi দিনহাটা লোকাল কমিটির সভাপতি সুব্রত রায় এবং দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন লোকাল কমিটির সম্পাদক আবির দেব। এই দিন উপস্থিত ছিলেন, এসএফআই কোচবিহার জেলা সভাপতি প্রাঞ্জল মিত্র এবং বেনুবাদন চক্রবর্তী সুযোগ্য পুত্র শুভময় চক্রবর্তী ও সুযোগ্য কন্যা তথা DYFi নেত্রী অর্পিতা ভট্টাচার্য ও সুস্মিতা চক্রবর্তী এবং এছাড়া উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমণ্ডলী সদস্য সমৃদ্ধ আচার্য, স্নেয়া দে, ধনঞ্জয় বর্মন, শুভজিৎ দাস, জিৎ কুমার পাল। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য, আকাশ সাহা, SFI দিনহাটা কলেজ ইউনিটের সম্পাদক বিক্রম ঘোষ। উপস্থিত ছিলেন SFI দিনহাটা লোকাল কমিটির সহ-সভাপতি তন্ময় কর্মকার। প্রাক্তন ছাত্র আন্দোলনের নেতা শুভ্রালোক দাস, টুটুল সরকার, সৌরভ সরকার, সোহম চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা।

শিক্ষকদের ক্রিকেট ম্যাচ Teachers Cricket Match

2024-02-26

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৬ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পরিচালনায় ও বিদ্যালয় পরিদর্শকদের ব্যবস্থাপনায় সোমবার কোচবিহারের বাবুরহাটে অনুষ্ঠিত হল ছয় দলীয় ক্রিকেট প্রতিযোগিতা। এদিনের খেলায় কোচবিহার ১ ব্লকের শিক্ষকদের টিম মাস্টার ব্লাস্টার্সের প্রতিদ্বন্দ্বী ছিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭২ রান করে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। জবাবে ব্যাট করতে নেমে মাস্টার ব্লাস্টার্স টিম ১ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ৭৩ রান তুলে নেয়। ম্যাচের সেরা হন পৌলব গাঙ্গুলি। আজকের খেলায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের DPO মহাদেব শৈব, ADPO সুদীপ বন্দ, শিক্ষক অশেষ বসাক, সুপ্রিয় পাল, সুবীর দেব, প্রশান্ত দেব, দিব্যেন্দু দে রায়, শম্ভু রাউত , শৈবাল পাল সহ কোচবিহার এলাকার সকলেই শিক্ষক। ছয় দলীয় এই ক্রিকেটে কোচবিহার জেলার বিভিন্ন চক্র সম্পদ কেন্দ্রের শিক্ষকরা অংশগ্রহণ করবেন।

হোকদহ আদাবাড়িতে ঢালাই কংক্রিটের রাস্তার কাজের শুভ সূচনা

2024-02-20

উত্তরের হাওয়া, ২০ফেব্রুয়ারি: হোকদহ আদাবাড়িতে ৭০০ মিটার দৈর্ঘ্যের ঢালাই কংক্রিটের রাস্তার কাজের শুভ সূচনা করলেন বিধায়ক। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজলি চটকা বুড়াবুড়ির দোকান হইতে যতিশের চৌপথি পর্যন্ত ৭০০ মিটার দৈর্ঘ্যের ঢালাই কংক্রিটের রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন বিধায়ক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য যতিশ চন্দ্র দাস সহ অন্যান্যরা। এই বিষয়ে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন সিতাই পঞ্চায়েত সমিতির অর্থানুকুল্যে ৭০০ মিটার দৈর্ঘ্যের ঢালাই কংক্রিটের রাস্তার কাজের শুভ সূচনা হল। আরও জানা গিয়েছে ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে ঢালাই কংক্রিটের রাস্তা। বিধায়ক বলেন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা নিয়ে, সেটাই আমরা পূরণ করে দিচ্ছি। এক মাসের মধ্যে এই রাস্তায় কাজ সম্পূর্ণ হবে বলেও জানান তিনি।

কোচবিহার কলকাতা রুটে নতুন তিনটি বাস চালু

2024-02-19

উত্তরের হাওয়া, ১৯ ফেব্রুয়ারি: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে কোচবিহার -কোলকাতাগামী রুটে নতুন বাসের শুভ যাত্রার সূচনা করা হলো। সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, এই রুটে তিনটি নতুন বাস দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, আধুনিক বি সিক্স মডেলের ৩১ টি বাস ইতিমধ্যেই ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাসগুলির রুট এখনো ঠিক হয়নি, কিছু টেকনিক্যাল কারণে পরিষেবা দেওয়াও সম্ভব হচ্ছিল না। এদিন পুরনো রুট কোচবিহার কলকাতা নতুন বাসের মাধ্যমে চালু করা হলো। এরপর আস্তে আস্তে 31টি বাসের রুট তৈরি হবে। পর্যায়ে তিনটি বাস কলকাতা রুটে যাতায়াত শুরু করছে আজ। যাত্রী নিয়ে তারই শুভ সূচনা হলো কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে।

তোর্সানদীর পাড়ে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পিকনিক

2024-02-17

উত্তরের হাওয়া, ১৭ ফেব্রুয়ারি: শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পিকনিকের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত। ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এমনই উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার স্কুল ছুটির পরে গ্রামের সব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে তোর্সা নদীর পাড়ে পিকনিকের আয়োজন করা হয়েছে। মেনুতে ছিল ভেজ ডাল চিপস মুড়িঘন্ট কাতল মাছ পাঠার মাংস চাটনি। পিকনিকের আয়োজক তৃণমূল কংগ্রেসের কোচবিহার ১ ব্লক সভাপতি আব্দুল কাদের হক, তৃণমূল কংগ্রেস নেতা অমর রায়, সুবীর দেবরা বলেন, শিক্ষকরা সারাবছর স্কুলে ছাত্রদের পড়ানোর কাজে ব্যাস্ত থাকেন। তাদের নিজেদের পিকনিক করার সময় তারা পান না। তাই গ্রামের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পিকনিকের আয়োজন করেছেন তারা। তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব শিক্ষক অশেষ বসাক, সুপ্রিয় পাল, প্রশান্ত দেবরা বলেন, শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এমন উদ্যোগ প্রশংসনীয়। শনিবার স্কুল ছুটির পরে এমন জমজমাট পিকনিক গল্প আড্ডার আয়োজনের জন্য আয়োজক গ্রাম পঞ্চায়েতকে ধন্যবাদ।

লোকসভা নির্বাচনের আগেই দেওয়াল লিখন শুরু কোচবিহার জেলা তৃণমূলের

2024-02-16

উত্তরের হাওয়া, ১৬ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগেই দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। কোচবিহার ২ নম্বর ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক আজ থেকেই শুরু করে দিল লোকসভা নির্বাচনের প্রস্তুতি দেওয়াল লিখনের মধ্য দিয়ে শুরু লোকসভা নির্বাচনের প্রচার। এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক বলেন পশ্চিমবঙ্গে বিজেপি আর থাকছে না, মমতা ব্যানার্জির বাজেট ঘোষণার পরবর্তীতে মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রেখেছে, অনেক তাই মানুষ নিজে থেকেই তৃণমূল কংগ্রেসের দিকে এগিয়ে আসছে বলে জানান অভিজিত দে ভৌমিক। এ বিষয়ে তিনি আরো বলেন জেলা সভাপতি মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানুষের পাশে থেকে কাজ করছে মানুষ বুঝে গেছে বিজেপি ভাওতাবাজি একটা দল। এই কারণে মানুষ তৃণমূলের উপর অনেকটা আস্থা রেখেছে।

দ্য কোচবিহার ক্ষত্রিয়সোসাইটির উদ্যোগে উপনয়ন দিবস ও মহামিলন মেলা

2024-02-11

উত্তরের হাওয়া, ১১ ফেব্রুয়ারি: দ্য কোচবিহার ক্ষত্রিয়সোসাইটির উদ্যোগে উপনয়ন দিবস ও মহামিলন মেলা অনুষ্ঠিত হল। রবিবার তুফানগঞ্জ শহরের উপকন্ঠের রায়ডাক ১ নদীর পাড়ে রায়ডাক সেতু সংলগ্ন এলাকায় উপন্য়ন দিবস ও মহামিলন মেলাটি অনুষ্ঠিত হয়। উপন্য়ন দিবস উপলক্ষে ক্ষত্রিয় সমাজের বহু মানুষ মুন্ডন করে গায়েত্রী মন্ত্র উচ্চারণ করে পৈতা ধারণ করেন। দ্যা কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির সম্পাদক শুভদীপ সরকার বলেন, কোচবিহার জেলার বিভিন্ন স্থানে উপন্য়ন দিবস পালন করা হয়ে থাকে। তিনি বলেন, রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা ক্ষত্রিয় মহাসভা থেকে ঠাকুর উপাধি পেয়েছিলেন। তার শত বর্ষ পূরণ হয়েছে। একই সাথে আমরা তা উদযাপন করছি। দ্যা কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির সভাপতি অন্নময়ী অধিকারী বলেন, ক্ষত্রিয় রাজবংশী সমাজের কাছে এই দিনটির গুরুপ্ত অপরিসীম। পঞ্চানন বর্মার সময় থেকে উপন্য়ন নেওয়ার প্রথা চলে আসছে। বিশেষ করে ক্ষত্রিয়তার জাগরণ, নারী শিক্ষা প্রসার, নারীদের রক্ষা করা সহ অনেক কিছু এর সাথে লুকিয়ে রয়েছে। বিশেষ করে ক্ষত্রিয় রাজবংশী দের জন্য দিনটির গুরুপ্ত অনেক। এদিন প্রায় সারাদিন ধরে এই কর্মসূচি কোচবিহার বক্সিরহাট রুটের রায়ডাক সেতু সংলগ্ন রায়ডাক ১ নদীর চরে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প গুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের নিয়ে বিশেষ আলোচনা সভা বার্তালাপ

2024-02-09

উত্তরের হাওয়া, ৯ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও এই প্রকল্প গুলিকে মানুষের সামনে তুলে ধরা নিয়ে কোচবিহারে সাংবাদিকদের বিশেষ আলোচনা সভা বার্তালাপ নামক একটি অনুষ্ঠান আয়োজিত হলো। শুক্রবার কোচবিহার শহরের একটি বেসরকারি হোটেলে প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে সংশ্লিষ্ট ওই আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবির অতিরিক্ত মহা নির্দেশক জেন নামচু সহ নাবার্ড ও ডাক বিভাগের আধিকারিকরা। এদিনের এই অনুষ্ঠানে জেলার সংবাদমাধ্যমে প্রায় ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে বলে জানা যায়। দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আকাশবাণীর প্রবীণ সাংবাদিক অরবিন্দ ভট্টাচার্যের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের অনুষ্ঠানকে ঘিরে সাংবাদিকদের মধ্যে বেশ উপস্থিতি এবং উৎসাহ লক্ষ্য করা যায়।

পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে আরবি এম এ বিভাগ চালুর দাবিতে নিপ্রমের ডেপুটেশন রেজিস্টারের কাছে

2024-02-09

উত্তরের হাওয়া, ৯ ফেব্রুয়ারি: কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে আরবি এম এ বিভাগ চালুর দাবিতে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের কাছে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের পক্ষ থেকে একটি ডেপুটেশন দিলেন। উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের স্বার্থে অবিলম্বে পঞ্চানন বর্মার আরবি MAবিভাগ চালু করা হোক এই দাবিতে নিপ্রম দীর্ঘ দিন ধরে সোচ্চার। এদিন ডেপুটেশন কর্মসূচিতে ছাত্র ছাত্রীদের উপস্থিত ছিলো চোখে পড়ার মতো। ছাত্র ছাত্রীদের অধিকারের দাবিতে শিতলকুচী কলেজ সহ অন্যান্য কলেজের ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিলো। ডেপুটেশন পত্র টি ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডাঃ আব্দুল কাদের শেফালীর কাছে তুলে দেয়। রেজিষ্টার আশ্বাস দেন যে আগামী তিন মাসের মধ্যে যেসমস্ত বিষয়ে MA বিভাগ নেই তা অতি শীঘ্রই চালু করার পরিকল্পনা চলছে। এদিন ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি সাব্বির হোসেন, শিতলকুচী কলেজের মাসুম আক্তার‌‌‌, আশরাফুল আলম, ছিদ্দিক হোসেন সহ অন্যান্যরা। নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি বলেন " আরবি MAবিভাগ সহ যেসব বিষয়ে MA নেই তা অতি শীঘ্রই চালু করা হোক। যদি ছাত্র ছাত্রীদের এই দাবি পূরন না হয় তবে বৃহত্তর আন্দোলনে নিপ্রম নামবেন। ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে আশরাফুল আলম জানান, রেজিস্ট্রার সাহেবের আশ্বাসে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করেন।

নিপ্রমের কেন্দ্রীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ তৃনমূল কংগ্রেসের রাজ্য সভার সংসদ সামিরুল ইসলাম এবং পশ্চিমবঙ্গ মাইনোরটি ডেভলপমেন্ট চেয়ারম্যান সাব্বির গফফারের সাথে

2024-01-24

উত্তরের হাওয়া, ২৪ জানুয়ারী: নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের কেন্দ্রীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ তৃনমূল কংগ্রেসের রাজ্য সভার সংসদ সামিরুল ইসলাম এবং পশ্চিমবঙ্গ মাইনোরটি ডেভলপমেন্ট চেয়ারম্যান সাব্বির গফফারের সাথে। কোচবিহার সার্কিট হাউজে। এদিন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের এই সৌজন্য সাক্ষাৎতে ১০ দফা দাবি তুলে দেওয়া হয়। দাবী গুলির মধ্যে ছিল - কোচবিহার জেলার ফাঁসিরঘাটের সড়ক সেতুর তৈরী। ভারতবর্ষে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ। পশ্চিমবঙ্গে চাকরির সুষ্ঠ নিয়োগ। কোচবিহার জেলায় আইন কলেজ প্রতিষ্ঠা। উত্তরবঙ্গের উন্নয়ন। সহ একাধিক দাবী। সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন নিপ্রমের Md সাব্বির, কাওসার আলম ব্যাপারী, রাহুল হোসেন, ছিদ্দিক হোসেন, এবং অন্যান্যরা। এদিন নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি বলেন যে আমরা যে দাবি গুলো তুলে দিলাম তাতে মাননীয় সংসদ বিবেচনা করে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন।

কোচবিহার প্রেস ক্লাবের সাধারণ নির্বাচন

2024-01-21

উত্তরের হাওয়া, ২১জানুয়ারী: কোচবিহার প্রেস ক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কোচবিহার প্রেস ক্লাবে। ইতিমধ্যেই সভাপতি সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন অনুপম সাহা গৌর হরিদাস এবং শুভঙ্কর সাহা। বাকি সহ-সভাপতি পদে তিনজন সহ-সম্পাদক পদে দুইজন এবং এক্সিকিউটিভ কমিটি পদে ৭ জন প্রতিযোগিতা করছেন। পুরো ভোট প্রক্রিয়ার প্রধান অবজারভার রয়েছেন অংশুমান চক্রবর্তী। এছাড়াও রয়েছেন তিনজন ইলেকশন কমিশনার। যাদের মধ্যে রয়েছেন একজন প্রাক্তন সাংবাদিক এবং দুজন আইনজীবী। উৎসবের মেজাজে ভাতৃত্বপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে কোচবিহার প্রেস ক্লাবে।

লোকসভা ভোটের আগেই বোমা উদ্ধার মাথাভাঙায়

2024-01-21

উত্তরের হাওয়া, ২১ জানুয়ারী: লোকসভা ভোটের আগেই বোমা উদ্ধার মাথাভাঙায়। রবিবার সাতসকালে মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ারবাড়ি এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ের কাছ থেকে দুটি ব্যাগ থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোকসাডাঙার থানার পুলিশ । বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায় । বিজেপির মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশীল বর্মন অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস সংহতি দিবস রয়েছে তার আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর ও বিজেপি কর্মীদের ফাসানোর উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কোচবিহার যুব সভাপতি কমলেশ অধিকারী মন্তব্য করে বলেন, আগামী ২২ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে সংঘথ যাত্রা ডাক দেওয়া হয়েছে সেটাকে বন্ধ করার উদ্দেশ্যেই বিজেপির এই চক্রান্ত। বিজেপি সন্ত্রাসের রাজনীতিতে ভালোবাসে। সংহতি দিবসের সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ জনসংযোগে পা মেলাবেন তৃণমূল কংগ্রেসের এই যাত্রাকে রীতিমতো ভয় পাচ্ছে বিজেপি তাই এলাকায় সন্ত্রাস তৈরি করার উদ্দেশ্যে এই বোমা মজুদ করেছিল বিজেপি। পাশাপাশি তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন দ্রুত এবং উদ্ধারের ঘটনায় সন্ত্রাস কিছুটা এড়ানো গেল।

রাম মন্দির উদ্বোধনকে ঘিরে অকাল দিপাবলীর প্রস্তুতি শুরু জেলাবাসীর

2024-01-20

উত্তরের হাওয়া, ২০ জানুয়ারি: গোটা দেশজুড়ে যেন দীপাবলীর আমেজ। সেজে উঠছে অযোধ্যা। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। দেশের বিভিন্ন প্রান্তে চলছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কাজ। এবার অযোধ্যা থেকে বিশেষ আমন্ত্রণ পত্র এসে পৌঁছল বিভিন্ন বাড়িতে বাড়িতে। বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা সেই আমন্ত্রণপত্র বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। রাজ্যের বিভিন্ন জেলাতে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে নিরবে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। ঐদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ হিসাবে অক্ষত চাল পাঠানো হয়েছে কোচবিহার জেলায়। রাম মন্দিরের ঘি, হলুদ মাখানো এই চাল বিশেষভাবে পুজো করা হয়েছে। তারপর সেই চাল দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে। এসেছে সেই অক্ষত চাল সঙ্গে রাম মন্দিরের ছবি। বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা এই বিশেষ চাল ও রাম মন্দিরের ছবি জেলার বিভিন্ন প্রান্তের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে মন্দির উদ্বোধনে হাজির থাকার আমন্ত্রণ জানাচ্ছেন। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই আমন্ত্রণ পত্র পেয়ে খুশি এলাকাবাসী থেকে শুরু করে জেলা বাসী। ইতিমধ্যে ওই দিনের কথা মাথায় রেখে প্রতিটি বাড়ি বাড়িতে প্রস্তুতি শুরু করে দিয়েছে মহিলারা। সেজে উঠছে জেলার বিভিন্ন মন্দির। দেশবাসীকে এই বিশেষ দিনে বাড়িতে প্রদীপ জ্বালানোর জন্য অনুরোধ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সেই কথাকে মাথায় রেখে সেজে উঠছে গোটা এলাকা। অকাল দীপাবলীর অপেক্ষায় উৎকণ্ঠা দেশজুড়ে। এ বিষয়ে এক বাসিন্দা বলেন, ২২ তারিখের কথা মাথায় রেখে আমরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছি । রাম মন্দির করার জন্য বিগত যে ৫০০ বছরের লড়াই সেই লড়াইয়ের অবসান। মা সীতা ও ভগবান শ্রী রামচন্দ্রের অযোধ্যায় আগমন আমরা ভীষণ খুশিতে রয়েছি। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমাদের কাছে আমন্ত্রণপত্র এসে পৌঁছেছে কিন্তু আমরা যেতে পারছি না সেই আক্ষেপ থেকেই যাচ্ছে মনের মধ্যে। সেই আক্ষেপ মেটানোর জন্য আমাদের স্থানীয় মন্দিরেই ভগবান শ্রী রামচন্দ্রের পূজা অর্চনা ব্যবস্থা করেছি। ওই বিশেষ দিনে আমরা ভোগ বিতরণ করবো। মানুষের মধ্যে আগ্রহ উদ্দীপনা দেখে মনে হচ্ছে ২২ তারিখে যেন অকাল দীপাবলি হতে চলেছে। যেমন আলোর রশ্মিতে সেজে উঠবে অযোধ্যা তেমনি আলোর উৎসবে সামিল হবে গোটা দেশবাসী। এক এলাকাবাসী কাকলি সাহা বলেন, রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পত্র আমরা পেয়েছি। যাওয়া সম্ভব হচ্ছে না তাই বাড়িতেই ভগবান শ্রী রামচন্দ্রের পূজা-অর্চনা করব। স্থানীয় মন্দিরে গিয়ে প্রদীপ প্রজ্বলন করব। এবং যে বিশেষ চাল আমাদেরকে দেয়া হয়েছে সেই চাল দিয়ে ভোগ রন্ধন করা হবে। ২২ তারিখে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে গোটা দেশবাসী যেমন আনন্দিত আমরাও আনন্দিত। কার্যত বলা যেতেই পারে রাম মন্দির উদ্বোধনকে গোটা দেশের পাশাপাশি জেলাতেও উন্মাদনা ও উদ্দীপনা তুঙ্গে। শুধু অপেক্ষা ২২শে জানুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের অব্যবহৃত জিমনেসিয়ামের সরঞ্জাম সরাতেই ছাত্রদের উত্তেজনা বিশ্ববিদ্যালয় চত্বরে

2024-01-18

উত্তরের হাওয়া, ১৮ জানুয়ারি: দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের গোডাউনে পড়ে রয়েছে অ-ব্যবহৃত জিমনেসিয়ামের সরঞ্জাম, আচমকাই সরঞ্জাম অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা ছাত্রদের বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা বিশ্ববিদ্যালয় চত্বরে। বৃহস্পতিবার বিকেল নাগাদ ঘটনা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় চত্বরে ছড়ালো উত্তেজনা। সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে রাজ্য সরকারের যুব কল্যাণ দপ্তর থেকে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় জিম তৈরির জন্য সরঞ্জাম দেওয়া হয়েছিল। কিন্তু কোন রকম জায়গা না থাকার ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন তলার একটি ঘরে সেই সরঞ্জাম গুলি রাখে। এদিন হঠাৎ করেই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিক্ষুব্ধ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কে লিখিতভাবে বিষয়টি জানিয়ে ওই গোডাউনের তালা ভেঙে সেই সরঞ্জামগুলি বাইরে বের করে নিচে নিয়ে আসেন। সেই সরঞ্জাম গুলি হোস্টেলে নিয়ে যাওয়া হচ্ছিল বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করেন । এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা। যদিও ছাত্রদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ছাত্রনেতা দুলাল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের একটি ঘরে জিম করার যাবতীয় সরঞ্জাম পরে ছিল। বারবার রেজিস্টার কে সেগুলো ব্যবহারের জন্যে বলা সত্ত্বেও সেগুলি ব্যবহার করতে দিচ্ছিল না , তাই লিখিত ভাবে কর্তৃপক্ষ কে জানিয়ে সমষ্টি সরঞ্জাম নিচে নামিয়ে আনে হোস্টেলে নিয়ে যাওয়ার জন্যে ।

অযোধ্যার রাম মন্দিরের আদলে কোচবিহারে তৈরি হচ্ছে রাম মন্দির

2024-01-15

উত্তরের হাওয়া, ১৫ জানুয়ারি: অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির আগামী ২২শে জানুয়ারি হবে উদ্বোধন ঠিক একই দিনে কোচবিহারেও রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। কোচবিহার শহর থেকে কিছুটা দূরেই রাজারহাটের ছড়ার কুঠি গ্রামে তৈরি হচ্ছে রাম মন্দির। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্র সাংসদ নিশীথ প্রামাণিকের সহযোগিতায় তৈরি হচ্ছে রাম মন্দির। জানা গেছে ১৫ ফুট লম্বা এবং ৩০ ফুট চওড়া এ রাম মন্দির। বেলে পাথর দিয়ে তৈরি করা হচ্ছে রাম মন্দির সেই পাথর ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে রাজস্থান থেকে । স্থানীয় সূত্রে জানা যায়, কত কালী পুজোর সময় সেখানে পুজোর উদ্বোধন করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই সময় মন্দির কমিটির পক্ষ থেকে মন্ত্রীর কাছে মন্দির সংস্কারের আবেদন ও রাম মন্দির তৈরির সাহায্যের আবেদন করেন মন্দির কমিটি। মন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে রাম মন্দির তৈরিতে সাহায্য করছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকার বাসিন্দারা বলেন, মন্ত্রী যেভাবে রাম মন্দির তৈরীর ক্ষেত্রে সহযোগিতা করেছেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইতিমধ্যেই রাম মন্দিরের তৈরীর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছে যান কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক তথা বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়। সেখানে স্থানীয় এলাকার বাসিন্দাদের সাথে কথা বলার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথেও কথা বলেন তিনি। এদিকে অযোধ্যার পাশাপাশি কোচবিহার তৈরি হচ্ছে রাম মন্দির তা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল । তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, স্পোর্টস হাব থেকে শুরু করে মেগা হাফ সবকিছুই হওয়ার কথা ছিল কিন্তু কিছুই এখনো হয়নি।রাম মন্দিরের সামনে বসে রামরাম জপ করে পাপ ক্ষয় করার জন্য। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় তিনি বলেন, ওরা করে দেখাক জায়গা দেওয়ার জন্য রেডি রয়েছে অনেকেই। যদি জায়গা না থাকে তাহলে আমাদের বলুক আমরা জায়গা দিয়ে দেবো। করুক রাম মন্দির। সূত্রের খবর আগামী ২২শে জানুয়ারি যখন অযোধ্যার রাম মন্দিরের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন ঠিক একই দিনে কোচবিহারের ওই গ্রামে সেই রাম মন্দিরের সূচনা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। তা নিয়েই এখন সংশ্লিষ্ট ঐ এলাকার বাসিন্দারা প্রস্তুতি নিতে শুরু করেছেন।

তৃণমূলের যোগ দেওয়ার এক দিনের মধ্যেই ফের বিজেপিতে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের এক নিকট আত্মীয়

2024-01-04

উত্তরের হাওয়া, ৪জানুয়ারি: তৃণমূলের যোগ দেওয়ার ৪৮ ঘন্টা না হতেই বিজেপিতে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের এক নিকট আত্মীয়। বৃহস্পতিবার বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জগদীশ বর্মন ও তার স্ত্রী। বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় অভিযোগ করে বলেন, জোরপূর্বক তাদের তৃণমূলের যোগদান করানো হয়েছে। এ নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উল্লেখ্য বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ২ নিকট আত্মীয় যোগ দেয় তৃণমূলে এমনটাই দাবি করে তৃণমূল কংগ্রেস। সেই যোগদানের ৪৮ ঘণ্টা না হতেই। এক নিকট আত্মীয় বিজেপিতে যোগদান করলেন বিজেপিতে। এ নিয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় ও মন্ত্রী উদয়ন গুহ কি বলছেন শুনুন

বিজেপির পাল্টা ভেটাগুড়িতে ঝাঁটা হাতে মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের

2024-01-02

উত্তরের হাওয়া, ২জানুয়ারি: বিজেপির পাল্টা ভেটাগুড়িতে ঝাঁটা হাতে মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার বিকেল নাগাদ কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মার নেতৃত্বে ঝাঁটা হাতে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল সংঘটিত হয়। ভেটাগুড়ি ফুটবল ময়দান থেকে ওই মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সেই ময়দানে এসেই সমাপ্ত হয়। উল্লেখ্য কিছুদিন আগেই ভেটাগুড়িতে তৃণমূলের বন্ধ হয়ে থাকা দলীয় কার্যালয় খুলে দেয় জেলা নেতৃত্বরা উপস্থিত হয়ে। তৃণমূলের ওই কর্মসূচির শেষ হতেই কিছুক্ষণের মধ্যে পাল্টা বিজেপির পক্ষ থেকে ঝাঁটা হাতে মিছিল করে মহিলারা। আর সেই ঝাঁটা হাতে মহিলা মিছিলের পাল্টা এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ঝাঁটা হাতে মহিলা মিছিল সংঘটিত হল ভেটাগুড়িতে। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বদের ওই মিছিলের শেষ ভাগে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মহিলা তৃণমূলের কর্মী সমর্থকরা ওই মিছিলে অংশগ্রহণ করেন ঝাঁটা হাতে এদিন।

বিজেপির ওবিসি মোর্চার ডাকে আয়োজিত ধর্ণা কর্মসূচিতে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

2023-12-29

উত্তরের হাওয়া, ২৯ ডিসেম্বরঃ বিজেপির ওবিসি মোর্চার ডাকে আয়োজিত ধর্ণা কর্মসূচিতে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামানিক। শুক্রবার দুপুর নাগাদ কোচবিহার শহরের সাগরদিঘী সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ওই ধর্ণা কর্মসূচি চলাকালীন সেখানে পৌঁছে যান তিনি। এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিরাজ বোস সহ ওবিসি মোর্চার অন্যান্য নেতৃত্বরা । মূলত ভারতীয় জনতা ওবিসি মোর্চার পক্ষ থেকে অনগ্রসর সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাবা গুলিকে সামনে রেখে ধর্ণা এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সেই ধর্ণা কর্মসূচি। ওবিসি সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি সরলীকরণ করা, স্থানীয় নির্বাচনে ওবিসি সংরক্ষণ দেওয়া, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি বিলুপ্ত করতে হবে, সারা দেশের মতো ২৭ শতাংশ সংরক্ষণ দিতে হবে এইসব দাবীগুলিকে সামনে রেখেই ঐ সংগঠনের পক্ষ থেকে চলছে ধর্না কর্মসূচি। এদিন সেই কর্মসূচি চলাকালীন আন্দোলনকারীদের সাথে দেখা করার পাশাপাশি তাদের পাশে থাকার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

মিড ডে মিলের পাতে ফ্রায়েড রাইস মাংস চাটনি খেয়ে বেজায় খুশি বামনহাট হাই স্কুলের পড়ুয়ারা

2023-12-06

উত্তরের হাওয়া, ৬ ডিসেম্বর: মিড ডে মিলের পাতে ফ্রায়েড রাইস, মাংস, চাটনি। খেয়ে বেজায় খুশি অর্ঘ্য দে, তাতান চক্রবর্তীরা। সপ্তম শ্রেণির শাহানুর, অষ্টম শ্রেণির রিয়া, পায়েল, রুমকি শবনমদের কথায়, ‘‘আজ স্কুলে মিড ডে মিলটা খুব ভাল হয়েছিল।’’ ছবিটা দিনহাটার সীমান্ত গ্রাম বামনহাট হাইস্কুলের। বুধবার এই স্কুলে মিড ডে মিলে ছিলফ্রায়েড রাইস ও মুরগির মাংস। শেষপাতে চাটনি। বামনহাটের এই স্কুলে মিড ডে মিল দেখার জন্য উপ- সমিতি রয়েছে। উপ- সমিতি ঠিক করেছে, বছরে অন্তত কয়েকদিন স্কুলের মিড ডে মিলে মাংস খাওয়ানো হবে। ওই উপ-সমিতির আহ্বায়ক তথা স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক অশোক রায় বলছিলেন, ‘‘এ দিন মেনুতে মাংস ছিল। ছেলেমেয়েরা তৃপ্তি করে খেয়েছে।’’ সাধারণত, স্কুলগুলিতে মিড ডে মিলের মেনু একঘেয়ে হয়। ডিম- ভাতের বেশি কিছু পড়ুয়াদের খাওয়াতে পারে না বেশিরভাগ স্কুল। এই স্কুল- কর্তৃপক্ষের দাবি, স্কুলে খাদ্য তালিকায় বৈচিত্র্য রয়েছে। ফলে ছাত্রছাত্রীদের হাজিরা বেড়েছে। এদিন স্কুলের মিড ডে মিলের পাতে মাংস ছিলো শুনে অভিভাবকদের অনেকেই জানান, ‘‘স্কুলের এই উদ্যোগ শুধু অভিনব নয়, প্রশংসনীয়ও বটে।’’

নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম তুলতে দিনহাটা কলেজে পৌঁছে গিয়ে ছাত্রীদের উৎসাহিত করলেন দিনহাটার মহকুমা শাসক

2023-12-06

উত্তরের হাওয়া, ৬ ডিসেম্বর:নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম তুলতে দিনহাটা কলেজে পৌঁছে গিয়ে ছাত্রীদের উৎসাহিত করলেন দিনহাটার মহকুমা শাসক ড: রেহেনা বসির। বুধবার দুপুরে তিনি দিনহাটা কলেজে পৌঁছে গিয়ে কলেজে উপস্থিত ছাত্রীদের ভোটার কার্ডের নাম তোলার ক্ষেত্রে উৎসাহিত করেন। মূলত যাদের বয়স ১৮ বছর হয়ে গিয়েছে তাদের ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে যাতে কোন রকম সমস্যায় পড়তে না হয় সেই বিষয়টি তিনি নিজেও তদারকি করেন এবং ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে দেখা যায় মহকুমা শাসক কে। এদিকে মহকুমা শাসকের এধরনের উদ্যোগে খুশি কলেজ কর্তৃপক্ষ। মহকুমা শাসক রেহেনা বসির দিন কলেজে গেলে সেখানে তার সাথে ছিলেন দিনহাটা কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আউয়াল সহ কলেজের অন্যান্য আধিকারিকরা। ভোটার কার্ডে নামতলার ক্ষেত্রে দিনহাটা কলেজেও বিশেষ ক্যাম্পের বন্দোবস্ত করা হয়েছিল এদিন এবং সেই ক্যাম্পেই ছাত্রীদের পাশাপাশি ছাত্রদেরও উৎসাহিত করতে দেখা যায় তাকে। মহকুমা শাসকের কাছে পেয়ে অনেকেই সেলফির আবদার করেন এবং সেই আবদারও মেটানো মহকুমা শাসক। বর্তমান সময়ে দাঁড়িয়ে চলছে ভোটার কার্ডে নাম তোলার কাজ আর সেই সময় যাতে কেউ ভোটার কার্ডের নাম তোলা থেকে বঞ্চিত না থাকেন সেই জন্য কিন্তু এবার কলেজেও এ ধরনের শিবির করা হয়েছে এদিন। আর সেই শিবির পরিদর্শনে গেছিলেন মহকুমা শাসক।

দুঃসাহসিক চুরি প্রাথমিক স্কুলের শিক্ষকের বাড়িতে

2023-11-28

উত্তরের হাওয়া, ২৮ নভেম্বর: দুঃসাহসিক চুরি প্রাথমিক স্কুলের শিক্ষকের বাড়িতে। ঘরের দরজা খুলে কয়েকদিন আগে কেনা নতুন মোবাইল,সোনাদানা নিয়ে চম্পট দিয়েছে। ঘটনাটি ঘটেছে, কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অন্তর্গত উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের যমেরডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক স্কুলের ওই শিক্ষকের নাম মহেন্দ্র রায় ডাকুয়া। মঙ্গলবার তিনি মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। নেশা জাতীয় কিছু পদার্থ প্রয়োগ করে শিক্ষক দম্পতিকে বেঁহুশ করে এই চুরি হয়েছে বলে বাড়ির লোকের জানিয়েছেন। ওই শিক্ষকের স্ত্রী জয়া রায় ডাকুয়া জানিয়েছেন, রাত আনুমানিক দুটো নাগাদ এই চুরির ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। কুয়োর পাড়ের দেওয়াল টপকে চোরের দল বাড়িতে ঢোকে। একাধিক দরজার তালা ভেঙ্গে দুটি ঘরে হানা দেয়। টেবিলে রাখা মোবাইল ও আলমারিতে রাখা বেশকিছু স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গিয়েছে চোরের দল। এই ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুধু এই ঘটনাই নয়, সাম্প্রতিককালে জামালদহ ও উছলপুকুরি এলাকায় একইরকম কায়দায় একাধিক চুরির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ কোনও ঘটনার এখনও পর্যন্ত কিনারা করতে পারেনি।

অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত পাঁচ

2023-11-28

উত্তরের হাওয়া, ২৮নভেম্ভর: অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৫ । এর মধ্যে ৪ জন পুলিশকর্মী রয়েছে। তুফানগঞ্জ এক নম্বর ব্লকের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুটি কালিবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। এ বিষয়ে জানা যায় তুফানগঞ্জ থানার অধীনে এক বিচারাধীন অসুস্থ আসামিকে কোচবিহার জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। কোচবিহার নিয়ে যাওয়ার পথে তুফানগঞ্জগামী একটি বুলেরও পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ওই এম্বুলেন্সটির। এরপরই সেখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। সেখানে পুলিশ কর্মী রেখা রানী দাস, গোবিন্দ শর্মা, সুজিত দাস সহ-ড্রাইভার ও আসামির অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক থাকায় তাদের সকলকেই কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছন তুফানগঞ্জ মহকুমা শাসক বাপ্পা গোস্বামী।

ফিলিস্তিনের সমর্থনে কোচবিহারে ঐতিহাসিক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল

2023-11-17

উত্তরের হাওয়া, ১৮ নভেম্বর: ফিলিস্তিনের নিপিড়িত মানুষের পক্ষে ও দখলদার অবৈধ রাষ্ট্র ইজরায়েল যেভাবে অনবরত ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে কোচবিহারে এক ঐতিহাসিক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের বন্ধুকামী মানুষ হিসেবে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শান্তিকামী মানুষদের উপস্থিতি জন প্লাবন তৈরি করে। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি সাব্বির হোসেন, নিপ্রমের গঠনতন্ত্রের রচিয়তা কাউসার আলম ব্যাপারী, রাজনীতি বিদ সম্রাট হক, ও আব্বাস আলী। নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি সাব্বির হোসেন বলেন _" আমরা অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই ও ইজরায়েলের দখলদারিত্ব বন্ধ হোক। ও আমেরিকা ও ব্রিটিশদের মদত পুষ্ট ইজরায়েল নিপাত যাক। ও আমাদের দেশের সরকার অবিলম্বে ফিলিস্তিনের পাশে দাঁড়াক।

তোর্সা নদীর ওপর সেতুর নির্মাণের দাবিতে ডেপুটেশন জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে

2023-11-17

উত্তরের হাওয়া, ১৮নভেম্বর: ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির তরফে সম্পাদক এ্যাডভোকেট মনিরুজ্জামান ব্যাপারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডি এম অফিসে ডেপুটেশন প্রদান করে জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। কমিটির দাবি অবিলম্বে ফাঁসিরঘাটে সড়ক সেতু তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক রাজ্য সরকার। রাজ্য সরকারের উচিৎ কোচবিহার জেলার সার্বিক উন্নয়নে কোচবিহার দক্ষিণ - পশ্চিম অংশের বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনতে সেতু তৈরি করে দেওয়া। সেতু তৈরি করার ক্ষেত্রে অবহেলা সরকারের নিরপেক্ষতার জন্য বড় প্রশ্ন। আজকের স্মারকলিপি গ্রহণ করেছেন CA to ADM শান্তুনু বালা মহাশয় । তিনি‌ অতি দ্রুত ফাঁসির ঘাট পরিদর্শন করবেন বলে জানিয়েছেন এবং স্মারকলিপি রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে যথাযথ পদ্ধতিতে পাঠাবেন বলে কথা দিয়েছেন।আজকের ডেপুটেশন কর্মসূচিতে কমিটির তরফে উপস্থিত ছিলেন, সম্পাদক এ্যাডভোকেট মনিরুজ্জামান ব্যাপারী, উপদেষ্টা লঙ্কেশ্বর বর্মন, সদস্য নূর ইসলাম, মনি রায় , সাহানুর হোসেন,খুরশিদ আলম, মৌসুমী রায় সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

এবারও মিস্টার দিনহাটা হলেন লিটন

2023-11-17

উত্তরের হাওয়া, ১৮ নভেম্বর: এবারও মিস্টার দিনহাটা হলেন লিটন বর্মন। বৃহস্পতিবার রাতে দিনহাটা মা মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয়ে বডি বিল্ডিং প্রতিযোগিতায় আয়োজিত হয়। সেখানেই মিস্টার দিনহাটার খেতাব জিতে নেয় লিটন। সারা দিন হাড় ভাঙ্গা তাঁত মিলে খেটে, ব্যায়াম করে নিজেকে তৈরি করে। শীত গ্রীষ্ম বর্ষা দিনের তিন ঘণ্টা ব্যায়াম বিদ্যালয়ে শরীরচর্চা আর ভাঙ্গা ঘরে শুয়ে স্বপ্ন দেখে একদিন মিঃ ইন্ডিয়া হবে। দিনহাটার সাহেবগঞ্জ রোডের পাশে ছোট আটিয়াবাড়ী গ্রামে বাড়িতে বাবা মা তিন ভাই নিয়ে ছোট সংসার। বাবা কমলেশ্বর বর্মন বয়সের ভারে কোন কাজ করতে পারে না। তাই সংসার সামলাতে লিটনকে তাঁত মিলে কাজ করতে হয় ১৮ বছর বয়সেই। তাই পড়াশোনা বেশি দুর করতে পারে নি। কিন্তু ভালো বডিবিল্ডার হতে লিটনের প্রয়োজন প্রোটিনজাত খাবার । এত খরচ! কি করে হবে। কোন স্পন্সর নেই বা অর্থবানেরা কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেন না। এরপরও এত কষ্টের মধ্যে লিটন স্বপ্ন দেখে একদিন সে বড় বডিবিল্ডার হবে। দিনহাটার মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয় আয়োজিত ৬২ তম দ্য গ্রেটেস্ট শো-র অনুষ্ঠানের পঞ্চম দিন বডিবিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দিনহাটার মহামায়া পাটে। ব্যায়াম বিদ্যালয়ের ৬২ তম দ্য গ্রেটেস্ট শো-র অনুষ্ঠানের ৫ম দিন বডিবিল্ডিং এর ফলাফল প্রথম গ্রুপে রনি দাস ১ম, বিপ্লব রায় ২য় ও মোহিনুল হক ৩য় হন। দ্বিতীয় গ্রুপে ১ম ২য় ৩য় হন যথাক্রমে মন্নু হরিজন, অজয় দাস ও অমর বিশ্বাস। তৃতীয় গ্রুপে ১ম লিটন বর্মন, ২য় সুজিত বর্মন ও ৩য় রাহুল মিঞা। এরপর চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নস লড়াইয়ে সবাইকে হারিয়ে লিটন বর্মন এবারও চ্যাম্পিয়ন হয়ে মিঃ দিনহাটা খেতাব অর্জন করেন। এছাড়া পাওয়ারলিফটিংএ স্ট্রংমেন অফ দিনহাটা হন সুজন বর্মন ওয়েটলিফটিং এ স্ট্রংগেষ্টমেন অফ কোচবিহার সৌমেন বর্মন হন যোগাসনে সেরার সেরা হয়ে যোগসম্রাট হন শিবরূপ তালুকদার ও যোগসম্রাঞ্জী হন অদ্রিজা রায়। সবাইকে পুরস্কার গুলি তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ,কোচবিহার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা পুরপতি গৌরীশংকর মাহেশ্বরী হাসপাতাল সুপার ডাঃ রনজিৎ মন্ডল বিনয় চৌধুরী সহ অন্যান্যরা বলে জানালেন বিদ্যালয়ের সেক্রেটারি জেনারেল বিভুরঞ্জন সাহা।

অভিনব ভাবে ভাইফোঁটা দিলেন আস্থা ফাউন্ডেশনের সদস্যরা

2023-11-14

উত্তরের হাওয়া, ১৪নভেম্বর: পরিবেশ রক্ষার ক্ষেত্রে অভিনব ভাইফোঁটার আয়োজন করে আস্থা ফাউন্ডেশনের বোনেরা। যেমন ভাইকে ফোটা দিয়ে তার রক্ষার কামনা করে, সেই রকমই বোনেরা গাছকে ভাই বানিয়ে সেই পরিবেশ রক্ষার বার্তা দিলেন তারা। আজ থেকে গাছ ই হল তার ভাই, এই বার্তা নিয়ে সমাজের সকলকে জানান দিলেন আপনারা গাছ লাগান, পরিবেশ সুস্থ রাখুন, অক্সিজেনের পরিমাণ বাড়ান, কারণ একটি গাছ অনেক প্রাণ। ভাই ফোঁটা উপলক্ষে বোনেরা উপবাস থেকে গাছ রূপে ভাইকে ফোটা দিলেন দুটি জায়গায়, স্টেশন চৌপথি তুফানগঞ্জ রোডে রাজ আমলের প্রাচীন তল্লি গাছে এবং কোচবিহারের শাল বাগানে। যেভাবে গাছ ধ্বংস হচ্ছে সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাথে বার্তা কেউ গাছকে কাটবেন না, গাছেরও বাঁচার অধিকার রয়েছে। গাছে ফোটা দিলেন প্রিয়াঙ্কা রায়, পিংকি রায়, প্রিয়া সরকার, অর্পিতা শর্মা এবং শংকর রায় সহ অনেকেই। সমস্ত কর্মকাণ্ড ব্যবস্থা আস্থা ফাউন্ডেশন।

যাত্রীবোঝাই NBSTC-র বাস বাসে হঠাত্‍ আগুন, মাঝরাস্তায়দাউ দাউ করে জ্বলল

2023-11-13

উত্তরের হাওয়া, ১৩ নভেম্বর: বানারহাট থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে দাউদাউ করে জ্বলল এনবিএসটিসির বাস। সোমবার সন্ধেয় ময়নাগুড়ির কাছে হঠাত্‍ আগুন ধরে যায় যাত্রীবোঝাই ওই বাসটিতে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাসের ইঞ্জিন গরম হয়েই এই অঘটন ঘটেছে। কালীপুজোর মরশুমে বাসটি ভিড়ে ঠাসা ছিল বলে জানা যাচ্ছে। তবে বাস থেকে ধোঁয়া বেরতে দেখেই চালক বাসটিকে থামিয়ে দেন এবং হুড়মুড়িয়ে বাস থেকে নেমে আসেন যাত্রীরা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলকর্মীরা। আগুন নেভানোর কাজ এখনও চলছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। বাস থেকে নেমে কোনওরকমে রক্ষা পেয়েছেন লোপা দত্ত নামে এক যাত্রী। বানারহাট থেকে বাসে উঠেছিলেন তিনি। যাচ্ছিলেন জলপাইগুড়ি। মহিলার অভিযোগ, বাসটিতে শুরু থেকেই সমস্যা ছিল। বললেন, “বাসের কন্ডাকটর চালককে বলেছিল বাসটি আস্তে চালানোর জন্য। সেই শুনেই সন্দেহ হয়েছিল আমার। মাঝে ধূপগুড়িতে বাস পৌঁছনোর পরই একবার ধোঁয়া বের হচ্ছিল। জ্বালানি তেলের তীব্র গন্ধ আসছিল নাকে।” ওই মহিলা যাত্রীর দাবি, সেই সময় বাস থামিয়ে চালক ও কন্ডাকটর নেমে গিয়েছিল। অনেক্ষণ পর বাস ঠিকঠাক করে আবার চালু করে। এরপর ময়নাগুড়ির কাছে এসে বাস থেকে আবার প্রচুর ধোঁয়া বের হতে শুরু করে বলে দাবি মহিলার। যাত্রীদের বক্তব্য, কারও প্রাণহানি না হলেও নিজেদের ব্যাগপত্র সকলে বাস থেকে নামাতে পারেননি। তাড়াহুড়ো করে কোনওরকমে বাস থেকে নেমে পড়েন তাঁরা।

দুয়ারে সরকারের জন্য অপেক্ষা নয়, সারা বছর নাম তোলা যাবে লক্ষ্মীর ভাণ্ডারে

2023-11-11

এখন থেকে আর দুয়ারে সরকার শিবিরের জন্য অপেক্ষা করতে হবে না, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তালিকায় সারা বছর নাম তোলা যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, শুধু দুয়ারে সরকারের শিবিরেই নয়, এখন থেকে সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে। ২৫ বছর বয়স হলেই মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারবেন। নবান্ন সূত্রে খবর, চলতি নভেম্বরের শুরুতেই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, গ্রামীণ এলাকার বাসিন্দারা নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে সারা বছর আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন এবং পূরণ করে সেখানেই জমা দিতে পারবেন। শহর এলাকায় এসডিও অফিসে গিয়ে এই কাজ করতে হবে। আর কলকাতার নাগরিক পুরসভার অফিসে গিয়ে এই কাজ করতে পারবেন। বর্তমানে দুয়ারে সরকার শিবিরে জমা পড়া সব আবেদনপত্র যাচাইয়ের পর উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পাঠানো হয়। এবার থেকে ঠিক হয়েছে, যেমন যেমন আবেদনপত্র জমা পড়বে, সেই মতোই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। আবেদনকারীর আবেদনপত্রে কোনও ত্রুটি না থাকলে সংশ্লিষ্ট আবেদনকারীর আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে রাজ্য। বর্তমানে রাজ্যের ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩৩ জন মহিলা প্রতি মাসে এই প্রকল্পের আওতায় সরাসরি আর্থিক সহায়তা পাচ্ছেন। সম্প্রতি শেষ হওয়া দুয়ারে সরকার শিবিরে যত আবেদন জমা পড়েছে, তা যাচাইয়ের পর জানা যাচ্ছে, নতুন করে এই সুবিধা পেতে চলেছেন ৯ লক্ষ ৫ হাজার ২৬৮ জন। তাঁদের মধ্যে তফসিলি জাতির অন্তর্ভুক্ত ১ লক্ষ ২ হাজার ২৬৫জন। তফসিলি উপজাতির মহিলা আছেন ২৬ হাজার ৪১ জন। অর্থাত্‍, এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা দাঁড়াবে ২ কোটি ৭ লক্ষ ৪২ হাজার ৩০১। এই খাতে প্রতি মাসে রাজ্যের ১১৩৯ কোটি টাকা খরচ হয়। নতুন উপভোক্তারা যুক্ত হলে এই খরচ আরও প্রায় ৫০০ কোটি বেড়ে যাবে। তফসিলি জাতি ও উপজাতির উপভোক্তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান। বাকিরা পান মাসে ৫০০ টাকা।

দিনহাটায় শুরু হচ্ছে পরিবেশবান্ধব বাজিবাজার

2023-11-08

উত্তরের হাওয়া, ৮ নভেম্বর: দিনহাটায় শুরু হচ্ছে পরিবেশবান্ধব বাজিবাজার। আগামীকাল সকালে হবে উদ্বোধন জানাল পৌরসভা। দিনহাটা শহরের হরিতকি তলার মাঠ সংলগ্ন এলাকায় দুটি দোকান নিয়ে তৈরি হবে বাজিবাজার। সেখানেই মিলবে পরিবেশবান্ধব বাজি এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। বুধবার বিকেল লাগাত সেই দুটি দোকান পরিদর্শনে পৌরসভার আধিকারিকরা চেয়ারম্যান এবং প্রশাসনের কর্তারা । সামগ্রিক পরিস্থিতি এবং বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখলেন তারা। জানা গেছে আগামীকাল সকালে উদ্বোধন হবে সেই বাজি বাজারের। এই বাজি বাজার শুরু হলে পরিবেশ দূষণ ঠেকাতে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তা অনেকটাই সফল হবে বলে মনে করছেন সাধারণ মানুষজন।

রাজ্যে ফের ভূমিকম্প। কেঁপে উঠল আলিপুরদুয়ার

2023-11-08

উত্তরের হাওয়া, ৮ নভেম্ভর: রাজ্যে আবারও ভূমিকম্প (Earthquake)! এবার ভূমিকম্পে কেঁপে উঠল আলিপুরদুয়ার (Alipurduar) জেলা। বুধবার সকাল ১০:৫১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, রিখটার স্কেলে (Richter Scale) কম্পনের মাত্রা ৩.৬। শিলিগুড়িতেও (Siliguri) কম্পন অনুভূত হয়েছে বলে খবর। আলিপুরদুয়ার ছাড়াও অসমেও (Assam) ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই রাজ্যের হাইলাকান্দিতে কম্পন অনুভূত হয়েছে। সেখানে এদিন সকাল ১০টা ৫৯ মিনিটে ৪.১ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছে। উল্লেখ্য, শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিট নাগাদ দিল্লি-সহ পশ্চিমবঙ্গে (West Bengal) ভূমিকম্প অনুভূত হয়। সেই সময় কম্পনের তীব্রতা ছিল ৬.৪। ভূমিকম্পের উত্‍স স্থল ছিল নেপাল। যেটি লখনউ থেকে ২৫৩ কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে। সেই ভূমিকম্পে নেপালে (Nepal Earthquake) ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। মৃত্যু হয় দেড়শো জনেরও বেশি লোকের। প্রচুর ঘর-বাড়ি ভেঙে পড়ে। আর তার ঠিক চার দিনের মাথায় আবারও কেঁপে উঠল পশ্চিমবঙ্গ। বুধবার ভূমিকম্প অনুভূত হতেই আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ। বারবার এই ধরনের ভূমিকম্পে রীতিমতো শঙ্কিত সকলেই। বিশেষজ্ঞরা দাবি করছেন, ভারতে আগামী দিনে ভয়ানক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। কারণ, হিমালয়ের (Himalaya) নীচে ভূকম্পন বলয় সক্রিয় হয়ে উঠেছে। যার জেরে ভারতীয় পাতের সঙ্গে ইউরেশীয় পাতের সংঘর্ষ শুরু হয়েছে। টেকটনিক প্লেটদের সংসারে লাগাতার অশান্তির কারণে দিল্লি বা উত্তর-পশ্চিম ভারত শুধু নয়, গোটা দেশেই ভয়ানক ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

2023-11-08

উত্তরের হাওয়া, ৮ নভেম্বর: জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। তবে ঠিক কোন মামলায় তাকে তলব করা হয়েছে তা এখনো জানা যায়নি। সূত্র মারফত খবর, আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার নেতাকে সমন পাঠিয়েছে ইডি। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তদন্তে যোগ দেবেন। তবে কোন সময়ে বা কোন মামলায় নেতার ডাক পড়ল সেই বিষয়ে কোনও তথ্য এখনও সামনে আসেনি। উল্লেখ্য, গতকাল ৭ই নভেম্বরই জন্মদিন ছিল নেতার। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ইডি-সিবিআই এর ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ৩ অক্টোবর তাকে স্কুল নিয়োগ কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। যদিও সেই সময় তৃণমূলের ধরনা কর্মসূচী নিয়ে দিল্লিতে ব্যস্ত ছিলেন নেতা। সেই কারণে সেই সময় ইডির মুখোমুখি হননি তিনি। সেই সময় নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে নেতা লিখেছিলেন, " পশ্চিমবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে এবং ন্যায্য পাওনার জন্য লড়াই অব্যাহত থাকবে। পৃথীবির কোনো শক্তিই জনগণ এবং তাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করার জন্য আমার উত্‍সর্গকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিক্ষোভে যোগ দিতে আমি আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লিতে থাকব।" সরাসরি এজেন্সিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, "যদি থামাতে পারো থামাও। " এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। পুজোর মধ্যে নেতাকে তলব করা যাবেনা বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সময় পুজো পেরোতে না পেরোতেই ফের এল তলব।

জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

2023-11-08

উত্তরের হাওয়া, ৮ নভেম্বর: জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। তবে ঠিক কোন মামলায় তাকে তলব করা হয়েছে তা এখনো জানা যায়নি। সূত্র মারফত খবর, আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার নেতাকে সমন পাঠিয়েছে ইডি। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তদন্তে যোগ দেবেন। তবে কোন সময়ে বা কোন মামলায় নেতার ডাক পড়ল সেই বিষয়ে কোনও তথ্য এখনও সামনে আসেনি। উল্লেখ্য, গতকাল ৭ই নভেম্বরই জন্মদিন ছিল নেতার। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ইডি-সিবিআই এর ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ৩ অক্টোবর তাকে স্কুল নিয়োগ কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। যদিও সেই সময় তৃণমূলের ধরনা কর্মসূচী নিয়ে দিল্লিতে ব্যস্ত ছিলেন নেতা। সেই কারণে সেই সময় ইডির মুখোমুখি হননি তিনি। সেই সময় নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে নেতা লিখেছিলেন, " পশ্চিমবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে এবং ন্যায্য পাওনার জন্য লড়াই অব্যাহত থাকবে। পৃথীবির কোনো শক্তিই জনগণ এবং তাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করার জন্য আমার উত্‍সর্গকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিক্ষোভে যোগ দিতে আমি আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লিতে থাকব।" সরাসরি এজেন্সিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, "যদি থামাতে পারো থামাও। " এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। পুজোর মধ্যে নেতাকে তলব করা যাবেনা বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সময় পুজো পেরোতে না পেরোতেই ফের এল তলব।

৯৪জন শিক্ষকের চাকরি বাতিল। দিনহাটার ১৬ জন

2023-11-05

উত্তরের হাওয়া, ৫ নভেম্বর: ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল। রেশন বণ্টন ও একাধিক দুর্নীতি ইস্যুতে যখন শোরগোল রাজ্য রাজনীতি, ঠিক তখনই টেট পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েও চাকরি করছিলেন অযোগ্য ৯৪ জন শিক্ষক। শেষমেষ যাদের চাকরি গেল হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টের নির্দেশের পরপরই পর্ষদ অবশেষে সেই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল ঘোষণা করল। আর এ নিয়েই ফের বঙ্গ পদ্ম শিবিরের নিশানায় তৃণমূল সরকার। নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই এ বার চাকরি বাতিল করল খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আমলে নিয়োগ হওয়া শিক্ষকদের চাকরি বাতিল করল এ বার প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪-এর টেট এবং ২০১৬-এর নিয়োগ হওয়া এই শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশিকা গতকাল রাতেই চিঠি দিয়ে জানানো হল বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে আসে এই শিক্ষকরা টেট ছাড়াই শিক্ষকতার কাজ করছিলেন। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে সিবিআইকে গোটা বিষয়টি দেখতে বলা হয়। এর পর প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই চাকরিপ্রার্থীদের ডেকে পাঠিয়ে তদন্ত শুরু করে। ওই চাকরিপ্রার্থীরা প্রয়োজনীয় তথ্য জমা না দিতে পারায় তাদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিল পর্ষদ৷ এরই মাঝে স্যোসাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে বাতিল শিক্ষকদের একটি তালিকা। সেই তালিকা অনুসারে বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে কোচবিহারে রয়েছেন ২৮ জন, মুর্শিদাবাদে ২৬ জন, উত্তর চব্বিশ পরগনাতে ৫ জন, পুরুলিয়াতে ৬ জন, বীরভূমে ১১ জন, এছাড়া বাকুড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতারও কয়েকজন রয়েছেন এই তালিকায় । দিনহাটা মহকুমায় ১৬ জন। শোনা যাচ্ছে বামনহাট সার্কেলের ৪-৫ জন শিক্ষক রয়েছেন। যদিও এই তালিকা বাতিল হওয়া শিক্ষকদের কিনা তা নিশ্চিত করে কিছু জানা যায়নি।

ব্রিজ ভেঙে পড়ায় সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন গোটা গ্রাম

2023-11-04

উত্তরের হাওয়া, ৪ নভেম্বর: মাঝরাতে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা ২ ব্লকের শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের মেঘনারায়ণের কুঠি এলাকায়। রীতিমতো ডাম্পার সহ ব্রিজ ভেঙে পড়ে। ওই ব্রিজ ভেঙে পড়ার ঘটনা সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। জানাযায় এদিন ভোর নাগাদ বালু বোঝাই একটি ডাম্পার ওই ব্রিজ দিয়ে যাচ্ছিল সেই সময়ই ভেঙে পড়ে ব্রিজটি। বিকট শব্দের আওয়াজে স্থানীয় এলাকার বাসিন্দারা ফটো আসলে ছুটে এসে গোটা বিষয়টি দেখেন এবং খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। স্থানীয়দের অভিযোগ , দীর্ঘ প্রায় কুড়ি বছরেরও বেশি পুরনো এই ব্রিজ। পুরনো ব্রিজ হওয়ায় সংস্কারের অভাবে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিভাবক দীপক সেন, পঞ্চায়েত সমিতির সভাপতির অভিভাবক বীরেন বর্মন সহ অনেকেই সেখানে পৌঁছে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন এবং গোটা বিষয়টি খতিয়ে দেখেন। ইতিমধ্যেই এলাকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ কে গোটা বিষয়টি জানানো হয়েছে বলে তারা জানিয়েছেন। এদিন বিকেলে এই মন্ত্রী ওই ব্রিজ পরিদর্শনে যাবেন বলেও জানা গেছে।

নাত বউ তৃণমূলের টিকিটে পঞ্চায়েত সমিতিতে ভোটে দাড়িয়েছিল তারই বদলা নিতে ঠাকুরমার ধান ছিনতাই ভেটাগুরীতে

2023-10-09

উত্তরের হাওয়া, ৯অক্টোবর, দিনহাটা : নাত বউ তৃণমূল কংগ্রেসের হয়ে এবারে পঞ্চায়েত সমিতিতে ভোটে দাড়িয়েছিল। তারই বদলা নিতে ঠাকুরমার ধান ছিনতাই হল ভেটাগুরীতে । বিজেপির পঞ্চায়েত সদস্যার ভাতিজা সহ স্বামীর নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে দিনহাটা থানায় রবিবার অভিযোগ দায়ের করেন কোকিলা বিবি। ঘটনায় ভেটাগুরি -২ গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি সদস্যার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিস। যদিও বিজেপির দাবি, ব্যাক্তিগত বিষয়ে রাজনীতি রং লাগানো হয়েছে। সেই কারণের বিজেপির পঞ্চায়েতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ কারিনি কোকিলা বিবি বলেন, সকালে চাল না থাকায় ভাতিজাকে দিয়ে মিলে ধান ভাঙ্গার জন্য পাঠাই। মিলে যাওয়ার আগে সেই ধান ছিনতাই করে নেওয়া হয়। সকাল থেকে না খেয়ে আছি। থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযোগকারিনীর নাতি আতিয়ার হোসেন বলেন, আমার বউ পঞ্চায়েত সমিতি থেকে ভোটে দাড়িয়েছে। সেই কারণে বিজেপি পঞ্চায়েতের স্বামী ও তার ভাতিজার নেতৃত্বে ধান লুঠ হল। বিজেপি পরিচালিত ভেটাগুরী -২ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান দীপক চন্দ্র বর্মন বলেন, ধান ছিনতাই বিষয়টি ব্যাক্তিগত। ওই ছিনতাই কারির সাথে বিজেপি কোনো সম্পর্ক নেই। কিন্তু বিজেপিকে বদনাম করতে কাকুর নাম জড়িয়ে অভিযোগ করা হয়েছে। আমাদের পঞ্চায়েত সদস্যার নির্দোষ স্বামীকে পুলিস গ্রেপ্তার করেছে। দিনহাটা থানা জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এবারে পঞ্চায়েত নির্বাচনে ভেটাগুরীর দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে গেছে। নির্বাচনের সময় থেকেই রাজ্যের শাসক দলের কর্মীদের অত্যাচারের অভিযোগ উঠেছে। যদিও প্রতি ক্ষেত্রে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। এদিন সকালে কোকিলা বিবির ভাতিজা ধান ভাঙ্গার জন্য দের মন ধান নিয়ে যাচ্ছিলেন। সেই সময় সুরজিৎ সেন নামে একজন বাধা দেয়। দেড় মণ ধান ছিনতাই হয়। সুরজিৎ ও তার কাকা গৌতম সেনের নামে থানায় অভিযোগ দায়ের হয়। বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী গৌতম সেন কে পুলিস গ্রেপ্তার করেছে। ধান উদ্ধারের জন্য অভিযান চলছে।

পূজোর আগে সোনার দোকানে দুঃসাহসিক চুরি

2023-10-07

উত্তরের হাওয়া, ৭ অক্টোবরঃ পূজোর আগে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা। রাতের অন্ধকারে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো, চাঞ্চল্য এলাকায় জানা যায় তাপস বিশ্বাস নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে রাতের অন্ধকারে শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সকালে পাসের দোকানদার সুকুমল বিশ্বাস দোকানে এসে দেখতে পান সোনার দোকানের শাটার ভাঙ্গা তড়িঘড়ি দোকানের মালিকে খবর দেন, খবর চাউর হতেই দোকানের সামনে ভির জমে যায় ।দোকানের মালিক জানান খবর পেয়ে ছুটে এসে দেখি দোকানের শাটার ভাঙ্গা ভেতরের সোকেস ও সিন্দুক ভাঙ্গা নগদ ৫০ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার সোনা রুপা নিয়ে গেছে চোরের দল বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ ১ নং ব্লকের ধলপল ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ছাটারামপুর বাজারে। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে।

2023-10-06

উত্তরের হাওয়া, ৬অক্টোবর, দিনহাটা : সিকিমের তিস্তা নদীর বন্যায় ভেসে যাওয়া দুইটি মৃতদেহ ভারতকে হস্তান্তর করল বাংলাদেশ। শুক্রবার ভারত বাংলাদেশের গিতালদহ সীমান্তে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। সেই মিটিং এ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পাশাপশি দুই দেশের পুলিস উপস্থিত ছিলেন। বাংলাদেশ বর্ডার গারর্ডস ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে মৃত দেহ দুইটি তুলে দিয়েছে। তিস্তা নদী তে ভেসে বাংলাদেশের লালমনির হাট এলাকায় মৃতদেহ দুটি ভেসে উঠে। স্থানীয়দের কাছে খবর পেয়ে লালমনি হাট থানা তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে বি এস এফ কে খবর দেওয়া হয়। ৯০ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পাপ্পু মিনাদিনহাটা থানার আধিকারিক রাজেন্দ্র তামাং সহ বি এস এফের শীর্ষ কর্তারা বাংলাদেশের সাথে ফ্ল্যাগ মিটিং করে । বাংলাদেশের লালমনিহাট থানার ওসি ওমর ফারুক, ১৫ নাম্বার বিজেবি কোম্পানি কমান্ডার শরিফুল ইসলাম হাজির ছিলেন। পরে দেহ হস্তান্তর করা হয়। কোচ বিহার জেলা পুলিস সুপার বলেন, দুটি মৃতদেহ বাংলাদেশ থেকে হস্তান্তর করা হয়েছে।

প্যান - আধার নাম্বার দিয়ে একাউন্ট সুরক্ষিত করতে গিয়েই টাকা খোয়ালেন দিনহাটার ব্যবসায়ী

2023-10-05

উত্তরের হাওয়া, ৫অক্টোবর: প্যান - আধার নাম্বার শেয়ার করেই ৫ লক্ষ ৩৬ হাজার টাকা খোয়ালেন দিনহাটার এক ব্যবসায়ী ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। দিনহাটা শহরের ৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা পেশার ব্যবসায়ী সজল দাসের একাউন্ট থেকেই বুধবার সকাল থেকেই দফায় দফায় ৫ লক্ষ ৩৫ হাজার টাকা বের করা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী সজল দাস। মঙ্গলবার বিকেল নাগাদ সজল দাসের মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। এরপরেই সেই ফোনের ওপারে থাকা একজন নিজেকে ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে তার কাছ থেকে আধার কার্ড এবং প্যান কার্ড নম্বর জানতে চান। সজল বাবু কিছু না ভেবেই সেই ব্যক্তিকে তার প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর দিয়ে দেন। পরে বিষয়টি তার সন্দেহ হতেই সংশ্লিষ্ট ওই ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে গোটা বিষয়টি জানান এবং ব্যাংকের ম্যানেজার তাকে বলেন আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রয়েছে। ব্যাংক ম্যানেজারের কথায় আশ্বস্ত হলেও বুধবার তিনি নিজের একাউন্ট চেক করতে গিয়ে দেখেন তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা তোলা হয়েছে। মোট ৭ দফায় পাঁচ লক্ষ ছত্রিশ হাজার টাকা তোলা হয়েছে । ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তিনি দিনহাটা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এমনটাই জানা গেছে দিনহাটা থানা সূত্রে। এদিকে সজল দাস নামে ওই ব্যবসায়ী জানান, ফোন করে তার কাছে বেশ কিছু তথ্য চাওয়া হয় এবং সেই মতো তিনি সেই তথ্যগুলি দিয়ে দেন ফোনের ওপারে থাকা এক ব্যক্তিকে। করে বেগতিক দেখে একাউন্ট সুরক্ষিত করা হলেও তারপরেও তার টাকা খোয়া গিয়েছে বলে তিনি জানান।

চলন্ত সরকারি বাসে আচমকাই আগুন, ঘটনায় চাঞ্চল্য

2023-10-02

উত্তরের হাওয়া, ২ অক্টোবর: চলন্ত সরকারি বাসে আচমকাই আগুন , ঘটনায় চাঞ্চল্য এলাকায় । চালকের তৎপরতায় রক্ষা পেল যাত্রীরা । এদিন দুপুর ১২ টা নাগাদ হলদিবাড়ি-জলপাইগুড়ি রাজ্য সড়কের উত্তরপাড়া কলেজ সংলগ্ন এলাকায় একটি এন বি এস টি সি এর বাস WB 68 A 0102 এ আগুন লাগে । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসযাত্রীদের মধ্যে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন । আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । জানা যায় ,জলপাইগুড়ি থেকে আসার পথে হলদিবাড়ি কলেজ সংলগ্ন উত্তর পাড়া এলাকায় আচমকাই গাড়ি থেকে ধোঁয়া বের হতে থাকে । চালক নেমে , যাত্রীদের আস্তে আস্তে নেমে যেতে বলে । এবং আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। এরপর দমকল কর্মীদের খবর দেওয়া হলে , তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।

করম পুজো উপলক্ষ্যে পূর্ণদিবস ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ

2023-09-23

উত্তরের হাওয়া, ২৩ সেপ্টেম্বর: নবান্নর নির্দেশিকা অনুযায়ী, ২৫ তারিখ রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, পুরসভা এবং পঞ্চায়েত অফিসের কাজ বন্ধ থাকবে। করম পুজো উপলক্ষ্যে পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই মর্মে নবান্নর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত কাল করম পুজো উপলক্ষ্যে পূর্ণদিবস ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । এতদিন মূলত এই উৎসব যাঁরা পালন করতেন শুধু তাঁরাই ছুটি পেতেন। অর্থাৎ সেকশনাল ছুটি ছিল এটি। এবার থেকে এই ছুটি পাচ্ছেন প্রত্যেক সরকারি দফতরের কর্মীরা। এর আগে নবান্নে সাংবাদিক বৈঠক করে সরকারি এই ছুটির ঘোষণা আগেই করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “সবেবরাত ও করম পুজোয় ছুটি সরকারের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি মেনে নেওয়া হল।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলায় সব উৎসবকে সমান গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সেই কারণে রঘুনাথ মুর্মু থেকে পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়েছে। সব ধর্মকর্ম এবং সব কিছুর মিলনস্থল হল বাংলা।

কোচবিহার ১(A) ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে কোচবিহার জেলা তৃণমূল যুব

2023-09-22

উত্তরের হাওয়া, ২২ সেপ্টেম্বরঃ আজ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে, কোচবিহার ১(A) ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী কমলেশ অধিকারীর উপস্থিতিতে "বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। আজকের এই বর্ধিত সভায় কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী বলেন আগামী ২ ও ৩ রা অক্টোবর দিল্লীতে যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী গিরিরাজ সিং এর বাসভবনে সামনে ধর্ণা মঞ্চ অবস্থান বিক্ষোপে রাজ্যের বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতিরা অংশগ্রহণ করিবেন, এবং জেলায় জেলায় ব্লকের বিডিও অফিসের সামনে ব্লক ও অঞ্চলের যুব যোদ্ধাগণ, যুব যোদ্ধারা ধর্ণা মঞ্চ গড়ে প্রতিবাদ জানাবে, এবং কোচবিহার১নং ব্লক (A) তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নবিনুর হোসেন বলেন, আগামী ৭ ই অক্টোবর কোচবিহারের রাজপথে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একশো দিনের কাজের বকেয়া টাকা ফেরৎ ও বাংলাকে বঞ্চনার প্রতিবাদে এক মহা মিছিল সংঘটিত হবে, সেই মহা মিছিল কে সার্থক করে তুলতে আজকের এই বর্ধিত সভা।

বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারলো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা

2023-09-18

উত্তরের হাওয়া, ১৮ সেপ্টেম্বরঃ রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারলো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ মাথাভাঙা ১নং ব্লকের সাকাতিরহাট বাজার সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় জগদীশ বর্মণ নামে কুক্তিকাটা গ্রামের বাসিন্দা সন্ধ্যায় বাজার করে সাইকেলে করে বাড়ি ফিরছিলো। সে সময় বাইকে করে দুই ব্যক্তি পথ আটকে গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে পালিয়ে যায় বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় জগদীশকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর কোচবিহার মেডিক্যাল কলেজে রেফার করা হয়। আহত জগদীশ বর্মণ জানান, প্রতিবেশী রাজিব ও ধনঞ্জয় নামে দুই যুবক পথ আগলে ছুড়ি চালিয়ে পালিয়ে যায়। তবে কি কারনে এমন ঘটনা এলাকার বাসিন্দারা কিছুই বুঝতে পারছে না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

তৃনমুল প্রধানের বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য

2023-09-15

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৫ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রামপঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে তাজা বোমা উদ্ধারের ঘটনায় শুক্রবার উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের বুড়িরহাট ২ গ্রামপঞ্চায়েতের প্রথম খন্ড জিৎপুর এলাকায়। এদিন ভোর ৪ টা নাগাদ সংশ্লিষ্ট গ্রামপঞ্চায়েতের প্রধান পিঙ্কি বর্মন মণ্ডলের বাড়ির সামনে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন প্রধানের পরিবারের সদস্যরা। ঘটনার খবর চাউর হতেই স্হানীয় বাসিন্দা ও তৃনমুল কর্মীরা ভীড় জমান। খবর পৌছায় স্হানীয় সাহেবগঞ্জ থানার অন্তর্গত নাজিরহাট পুলিশ ফাঁড়িতে । পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে বোমা দুটি উদ্ধার করেন। প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা গৌতম বর্মন জানান, এদিন ভোরে আমার বয়স্ক বাবা মা বাইরে বেরিয়েছিলেন। সেসময়ই বাড়ির ঠিক সামনেই দুটি বোমা পড়ে থাকতে দেখেন তারা। এরপর তাদের হাকডাকেই আমাদের ঘুম ভাঙে। কে বা কারা এই কাজ করেছে আন্দাজ করতে পারছি না। বোমা ফেটে বড়সড় কোন বিপদ ঘটতে পারতো। এবিষয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, খবর পাওয়া মাত্রই ঘটনাস্হলে পৌঁছেছে পুলিশ। বোমা দুটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে আহত ২ পড়ুয়া, চাঞ্চল্য মেখলিগঞ্জে

2023-09-14

উত্তরের হাওয়া, মেখলিগঞ্জ, ১৪ সেপ্টেম্বর : স্কুলে ক্লাস চলাকালীন শ্রেনীকক্ষের সিলিং ফ্যান খুলে পড়ে আহত হল দুই ছাত্রী। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি কৃষক উদ্যোগ হাইস্কুলে। ফ্যানের ব্লেডের আঘাতে গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি ওই দুই ছাত্রী। সংশ্লিষ্ট স্কুল সূত্রে জানা গিয়েছে, আহত ওই দুই ছাত্রীর নাম কৃত্তিকা বর্মন ও বর্ণালী রায়। দুর্ঘটনার পরই দ্রুত তাদের জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু একজনের আঘাত গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে অন্যত্র রেফার করে দেওয়া হয়। আহত ওই দুই ছাত্রী দ্বাদশ শ্রেণীতে পড়ে। ক্লাস চলাকালীন এদিন আচমকা সিলিং ফ্যান খুলে পড়ে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুলের পড়ুয়া ও অভিভাবক মহলে। স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন অভিভাবকরা। ঘটনার কথা কিছুতেই যাতে সংবাদমাধ্যমের সামনে না আসে, তার জন্যও প্রয়াস চালিয়েছেন স্কুলের শিক্ষকদের একাংশ। আহত দুই ছাত্রীকে নিয়ে কয়েক জন শিক্ষক এদিন জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হাজির হন। এই ঘটনায় এলাকায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। আহত ছাত্রী কৃত্তিকার বাবা কালীমন বর্মন উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। এই ঘটনায় তিনি ক্ষোভে ফেটে পড়েন। তার মেয়েকে জলপাইগুড়িতে রেফার করা হয়েছে। তার মাথায় আঘাত লেগেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত

2023-09-14

উত্তরের হাওয়া: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমানিকের হাত ধরে বামনহাট ১গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত অর্জুন মালীর বিজেপিতে যোগদান। বুধবার সন্ধ্যায় দিনহাটা ২নং ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ গ্রামের রানীর হাট মেলার মাঠে বিজেপির এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওই কর্মী সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, বিজেপির বর্ষিয়ান নেতা রাহুল সিনহা, দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়, দিনহাটা ৭নং বিধানসভার কনভেনর জীবেশ সরকার, দিনহাটা ৩ নং মন্ডল সভাপতি কমল বর্মন সহ সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল নেতা তাপস দাস, জয়দীপ ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এদিনের জনসভার শেষে তৃণমূলের প্রাক্তন প্রধান অর্জুন মালী সহ কিশামত দশগ্রাম এলাকার ৫৪ টি পরিবার বিজেপিতে যোগদান করে। আগামী দিনে সংশ্লিষ্ট এলাকায় বিজেপির শক্তি বৃদ্ধি হলো বলে দাবি করছেন নেতৃত্বরা।

মন্ত্রীর হাত ধরেই খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুরু দিনহাটা কিশোর সংঘ

2023-09-06

শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। আর কয়েক দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। গত কয়েক বছর ধরে জাকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড। তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য। কেবল কলকাতা নয়, গোটা রাজ্যের নামী দুর্গাপুজোগুলোর তালিকায় অনেককাল আগেই জায়গা করে নিয়েছে দিনহাটার কিশোর সংঘ দুর্গাপূজা কমিটি। সংগঠনের তরফে জানানো হয় “রীতি মেনে জন্মাষ্টমীর দিন মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটার শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন এবং কিশোর সংঘের সমস্ত সদস্য সদস্যবৃন্দ। কিশোর সংঘ দূর্গা পূজা কমিটি আশা এ বছর তাদের দুর্গাপূজা দিনহাটা শহর তো বটেই কোচবিহার উত্তরবঙ্গ এবং নিম্নআসামের বাঙালিদের কাছে যথেষ্ট সারা ফেলবে। এ বছর তাদের থিম বিবর্ণ।

৪০০ টাকা কমবে রান্নার গ্যাসের দাম।

2023-08-29

উত্তরের হাওয়া, ২৮আগস্ট: সবার জন্য সস্তা রান্নার গ্যাস, ৪০০ টাকা ভর্তুকি। লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে ঘরোয়া সিলিন্ডারের দাম সবার জন্য ২০০ টাকা কমানো হয়েছে। সব ভোক্তারা এর সুবিধা পাবেন বলে রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। তাই তাঁরা সবমিলিয়ে ৪০০ টাকা ভর্তুকি পাবেন। সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অন্যদিকে, উজ্জ্বলা যোজনায় অন্তর্ভূক্ত গ্রাহকদের ইতিমধ্যেই

ফাকা বাড়িতে চুরি, খোয়া গেল নগদ টাকা ও গয়না।

2023-08-28

উত্তরের হাওয়া, ২৮ অগাস্ট: ফাঁকা বাড়ির ঘরের দরজা ও আলমারির তালা ভেঙে প্রায় কুড়ি হাজার নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সোনা ও রুপার গয়না চুরি যাওয়ার ঘটনায় সোমবার দুপুরে চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের মহাকালহাট বাজার সংলগ্ন এলাকায়। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা অমল মোদকের বাড়িতে দুঃসাহসিক এই চুরির ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে স্হানীয় সাহেবগঞ্জ থানার পুলিশ। দিনের আলোয় চুরির বিষয়টিকে ঘিরে এলাকায় সাড়া পড়েছে। উল্লেখ্য, কয়েক মাস আগেও সংশ্লিষ্ট ব্লকেরই বুড়িরহাট, গোবড়াছড়া নয়ারহাট ও সাহেবগঞ্জ এলাকায় ধারাবাহিকভাবে দিনের আলোতে ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছিল এলাকায়। গত ১৭ অগাস্ট দিনহাটা চৌধুরিহাট সড়ক সংলগ্ন বড়শাকদলের ত্রিমোহিনীতে ঘনবসতি এলাকায় চুরির ঘটনা ঘটেছে। দিন দশেকের মধ্যেই ফের চুরির ঘটনার পর ব্লকজুড়ে পুলিশী নজরদারি বাড়ানোর দাবী উঠছে স্হানীয় মহলে। এই ঘটনাগুলির মধ্যে যোগসূত্র রয়েছে কিনা সেসবও খতিয়ে দেখার দাবী জোড়ালো হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্হানীয় এলাকায় খোঁজ নিয়ে জানা গেল, পেশায় কৃষক অমল বাবু। সোমবার সকালে কাজে বেরিয়ে যান তিনি। এমন অবস্হায় দুপুরে ফাকা বাড়ির ঘরে তালা দিয়ে কিছুটা দুরের মহাকালহাট বাজারে গিয়েছিলেন অমল বাবুর স্ত্রী ও মেয়ে। ঘন্টা খানেক পর যখন বাড়িতে ফিরলেন তখন দেখেন বাড়ির শোবার দরজার তালা ভাঙা। সন্দেহ হওয়ায় দৌড়ে ঘরের ভিতরে গিয়ে তারা দেখতে পান ঘরের আলমারি ভাঙা। বিছানা অগোছালো এবং মেঝেতে পড়ে রয়েছে কাগজপত্র। বাড়িতে চুরি হয়েছে বুঝতে পেরে হতভম্ব হয়ে চিৎকার শুরু করেন তিনি। এরপরই স্হানীয় বাসিন্দারা ছুটে আসেন। পরে স্হানীয় সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অমল বাবু জানালেন, বাড়ির গেট ও ঘরের দরজায় তালা দিয়ে বাজারে গেছিল স্ত্রী ও মেয়ে। ঘন্টাখানেক পর বাড়ি ফিরে গেট খুলেই দেখেন ঘরের দরজার তালা ভাঙা। আলমারির তালা ভেঙে প্রায় ২০ হাজার বেশী নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সোনা ও রুপার গয়না চুরি হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ সব খতিয়‌ে দেখুক। এবিষয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে চুরির মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে নিজের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির ও চারা গাছ বিলি।

2023-08-21

উত্তরের হাওয়া, ২১ আগষ্ট: ২৯ তম জন্মদিনে উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিল দিনহাটার সাহেবগঞ্জ নিবাসী মিল্টন সরকার। তিনি পেশায় একজন সাংবাদিক। সোমবার ছিল তার ২৯ তম জন্মদিন সেই উপলক্ষে আয়োজন করে সে। দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এদিন সকালে সাড়ে ১১ টায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরী শংকর মহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, কাউন্সিলর তথা বিশিষ্ট আইনজীবী জাকারিয়া হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সুরজ থাপা, দিনহাটা মহকুমা প্রেসক্লাবের সভাপতি যশোর ইউসুফ আহমেদ হক, ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য সহ আরো অনেকেই। এদিন মোট ১৫ ইউনিট রক্ত সংগ্রহীত হয়। রক্তদানের পাশাপাশি সকলকে চারা গাছ বিলি করা হয়। জন্মদিন উপলক্ষে এই অভিনব চিন্তাভাবনাকে সাধুবাদ জানায় সকলেই। মিল্টন সরকার বলেন, সাধারণত আমরা জন্মদিন হইহুল্লোড় করে কাটাই কিন্তু বিশেষ দিনগুলোতে যদি আমরা সামাজিক কর্মসূচি গ্রহণ করি তাহলে সমাজের অগ্রগতি হয়। রক্তসংকট মেটাতে প্রত্যেকে যদি বিশেষ দিনগুলিতে রক্তদান শিবিরের আয়োজন করে তাহলে ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সরবরাহ সচল থাকবে। আমি বিগত কয়েক বছর থেকে জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির চারাগাছ রোপন দু:স্থদের অন্নদান করে আসছি। আমার পরিবার সহ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। দিনহাটা থানার আইসি সুরজ থাপা বলেন, জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন খুব ভাল উদ্যোগ। সমাজকে ভাল বার্তা দিচ্ছে মিল্টন। আগামী দিনে ওর সর্বাঙ্গিনী সাফল্য কামনা করি। রক্তদান শিবির পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন , রক্ত সংগ্রহ করে দিনহাটা ব্লাড সেন্টার।

গঠিত হল দিনহাটা মহকুমা প্রেস ক্লাবের কমিটি

2023-08-19

উত্তরের হাওয়া, ১৯ আগষ্ট: সুষ্ঠুভাবে সম্পন্ন হল দিনহাটা মহকুমা প্রেস ক্লাবের নির্বাচন প্রক্রিয়া। শুক্রবার দিনহাটা শহরের আপন ঘরে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন কোচবিহার প্রেসক্লাবের সভাপতি অনুপম সাহা এবং সম্পাদক গৌড় হরি দাস এর উপস্থিতিতে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন মোট ৭ আসনের মধ্যে পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে প্রার্থীরা। অপরদিকে সভাপতি এবং একটি এক্সিকিউটিভ কমিটির পদে নির্বাচন হয়। এদিন নির্বাচন শেষে প্রেস ক্লাবের জেলা সভাপতি অনুপম সাহা জানান, এদিনের কমিটিতে সভাপতি হয়েছেন ডক্টর যশোর আহমেদ ইউসুফ হক, সহ-সভাপতি দীপঙ্কর দত্ত, সম্পাদক হরিপদ রায় সহ-সম্পাদক প্রশান্ত সাহা কোষাধক্ষ্য প্রসেনজিৎ সাহা। এবং শুভদীপ চক্রবর্তী ও তনুময় দেবনাথ এক্সিকিউটিভ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মোট তিনজন লড়াই করেছিল। ডক্টর যশোর আহমেদ ইউসুফ হক অমৃতা চন্দ রাজীব বর্মন। সেখানে বারোটি ভোট পেয়েছেন যশোর আহমেদ ইউসুফ হক, দশটি ভোট পেয়েছেন রাজিব বর্মন, তিনটি ভোট পেয়েছেন অমৃতা চন্দ। অন্যদিকে এক্সিকিউটিভ কমিটির একটি পদে লড়াই করেছিলেন তিনজন যথাক্রমে রাহুল দেব বর্মন, তনুময় দেবনাথ, রবিউল আলী। সেই নির্বাচনে নয়টি করে ভোট পেয়েছেন এবং সাতটি ভোট পান রবিউল আলী। সেখানে টসের মাধ্যমে জয়লাভ করে তনুময় দেবনাথ।

সিভিক ভলান্টিয়ারের বেতন বেড়ে ২২,৭০০ টাকা!

2023-08-16

উত্তরের হাওয়া, ১৬ আগষ্ট: কনস্টেবল হলে সিভিকদের বেতন বাড়বে অনেকটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে সব সিভিক ভলান্টিয়াররা ভালো কাজ করবেন, তাঁদের রাজ্য পুলিশ কনস্টেবলের পদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের বেতন এক ধাক্কায় ১৪ হাজার টাকা বাড়বে বলে নবান্ন সূত্রে খবর। বর্তমানে সিভিক ভলান্টিয়াররা মাসে ৯ হাজার টাকা বেতন পান ৩০ দিন কাজ করার জন্য। পুলিশের কনস্টেবল পদে উন্নীত হলে তাঁদের মূল বেতন বেড়ে ২২,৭০০ টাকা হতে পারে বলে জানানো হয়েছে।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের

2023-08-15

উত্তরের হাওয়া, ১৫ আগস্ট: ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ১৫ অগস্ট। এই দিনে ২০০ বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারত। এই দিনটিকে শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার দিন নয়, একই সঙ্গে যাঁরা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, তাঁদের সম্মান জানানোরও দিন। এই দিনটিতে স্কুল, কলেজ, পাড়ায়, বিভিন্ন প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের মাধ্যমে ভারতের স্বাধীনতার উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেভাবেই আজ বেঙ্গল কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ অ্যাসোসিয়েশন দিনহাটা জোন কমিটির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠণের অফিসে। জাতীয় পতাকা উত্তোলন করেন দিনহাটা জোন কমিটির সভাপতি অভিজিৎ সাহা, উপস্থিত ছিলেন জোন সম্পাদক শ্রী রঘুনাথ সাহা, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ দে ও আরো অনেকে।

সিবিআই এর ডাকা ৩১ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নামের তালিকা

2023-08-12

সিবিআই কোচবিহার জেলার ৩১ জন প্রাইমারী শিক্ষকদের জেরার জন্য তলব করেছিলো তাদের নামের লিস্ট। সূত্র মারফত জানা যায় এদের মধ্যে কিছুজনকে জেরা করে সিবিআই পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি,তাদেরকে আবার ডাকা হতে পারে।

কোচবিহার প্রধান ডাকঘর থেকে জাতীয় পতাকা সংগ্রহ করেন বিজেপির বিধায়ক সহ অন্যান্য কর্মী সমর্থকেরা

2023-08-12

উত্তরের হাওয়া, ১২ আগস্ট: আগামী ১৫ই আগস্ট দেশের তম স্বাধীনতা দিবস । আর স্বাধীনতার এই অমৃত মহোৎসব বর্ষে দেশের প্রতিটি বাড়িতেই জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বার্তা তে সাড়া দিয়েই আজ কোচবিহার প্রধান ডাকঘর থেকে জাতীয় পতাকা সংগ্রহ করেন বিজেপির বিধায়ক সহ অন্যান্য কর্মী সমর্থকেরা । আজ থেকে কোচবিহার জেলার প্রধান ডাকঘর সহ প্রত্যেকটি মহকুমা ডাকঘরে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত ২৫ টাকার বিনিময়ে জাতীয় পতাকা পাওয়া যাবে। এ বিষয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী আজ আমরা জাতীয় পতাকা সংগ্রহ করতে আসলাম । আমরা সকলকেই আহ্বান জানাচ্ছি যাতে সকলে জাতীয় পতাকা সংগ্রহ করে এবং ১৫ ই আগস্ট প্রত্যেকে নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে ।

মাতালহাট কান্ডে ৬০ জনকে পেশ করা হলো দিনহাটা মহকুমা আদালতে ৫জনের ২দিনের পুলিশি হেফাজত ৫৫ জনের জেল হেফাজত

2023-08-12

মাতালহাটে বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় গ্রেপ্তার ৬০ জন কে পেশ করা হলো দিনহাটা মহকুমা আদালতে। শনিবার দুপুরে দিনহাটা থানার পুলিশ ওই ৬০ জনকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে। তাদের আদালতে পেশ করা হলে বিচারক ৫ জনের দুদিনের পুলিশি হেফাজত এবং বাকি ৫৫ জনের ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। এদিন কড়া পুলিশির নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তার হওয়ার ৬০ জনকে পেশ করা হয় আদালতে। উল্লেখ্য, মাতালহাট গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। ওই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে আসে বিজেপির গোষ্ঠী কোন্দল। বিজেপির একাংশের অভিযোগ, বাদল বর্মন নামে এক পঞ্চায়েত সদস্যকে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়িতে আটকে রাখা হয়েছে। এরই প্রতিবাদের সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময় দিনহাটা থানার আইসি সুরজ থাপা এসডিপিও ত্রিদিব সরকার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিক্ষোভকারীদের সেখান থেকে সরে যেতে বলেন। কিন্তু তারা কোনভাবেই সেখান থেকে সরে না যাওয়ায় সেই উত্তেজিত জনতা কে ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ এমনকি ফাটানো হয় কাদানে গেছে সেল। এমত অবস্থায় পুলিশকে লক্ষ্য করেও ছোরা হয় ইট পাটকেল। পাশাপাশি পুলিশের একটি বাস ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে ওই এলাকায় ধরপাকড় শুরু করে দিনহাটা থানার পুলিশ । একটি বাড়ি থেকে বেশ কয়েকজনকে আটক করা হয় পাশাপাশি বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অতিরিক্ত জেলা পুলিশ সুপার কুমার সানী রাজ জানান, একদল জনতা ১৪৪ ধারা অতিক্রম করে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করে। এরপরেই ৬০ জনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান। যদিও সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি প্রধান হন মানবেন্দ্র রায় ও উপপ্রধান হন সঞ্চিতা বর্মন। এদিকে এদিন গ্রেপ্তার হওয়া ওই ৬০ জনকে পেশ করা হলো আদালতে। পরে বিচারক পাঁচজনের দুদিনের পুলিশি হেফাজত ও বাকি ৫৫ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

কোচবিহারের ২৩ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে তলব CBI-এর

2023-08-10

উত্তরের হাওয়া: শিক্ষকরা নতুন করে তলব হওয়াতে ফের জোরাল হয়েছে জল্পনা। কারণ, কিছুদিন আগেই আদালতের নির্দেশে গ্রেফতার হয়েছেন ৪ অযোগ্য শিক্ষক। মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়ার পর এবার কোচবিহার। উত্তরবঙ্গের কোচবিহারের ২৩ জন শিক্ষককে তলব সিবিআই-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড-সহ এই শিক্ষকদের আসতে বলা হয়েছে নিজাম প্যালেসে। প্রাথমিক টেট মামলায় এই শিক্ষকদের তলব করে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে নতুন তথ্য পেতে চায় সিবিআই। ২০১৪-র টেটে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাঁরা। এই শিক্ষকরা নতুন করে তলব হওয়াতে ফের জোরাল হয়েছে জল্পনা। কারণ, কিছুদিন আগেই আদালতের নির্দেশে গ্রেফতার হয়েছেন ৪ অযোগ্য শিক্ষক। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাঁকুড়ার পর এবার কোচবিহারের একাধিক শিক্ষক সিবিআইয়ের নজরে। ইতিমধ্যেই ২৩জন শিক্ষককে তলব করেছে সিবিআই। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত তাঁরা। বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করা হয়েছে ২৩ জন শিক্ষককে। অভিযোগ, তাঁদের নথি ২০১৪ সালের টেটের। সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড নথি চেয়েছে সিবিআই। কীভাবে চাকরি পেলেন এই ত্রিশ জন শিক্ষক? জানতে তলব করেছে সিবিআই। সোমবার আদালতের নির্দেশে চারজন শিক্ষক গ্রেফতারের পর বাঁকুড়া জেলা থেকে ৭ জন প্রাথমিক শিক্ষককে তলব করেছিল সিবিআই। এবার পালা কোচবিহার জেলার ত্রিশ জন শিক্ষকের। ইতিমধ্যে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলকে জানানো হয়েছে সিবিআইয়ের তরফে গোটা বিষয়টি। ওই ত্রিশ জন শিক্ষককে নিজাম প্যালেসে সমস্ত নথি নিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিশ শিক্ষক কোচবিহারে প্রাথমিক স্কুলে সহকারী টিচার হিসাবে নিযুক্ত। এদের যাবতীয় নথি ডকুমেন্টস নিয়ে নিজাম প্যালেসে বৃহস্পতিবার সকাল এগারোটায় হাজিরার জন্য নির্দেশ রয়েছে। বুধবার বাঁকুড়া থেকে প্রাইমারি স্কুলে কর্মরত সাত জন শিক্ষক নথি নিয়ে নিজাম প্যালেসে বুধবার এগারোটায় হাজির হয়েছিলেন। এই সাত জন অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলে কর্মরত। সিবিআই সূত্রে খবর, এই শিক্ষকদের নথি খতিয়ে দেখা হয়। এই শিক্ষকদের থেকে অ্যাডমিট কার্ড, রেজাল্ট, ২০১৪-র টেটের নথি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্ট নিয়ে আসতে বলা হয়েছে। ডকুমেন্টস দেখে খতিয়ে দেখবে সিবিআই। বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষকদের CBI ডেকে পাঠাচ্ছে তাঁদের নথি দেখে জিজ্ঞাসাবাদের জন্য। বাঁকুড়ার পড় কোচবিহারের ত্রিশ শিক্ষককে তলব নিজামে। এই ত্রিশ শিক্ষক কোচবিহারে প্রাথমিক স্কুলে কর্মরত। সিবিআইয়ের তলবের পর এঁদের ভবিষ্যত এখন কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার।

বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হতেই ৩ নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা নেতৃত্ব

2023-08-10

উত্তরের হওয়া, ৯ আগস্ট: বুধবার ছিল মাথাভাঙ্গা এক ব্লকের জোর পাটকি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া। এদিন সকালে সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতের শাসক ও বিরোধীদলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা এসে পৌঁছন। এরপরেই শুরু হয় বোর্ড গঠন এবং প্রধান উপপ্রধান নির্বাচনের কাজ। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে প্রধান ও উপপ্রধানের নাম তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয় কিন্তু সেখানে তৃণমূলের তিনজন পঞ্চায়েত সদস্য দলীয় নির্দেশিকাকে অমান্য করে অন্য নাম প্রস্তাব করে। পাশাপাশি সেই প্রস্তাবিত নামের সমর্থন জানায় বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যরা এমনটাই অভিযোগ উঠে এসেছে। এরপরেই গোটা বিষয়টি দলীয় নেতৃত্বের গোচরে আসতেই ওই ৩ পঞ্চায়েত সদস্যকে সাংবাদিক বৈঠক করে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। জানা গেছে, সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২১ টি । সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৫ টি এবং বিজেপির ৬ টি পঞ্চায়েত সদস্য রয়েছে। জানা গেছে এদিন বোর্ড গঠনের সময় তৃণমূলের ৩ পঞ্চায়েত সদস্য দেবাশীষ মজুমদার ,আব্দুল গনি ও হামিদা বিবি তারা দলের নির্দেশিত প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন। সেখানে আব্দুল গনি প্রস্তাব করেছিলেন দেবাশীষ মজুমদারের নাম এবং হামিদা বিবি সেই নাম সমর্থন জানিয়েছেন । এরপরেই সেখানে ভোটাভুটি হয় সেখানেই দেখা যায় বিজেপির ছয় সদস্য এবং তৃণমূলের ওই ৩ পঞ্চায়েত সদস্য একসাথে হয়ে যান। সেই ভোটাভুটিতেই তৃণমূল কংগ্রেসের প্রধান ও উপপ্রধান তারা তিনটি ভোট কম পান। এদিকে এই বিষয় নিয়ে কোচবিহার জেলার তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, ওই ৩ পঞ্চায়েত সদস্য বিজেপির সাথে অভিসন্ধি করেছিল। দলের নির্দেশিত প্রধান ও উপ প্রধান কে হারিয়ে বিজেপির সমর্থন নিয়ে জেতার একটা প্রবণতা ছিল। যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করলেন দলীয় নির্দেশ অমান্য করলেন সেই তিনজনকেই দল থেকে বহিষ্কার করা কথাও ঘোষণা করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক তিনি স্পষ্টতই জানিয়ে দেন দলের রাজ্য নেতৃত্বের অনুমতি ক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিনহাটায় পদ্মকর্মীর বাড়ি ভাঙচুর, অভিযোগের তীর শাসকদলের দিকে

2023-08-10

উত্তরের হাওয়া, দিনহাটা, ৯ অগাস্ট: ফের ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায়। মঙ্গলবার গভীর রাতে দিনহাটা ২ ব্লকের বড়শাকদল গ্রামপঞ্চায়েতের প্রথম খন্ড লাঙ্গুলিয়া এলাকার বিজেপি কর্মী অনিমেষ বর্মনের বাড়িতে হামলা চালানো ও বাড়ির জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতিদের বিরুদ্ধে। বাড়িতে হামলার পাশাপাশি বাড়ির বাইরে বোমাবাজি করা হয়েছে বলেও অভিযোগ। যদিও শাসকদলের তরফে অভিযোগ অস্বীকার করার পাশাপাশি ঘটনার সাথে বিজেপির গোষ্ঠীকোন্দলের যোগ রয়েছে বলে কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য্যের সাফ মন্তব্য, “অভিযোগ যে কেউ করতে পারে। সকলেরই অধিকার আছে। তবে তৃণমূল কংগ্রেস কোনভাবেই এই বিষয়ের সাথে জড়িত নয়। ওই বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে ছিলেন, সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন। স্বভাবতই আদি বিজেপি ও নব্য বিজেপির গোষ্ঠী কোন্দলের জন্যই হামলা হয়ে থাকতে পারে। তৃনমুলকে মিথ্যা বদনাম করা হচ্ছে। এদিকে বিষয়টিকে কেন্দ্র করে এদিন রাত থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে রাতেই স্হানীয় সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করেছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের সময় থেকেই হিংসা, সন্ত্রাস, শাসক বিরোধী সংঘর্ষ ও পাল্টা সংঘর্ষের ঘটনায় বারংবার উত্তপ্ত হয়েছে দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকা। ভোটকে কেন্দ্র করে মৃত্যুও হয়েছে শাসক বিরোধী দুপক্ষেরই। ঘটনাগুলিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতিও। ভোটের পর পেরিয়ে গিয়েছে এক মাস। বর্তমানে শুরু হয়েছে পঞ্চায়েতের বোর্ড গঠনের ব্যস্ততা। কিন্তু দিনহাটার ছবিটা বদলায়নি। ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, বড়শাকদল গ্রামপঞ্চায়েতের প্রথম খণ্ড লাঙ্গুলিয়া এলাকায় সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া বিজেপি কর্মী অনিমেষ বর্মনের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি বোমাবাজিও করা হয়। ওই বিজেপি কর্মীর মা জানালেন, ছেলে বাড়িতে ছিলনা। গতকাল রাত আনুমানিক ১ টা নাগাদ ঘরের বাইরে শব্দ শুনতে পাই। বেরোতেই দেখি একদল যুবক বাইরের গ্রিল ভেঙে ছেলের ঘরে ঢুকেছে ও ভাঙচুর চালাচ্ছে। এগিয়ে যেতেই বাড়ির সামনে বোমা ফেলা হয় ও বন্দুকের ভয় দেখিয়ে ওরা চলে যায়। বিজেপি কর্মী অনিমেষ বর্মনের অভিযোগ, নিশীথ প্রামানিকের বলিষ্ঠ নেতৃত্বে বিজেপির শক্তিশালী সংগঠন করি। সেজন্যই রাজ্যের মন্ত্রীর নির্দেশে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টিকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তর্জা ও স্হানীয় মহলের কানাঘুষো। পঞ্চায়েত ভোটের আগেই বিজেপিতে ছিলেন নিশীথ ঘনিষ্ঠ অনিমেষ। দিনহাটা বিধানসভায় দলের যুব মোর্চার গুরুত্বপুর্ন পদও সামলেছেন। তবে পঞ্চায়েত ভোট ঘোষনা হতেই সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে তৃণমূলে যোগ দেন অনিমেষ। এরপর সম্প্রতি দিনহাটা ২ ব্লকের বড়শাকদল গ্রামপঞ্চায়েতের বিদায়ী প্রধান তৃণমূলের টিকিটে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী তাপস দাস নিশীথ প্রামানিকের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। একই দিনে পুরোনো দলে ফিরে আসেন অনিমেষও। স্বভাবতই একাধিকবার দল পাল্টানো অনিমেষের বাড়িতে আক্রমনের ঘটনার পেছনে শাসকদলের হাত রয়েছে, নাকি এই আক্রমন বিজেপির দলীয় ক্ষোভের ফল তা নিয়ে সন্দেহ রয়েছে স্হানীয় মহলেও। যদিও ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের যোগ অস্বীকার করেছেন ব্লক তৃণমূল সভাপতি। বিজেপির গোষ্ঠী কোন্দলই দায়ী বলে মত তার। ধোঁয়াশা বাড়িয়ে বিজেপির দিনহাটা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা জীবেশ বিশ্বাসও সরাসরি কিছু বলতে চাননি। তার সাবধানী মন্তব্য, দলের তরফে এবিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এবিষয়ে এখনই কোন মন্তব্য করবো না।

নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে এবং বৌমা

2023-08-02

উত্তরের হাওয়া, ২আগস্ট: ঘটনাটি শীতলকুচি চানঘাট এলাকার। জানা যায় আজ সকাল বেলায় এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাংবাদিকরা, তাদের কটুক্তি করে বলে অভিযোগ পরিবারের মানুষজন। ওই বৃদ্ধা জানান ছোটবেলায় থেকে কোলে পিঠে করে মানুষ করেছি সন্তানদের। আমার শেষ বেলায় ঠাই মিলছে না কোথাও। ছেলে বৌমা বের করে দিচ্ছে স্বামী দু বছর হলো মারা যাওয়ার। আগে ভালোই ছিল সন্তানেরা ।স্বামী মারা যাওয়ার পর থেকে আমাকে নানাভাবে কটুক্তি করে ছেলেরা। এক মুঠো খাবার তাও কথা শুনতে হয়। আমি আর কারো বাড়িতে যাব না। হাতে পোটলা নিয়ে বেরিয়ে পড়েছি। আমি রাস্তায় দিনকাটাবো। সকালবেলায় বেরিয়েছি বিকেল ঘনিয়ে আসলো কেউ ডাকলোনা। এক মুঠো খাবারও দিল না। আমি তো রাগ করতেই পারি তাই বলে তারা আমাকে এমনটা করবে আমি ভাবতেই পারিনি। এই খবর করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় সাংবাদিকদের। তাদের নানা ভাবে হেনস্থা করে বলেও অভিযোগ। এই বিষয়ে শীতলখুচি প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেন আহমেদ বলেন এটি নিন্দনীয় ঘটনা। আমরা এর তীব্র ধিক্কার জানাই।

নাবালিকা ধর্ষনের প্রতিবাদে কোচবিহার ২ ব্লক জুড়ে পড়ুয়াদের বিক্ষোভ ও পথ অবরোধ।

2023-08-01

উত্তরের হাওয়া, কোচবিহার, ১ আগস্ট: গত মাসের ১৮ তারিখ কোচবিহার ২ ব্লকের কালজানি গ্রাম পঞ্চায়েত এলাকার ১৪ বছরের নবম শ্রেণীর ছাত্রী নাবালিকা মেয়ে অপহরণ ও ধর্ষণ এবং মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাল কোচবিহার ২ ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের। সোমবার কোচবিহার ২ ব্লকের বানেশ্বর এবং বোকালির মঠ এলাকায় সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরোধ করে পড়ুয়ারা। বানেশ্বরের বানেশ্বর গার্লস হাই স্কুলের ছাত্রী এবং বানেশ্বর খাবসা হাইস্কুলের ছাত্রছাত্রীরা কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। একই সাথে আমবাড়ি ধনিরাম হাই স্কুলের ছাত্র ছাত্রীরা বকালীর মাঠ এলাকায় একইভাবে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের একটাই দাবি, অভিযুক্তদের ফাঁসি। ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ী থানার ওসি এবং কোচবিহারের ডিএসপি চন্দন দাস। বারংবার অবরোধকারীদের আবেদন করা সত্ত্বেও তারা দাবী জানান, যতক্ষণ পর্যন্ত ডিএম সাহেব ঘটনাস্থলে পৌছান তারা অবরোধ চালিয়ে যাবেন। ৪ ঘন্টা এই অবরোধ চলে। অবরোধের ফলে কার্যত মুখ থুবড়ে পড়েছে কোচবিহার - আলিপুরদুয়ার যোগাযোগ ব্যবস্থা। অবরোধে আটকে থাকা একাধিক গাড়ির চালক এবং যাত্রীরা জানান, অবশ্যই আমরা ছাত্র-ছাত্রীদের দাবিকে সমর্থন করি। কিন্তু এদের আন্দোলন সঠিক জায়গায় হলে অনেক বেশি উপকার হত। অবরোধ করে এইভাবে আন্দোলন করার ফলে সাধারণ যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। গাড়ির চালকদের একাংশ বলেন, প্রতিদিন তিনটে করে ট্রিপ মারা হয়। কোচবিহার আলিপুরদুয়ার কিন্তু আজ প্রথমবারই অবরোধের সম্মুখীন হতে হয়েছে। তাই সারাদিনের ব্যবসা মাটিতে। একই সাথে আন্দোলন করতে গিয়ে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী প্রচন্ড গরমে অসুস্থ হয়ে গেছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাদের পার্শ্ববর্তী স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, কালজানীর নাবালিকা ধর্ষণ ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে পাঁচ অভিযুক্ত। বাপ্পা বর্মন, সত্য সরকার, মৃণাল সরকার, সুমন সরকার এবং সুশান্ত দাস । এদের মধ্যে প্রধান অভিযুক্ত দুজনকে পুলিশী হেফাজত এবং বাকি তিন জনকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে কোচবিহার মহকুমা আদালত। এই বিষয়ে পুলিশের তৎপরতা যথেষ্টই লক্ষ্য করা গেছে কিন্তু অভিযুক্তদের সকলের ফাঁসি দাবি করে দফায় দফায় কোচবিহারে চলছে আন্দোলন। বিশেষ করে একজন ছাত্রীর এই মর্মান্তিক ঘটনা ছাত্রছাত্রী মহল মেনে নিতে পারছে না বলেই এই ধরনের ঘটনা ঘটছে। ছাত্র-ছাত্রীদের পক্ষে দাবি করা হয়েছে দ্রুত বিচার করে সমস্ত দোষীদের ফাঁসির সাজা দিয়ে উদাহরণ তৈরি করুক কোচবিহার আদালত।

দিনহাটা কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি

2023-08-01

উত্তরের হাওয়া, দিনহাটা, ১আগস্ট: দিনহাটা কলেজের ঘটনা নিয়ে কলেজের ছাত্র-ছাত্রী সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদকরা কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দিলেন। মঙ্গলবার দুপুরে দিনহাটা কলেজের ছাত্র ছাত্রী সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদকের একটি প্রতিনিধি দল কলেজের জ্বলন্ত সমস্যা নিয়ে অধ্যক্ষের সাথে সাক্ষাৎ এবং স্মারকলিপি প্রদান করেন বলে জানা গিয়েছ‌ে। মূলত বহিরাগত ও দুষ্কৃতী মুক্ত ক্যাম্পাস গড়তে তারা এদিন কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ২৭ শে জুলাই দিনহাটা কলেজের ঢুকে বহিরাগতদের তাণ্ডব লক্ষ্য করা যায়। রীতিমতো অধ্যক্ষের ঘরে ঢুকে আঙ্গুল উঁচিয়ে শাসানি দিতে দেখা যায় বহিরাগতদের। ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল বিভিন্ন মাধ্যমে। এমনকি ভেঙ্গে ফেলা হয় কলেজের ভেতরে থাকা দুটি সিসিটিভি ক্যামেরা। এরপরেই ওই কলেজের অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে সকলেই। ঐদিন পরীক্ষা শেষ হওয়ার পরেই দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়। পরবর্তীতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা ওই কলেজেরই পরিচালন সমিতির সভাপতি উদয়ন গুহ ঘটনাস্থলে এসে পৌঁছান। তিনি গিয়ে আন্দোলনরত অধ্যাপক অধ্যাপিকা তাদের সাথে কথা বলার পর তাদের আশ্বস্ত করলে সেই অবরোধ উঠে যায়। এই ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। এমন পরিস্হিতিতে এবার ওই কলেজের ছাত্র ছাত্রী সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদকরা পথে নামলেন। তারা অধ্যক্ষের সাথে দেখা করার পাশাপাশি মহকুমা শাসকের কাছেও দাবি পত্র পেশ করেন।

কালজানি নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত দুই জনের ১৪ দিনের জেল হেফাজত

2023-08-01

উত্তরের হাওয়া, কোচবিহার, ১ আগস্ট: কোচবিহারের কালজানিতে নাবালিকা ধর্ষণ কান্ডে প্রধান অভিযুক্ত বাপ্পা বর্মন এবং সুমন সরকারকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালো কোচবিহার জেলা ও দায়রা আদালত। মঙ্গলবার সকালে তাদের আদালতে তোলা হলে বিচারপতি তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। বাকি ৩ জনের আগে থেকেই জেল হেফাজত নির্দেশ হয়েছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, খুব শীঘ্রই ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসে পৌঁছবে। পাশাপাশি চার্জশিট তৈরির কাজ শুরু হয়ে গেছে পণ্ডিবাড়ী থানার মাধ্যমে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম চার্জশিট জমা করতে চলেছে কোচবিহার পুলিশ। ইতিমধ্যেই দোষীদের শাস্তির দাবিতে কোচবিহার জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের দাবি একটাই, অভিযুক্ত দের সর্বোচ্চতম সাজা ফাঁসি। দফায় দফায় কোচবিহারের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে এই দাবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, ১৮ ই জুলাই থেকে নিখোঁজ হওয়া কালজানি গ্রাম পঞ্চায়েত এলাকার খাপাইডাঙ্গা গ্রামের ১৪ বছরের নাবালিকা ছাত্রীর ধর্ষণ কাণ্ডে উত্তাল হয়েছে কোচবিহার জেলা। প্রায় ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই নাবালিকা। পর থেকে দোষীদের সাজার দাবিতে দফায় দফায় আন্দোলন এবং বিক্ষোভ হয়ে আসছে কোচবিহার জুড়ে। ৫ দিনের পুলিশ হেফাজত শেষে এদিন মূল অভিযুক্তদের আদালতে তোলা হলে তাদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, উক্ত ঘটনার সম্পূর্ণ তদন্ত করে ইতিমধ্যেই আদালতের কাছে পুলিশের তরফ থেকে চার্জশিট দেওয়ার কাজ চলছে। খুব দ্রুত ট্রায়াল শুরু হবে এই মামলার। উক্ত ঘটনায় পুলিশী তৎপরতার প্রশংসা করেছে কোচবিহার জেলার সাধারণ মানুষ।

পুলিশ সুপারকে স্মারকলিপি আপের

2023-08-01

উত্তরের হাওয়া, দিনহাটা, ১ অগাস্ট : স্কুল ও কলেজের ছাত্রীদের সুরক্ষার আবেদন জানিয়ে কোচবিহার জেলা পুলিশের দপ্তরের স্মারকলিপি প্রদান করল আম আদমি পার্টির কোচবিহার শাখা। মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট ওই সংগঠনের তরফে জেলা জুড়ে স্কুল ও কলেজের ছাত্রীদের সুরক্ষার আবেদন জানিয়ে কোচবিহার শহরে মিছিলের পাশাপাশি জেলা পুলিশের দপ্তরে এসে স্মারকলিপি প্রদান করা হয়। আম আদমি পার্টির ওই কর্মসূচিতে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলার নেতৃত্ব অমিতাভ দেবনাথ সহ অন্যান্যরা। মূলত কোচবিহারের কালজানি এলাকায় নাবালিকা এক স্কুল ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় গোটা জেলাজুড়ে উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় ওই ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে। এমন পরিস্হিতিতে, এবার ছাত্রীদের নিরাপত্তার দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন গুলি যেমন সরব হয়েছে তেমনি রাজনৈতিক দলগুলি। তারাও নিরাপত্তার দাবিতে জেলা পুলিশের কাছে ডেপুটেশন প্রদান করলেন।

মুড়ি খেয়ে টাকা নিয়ে চম্পট দিল চোর, জোড়া চুরিতে চাঞ্চল্য মাথাভাঙায়

2023-07-30

উত্তরের হাওয়া, কোচবিহার, ৩০ জুলাই: বৃষ্টির রাতে নির্জনতাকে কাজে লাগিয়ে শনিবার ভোর রাতে মাথাভাঙ্গা শহরের ১১ নং ওয়ার্ডে পরপর দুটি বাড়িতে চুরি হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃষ্টি রাতে চুরি করতে এসে রীতিমতো গৃহস্থের বাড়ির ঘরে থাকা মুড়ির প্যাকেট খুলে মুড়ি খেয়ে ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা।বাড়ির মালিক সুবিনয় বর্মন পেশায় একজন শিক্ষক। তিনি জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজার তালা ভাঙ্গা রয়েছে। সমস্ত ঘর জামাকাপড় জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আলমারি ও জালনা খোলা রয়েছে। ঘরের ভিতরে বাইক জলের মোটর থাকলেও চোরের দল নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। প্রতিবেশী আর এক বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। নিবারণ চন্দ্র দত্ত জানান, সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের জানালা খোলা এবং একটি ব্যাগ উঠোনে পড়ে রয়েছে। সন্দেহ হওয়ায় ঘরের ভিতরে ঢুকে দেখি সমস্ত ঘর এলোমেলো হয়ে রয়েছে। ডেইলি কালেকশনের আনুমানিক ৬০০০ টাকা টাকা ব্যাগের মধ্যে ছিল। সেগুলি নিয়ে যায় চোরেরা। এর আগে এরকম চুরির ঘটনা ঘটে নি।তিনি জানান রাতে শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের টহলদারি বাড়ানো দরকার।শহরে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। এ বিষয়ে মাথাভাঙ্গা থানায় খবর দেওয়া হয়েছে।

বিধায়ক ও মন্ত্রীর সামনে কান্নার রোল তৃণমূল কর্মীদের পরিবারের।

2023-07-29

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৯ জুলাই: ভোট পরবর্তী হিংসায় দিনহাটা থেকে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী বর্তমানে জেলে। এমন পরিস্হিতিতে ব্রহ্মানির চৌকি এলাকায় বিধায়ক ও মন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তাদের পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে ভেটাগুরি ২ গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মানিরচৌকি এলাকায় ভেটাগুড়ি ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল রায় সরকারের বাড়িতে যান সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও দিনহাটা বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহ। তারা সেখানে পৌঁছতেই বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সন্ত্রাসের অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেস কর্মীদের পরিবারের সদস্যরা মন্ত্রী ও বিধায়কের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। দলের নেতাদের কাছে তাদের একটাই প্রশ্ন কবে বাড়ি ফিরবে তাদের ছেলে? মন্ত্রী ও বিধায়ককে কাছে পেয়ে পরিবারের সদস্যরা বলেন, এক বছরের বেশি সময় হয়ে গেল এখনো তারা জামিনে মুক্ত হলো না। কবে বাড়ি ফিরবে তারা? সেই আশায় দিন গুনছেন পরিবারের সদস্যরা। এদিকে এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনায় চলছে। দলীয় নির্দেশ মেনে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে যাতে তাদের জামিনে মুক্ত করানো যায় সে বিষয়ে দলের তরফ থেকে সব রকম সহযোগিতা করা হবে। একই বক্তব্য শোনা যায় সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার গলাতেও। বিধায়ক আরও বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। উল্লেখ্য ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর থেকেই একের পর এক সন্ত্রাসের ঘটনা ঘটেছে ভেটাগুড়ি সহ মহকুমার বিভিন্ন এলাকায়। এরপরেই ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেইমতো তদন্তে নেমে ভেটাগুড়ি থেকে ১১ জন তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করে সিবিআই। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে কবে তারা বাড়ি ফিরবেন সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।

আক্রান্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়িতে উদয়ন ও জগদীশ

2023-07-29

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৯ জুলাই: গতকাল আক্রান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব বর্মনের পাশে দাঁড়াতে দিনহাটার ভেটাগুড়িতে পৌঁছে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। শনিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের দুই নেতৃত্ব দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসের দিনহাটা ১ পঞ্চায়েত সমিতির ৩৯ নং আসনের প্রার্থী রাজীব কুমার বর্মনের বাড়িতে পৌঁছে যান। সেখানে গিয়ে বাড়ির ক্ষতিগ্রস্ত অংশগুলি ঘুরে দেখার পাশাপাশি দীর্ঘক্ষন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে সাথে নিয়ে আলোচনা করেন তৃণমূলের ওই দুই বিধায়ক। বরাবরই খবরে শিরোনামে উঠে এসেছে ভেটাগুড়ি । পঞ্চায়েত নির্বাচনের পর নতুন করে আবারো অশান্তি সেখানে। এবার তৃণমূল কংগ্রেসের পরাজিত ওই প্রার্থী রাজীব কুমার বর্মনের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ভেঙে ফেলা হয়েছে বাড়ির দুটি সিসিটিভি ক্যামেরা। এমনকি টিনের দেওয়ালও ভেঙে ফেলা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। এমন পরিস্থিতিতে ওই তৃণমূল কর্মীর পাশে দাঁড়াতে এবার একসাথে তার বাড়িতে পৌঁছে গেলেন উদয়ন গুহ ও জগদীশচন্দ্র বসুনিয়া। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, আমরা বেশিদিন এভাবে চুপ করে থাকবো না। পাল্টা দেব, যেদিন পাল্টা দেবো সেদিন আর বাড়িতে মায়ের কাছে থাকতে পারবেনা। অন্যদিকে সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক বলেন, আমরা আর চুপ থাকব না। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। স্বাভাবিকভাবেই নতুন করে আবারও উত্তপ্ত হতে পারে ভেটাগুড়ি এমনটাই আশঙ্কা করছে বিভিন্ন মহল। তবে বর্তমানে ভেটাগুড়ির বিভিন্ন এলাকায় মোতায়ন রয়েছে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী।

সাইবার সিকিউরিটি সম্পর্কে পড়ুয়াদের সচেতনতা বাড়াতে উদ্যোগ

2023-07-29

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৯ জুলাই: ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতা বাড়াতে বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সাইবার সিকিউরিটি আওয়ারনেস প্রোগ্রাম। বর্তমানে ডিজিটাল মাধ্যমে একটি আতঙ্কের নাম হল সাইবার ক্রাইম। শুক্রবার কোচবিহারের মোয়ামারী তত্ত্বনাথ বিদ্যাপীঠে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল। বর্তমান সময়ে সাইবার ক্রাইম কী? কীভাবে হচ্ছে এবং তার থেকে কীভাবে বাঁচা যাবে এই নিয়ে একটি বিশেষ সচেতনতা মুলক অনুষ্ঠান হয়। সেখানে নানা বিষয়ে আলোচনা করা হয়। আয়োজক দের পক্ষ থেকে কোচবিহারের স্বনামধন্য হ্যাকার ঋত্বিক রায় বলেন, সাইবার ক্রাইম থেকে আমরা কিভাবে বাঁচব, যেমন ফেসবুক প্রোফাইল হ্যাক হয়ে যাওয়া, ব্যাংক একাউন্ট হ্যাক হয়ে যাওয়া এবং তার প্রতিকার বিষয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা হয়। হ্যাক হয়ে যাওয়া বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে বাঁচবো এবং হ্যাক হওয়া থেকে আমরা কীভাবে দূরে থাকবো এই নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ সচেতনতা প্রচার করা হল। যাতে তারা এই নতুন যুগের নতুন বিপদ থেকে দূরে থাকতে পারে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে এই ডিজিটাল যুগে এমন আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সকলেই।

৪ মাসের কন্যার গলা কাটলেন মা, চাঞ্চল্য শীতলকুচিতে।

2023-07-28

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৮ জুলাই: পারিবারিক বিবাদের জেরে নিজের ৪ মাসের কন্যা সন্তানের গলা কাটলেন তার মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার শীতলকুচি থানার অন্তর্গত সাঙ্গারবাড়ি এলাকায়। শিশুটির নাম স্বস্তিকা বর্মন। জানা গিয়েছে, সম্পর্কে শিশুটির দিদা সাবিত্রী বর্মন নাতনিকে নিয়ে মাথাভাঙ্গা হাসপাতালে ছুটে এলে শিশুটিকে তৎক্ষনাৎ কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। মাথাভাঙ্গা হাসপাতালে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক প্রবীর বাগ জানালেন, চার মাসের এক শিশু সন্তানকে নিয়ে তার দিদা হাসপাতালে ছুটে আসেন। তখন শিশুটির গলা দিয়ে রক্ত পড়ছিল। কোন ধারালো অস্ত্র দিয়ে গলার বেশ কিছুটা অংশ কেটে গেছে তাই প্রাথমিক চিকিৎসা করে দ্রুত কোচবিহার সরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। মাথাভাঙ্গা হাসপাতালে সার্জেন না থাকার কারণে বাধ্য হয়ে স্থানান্তরিত করা হয়েছে শিশুটিকে। শিশু বাচ্চাদের সঙ্গে আসা ভদ্রমহিলা অর্থাৎ উনার দিদা সাবিত্রী বর্মন জানিয়েছেন , চার মাসের শিশু সন্তানের গলা তার মা ধারালো অস্ত্র দিয়ে কেটেছে। তবে এখনো পর্যন্ত পরিবারের কোনো পরিচয় পাওয়া যায়নি। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল থেকে পুলিশের কাছে বিষয়টি জানানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। কর্মরত ডাক্তার প্রবীর বাগ উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ধরনের ঘটনা সত্যি নির্মম। একজন মা হয়ে কি করে নিজের ৪ মাসের সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ফেলার মতো ঘটাতে পারেন কেউ। বিষয়টি সত্যি উদ্বেগজনক। পুলিশের তদন্ত শেষ হলে পুরো বিষয়টি পরিষ্কার হবে।

বহিরাগত ঠেকাতে কড়া পদক্ষেপ দিনহাটা কলেজে

2023-07-28

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৮ জুলাই : অবশেষে বহিরাগতদের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ দেখা গেল দিনহাটা কলেজে। কলেজের প্রবেশ পথে দেখা হচ্ছে ছাত্র ছাত্রীদের পরিচয় পত্র। শুক্রবার দুপুরে দেখা গেল, দিনহাটা কলেজে প্রবেশের মুখে কলেজের নিরাপত্তারক্ষীরা খতিয়ে দেখছেন ছাত্র ছাত্রীর পরিচয় পত্র। তারপরেই তাদের কলেজের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একদিকে যেমন কলেজ গেটে রয়েছে কলেজের নিরাপত্তারক্ষীরা, তেমনি দিনহাটা থানার পুলিশ মোতায়েন রয়েছে। প্রসঙ্গত, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজে বর্তমানে চলছে সেমিস্টারের পরীক্ষা। সেই মতো এদিন দিনহাটা কলেজে ৪র্থ সেমিস্টারের পরীক্ষা চলছে। আর সেই পরীক্ষা চলাকালীন যেসমস্ত ছাত্র ছাত্রীরা কলেজে আসছেন তাদের কঠোর ভাবে পরিচয় পত্র খতিয়ে দেখার পরেই তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দিনহাটা কলেজের অধ্যক্ষর ঘরে ঢুকে বহিরাগতদের দৌরাত্ম্য লক্ষ্য করা গিয়েছিল। রীতিমতো আঙ্গুল উচিয়ে অধ্যক্ষ কে শাসানি দিতেও দেখা যায়। এমনকি অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকাদের হুমকিও দেন বহিরাগতরা। মূলত পরীক্ষা চলাকালীন নকল করতে বাঁধা দেওয়ায় তাদের ওপর চড়াও হন বহিরাগতরা। অধ্যক্ষের ঘরে ঢুকে তাণ্ডবের পরেই কলেজের ভেতরে থাকা দুটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে সকল অধ্যাপক অধ্যাপিকারা পথ অবরোধ সামিল হন। প্রায় ঘন্টাখানেক ঐ অবরোধ চলার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা কলেজের সামনে এসে আন্দোলনরত সকলের সাথে কথা বলেন। পরে মন্ত্রী আশ্বাসে উঠে যায় সেই অবরোধ । এই ঘটনার পরেই এদিন কড়া পুলিশি নিরাপত্তার গন্ডি পেরিয়ে কলেজে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রীদের।

ভোট সন্ত্রাসে নিহত চিরঞ্জিতের পরিবার পেল সরকারী অনুদানের চেক

2023-07-28

উত্তরের হাওয়া, ২৮ জুলাই, দিনহাটা: ভোটের লাইনে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত চিরঞ্জিতের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। তুলে দেওয়া হল আর্থিক অনুদানের চেক। শুক্রবার বিকেলে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে দিনহাটা ১ ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিক মদনমোহন মূর্মু ও দিনহাটা থানার আইসি সুরজ থাপা নিহত চিরঞ্জিতের বাড়িতে পৌঁছে গিয়ে চিরঞ্জিতের মা, বাবা ও তার দাদার হাতে রাজ্য সরকারের সেই আর্থিক অনুদানের চেক তুলে দেন । এদিন প্রশাসনের ওই দুই কর্তা সেখানে পৌঁছে গিয়ে পরিবারের পাশে থাকার বার্তাও দেন। শুধু আর্থিক অনুদানের চেক তুলে দেওয়াই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই পরিবারের এক সদস্যকে হোম গার্ডের চাকরিও দেওয়া হবে। সেই মতোই মৃত চিরঞ্জিতের দাদা সেই হোম গার্ডের চাকরি করবেন এমনটাই জানা গেছে। এই সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এদিন আর্থিক অনুদানের চেক হাতে পেয়ে মৃত চিরঞ্জিতের বাবা বলেন, আমার ছেলেকে হত্যার ঘটনার দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই। সিবিআই তদন্ত চাই এই ঘটনায়। উল্লেখ্য, গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন দুপুরে ভাগ্নি পার্ট ওয়ান এনপি বিদ্যালয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যু হয় চিরঞ্জিত কার্জির। সেই ঘটনায় রীতিমতো তোলপাড় ওঠে বঙ্গ রাজনীতিতে। মৃতের মা ওই ঘটনা সিবিআই তদন্তের দাবি জানান। এমন পরিস্হিতিতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো অনুদান পেলো ওই পরিবার।

SFI এর ডাকা ছাত্র ধর্মঘটের সাড়া নেই। প্রায় সমস্ত বিদ্যালয় এর পঠন-পাঠন স্বাভাবিকভাবেই শুরু মাথাভাঙ্গায়

2023-07-27

মাথাভাঙ্গায় SFI এর ডাকা বন্ধের তেমন সাড়া মেলেনি। প্রায় সমস্ত বিদ্যালয় এর পঠন-পাঠন স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। তবে দুই একটি স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা একটু কম রয়েছে। তবে কোথাও যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সমস্ত বিদ্যালয়ের সামনে পুলিশ প্রহরা রয়েছে।। মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল মাথাভাঙ্গা হাই স্কুল সহ শহরের অন্যান্য স্কুলগুলো প্রতিদিনের মতো আজকেও খোলা রয়েছে। তবে এসএফআইয়ের পক্ষ থেকে সকাল সকাল তাদের সাংগঠনিক পতাকা লাগিয়ে দিয়েছে স্কুলের গেটে। দু একজন ছাত্র ছাত্রীদের বন্ধের খবর শুনে বাড়িতে চলে যাওয়ার দৃশ্য দেখা গেছে। উল্লেখ্য, খাপাই ডাঙ্গায় স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজকের এই বামপন্থীদের ছাত্র সংগঠন এসএফআইয়ের বনধ ডাকা হয়েছিল মাথা ভাঙ্গায়। এখনো পর্যন্ত মাথাভাঙ্গা সেই ধরনের কোন আপত্তিকর ঘটনা ঘটেনি। সমস্ত কিছু স্বাভাবিক রয়েছে।

দিনহাটা শহর মন্ডল বিজেপি নেতা অজয় রায় কে পুলিশি হেফাজত শেষে আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ বিচারকের

2023-07-27

দিনহাটা শহর মন্ডল বিজেপি নেতা অজয় রায় কে পুলিশি হেফাজত শেষে আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ বিচারকের। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা শহর মন্ডল বিজেপি সভাপতি অজয় রায় কে, দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। এদিন তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে ৯ অগাস্ট ফের দিনহাটা মহকুমা আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন। এ বিষয় নিয়ে বিজেপি নেতা অজয় রায়ের পক্ষের আইনজীবী রাধাবল্লব বর্মন বলেন, এদিন থেকে আদালতে পেশ করা হয়েছিল। আমাদের তরফ থেকে জামিনের আবেদন করা হয়েছিল কিন্তু সেই আবেদন নাকচ করে তাকে আগামী ৯ ই অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এদিন দিনহাটা থানার পুলিশ নতুন করে বেশ কিছু মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়েছে। তাই আগামীকাল ফের আদালতে পেশ করা হবে তাকে বলেও তিনি জানান। অন্যদিকে সরকারি আইনজীবী শুভব্রত বর্মন বলেন, বিচারক যামিনের আবেদন নাকচ করে ৯ই অগাষ্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত ১০ জুলাই রাতে দিনহাটা ১ নং ব্লক ডিসিআরসি সেন্টার ঢুকে বিতর্কে জড়িয়ে ছিলেন দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায়। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের দলের বেশ কিছু কর্মীকে মারধর করা হয়েছে। এরপরের দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ এবং কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অসম বাংলা সীমান্তের বক্সীর হাটের সংকোষ এলাকা থেকে গত একুশে জুলাই সন্ধ্যায় তাকে গ্রেফতার করে। এরপরে নিয়ে আসা হয় দিনহাটা থানায়। পরে ২২ শে জুলাই তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সেই মতো এদিন ফের মেয়াদ শেষ হতেই আদালতে পেশ করা হলো তাকে। এদিকে এনিয়ে ফের তৃণমূল কংগ্রেস কে নিশানা করলেন বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বোস।

জয় বাংলার প্রাদুর্ভাব মাথাভাঙায়, সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের

2023-07-26

উত্তরের হাওয়া, মাথাভাঙা, ২৬ জুলাই : কোচবিহারের মাথাভাঙ্গার বিস্তুির্ন এলাকা জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কনজাঙ্কটিভাইটিস। চোখের এই রোগের থেকে রেহাই পাননি পুলিশ, স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ বহু সাধারণ মানুষ। বাংলা ভাষায় এই রোগ কে জয় বাংলা বলা হলেও ডাক্তারি পরিভাষায় একে কনজাঙ্কটিভাইটিস বলা হয়। মূলত চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে জল পড়া, চোখের ভিতর কট কট করা এধরনের উপসর্গ লক্ষ্য করা যায়। এধরনের রোগ খুবই সংক্রামক। এদিকে মাথাভাঙ্গা জুড়ে এ ধরনের রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেল। এই রোগের হাত থেকে বাঁচতে ডাক্তারের কাছে রোগীদের ভিড় বাড়ছে। বহু মানুষ তারা চক্ষু বিশেষজ্ঞদের দ্বারস্থ হচ্ছেন। একদিকে যেমন চিকিৎসকের কাছে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তেমনি বিভিন্ন চশমার দোকানগুলিতেও এখন সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে এই রোগের হাত থেকে বাঁচতে। শুধু বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলিতেই নয় প্রতিদিনই মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের চক্ষু বিভাগেও এ ধরনের রোগে আক্রান্ত হয়ে সাধারণ মানুষজন চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন। এবিষয় নিয়ে শঙ্কিত বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সাধারণ মানুষজন।

লড়াইয়ে হার মানল কোচবিহারের নির্যাতিতা কিশোরী, হাসপাতালে মৃত্যু

2023-07-26

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৬ জুলাই : দীর্ঘ ১০ দিনের লড়াই শেষে শেষমেষ মৃত্যুর কোলে ঢলে পড়ল কোচবিহারের নির্যাতিতা নাবালিকা ছাত্রী। বুধবার সকালে কোচবিহার জেলার ডেপুটি পুলিশ সুপার চন্দন দাস জানান, কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে এদিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ১৪ বছরের নাবালিকা। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যেই খবর পৌঁছেছে গ্রামের বাড়িতে। শোকস্তবদ্ধ পরিবার ও এলাকা। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের কঠোরতম সাজার দাবীও উঠছে সব মহলে। প্রসঙ্গত, অজ্ঞান এবং অচৈতন্য অবস্থায় চলতি মাসের ১৮ তারিখ ১৪ বছরের নাবালিকাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতাল থেকে উদ্ধার করে কোচবিহার পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত পাঁচজনকেই গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। ঘটনা সূত্রে জানা যায়, প্রায় দুই দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছিল নাবালিকাকে। ক্ষতবিক্ষত অবস্থায় তাকে প্রথমে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরবর্তীতে সরকারি তৎপরতায় তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসা শুরু হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ এবং একাধিক আঘাতের কারণে প্রথম থেকেই কোমায় ছিল নির্যাতনের শিকার নাবালিকা। এমন পরিস্হিতিতে এদিন সকালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীর খোঁজ নিতে হাসপাতালে রাহুল

2023-07-25

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৫ জুলাই : আক্রান্ত বিজেপি কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতৃত্ব রাহুল সিনহা। মঙ্গলবার দুপুরে কোচবিহারের চকচকা সংলগ্ন এলাকায় একটি বেসরকারি হাসপাতালে গিয়ে সেখানে ভর্তি থাকা বিজেপি কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার কোচবিহার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ন, বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস সহ অন্যান্য নেতৃত্ব। মূলত পঞ্চায়েত নির্বাচনের আগে এবং পরে একাধিক জায়গায় আক্রান্ত হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই আক্রান্ত কর্মী সমর্থকদের শারীরিক অবস্থা খোঁজখবর নিতেই এদিন তিনি সংশ্লিষ্ট ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে যান বলে জানা গেছে। সেখানে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে কথা বলার পাশাপাশি তাদের পরিবারের সাথেও কথা বলেন। যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাদের এইমসে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় সহযোগিতা রাহুল সিনহা নিজেই করবেন বলেও আশ্বস্ত করেছেন সকলকে।

নতুন সেতু গড়ার দাবিতে বিক্ষোভ চান্দামারিতে

2023-07-25

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৫ জুলাই: কোচবিহার ১ ব্লকের চান্দামারি অঞ্চলের রাজপুর গ্রামে ধরলা নদীর উপর সরকারের ঘাট সেতুটি বেহাল দশা থাকায় সেতুর উপর বিক্ষোভ স্থানীয় গ্রামবাসীদের। স্থানীয় গ্রামবাসী কার্তিক বর্মন,দিলীপ বর্মন,মাধব বর্মন,উৎপল বর্মন,শিবেন বিশ্বাস, বাদল বর্মন প্রমুখ এদিন অভিযোগ করে জানান, তাদের এই দাবি অনেক দিনের। তারা এই সেতুটির সংস্কার চাইছেন। না হলে তারা ভোট বয়কটের ডাক দেবেন। এদিন গ্রামবাসীরা স্থানীয় ব্লক প্রশাসন সহ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দের কাছে তাদের গ্রামের এই সেতুটি যত দ্রুত সম্ভব নতুন করে তৈরি করার দাবি জানান। এই সেতুটির ওপর দিয়ে প্রতিদিন অনেক গ্রামবাসীসহ স্কুলের ছাত্র ছাত্রীরা ঝুকি নিয়ে যাতায়াত করে । ব্রিজের কোন রেলিং না থাকায় তিন থেকে চারবার টোটো বাইক উল্টে জলে পড়ে গিয়েছিল বলে জানান গ্রামবাসীরা। যত দ্রুত সম্ভব প্রশাসনের কাছে নতুন করে সেতুটি সংস্কার চাইছে স্থানীয় গ্রামবাসীরা। সরকারের ঘাট সেতুটির ওপর বিক্ষোভকারী গ্রামবাসীরা এদিন সব ক্ষোভ উগড়ে দেন।

বিজেপি নেতা অজয়ের রায়ের বাড়িতে রাহুল সিনহা

2023-07-25

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৫ জুলাই : দিনহাটার বাবু পাড়া এলাকায় বিজেপির স্হানীয় শহর মণ্ডল সভাপতি অজয় রায়ের বাড়িতে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির প্রাক্তন ন্যাশনাল সেক্রেটারি রাহুল সিনহা। মঙ্গলবার বিকেলে তিনি গ্রেপ্তার হওয়া দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায়ের বাড়িতে আসেন। তার বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি স্থানীয় বিজেপির নেতৃত্বদের সাথেও কথা বলতে দেখা যায় তাকে। এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সেখানে এলে তার সাথে বিজেপির কোচবিহার জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়ের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপির এই কেন্দ্রীয় স্তরের নেতা। উল্লেখ্য, গত ২১ জুলাই রাতে অসম বাংলা সীমান্তের বক্সির হাটের জোড়াই এলাকা থেকে কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় কে গ্রেফতার করে। এরপরই তাকে ২২ তারিখ দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মূলত, গত ১০ জুলাই ভোট গণনা পর্বের আগের দিন রাতে দিনহাটা ১ ব্লকের ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করা নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন বিজেপির ওই শহর মন্ডল সভাপতি অজয় রায়। পরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন তৃণমূলের নেতাকর্মীদের মারধোর করা হয়েছে এবং সেই ঘটনায় অভিযুক্ত অজয় রায়। এই ভিত্তিতেই দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানা গেছে। এদিন সেই গ্রেফতার হওয়া বিজেপি নেতার বাড়িতে পৌঁছে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতৃত্ব রাহুল সিনহা।

বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ দিনহাটায়

2023-07-24

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৪ জুলাই : দিনহাটার পেটলা গ্রামের আলোকঝারি এলাকায় ৩ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতের ওই ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। বর্তমানে আহত বিজেপি কর্মীদের মধ্যে ২ জন দিনহাটা মহকুমা হাসপাতালে এবং ১ জন গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আহত ওই তিন বিজেপি কর্মীর নাম যথাক্রমে মিন্টু রায়, পিন্টু রায় ও প্রদীপ রায়। এদের মধ্যে পিন্টু রায় ও মিন্টু রায় দিনহাটা মহকুমা হাসপাতালে এবং প্রদীপ রায় গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন । এদিকে তিন বিজেপি কর্মীকে মারধরের ঘটনার খবর পেয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিজেপির কোচবিহার জেলা কমিটির আমন্ত্রিত সদস্য জয়দীপ ঘোষ। তিনি এসে আক্রান্ত বিজেপি কর্মীদের শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়ার পাশাপাশি গোটা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন ।

নির্যাতিতা নাবালিকার সাথে সাক্ষাৎ তৃণমূল জেলা সভাপতির

2023-07-24

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৪ জুলাই: কোচবিহারের খাপাইডাঙার নির্যাতিতা নাবালিকার সাথে দেখা করলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সোমবার দুপুরে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত ওই নাবালিকার সাথে সাক্ষাৎ করেন তিনি ও তার শারীরিক অবস্হার খোঁজখবর করেন তিনি। পাশাপাশি ওই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান জেলা তৃণমূলের সভাপতি। ওই নির্যাতিতা নাবালিকার সাথে সাক্ষাতের পর হাসপাতাল কর্তৃপক্ষের সাথেঔ কথা বলেন তিনি। প্রসঙ্গত, গত ১৮ জুলাই কোচবিহারের খাপাইডাঙ্গা এলাকায় এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, সংশ্লিষ্ট ওই নাবালিকা বাড়ি থেকে স্কুলে যায়। কিন্তু তারপর সেই স্কুল থেকে আর বাড়ি ফেরেনি। ওই পরিবারের তরফ থেকে নাবালিকা মেয়ের খোঁজ না পেয়ে তারা দারস্থ হন পুলিশের। দুস্কৃতিরা কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকাকে ভর্তি করলে, সেখান থেকে ওই নাবালিকার পরিবার খবর পায়। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের ঘটনা নিয়ে তৃণমূল বিজেপি উভয়ই তীব্র নিন্দা করেছে। এমন পরিস্থিতিতে এদিন ওই নাবালিকার সাথে সাক্ষাৎ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানালেন জেলা তৃণমূলের সভাপতি।

বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী, পঠন পাঠনে ক্ষতিতে ক্ষুব্ধ পড়ুয়াদের রাস্তা অবরোধ দিনহাটায়।

2023-07-24

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৪ জুলাই: ফের কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে পথ অবরোধ। এবার রাস্তায় বসে আন্দোলনে পডুয়ারা। ভোট পর্ব মিটলেও। এখনও খোলেনি স্কুল। এরই প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন স্কুলের পড়ুয়ারা। সোমবার সকাল থেকেই ভেটাগুড়িতে দিনহাটা- কোচবিহার রাজ্য সড়ক অবরোধ কর্মসূচিতে সামিল হন সংশ্লিষ্ট এলাকার লালবাহাদুর শাস্ত্রী উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের অভিযোগ, ভোট পর্ব ইতিমধ্যেই মিটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত স্কুল খোলার বিষয়ে কর্তৃপক্ষ কোন কিছুই জানাচ্ছে না। এদিকে সামনেই রয়েছে পরীক্ষা, সেক্ষেত্রে তাদের চূড়ান্ত সমস্যায় পড়তে হতে পারে বলেন তাদের আশঙ্কা। তারা একসুরে বলেন, বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাই স্কুল এখনো পর্যন্ত বন্ধ। সেই কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের থানায় কিংবা অন্যত্র রাখা যেতে পারে। অথচ সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই কবে শুরু হবে পঠন পাঠন তা নিয়েও চিন্তায় রয়েছি। তাদের দাবি, অবিলম্বে বিদ্যালয়ের পঠন-পাঠন স্বাভাবিক করতে হবে। না হলে তারা পথ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। মূলত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্কুলে থাকায় পুরোপুরিভাবে স্কুল বন্ধ রয়েছে । ফলে ছাত্রছাত্রীদের স্কুলে এসেও বাড়ি ফিরে যেতে হচ্ছে। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অভিযোগ বিভিন্ন জায়গায় স্কুল খুলে গিয়েছে অথচ তাদের স্কুলই বন্ধ রয়েছে। কবে খুলবে তাদের স্কুল সেই প্রশ্নই তারা তুলছেন বারংবার। যদিও প্রশাসনের তরফে প্রশ্নের উত্তর মেলেনি এখনও।

নাবালিকাকে গনধর্ষন কোচবিহারে

2023-07-23

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৩ জুলাই : কোচবিহারের এক স্কুল পড়ুয়া নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জেলা তথা রাজ্যজুড়ে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা। ইতিমধ্যেই ওই ঘটনায় ৪ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, গত ১৮ জুলাই কোচবিহার ২ ব্লকের খাপাইডাঙ্গা গ্রামপঞ্চায়েত এলাকার ওই নাবালিকা বাড়ি থেকে স্কুলে যায়। কিন্তু সে স্কুল থেকে আর বাড়ি ফেরেনি। উদ্বিগ্ন পরিবারের পক্ষ থেকে মেয়ের খোঁজ না পেয়ে তারা পুলিশের দ্বারস্থ হয়। কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকাকে ভর্তি করেছিল দুষ্কৃতীরা। সেখান থেকে ওই নাবালিকার পরিবার মেয়ের খবর পায়। পুলিশ ঘটনাতদন্ত নেমে ৪ জনকে গ্রেপ্তার করেছে। নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল বিজেপি উভয়ই। কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকার পাশে দাঁড়াতে হাসপাতালে যান বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় সহ অন্যান্যরা। একইসঙ্গে দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন তৃণমূলের স্থানীয় নেতৃত্বরাও। ওই নাবালিকার পরিবারের এক সদস্য জানান, আমাদের মেয়ে স্কুলে গিয়েছিল। স্কুলে যাওয়ার পর শরীর খারাপ থাকায় টিফিনের সময় বাড়ি ফিরে আসছিল। সেই সময় কালজানি বাজার এলাকায় বেশ কয়েকজন তাকে জোর করে তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার খোঁজ মেলেনি। পরের দিন আমরা জানতে পারি কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে মেয়ে ভর্তি রয়েছে। মেয়ের কাছ থেকেই পুরোটা জানতে পেরেছি। আমরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সংবাদমাধ্যমের অফিসে হামলার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে কোচবিহারে ধিক্কার মিছিল সাংবাদিকদের

2023-07-22

উত্তরের হাওয়া, ২২জুলাই: আলিপুরদুয়ারে সংবাদমাধ্যমের অফিসে হামলার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে কোচবিহারে ধিক্কার মিছিল সাংবাদিকরা। কোচবিহার জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শনিবার প্রতিবাদ ও ধিক্কার মিছিল শহর পরিক্রমা করে। এদিন এই মিছিল কোচবিহার প্রেসক্লাব থেকে শুরু হয় এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শেষ হয় শহীদ বাগে। আজকের প্রতিবাদ ও ধিক্কার মিছিলের নেতৃত্ব দেন কোচবিহার জেলা প্রেস ক্লাবের সম্পাদক গৌর হরিদাস, কার্যকর্তা শুভঙ্কর সাহা, মিছিলে পা মেলান কোচবিহার জেলা প্রেস ক্লাবের সদস্যরা। পলিটেকনিক কলেজের প্রশ্ন ফাঁস সংক্রান্ত একটি খবর করে করায় আলিপুরদুয়ারে অবস্থিত সংবাদ পত্রের অফিসে এসে ভাঙচুর অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিক নিগ্রহ করেন কলেজের ছাত্র-ছাত্রীরা। এই ঘটনার প্রতিবাদে এই দিনের ধিক্কার মিছিল কোচবিহার প্রেস ক্লাবের।

সিভিক ভলেন্টিয়ার দের বাড়ছে বেতন

2023-07-22

সিভিক ভলান্টিয়ারদের জন্য খুশির খবর উত্তরের হাওয়া, ২২ জুলাই: চলতি বছরেই সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়াতে পারে রাজ্য সরকার। বিধানসভার বাদল অধিবেশনের পরেই আগামী মন্ত্রিসভার বৈঠকে এনিয়ে আলোচনা হতে পারে। নবান্নের একটি সূত্রের খবর এমনটাই। স্বাভাবিকভাবেই এই খবরে আশায় বুক বাঁধছেন সিভিক ভলান্টিয়াররা। বর্তমানে একজন সিভিক ভলান্টিয়ারের বেতন মাসে ৯ হাজার টাকা। নতুন নিয়মে মাসে ৩০ দিনই দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হয়

ভোট সন্ত্রাসে আক্রান্ত কর্মীদের সাথে সাক্ষাৎ বিজেপি নেতৃত্বের

2023-07-22

উত্তরের হাওয়া, দিনহাটা, ২২ জুলাই: ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপির কর্মী সমর্থকদের সাথে দেখা করলেন বিজেপি নেতারা। শনিবার দুপুরে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের বামনহাট ২ গ্রামপঞ্চায়েতের কালমাটিতে যান ও ভোটের আবহে সন্ত্রাসে আক্রান্ত বেশ কয়েকজন কর্মী সমর্থকদের সাথে দেখা করেন এবং সর্বতোভাবে আক্রান্ত কর্মীদের সাহায্য করার আশ্বাস দেন তারা। অমিতাভ বাবু ছাড়াও ছাড়াও ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন, কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়, বিজেপির দিনহাটা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা জীবেশ বিশ্বাস প্রমুখ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক ও তাদের পরিজনদের সাথে দীর্ঘ আলোচনার পাশাপাশি উপস্থিত প্রতিনিধিরা তৃণমূলী সন্ত্রাসের অভিযোগ তুলে রাজ্যের শাসকদলকে তুলোধনা করেন। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আগাগোড়াই অশান্ত হয়েছে দিনহাটা। শাসক বিরোধী সংঘর্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীর আক্রান্ত হওয়া, মৃত্যু ও গুলিবিদ্ধ হওয়ার একাধিক ঘটনায় বারংবার শিরোনামে এসেছে। ভোটের মাত্র এক দিন আগেই দিনহাটা ২ ব্লকের কালমাটিতে ৩ বিজেপি কর্মী গুলিবিদ্ধ হন ও মারের চোটে একজন গুরুতর আহত হন। তাদের সকলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও তারা অসুস্থ রয়েছেন। এমন পরিস্থিতিতে এদিন দুপুরে সংশ্লিষ্ট এলাকায় আক্রান্ত কর্মী অর্জুন বর্মন, চন্দ্র বর্মন, মিলন বর্মন, হিরো বর্মন প্রমুখের সাথে দেখা করেন ও সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন বিজেপি নেতৃত্ব। চিকিৎসা সারতে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

অসম বাংলা সীমান্তে গ্রেপ্তার দিনহাটার বিজেপি নেতা, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

2023-07-21

উত্তরের হাওয়া, দিনহাটা, ২১ জুলাই: আসাম বাংলা সীমান্ত থেকে আটক বিজেপির অন্যতম নেতা তথা কোচবিহার জেলার দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়। সূত্র মারফত খবর পেয়ে আসাম থেকে কোচবিহারে ঢোকার সময় তাকে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল দল। জানা গিয়েছে, তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে জানায়নি কোচবিহার জেলা পুলিশ। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা কোচবিহারে। প্রায় দেড় বছর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহের উপরে হামলা এবং হাত ভাঙ্গার ঘটনায় নাম উঠে এসেছিল এই বিজেপি নেতার। তারপর থেকে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী নিয়ে ঘুরছিলেন তিনি। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে গণনার আগের দিন দিন স্ট্রংরুমে ঢুকে ভোট গণনাকে প্রভাবিত করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। দিনহাটা সহ সিতাই বিধানসভা এলাকার একাধিক সন্ত্রাসমূলক ঘটনায় নাম জড়িয়েছে অজয় রায়ের। ২০১৯ লোকসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন রকম ভাবে সন্ত্রাস করার অভিযোগ জমা পড়েছে তার বিরুদ্ধে। তবে তুই কি কারণে তাকে আটক করা হয়েছে এই বিষয়ে স্পষ্ট কোন মন্তব্য করতে অস্বীকার করেছে কোচবিহার জেলা পুলিশ কর্তৃপক্ষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাকে দিনহাটা থানায় নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। এই বিষয়ে কোন মন্তব্য করেননি বিজেপির কোন নেতৃত্বও। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, আইন আইনের পথে চলবে। পুলিশ যদি তদন্তের স্বার্থে কাউকে গ্রেফতার করে থাকে তাহলে সেটা পুলিশ ভালো বলতে পারবে।

রাজ্যজুড়ে বিডিও অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। মাথাভাঙ্গার বিডিও অফিস ঘেরাও করে স্মারকলিপি

2023-07-21

উত্তরের হাওয়া, ২১ জুলাইঃ জুলাই একদিকে ধর্মতলায় যখন তৃণমূলের সভা। সেসময় রাজ্যজুড়ে বিডিও অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। তারই অঙ্গ হিসেবে এদিন মাথাভাঙা এক দুই ও শীতলখুচি বিডিও অফিস ঘেরাও করে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হল। রাজ্যে পঞ্চায়েত ভোটের শুরু থেকেই অর্থাৎ মনোনয়ন পর্বের সময় থেকেই হিংসা চরমে পৌঁছয় ৷ আর তার প্রতিবাদে একুশে জুলাই বিজেপি পালটা বিডিও অফিস ঘেরাও কর্মসূচি নেয় ৷ আর তা আটকাতে আগেই জেলায় জেলায় বিডিও অফিস গুলিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়। শুক্রবার বিজেপি নেতৃত্বরা বলেন, ভয় পেয়েছে। তাই বিডিও অফিস চত্বরে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে এখন কেন্দ্রীয় বাহিনীকে বিডিও অফিসকে রক্ষা করার কাজে ব্যবহার করছে।অপ্রীতিকর ঘটনা এড়াতে মাথাভাঙ্গা এক ব্লক বিডিও অফিস চত্বরে মোতায়েন ছিল মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা।এদিন মাথাভাঙা ১ ব্লকে শিকারপুর বিডিও অফিসে কর্মসূচির নেতৃত্ব দেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বরেনচন্দ্র বর্মন বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন, মন্ডল সভাপতি অমল বর্মন শেখর রায় গৌতম সরকার দিলীপ কুমার মন্ডল শুভঙ্কর সাহা প্রমুখ অপরদিকে মাথাভাঙ্গা দুই ব্লকে কর্মসূচির নেতৃত্ব দেন মাথাভাঙ্গার বিজেপির বিধায়ক সুশীল চন্দ্র বর্মন মাথাভাঙ্গা বিধানসভার কনভেনার অরবিন্দ বিশ্বাস প্রতাপ সরকার মন্ডল সভাপতি উত্তম শীল প্রমূখ । শান্তিপূর্ণভাবেই এদিনের কর্মসূচি শেষ হয়েছে বলেই জানা যায়।

স্বাস্থ্য শিবিরের পাশাপাশি পরিবেশকে সুস্থ রাখতে গাছের চারা বিতরন ও মিলেট উৎসব সাতমাইল সতীশ ক্লাবের

2023-07-20

উত্তরের হাওয়া, ২০ জুলাই: স্বাস্থ্যই যেন সম্বল পরিবেশকে সুস্থ রাখতে স্বাস্থ্য শিবিরের পাশাপাশি ২০০০ চারা গাছ বিতরণ করে আগামী দিনে পরিবেশকে সুস্থ রাখতে এবং রোগমুক্ত পরিবেশ গড়ে তুলতে আমাদের গাছ লাগানো খুবই প্রয়োজন। তাই এদিন নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতা এবং সাতমাইল সতীশ ক্লাবের ব্যবস্থাপনায় এক মিলেট ফুড মেলা অনুষ্ঠিত হয় কোচবিহার ১ নং ব্লকের ফলিমারী অঞ্চলের সাতমাইল সতীশ ক্লাব অফিস এর সামনে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ শঙ্কর সাহা সিনিয়র সাইন্টিস্ট কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র সহ কৃষি আধিকর্তা জাহাঙ্গীর আলম এবং অমল রায় সম্পাদক সাতমাইল সতীশ ক্লাব পাঠাগার। এদিন একই সঙ্গে তিনটি প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। মিলেট ফুড মেলা অনুষ্ঠানে প্রতিযোগিতায় প্রচুর সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন। এছাড়া তারা মিলেট থেকে তৈরি মিলেট পোলাও, মিলেট পিঠা, মিলেট খিচুড়ি সহ আরো অনেক ধরনের খাবার তৈরি করেছেন। কোচবিহার সহ গোটা পশ্চিমবঙ্গে মিলেট চাষীদের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। এটা যেন হারিয়ে না যায় পুনরায় ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপ নেওয়া উচিত বলে জানা যায় ক্লাব সূত্রে। এছাড়াও অজকের অনুষ্ঠানে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন ক্লাব কর্তৃপক্ষ। সেখানে প্রায় ৭৫ জন স্বাস্থ্য পরীক্ষা করান বলে জানা যায়।

ফের কোচবিহারে বোমা উদ্ধার। রেললাইনের ধার থেকে দুটি বোমা উদ্ধার। চাঞ্চল্য এলাকা জুড়ে

2023-07-20

ফের কোচবিহারে বোমা উদ্ধার। তবে এবার মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের খারিজা গোপালপুর এলাকায় রেললাইনের ধার থেকে দুটি বোমা উদ্ধার হল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, এলাকার কিছু যুবক মাছ ধরতে গিয়ে বোমা দুটি দেখতে পায়। তারপরই খবর দেওয়া হয় মাথাভাঙ্গা থানার অন্তর্গত নয়ারহাট পুলিশ ক্যাম্পে। পুলিশ এসে বোমাদুটি উদ্ধার করে নিয়ে যায়। যদিও বোমা উদ্ধার ঘিরে শাসক,বিরোধী একে অপরের উপর দোষ চাপিয়েছেন। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতে বোমা রেখেছে।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি বোমা রেখে তৃণমূলের নামে বদনাম করছে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়িতে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করিয়ে দেবার অভিযোগ উঠলো বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে

2023-07-19

উত্তরের হাওয়া, ১৯ জুলাই: গতকাল বিগত পঞ্চায়েত নির্বাচনে দিনহাটার চৌধুরীহাটের ৭/২০২ নং বুথের সিপিআই (এম) প্রার্থী সার্জিনা খাতুনের স্বামী কে পুন:নির্বাচনের জন্য আবেদনের কথা বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়িতে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করিয়ে দেবার অভিযোগ উঠলো বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে।আজ দিনহাটা সিপিআই (এম) অফিসে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেছেন প্রার্থী আরজিনা খাতুন এর স্বামী মোহাম্মদ বাইদুল শেখ। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে মন্ত্রীর সাথে দেখা করার কথা বলে পুনঃনির্বাচনের আবেদন জানানোর জন্য সে তার এক ঘনিষ্ঠ বন্ধু,যে বিজেপির কার্যকর্তা তার সাথে মন্ত্রীর বাড়িতে উপস্থিত হয় কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে সেখানে যোগদান সভার আয়োজন করে সাংবাদিকদের সামনে তাকে সহ আরো কয়েকজনকে বিজেপির পতাকা হাতে তুলে দেওয়া হয়।তিনি বলেন যে তাকে সম্পূর্ণভাবে ভুল বুঝিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে সে এবং তার পরিবার সিপিআই (এম) এ আছে এবং আজীবন তারা সিপিআই(এম) এর সাথেই থাকবে।আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রার্থী ও প্রার্থীর স্বামী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম কোচবিহার জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, বামনহাট এরিয়া কমিটির সম্পাদক দেবেন্দ্রনাথ বর্মন সহ অন্যান্যরা।

আমার ছেলে কোন রাজনীতি করে না ও টাকার বিনিময়ে তৃণমূলের পতাকা লাগাতে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সামনেও অকপটে বললেন গুলিতে মৃত চিরঞ্জিতের মা

2023-07-19

উত্তরের হাওয়া, ১৮ জুলাই: আমার ছেলে কোন রাজনীতি করে না, ও টাকার বিনিময়ে তৃণমূলের পতাকা লাগাতে গিয়েছে। আর সেখানেই কেউ বা কারা তার ছবি তুলে নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে পাশে পেয়ে এভাবেই জানালেন গত ৮ই জুলাই পঞ্চায়েত ভোটের দিন গুলিকাণ্ডে নিহত দিনহাটা ভিলেজ ওয়ানের চিরঞ্জিত কার্জীর মা। বুধবার দুপুর বারোটা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক চিরঞ্জিত কার্জীর বাড়িতে এলে মন্ত্রীর সামনেই ছেলে রাজনীতি সঙ্গে যুক্ত নয় বলে অকপট মন্তব্য করে বসলেন চিরঞ্জিতের মা। তিনি আরো জানান যেহেতু এই সময়ে তেমন কোন কাজ নেই তাই অর্থের বিনিময়ে চিরঞ্জিত তৃণমূলের পতাকা লাগাতে গিয়েছিল আর সেই সময়ই কেউ বা কারা তার ছবি তুলে রাখে। এমনকি তিনি ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও আবেদন জানান। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের দিন উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটা। ওই দিনই গুলিতে মৃত্যু হয়েছিল দিনহাটা ভিলেজ ওয়ানের চিরঞ্জিত কার্জীর। চিরঞ্জিতের গুলি লাগার সাথে সাথেই প্রথমে দিনহাটা হাসপাতালে বিজেপির তরফ থেকে দাবী করা হয়েছিল চিরঞ্জিত বিজেপির কর্মী আর পরবর্তীতে চিরঞ্জিতের তৃণমূলের পতাকা লাগানো ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে তৃণমূল দাবি করেছিল চিরঞ্জিত তৃণমূলের কর্মী। আর তারপরেই মৃত্যুর দিন থেকে চিরঞ্জিতের মা বরাবর দাবি করে এসেছিল তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। আর ওই একই কথা আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সামনেও অকপটে বললেন গুলিতে মৃত চিরঞ্জিতের মা।

বেহাল রাস্তা, দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সমস্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া সকলেই।

2023-07-19

উত্তরের হাওয়া, ১৯ জুলাই: রাস্তার বেহাল দশায় কোচবিহার ১ নং ব্লকের ফলিমারী অঞ্চলের আকরার হাট বাজার থেকে শুরু করে বসুনিয়ার বাজার পর্যন্ত রাস্তা দিয়ে চলাচল করতে প্রচন্ড অসুবিধায় পড়ছেন নিত্যযাত্রীরা। জায়গায় জায়গায় বড়ো বড়ো গর্ত হওয়ায় চলাচলে প্রচন্ড অসুবিধা হয়। গাড়ি চালাতে দুই অথবা তিন গিয়ারে রেখে চালাতে হয়। রাস্তাটি খারাপ শুধুমাত্র আকরাহাট থেকে বসুনিয়ার বাজার পর্যন্ত। রাস্তা খারাপ থাকার কারণে গত কয়েকদিনে এই রাস্তায় দুর্ঘটনা ঘটেছে প্রতিদিনই। মাঝে মাঝে টোটো উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই। এই রাস্তাটি চান্দামারী পর থেকে ক্যাটারহাট পর্যন্ত খুবই খারাপ অবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি রাস্তাটি মেরামতি করলে দুর্ঘটনা কম হবে বলে জানায় এলাকার গ্রামবাসীরা। শুনে নেব বিহারের কিশানগঞ্জ থেকে লরি নিয়ে আসা চালক আতাউর রহমান এদিন আমাদের ক্যামেরার সামনে কি জানিয়েছেন।

ত্রিশঙ্কু জামালদহে বোর্ড গঠনে ঝাপাচ্ছে তৃণমূল-বিজেপি

2023-07-18

উত্তরের হাওয়া, কোচবিহার, ১৮ জুলাই: ২০ আসনের গ্রামপঞ্চায়েতে ম্যাজিক ফিগার ১১। কিন্তু নির্বাচনে লড়ে শাসক বিরোধী কেউই সেই জাদু সংখ্যা ছুঁতে পারেনি। তৃণমূল আটকে গিয়েছে ১০- এ। আর বিজেপি ৯-এ। বামেদের ঝুলিতে ১। অর্থাৎ বোর্ড গঠন করতে গেলে শাসকদলের দরকার আরও একটি ভোট। আর বিজেপির প্রয়োজন দুটি। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল ও বিজেপি দুই দলই বোর্ড গঠন করতে মরীয়া। কিন্তু ঠিক কোন অঙ্কে তারা ম্যাজিক ফিগারে পৌঁছাবেন, তা কোনও শিবিরই খোলসা করেননি। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ফলাফল এবার ত্রিশঙ্কু হয়েছে। ২০ আসনের এই গ্রাম পঞ্চায়েতে ঘাসফুল ফুটেছে ১০টি,পদ্ম ফুটেছে ৯টি। আর বাকি আসনটি গিয়েছে সিপিআইএমের ঝুলিতে। সোজা পাটিগণিতের হিসাব বলছে,বামেদের সমর্থন পেলেই তৃণমূলের বোর্ড গঠন নিশ্চিত। কিন্তু রাজনৈতিক সমীকরণ বলছে, রাস্তা অতটা সহজ নয়। নীতিগত কারণেই বাম-তৃণমূল আঁতাতের সম্ভাবনা অতি ক্ষীণ। অন্দরের খবর,তৃণমূল চাইছে,যেনতেন প্রকারে বামেদের সমর্থন। বাম নেতাদের অবশ্য সাফ বক্তব্য, তৃণমূলের সঙ্গে আঁতাতের কোনও প্রশ্ন নেই। তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন। দলের উঁচুতলা যা সিদ্ধান্ত নেবেন,সেটাকেই তাঁরা মান্যতা দেবেন। অন্যদিকে,বিজেপি সূত্রে খবর, গোষ্ঠীকোন্দলে জর্জরিত তৃণমূলের জয়ী প্রার্থীদের একাংশ ভোটের ফলের দিন থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাই তাঁদের বোর্ড গঠন শুধু সময়ের অপেক্ষা বলে গেরুয়া শিবিরের দাবি। বামেদের কথা বাদ দিলে, তৃণমূল ও বিজেপি দু-দলই একে অপরকে তলে তলে ভাঙ্গানোর জন্য এখন মরীয়া হয়ে উঠেছে। কারণ, কেউ কারো সমর্থন ছাড়া জামালদহে বোর্ড গঠন করার মতো অবস্থায় নেই। এই পরিস্থিতিতে জয়ী প্রার্থীদের "পাহারা" দিতে রাতের ঘুম উড়ে গিয়েছে দু-দলের নেতাদেরই। খুঁজে পাওয়া যাচ্ছে না জয়ী প্রার্থীদেরও। চড়া দামে ঘোড়া কেনাবেচা রুখতে উভয় দলের নেতারাই এখন জয়ী প্রার্থীদের উপর কড়া নজর রাখছেন। তবে,সাধারণ মানুষের মধ্যে ভোট পরবর্তী সময়ে জামালদহ গ্রাম পঞ্চায়েত নিয়ে "চেয়ার পে চর্চা" বেশ জমে উঠেছে। কেউ চাইছেন, এবার বিজেপি বোর্ড গঠন করুক। আবার কেউ চাইছেন,তৃণমূলের হাতেই ফের জামালদহ গ্রাম পঞ্চায়েত তুলে দেওয়া হোক। তবে শেষ পর্যন্ত জামালদহ গ্রাম পঞ্চায়েতের বোর্ড কারা গঠন করবে,আর পঞ্চায়েত প্রধান কেই বা নির্বাচিত হন, সেটাই এখন দেখার।

ভোট মিটতেই সামাজিক বয়কটের মুখে চার সিপিএম পরিবার, অভিযোগের তীর শাসকদলের দিকে

2023-07-17

উত্তরের হওয়া, তুফানগঞ্জ, ১৭ জুলাই: পঞ্চায়েত ভোটে সিপিএম প্রার্থীদের হয়ে ভোট প্রচার করায় চারটি পরিবারকে সামাজিকভাবে বয়কট করে রাখার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ ব্লকের নাককাটিগাছ গ্রামপঞ্চায়েতের রাজার কুঠি ৯/ ২২২ বুথে।সোমবার তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে এবিষয়ে লিখিত অভিযোগ জানান ভুক্তভোগী পরিবার গুলির সদস্যরা।সিপিএম কর্মী আজাহার আলি মন্ডলের অভিযোগ, তাঁদের এলাকার ৪ টি পরিবার সিপিএমের সাথে যুক্ত রয়েছেন।পঞ্চায়েত ভোটে সিপিএম এর হয়ে এলাকায় ভোট প্রচারও করেন তারা। কিন্তু নাককাটি অঞ্চল তৃণমূলের জয় লাভের পর তাঁদের পরিবার গুলোকে সামাজিক ভাবে বয়কট করা হয়েছে। প্রতিবেশীদের সাথে মেলামেশা, জমিতে চাষাবাদ, বাজার ঘাট সমস্ত কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।ফলে রীতিমতো গ্রামে বসবাস করেও একঘরে হয়ে রয়েছেন তাঁরা। যদিও সিপিএম এর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের । সিপিএম উদ্দেশ্যেপ্রণোদিতভাবে তৃণমূল দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য শাসক দলের ।

থানা থেকে ঢিল ছড়া দূরত্বে মোটরবাইক থেকে ছিনতাই এক লক্ষ ত্রিশ হাজার টাকা

2023-07-17

উত্তরের হাওয়া, ১৮জুলাই: মাথাভাঙ্গা থানা থেকে ঢিল ছড়া দূরত্বে শিববাড়ির মোড় এলাকায় এটিএম এর সামনে থেকে একটি মোটর বাইকের রাখা টাকা সমেত ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠলে চাঞ্চল্য ছড়ায় শহরে। পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরেই চোরেদের দৌরাত্ম বেড়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ অনুযায়ী মাথাভাঙ্গা কুড়শামারি এলাকার বাসিন্দা রফিজুল মিয়া ব্যবসায়িক কাজের জন্য এক লক্ষ আশি হাজার টাকা স্থানীয় একটি বেসরকারি ব্যাংক থেকে তোলেন। এক জায়গায় পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট করেন, এরপরে আরো কিছু টাকা তোলার প্রয়োজন হলে তিনি শিববাড়ি এলাকার একটি এটিএম এ প্রবেশ করেন। এ সময় বাকি ১ লক্ষ ৩০ হাজার টাকা সমেত চেক বইসহ একটি ব্যাগ তার মোটরবাইকে ছিল। এটিএম থেকে বেরিয়ে এসে তিনি সেই টাকা সহ ব্যাগ আর খুঁজে পান না। পরবর্তীতে মাথাভাঙ্গা থানায় লিখিতভাবে অভিযোগ করেন এই ব্যবসায়ী। মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ব্যাংক সমেত আশে পাশে থাকা বিভিন্ন দোকানের ব্যক্তিগত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আশা করা যায় দ্রুত সমস্যার সমাধান হবে এবং চোর ধরা পড়বে।

গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের করলা এলাকায়  গুলিবিদ্ধ এক নাবালক, আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত কোচবিহারে

2023-07-16

উত্তরের হাওয়া, দিনহাটা,১৬ জুলাই: গুলির আঘাতে গুরুতর জখম হলেন এক নাবালক। রবিবার বিকেল সাড়ে ৪ টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের করলা এলাকায়। আহত ওই নাবালকের নাম মেহেদী হাসান(১১)। তার কোমর সংলগ্ন অংশে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। যদিও ঠিক কিভাবে এই নাবালক গুলিবিদ্ধ হলেন তা এখনও স্পষ্ট নয়। এদিকে আহত নাবালকের পরিবার ও কোচবিহার জেলা পুলিশের পরস্পর বিরোধী বক্তব্য গুলির কারণ নিয়ে ধোঁয়াশা বাড়িয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরাও এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি। ইতিমধ্যেই দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদীপ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সরজমিনে পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় এলাকায় খোঁজ নিলেও কেউ মুখ খুলতে রাজি নন। তবে কানাঘুষো শোনা গেল, গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি ঘটেছে নয়ারহাট মাদ্রাসার পেছনে অবস্থিত তার বাড়ির সামনেই। যদিও আহত ওই নাবালকের বাবা মেহেবুব আলমের দাবি, নয়ারহাট মাদ্রাসার পেছনেই আমাদের বাড়ি। ছেলে নয়ারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল। সে সময় নয়ার হাট মাদ্রাসার সামনেই এই দুর্ঘটনা ঘটে গেছে বলে শুনছি। ঠিক কি করে ঘটনাটি ঘটলো তা নিজেই বুঝতে পারছি না। যদিও কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ জানান, সাহেবগঞ্জ থানার অন্তর্গত আটিয়াবাড়ি ২ এলাকার মেহেবুব আলম তার নাবালক পুত্র মেহেদী হাসানকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেন। এতে ওই নাবালক জখম হয়েছেন। স্থানীয়রা তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কোচবিহারে রেফার করেন। প্রসঙ্গত, ভোটের আগে থেকেই বোমা ও বন্দুকের কার্যত মুক্ত অঞ্চল হয়ে উঠেছে দিনহাটা মহকুমার আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া কিছু এলাকা। ভোট ও ভোট পরবর্তী সময়ে মুড়ি-মুড়কির মত বোমা বন্দুকের ব্যবহার প্রচুর পরিমাণে বোমা বন্দুক মজুত থাকার দিকেই ইঙ্গিত দেয়। এতে বিরক্ত ও ভীত সাধারণ মানুষ। যদিও মুখ খোলার সাহস পান না কেউই। এই দিনের ঘটনার সাথেও মজুত থাকা বোমা বন্দুকের যোগ রয়েছে বলেই মনে করছে সাধারণ মানুষ। আহত নাবালকের পরিবারের তরফে অস্বীকার করা হলেও নাবালকের গুলিবিদ্ধ হওয়ার পেছনে তার পরিবারের যোগ সম্পর্কে পুলিশের মন্তব্যে একমত অনেকেই।

ভোটে প্রচুর ক্ষতি দিনহাটার বিভিন্ন স্কুলে

2023-07-15

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৫ই জুলাই: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত শিক্ষাঙ্গন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ভোট চলাকালীন অশান্তিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দিনহাটা ১ ব্লকের ৯ টি স্কুল। শুধু তাই নয় রাজ্যের আরও দুই জেলা মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও নির্বাচনের দিন অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক স্কুল। ইতিমধ্যেই গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে নবান্নের কাছে রিপোর্ট এসে পৌঁছেছে এবং সেই রিপোর্টেই দেখা গেছে কোচবিহারের দিনহাটাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক স্কুল। জানা গেছে, গোটা রাজ্যে নির্বাচনের দিন স্কুলে ক্ষয়ক্ষতি হওয়ার ফলে ৩৫ লক্ষ ৫৭ হাজার টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। মূলত যেখানে যেখানে ভোট গ্রহণ কেন্দ্র ছিল সেখানেই অশান্তির ছবি সামনে এসেছিল কোচবিহারের দিনহাটা, মুর্শিদাবাদের ডোমকল এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরে। ক্ষতিগ্রস্ত স্কুলের সংখ্যা দিনহাটার থেকে মুর্শিদাবাদের বেশি হলেও অর্থের দিক থেকে দেখতে গেলে সব থেকে বেশি ক্ষতির পরিমাণ দিনহাটায়। জানা গেছে, মুর্শিদাবাদে প্রায় ১০০ টি স্কুল ক্ষতি হয়েছে। তবে অংকের হিসেবে দেখা গেলে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম। অংকের পরিমাণ হিসেবে দেখতে গেলে কোচবিহারের দিনহাটায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৯টি স্কুল এবং ৩ লক্ষ ১৫ হাজার টাকার বেশি সম্পত্তি নষ্ট হয়েছে। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে জেলা প্রশাসনের উন্নয়ন তহবিল থেকে ক্ষতিগ্রস্ত হওয়া সেই স্কুলগুলিকে সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, বেশিরভাগ স্কুলে বেঞ্চ, চেয়ার জানালা মেইনগেট ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তবে কমন ফ্যাক্টর একটাই তিনটি জেলার প্রত্যেকটি স্কুল এই বেঞ্চ ও ফ্যান ভাঙ্গা। উল্লেখ্য গত ৮ই জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যের মধ্যে সবথেকে বেশি অশান্তির ছবি লক্ষ্য করা গেছিল কোচবিহারের দিনহাটা , মুর্শিদাবাদের ডোমকল এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরে। সেই জায়গায় দাঁড়িয়ে, বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে শিক্ষা মহল থেকে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভোট পর্ব মিটে গিয়েছে ধীরে ধীরে পঠন-পাঠন স্বাভাবিক হচ্ছে বিভিন্ন জায়গায় স্কুলগুলিতে। ঠিক তখনই এরকম চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ হতেই স্বাভাবিকভাবে তড়িঘড়ি সেই স্কুলগুলিকে সংস্কারের কথা ঘোষণা করল রাজ্য সরকার।

পাঁজরে আটকে থাকা গুলি নিয়েই দিন কাটছে রাধিকার

2023-07-15

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৫ জুলাই: গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন দিনহাটা মহকুমার ভিলেজ ১ গ্রামপঞ্চায়েতের ৭/২৬২ নং বুথে ভোট দিতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন রাধিকা বর্মন নামে এক মহিলা। এরপর গুলিবিদ্ধ অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল এবং পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে অপারেশনের সিদ্ধান্ত নিলেও তার বুক থেকে গুলি বের করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে পাজরে গুলি নিয়েই এখন দিন কাটছে রাধিকার। কথা বলতে পারছেন না, শ্বাসকষ্ট হচ্ছে, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি, চোখ দিয়ে বের হচ্ছে জল। জানা গিয়েছে, রাধিকার স্বামী বিল্টু বর্মন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। নুন আনতে পান্তা ফুরায় তাদের সংসারে। রাধিকার এই অবস্থায় কিভাবে চলবে পরিবার বুঝে উঠতে পারছেন না পরিবারের অন্যান্য সদস্যরা। প্রসঙ্গত, রাধিকা বর্মনের ভাসুর বুলু বর্মন এবারের পঞ্চায়েত নির্বাচনে সংশ্লিষ্ট ওই বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে জয়লাভ করেন তিনি। রাধিকার সিটি স্ক্যানের পাজরে গুলিবিদ্ধে থাকার ছবিও ধরা পড়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে দিনহাটা হাসপাতাল ,পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকরা তার বুকে লেগে থাকা গুলি বের করার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কিন্তু চিকিৎসকদের মত, এই অবস্থায় গুলি বের করতে গেলে তার প্রাণ সংশয় হতে পারে। তাই কোন রকম ঝুঁকি না নিয়েই চিকিৎসকরা গুলিবিদ্ধ অবস্থাতেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ভবিষ্যতে আটকে থাকা গুলি বের করা হতে পারে। তবে পরিস্থিতির বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই এখন শরীরে গুলি নিয়েই এভাবেই দিন যাপন করতে হবে রাধিকাকে। এদিকে সারাজীবন ভোটের সন্ত্রাসের এই ক্ষত কি তার শরীরে থেকে যাবে ? শরীরে থেকে গেলেও মনের ক্ষত বুঝবে কি করে? এই ঘটনা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে প্রশ্ন করা হলে তিনি জানান, গুলিতে কি টিএমসি লেখা আছে? এসব শিখিয়ে দিয়েছে তাই বলেছে। এবারের ভোট সন্ত্রাসে তপ্ত ছিল দিনহাটা। একদিকে যেমন একাধিক সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ তেমনি মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গুলিবিদ্ধ এই রাধিকার পরিবারের পাশে আদও কি কেউ দাঁড়াবে সেই প্রশ্ন সময়েই বলবে।

নকল নথি সহ গ্রেপ্তার যুবক

2023-07-14

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৪ জুলাই: কোচবিহার জেলার দিনহাটায় ভুয়ো আধার কার্ড সহ উত্তরপ্রদেশের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন বেশ কয়েকজন যুবক। শুক্রবার সন্ধ্যায় শহরের হেমন্ত বসু কর্নার এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে ধৃত যুবকের নাম নারায়ন সিং। তার বাড়ি উত্তর প্রদেশের আরা এলাকায়। দিনহাটা শহরের স্থানীয় যুবকদের দাবি, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা সাধারণত হয় হিন্দি এবং ইংরেজি ভাষায় । তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাধারণত এই এলাকার মানুষেরা হিন্দি না জানার কারণে তারা বাংলায় পরীক্ষা দেন। এই কারণেই তাদের কাট অফ মার্ক বেশ খানিকটা কম থাকে। তাদের অভিযোগ সেই সুযোগ ব্যবহার করে উত্তর প্রদেশ থেকে এক পরীক্ষার্থী নকল নথি বানিয়ে শুক্রবার দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে গেলে তাকে হাতেনাতে ধরে ফেলেন এলাকার অন্যান্য পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, ভিন রাজ্য থেকে এসে নকল নথি বানিয়ে তাদের কর্মসংস্থানে ভাগ বসাচ্ছে এই সমস্ত ভিন রাজ্যের ভুয়ো যুবকেরা। অবিলম্বে তাদের সমস্ত নথি যাচাই এর দাবি তুলেছেন তারা। প্রয়োজনে তাদের রেশন কার্ড এবং বাবা মায়ের পরিচয়পত্র খতিয়ে দেখার দাবি করেন তারা। এরপর খবর দেওয়া হয় দিনহাটা থানায়। দিনহাটা থানার টাউন বাবু দীপক রায়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে নিয়ে যায়। ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ।

শম্ভুর দুটি বুথেই বিজয়ী বিজেপি প্রার্থীরা

2023-07-14

উত্তরের হাওয়া, ১৪জুলাই: পঞ্চায়েত ভোট পূর্ববর্তী সময়ে মনোনয়ন প্রক্রিয়ার পর খুন হয়েছিলেন কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রামের টিয়াদহ গ্রামের দাসপাড়া এলাকার বাসিন্দা পেশায় গৃহশিক্ষক বছর আঠাশের শম্ভু দাস। তিনি ছিলেন সম্পর্কে বিজেপির স্থানীয় গ্রাম পঞ্চায়েত পদপ্রার্থী বিশাখা দাসের দেওর। এলাকায় শান্ত, ভদ্র ও অরাজনৈতিক যুবক হিসেবে পরিচিত হলেও শম্ভুর মৃত্যুকে ঘিরে হয়েছিল তৃনমুল বিজেপির রাজনৈতিক চর্চা। স্হানীয় এলাকা তো বটেই রাজ্যজুড়ে আলোড়ন ফেলেছিল এই ঘটনা। ঘটনার দিনই শম্ভুর বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানে দাঁড়িয়েই রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শম্ভুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন নিশীথ। পরে রাজ্যপাল সিভি আনন্দ বোস শম্ভুর পরিবারের সাথে দেখা করেন। সেখানেই বিজেপি নেতাকর্মীরা সরাসরি উদয়ন গুহের নাম করে অভিযোগ জানান। যদিও ঘটনার পর থেকেই শাসক দলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাশাপাশি বিজেপি মৃতদেহের রাজনীতি করছে বলেও পাল্টা অভিযোগ করা হয়েছে। এরপর সংবেদনশীল এই বুথে ১০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ পুলিশের কড়া নিরাপত্তায় নির্বাচন শেষ হয়। স্বভাবতই দিনহাটা ২ ব্লকের এই এলাকায় ভোটের ফল কি হয় এবং শম্ভুর মৃত্যু ভোটে কতটা প্রভাব ফেলে তা নিয়ে আগ্রহ ছিল সব মহলের। মঙ্গলবার ভোটের ফল প্রকাশের পর দেখা গেল ২০ আসন বিশিষ্ট কিশামতদশগ্রামে মোট ১৪ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে মোট ৬ টি আসন গিয়েছে বিজেপির দখলে। তবে টিয়াদহ বুথের দুটি অংশের দুটি পঞ্চায়েত আসনেই জয়ী হলেন বিজেপি প্রার্থীরা। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ওই বুথের ১৭-১৮ সংসদ এলাকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থী চন্দনা বর্মনকে ১১৫ ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী বিশাখা দাস। অন্যদিকে ১৭-১৯ অংশে বিজেপি প্রার্থী শিউলি বর্মন তৃণমূল প্রার্থী কালীচরণ দাসের থেকে ১৫১ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই দিনহাটা বিধানসভা জুড়ে শুরু হয়েছে শাসক বিরোধী দ্বৈরথ। এর মাঝেই গত ১৮ই জুন দিনহাটা দুই ব্লকের কিশামতদশগ্রাম গ্রামপঞ্চায়েতের টিয়াদহ এলাকায় বিজেপি প্রার্থীর দেওর শম্ভু দাসের দেহ পাট ক্ষেত থেকে উদ্ধার হয়। ঘটনার পর রাজ্য জুড়ে তৈরি হয়েছিল আলোড়ন। তাই পঞ্চায়েতের মনোনয়ন প্রক্রিয়ার সময় থেকেই রাজ্য রাজনীতিতে তোলপাড় ঘটানো এই এলাকায় বিজেপির জয় অক্সিজেন যোগাচ্ছে বিরোধী শিবিরকে। অন্যদিকে মুখে না বললেও বিজেপি প্রার্থীর দেওর খুনের ঘটনা যে জনমানসে প্রভাব ফেলেছে তা পরোক্ষে আড়ালে আবডালে মেনে নিচ্ছেন শাসকদলের অনেক নেতাকর্মীই।

প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি। সাহায্যের হাত ফাঁসিরঘাট জলপথ সমিতির

2023-07-13

উত্তরের হাওয়া, ১৩জুলাই, কোচবিহার:: ৭২ ঘন্টায় প্রবল বৃষ্টিপাতে ও ভুটানের জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হল কুচবিহার 1 নং ব্লকের অন্তর্গত মোয়ামারি অঞ্চলের গাডডার পাড় এলাকায়। নদী মধ্যবর্তী এই এলাকা জন প্লাবিত হবার খবর শুনে সেখানেই নৌকা নিয়ে ছুটে যান কুচবিহার ফাঁসির ঘাট জলপথ সমিতি ওই স্থানীয় তৃণমূল নেতৃত্বরা ।মানুষের পাশে থেকে উদ্ধারকার্যে ও ত্রাণ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আজকের উদ্ধার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কোচবিহার ফাঁসির ঘাট জলপথ সমিতির চেয়ারম্যান রাশেদ হক কুচবিহার এক নং ছাত্র পরিষদের সভাপতি মঞ্জু দার রহমান মোয়ামারি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জুলফিকার আলী ও অন্যান্যরা।

টানা বর্ষনের ফলে মানসাই সুটুঙ্গা ধরলা নদীতে জল বাড়ায় জলমগ্ন এলাকা। সেচ দপ্তরের তরফে লাল সর্তকতা

2023-07-13

উত্তরের হাওয়া, ১৩জুলাই, মাথাভাঙা:: টানা বর্ষনের ফলে মানসাই সুটুঙ্গা ধরলা নদীতে জল বাড়ায় জলমগ্ন বেশ কিছু এলাকা। ইতিমধ্যেই মানসাই নদীতে সেচ দপ্তরের তরফে লাল সর্তকতা জারি করা হয়েছে। অসংরক্ষিত বাধ এলাকায় মানসাই সুটুঙ্গা ধরলা ধরলার জলে জলমগ্ন নদী তীরবর্তী গ্রামের , রাস্তা,ঘাট ঘর-বাড়ি, মাঠ-ঘাট। হু হু করে জল বাড়ায় বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে।মাথাভাঙা ১ ব্লকের পশ্চিম খাটেরবাড়ি,পানাগুড়ি কয়লারকুঠি, ঝিনাইগুড়ি মাথাভাঙা ২ ব্লকের কোদাল ধোয়া, চকিয়ার ছড়া,সোনাতলী,শীতল ব্লকের ভাওর থানা গ্রাম পঞ্চায়েতের কুর্শামারি ভোগাডাবরি,ছোট শালবাড়ি সহ বেশ কিছু এলাকায় জলমগ্ন বেশকিছু পরিবার।বাড়িতে জল উঠে যাওয়ায় রান্না বন্ধ। বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে অনেকেই। জলমগ্ন এলাকা পরিদর্শনে বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধিদের পরিদর্শন করে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের কাছে এলাধিক বার স্থায়ী পাকা বাধের দাবি করা হলেও কাজের কাজ কিছুই না হ ওয়ায় প্রতিবছর বন্যা পরিস্থিতি তৈরী হলে ভোগান্তি বাড়ে গ্রামবাসীদের।কোচবিহার সদরের মহকুমা শাসক অচিন্ত্যকুমার হাজারা বলেন," কিছু নিচু অসংরক্ষিত এলাকায় জল রয়েছে।পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।"

ভোট সন্ত্রাসে ভীত সিপিআইএম কর্মীদের ফেরানো হল ঘরে

2023-07-13

উত্তরের হওয়া,তুফানগঞ্জ, ১৩ জুলাই:: তুফানগঞ্জের বালাভূতে সিপিএম কর্মীদের বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, ভোটের দিন থেকেই এলাকায় সন্ত্রাস চালায় তৃণমূল। বিশেষ করে দক্ষিণ বালাভূত, উত্তর বালাভূত, চর বালাভূত এলাকায় সন্ত্রাসের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। আতঙ্কিত হয়ে প্রাণ রক্ষার তাগিদে প্রতিবেশী রাজ্য অসমে আশ্রয় নেন সিপিএমের প্রায় ৪০০ থেকে ৫০০ টি পরিবার।জানা যায়, অসমের ধুবড়ি জেলার অন্তর্গত রণপাগলী এম ভি স্কুলে আশ্রয় নেয় তারা। অনেকে আবার আশ্রয় নেয় নিজেদের আত্মীয়ের বাড়িতে।এদিন ক্যাম্পে আশ্রয় নেওয়া সেই সমস্ত পরিবারকে তুফানগঞ্জ মহকুমা প্রশাসনের উদ্যোগে ফিরিয়ে নিয়ে আসা হয়।

বন্যা পরিস্থিতি কোচবিহারে, একাধিক নদী তে বাড়ছে জল

2023-07-13

উত্তরের হাওয়া, কোচবিহার,১৩ জুলাই:,, তোর্ষা, মানসাই, রায়ডাক, কালজানি সহ জেলার মোট ৬টি নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে ঘন্টায় ঘন্টায়। কোচবিহার জেলা সেচ দফতরের তরফ জানানো হয়েছে এই তথ্য। যার ফলে কোচবিহারের একাধিক এলাকা জনমগ্ন। রীতিমত বন‌্যা পরিস্থিতি তৈরি হয়েছে কোচবিহারের বিভিন্ন এলাকায়। কোচবিহারের ১ নম্বর ব্লকের চিলকিরহাট, চান্দামারী প্রসারির হাট, নাটাবাড়ি বিধানসভার বিস্তীর্ণ এলাকা, তুফানগঞ্জ ১ এবং ২ ব্লকের একাধিক এলাকা জলমগ্ন। বিগত ৭২ ঘন্টার বৃষ্টিতেই মূলত জনস্ফীতি বলে মনে করছে সেচ বিভাগ । সেই সাথে ভুটান থেকেও কিছু জল ছাড়ার তথ্য সামনে উঠে আসছে। সম্পূর্ণ ভরে উঠেছে কোচবিহার তোর্ষা নদী। ক্রমাগত জল বৃদ্ধি পাচ্ছে নদীর। তবে এখনো পর্যন্ত কোনো নদীতে সতর্কবার্তা জারি করা হয়নি। কোচবিহার জেলা প্রশাসন সূত্র জানানো হয়েছে, যে কোন পরিস্থিতির মোকাবিলার ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা দপ্তর প্রস্তুত রয়েছে। ইতিমধ্যেই ত্রিপল, বাচ্চাদের খাবার, পর্যাপ্ত ওষুধ মজুত করা হয়েছে। কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান জানান, যেকোনো ধরনের বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে জেলা প্রশাসন সম্পন্ন প্রস্তুত। স্বাস্থ্য বিভাগ এবং সকল মহকুমা প্রশাসনকে পরিস্থিতির উপরে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

সুকুমারের বুথে জয়ী তৃণমূল প্রার্থীর সাথে সাক্ষাৎ তৃণমূল জেলা সভাপতির

2023-07-13

উত্তরের হাওয়া, কোচবিহার,১৩ জুলাই:,, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়ের বুথে হার হয়েছে বিজেপির। জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বৃহস্পতিবার সেই বুথের জয়ী তৃণমূল প্রার্থীর সাথে সাক্ষাৎ করলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক। জানা গিয়েছে, কোচবিহার উত্তর বিধানসভার ৩/১৬৫ নং বুথে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রার্থী পূর্ণিমা বর্মন জয়লাভ করেছেন। খোদ বিজেপির জেলা সভাপতির বুথে বিজেপির হারে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। আর এদিন সেখানেই পৌঁছে গিয়ে ওই তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীকে সংবর্ধনা জ্ঞাপন ও তার সাথে সাক্ষাৎ করলেন জেলা তৃণমূলের সভাপতি। এদিন সেখানে তিনি ছাড়াও কোচবিহার ২ ব্লক তৃণমূলের সভাপতি সজল সরকার সহ স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, জেলার ৩ বিজেপি বিধায়কের বুথেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে।

কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষে পদার্পণ

2023-07-13

এ বছরই শতবর্ষে পদার্পণ করছে কোচবিহারের ঐতিহ্যবাহী মহারাজা নৃপেন্দ্র নারায়ন হাই স্কুল। ১৯২৪ সালে মহারাজাদের পৃষ্ঠপোষকতায় এই স্কুল তৈরি হয়। আগামী পহেলা আগস্ট থেকে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হচ্ছে, সেদিন সকালে শোভাযাত্রায় পা মেলাবেন বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান ছাত্র শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পাশাপাশি অসংখ্য শুভানুধ্যায়ী। আজ কুচবিহার প্রেস ক্লাবে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী কোচবিহারে আপামর জনসাধারণকে ঐতিহ্যবাহী বিদ্যালয়ের শতবর্ষ পদার্পণ অনুষ্ঠানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। পহেলা আগস্ট বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে শোভাযাত্রার পাশাপাশি সারা বছরব্যাপী থাকছে বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বৃক্ষরোপণ রক্তদান সহ একাধিক কর্মসূচি।

মহারাষ্ট্র , কর্ণাটকের পুনরাবৃত্তি কি এবার দিনহাটায় ! জয়ী বিজেপি প্রার্থীদের গোপন ডেরায় রাখার উদ্যোগ বিজেপির

2023-07-13

মহারাষ্ট্র, কর্ণাটকের পুনরাবৃত্তি এবার দিনহাটায় ! জয়ী বিজেপি প্রার্থীদের অসমে নিয়ে যাওয়ার উদ্যোগ বিজেপির। বুধবার দিনহাটার ভেটাগুরিতে তাদের অসমে গোপন ডেরায় নিয়ে যাওয়ার জন্য পথে বাস আটকানো হয়। সংশ্লিষ্ট ওই বাস মালিকের অভিযোগ, বাস মালিক ভিনরাজ্যে যেতে রাজি না হওয়ায় রাস্তায় আটকানো হয় বাস। এমনই অভিযোগ বাস মালিকের। যদিও বিজেপি নেতা অজয় রায়ের সাফাই, পঞ্চায়েত ভোটে প্রার্থীরা খাটা-খাটনি করেছেন। তাই ঘুরতে নিয়ে যাওয়ার ভাবনা। যদিও বাংলায় ভোট-হিংসার শিকার প্রায় দেড়শোজন অসমে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ কটাক্ষ ছুড়ে দিয়েছেন। মূলত কোনভাবেই যাতে বিজেপির জয়ী প্রার্থীদের দল ভাঙিয়ে নিজেদের দলের সংখ্যা বৃদ্ধি করতে না পারে তৃণমূল কংগ্রেস সেই কথা মাথায় রেখে এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। একেবারেই কর্ণাটক ও মহারাষ্ট্রের ছায়া এবার পঞ্চায়েত নির্বাচনে দিনহাটাতেও লক্ষ্য করা গেল।

কোচবিহার জেলার পঞ্চায়েত নির্বাচন ২০২৩ ফলাফল

2023-07-12

কোচবিহার পঞ্চায়েত নির্বাচন ২০২৩ ফাইনাল রেজাল্ট ( জেলাশাসক প্রদত্ত) কোচবিহার গ্রাম পঞ্চায়েত মোট আসন ১২৮ ( তৃণমূল কংগ্রেস ১০১, বিজেপি ২২, হ্যাঙ ৫) কোচবিহার জেলা মোট গ্রাম পঞ্চায়েত আসন ২৫০৭ তৃণমূল ১৮৩৪ বিজেপি ৬১৫ সিপিএম ১১ ফরওয়ার্ডব্লক ৬ কংগ্রেস ১৩ নির্দল ২৮ টাই ৫৫ কোচবিহার পঞ্চায়েত সমিতি ১২ টি আসন ( ১২ আসনে জয় তৃণমূল কংগ্রেসের) ১২ টি পঞ্চায়েত সমিতির মোট আসন ৩৮৩ তৃণমূল কংগ্রেস - ৩০১ বিজেপি ৮১ নির্দল ১ জেলাপরিষদ আসন ৩৪ - ( তৃণমূল কংগ্রেস ৩২, বিজেপি ২)

বালাভূতে সিপিএম কর্মীদের বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

2023-07-09

বালাভূতে সিপিএম কর্মীদের বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, ভোটের দিন থেকেই এলাকায় সন্ত্রাস চালায় তৃণমূল। বিশেষ করে দক্ষিণ বালাভূত, উত্তর বালাভূত, চর বালাভূত এলাকায় সন্ত্রাসের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আতঙ্কিত হয়ে প্রাণ রক্ষার তাগিদে প্রতিবেশি রাজ্য অসমে আশ্রয় নিয়েছে সিপিএমের বহু পরিবার।জানা যায়, অসমের ধুবড়ি জেলার অন্তর্গত ঝাপূজাবাড়ি তৃতীয় খন্ড সাইনালের কুঠি এলাকায় অনেকে আশ্রয় নিয়েছে নিজেদের আত্মীয়ের বাড়িতে।জানা যায় মোট ৪০০ টি পরিবার আশ্রয় নিয়েছে এখানে।প্রসাশনিক সাহায্যের দাবি জানিয়েছেন অসমে আশ্রয় নেওয়া সিপিএম কর্মীরা।রবিবার দুপুরে সিপিএম এর একটি প্রতিনিধি দল আসেন আশ্রয় নেওয়া কর্মীদের সাথে সাক্ষাৎ করতে। প্রতিনিধি দলে ছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য তমসের আলী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পুনেশর অধিকারী, জেলা কমিটির সদস্য অসীম সাহা সহ অন্যানরা।

অনন্তের সাথে সাক্ষাৎ রাজীব বন্দোপাধ্যায়ের, ভোটের আগে রাজনৈতিক জল্পনা

2023-07-05

উত্তরের হাওয়া, কোচবিহার, ৫ জুলাই: পঞ্চায়েত ভোটের মুখে গ্রেটার নেতা অনন্ত মহারাজের সাথে সাক্ষাৎ তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরীয় নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। বুধবার দুপুরে অনন্ত মহারাজের বাসভবনে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য নেতা রাজিব বন্দ্যোপাধ্যায় সহ আরো অন্যান্য নেতৃত্ব। এদিন সেখানে তিনি ছাড়া উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের নেতা প্রেমানন্দ দাস সহ অন্যান্যরা। পঞ্চায়েত নির্বাচনের আগে হাতে মাত্র আর তিনদিন। তার আগে গ্রেটার নেতা অনন্ত মহারাজের সাথে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতার সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের অভিমত, পঞ্চায়েত নির্বাচনে গ্রেটার নেতা অনন্ত মহারাজ অনুগামীদের ভোটব্যাঙ্ক তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতেই এদিন অনন্ত মহারাজের সাথে সাক্ষাৎ করেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়েছেন, এদিনের এই সাক্ষাৎ কোন রাজনৈতিক সাক্ষাৎ নয়। সম্পূর্ণ ব্যক্তিগত স্তরে তার আশীর্বাদ নেওয়ার জন্যই এদিন রাজীব বাবু অনন্ত মহারাজের সাথে সাক্ষাৎ করেছেন বলে তিনি জানান। অন্যদিকে গ্রেটার নেতা অনন্ত মহারাজ জানান, কোন রাজনৈতিক দলেই এসে ইলেকশনের কথা বলছে না। ব্যক্তিগত স্তরের দেখা করতেই তারা এসেছেন বলে তিনি দাবী করেন। উল্লেখ্য একাধিক বার দেখা গিয়েছিল পৃথক রাজ্য গঠনের দাবি জানিয়েছিলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ। একাধিক সময়ে কখনো বিজেপির সাথে সখ্যতা আবার কখনো তৃণমূল কংগ্রেসের সাথে সখ্যতা লক্ষ্য করা যায় এই নেতার। সেই জায়গায় দাঁড়িয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তাহলে কি গ্রেটার নেতার দরবার হয়ে নির্বাচনের ভোট বাক্সকে ধরে রাখার চেষ্টা করছে সেই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।

তানিয়াকে সম্বর্ধনা দিল কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন

2023-07-04

উত্তরের হাওয়া, ৪জুলাই: কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় ভারতীয় মহিলা ফুটবল দলের সদস্যা কুমারী তানিয়া কামতি কে। উল্লেখ্য দিনহাটার মেয়ে তানিয়া কামতি একজন অতি সাধারণ ট্যাক্সি ড্রাইভার এর মেয়ে। নিজের অধ্যবসায় ও সাধনার ফলে আজকে সে জাতীয় ফুটবল দলে স্থান পেয়েছে। বাংলাদেশের সদ্য সমাপ্ত সাফ কেমসে ভারতীয় মহিলা ফুটবল এর হয়ে অংশ নিয়েছিল তানিয়া কামতি। এই আন্তর্জাতিক স্তরের খেলায় তানিয়ার পারফরম্যান্স দিনহাটা কোচবিহার এমনকি পশ্চিমবাংলা তথা ভারতের মান উঁচু করে। আজ মঙ্গলবার বিকেল চারটায় কোচবিহারের স্টেডিয়াম সংলগ্ন ডিস্ট্রিক স্পোর্টস এসোসিয়েশনের সভাকক্ষে তাকে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দত্ত। সহ-সভাপতি অমলেশ সরকার, সহ-সভাপতি তপন ঘোষ এবং সহ-সভাপতি অশোক হাজরা।

ভাইয়ের হাতে খুন হলো ভাই

2023-07-04

উত্তরের হাওয়া, ৪ জুলাই: মঙ্গলবার সাতসকালে ভাইয়ের হাতে খুন হলো ভাই। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার এক নম্বর ব্লকের ময়ামারী এলাকায়। ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আহত ভাইকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক জমি নিয়ে এই চার ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। পাঁচ কাঠা জমি নিয়ে গন্ডগোল। আজ সকালে ট্রাক্টর হাল বইতে আসলে সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। বড় দুই ভাই একদিকে এবং ছোট দুই ভাই একদিকে। বড় ভাইয়ের নাম পাঞ্জাব আলী, তিনি প্রধান অভিযুক্ত, সরকারি পোষির আলী। একসময় এই পশির আলী ডাকাত হিসেবে পরিচিত ছিল এলাকায়। ঘটনার সময় তিনি তার তিন নাম্বার ভাই মোকসেদ আলীর গলায় ভালো কষ্ট দিয়ে আঘাত করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। একদম ছোট ভাইয়ের গলাতেও আঘাত করা হয়েছে তাকেও কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তার অবস্থা ও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। ঘটনা তদন্ত নেমেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। তবে ও মূল অভিযুক্ত দুই ভাই এখন ফেরার। শোকের ছায়া এলাকায়।

বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোম উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

2023-07-04

উত্তরের হাওয়া, ৪ জুলাই, বক্সীরহাট: বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোম উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো সংশ্লিষ্ট এলাকায়। তৃণমূলের দুষ্কৃতীরাই এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ ওই বিজেপি প্রার্থীর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ। মঙ্গলবার সাতসকালে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের ভানুকুমারী-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাকুঠি জোড়াইমোড় এলাকার ঘটনা। ৯/১৩০ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সুমিত দাসের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় ওই বোমা। ওই বিজেপি পার্থী সুমিত দাসের অভিযোগ, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই বিজেপির মধ্যে আতঙ্ক তৈরি করতে স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীরা তাকে প্রাণে মারার উদ্দেশ্যেই বোম ছুড়েছিল, কিন্তু কোনক্রমে বোমটি ফাটেনি। গোটা ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন তিনি। যদিও এ ব্যাপারে স্থানীয় তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি সুজিত ঘোষ বলেন, বিজেপি বোমের রাজনীতি করে। গত লোকসভা ভোটের পর গোটা ব্লক জুড়ে বোমের আতুরঘর তৈরি করেছিল বিজেপি। ভোটের আগে মানুষের সিমপেথি পেতে নিজের বাড়ির সামনে বোম রেখে পুলিশকে b jiখবর দিয়েছে ওই বিজেপির পার্থী । তৃণমূল অন্তত বোমের রাজনীতি করে না। বিগত বছরে এমন কোন রেকর্ড নেই।

তৃণমূল কংগ্রেসের ব্যানার ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ

2023-07-04

উত্তরের হাওয়া, ৪ জুলাই ২০২৩ঃ ব্যানার ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল হলদিবাড়িতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ১৫৩ নং বুথ এলাকায়। সোমবার সকালে কাঞ্ছার মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা দেখতে পান, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থীর বাড়ির অদূরে একটি পুকুরে দলীয় পতাকা ও দলীয় ব্যানার ছিঁড়ে ফেলা অবস্থায় পড়ে রয়েছে। দলীয় প্রার্থী ডারিন প্রধানের বাবা লাকি প্রধানের অভিযোগ,এটা বিরোধীদের কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হলদিবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরে এই নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বিশ্বনাথ রায় বলেন, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার সন্ত্রাসের অভিযোগ বিজেপির

2023-07-04

উত্তরের হাওয়া, ৪ জুলাই ২০২৩ঃ তুফানগঞ্জ মহকুমার মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার সন্ত্রাসের অভিযোগ নিয়ে আসলো বিজেপি। শুধু তাই নয় বিজেপির একাধিক অভিযোগ করা সত্ত্বেও এলাকার প্রধান অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের রাজেশ তন্ত্রীকে প্রশাসন গ্রেপ্তার করছে না কেন তা নিয়েও সরব হয়েছেন তারা। সোমবার সকালে রীতিমতো মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। বিজেপির অন্যতম নেতৃত্ব উজ্জ্বল কান্তি বসাক নিজের বক্তব্যে বলেন, মারুগঞ্জ এলাকায় নিত্যনৈমিত্তিক বিজেপি কর্মী সমর্থক এবং প্রার্থীদের উপরে হামলা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আশ্রিত রাজেশ তন্ত্রী এবং তার দলবল। প্রায় প্রতিরাতেই বাইক বাহিনীর মিছিল করে তাদের কর্মী সমর্থকদের বাড়ি আক্রমণ করছে ভাঙচুর করছে। একাধিকবার তুফানগঞ্জ থানাতে অভিযোগ জানিও কোন লাভ হয়নি বলেও অভিযোগ করেন তিনি। প্রশাসনিক দৃষ্টি ও থাকে এডিটিং কড়া ভাষায় কটাক্ষ করেছেন উজ্জ্বল বাবু। তিনি বলেন এইভাবে চলতে থাকলে নির্বাচনের আগেই আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবে বিজেপি। অপরদিকে অভিযোগ কে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে প্রধান অভিযুক্ত রাজেশ তন্ত্রী। তিনি বলেন এই সমস্ত নব্য বিজেপি এবং পুরনো বিজেপির মধ্যবর্তী অন্তর দ্বন্দ্ব। তৃণমূলের সঙ্গে কোন যোগাযোগ নেই।

ভেটাগুড়ি বাজার ও সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সারলেন এনবিএসটিসি চেয়ারম্যান তথা তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়

2023-06-30

ভেটাগুড়ি বাজার ও সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সারলেন এনবিএসটিসি চেয়ারম্যান তথা তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়। শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের আসনের প্রার্থী মলি রায় সিংহ, পঞ্চায়েত সমিতির ৩৯ নং আসনের প্রার্থী রাজীব কুমার বর্মন ও পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে এদিন প্রচারে আসেন তিনি। ভেটাগুড়ি বাজার এলাকায় দীর্ঘক্ষণ ভোট প্রচার করতে দেখা যায় এন বিএসটিসি চেয়ারম্যান তথা মুখপাত্র পার্থপ্রতিম রায় কে। এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা ১ বি ব্লক তৃণমূলে সভাপতি অনন্ত কুমার বর্মন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের আরো অন্যান্য নেতৃত্ব। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই ভোট প্রচার এবং জনসংযোগ কর্মসূচিতে নামছে তৃণমূল এবং বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এদিকে এন বি এস টি সি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, ভেটাগুড়িতে বিজেপির লজ্জাজনক হার হবে। একটি আসনে প্রার্থী দিতে পারেনি। তিনি আরো জানান আগামী ৪ জুলাই ভেটাগুড়ি ফুটবল খেলার মাঠে রয়েছে নির্বাচনী জনসভা দলীয় প্রার্থীদের সমর্থনে।

কোচবিহার জেলা জুড়ে সন্ত্রাস ও বিজেপি প্রার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে ধর্নায় বিজেপি বিধায়করা

2023-06-30

কোচবিহার জেলা জুড়ে সন্ত্রাস ও বিজেপি প্রার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে ধর্নায় বিজেপি বিধায়করা কোচবিহার জেলা পরিষদের ২৬ নং আসনের বিজেপি প্রার্থীকে বিনা কারণে গ্রেপ্তার করার প্রতিবাদে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও করে ধরনায় বসলেন কোচবিহারের ছয় বিজেপি বিধায়ক। শুক্রবার দুপুরে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে তারা ধর্নায় বসেন। তাদের অভিযোগ, বহু কর্মীকে মিথ্যা মামলায় লকআপে পুড়ছে পুলিশ। এমন কি বিজেপির জেলা পরিষদ আসনের প্রার্থীকেও বিনা দোষে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি সিতাইয়ের গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর টুলটুল বর্মন কেও গ্রেফতার করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। একদিকে যেমন তারা বিনা কারণে বিজেপির প্রার্থীদের গ্রেপ্তারের অভিযোগ তুলছেন তেমনি জেলা জুড়ে যেভাবে সন্ত্রাস চলছে তারও প্রতিবাদে এদিন তারা সেখানে সরব হন। এদিন ওই ধরনা কর্মসূচি চলাকালীন উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিধায়ক মিহির গোস্বামী, তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন, শীতলখুচির বিধায়ক বরেন চন্দ্র বর্মন। একদিকে যেমন বিজেপি বিধায়করা জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বসেছেন ধর্নায় তেমনি জেলা পুলিশ সুপারের দপ্তরের বাইরে বিক্ষোভ কর্মসূচিতে শামিল বিজেপি কর্মী সমর্থকরা। উল্লেখ্য ২০১৮ সালের একটি মামলায় কোচবিহার জেলা পরিষদের 26 নং আসনের বিজেপি প্রার্থীর তরণীকান্ত বর্মনকে গ্রেফতার করেছে কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। ইতিমধ্যেই বৃহস্পতিবার তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয় পেশ করা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। যার ফলে ওই প্রার্থী কে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন জেলেই থাকতে হবে ফলে কিভাবে তিনি ভোট প্রচার করবেন বা ভোটের লড়াই করবেন তা নিয়েও প্রশ্ন উঠছে এই বিষয়কে সামনে রেখেই পথে নামল বিজেপি নেতৃত্ব।




Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 253892