/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Tuesday 28 January 2025
2024-02-19 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views : 174
উত্তরের হাওয়া, ১৯ ফেব্রুয়ারি: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে কোচবিহার -কোলকাতাগামী রুটে নতুন বাসের শুভ যাত্রার সূচনা করা হলো। সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, এই রুটে তিনটি নতুন বাস দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, আধুনিক বি সিক্স মডেলের ৩১ টি বাস ইতিমধ্যেই ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাসগুলির রুট এখনো ঠিক হয়নি, কিছু টেকনিক্যাল কারণে পরিষেবা দেওয়াও সম্ভব হচ্ছিল না। এদিন পুরনো রুট কোচবিহার কলকাতা নতুন বাসের মাধ্যমে চালু করা হলো। এরপর আস্তে আস্তে 31টি বাসের রুট তৈরি হবে। পর্যায়ে তিনটি বাস কলকাতা রুটে যাতায়াত শুরু করছে আজ। যাত্রী নিয়ে তারই শুভ সূচনা হলো কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে।
# | message |
---|