Tuesday 21 May 2024


রাজ্য

গরমের ছুটির পালা শেষে আগামী ৩ জুন থেকে খুলছে স্কুল

2024-05-21

উত্তরের হাওয়া, ২১ মে: খুব শীঘ্রই শেষ হতে চলেছে গরমের ছুটি। খুলে যাবে স্কুল কলেজ। আজ মঙ্গলবার গরমের ছুটি নিয়ে শিক্ষা দপ্তর জানিয়েছে যদি পরিস্থিতি ঠিক থাকে, তাহলে আগামী ৩ জুন থেকে স্কুল খুলবে। এর আগে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছিল ২রা জুন থেকে রাজ্যে খুলবে স্কুল। আরো জানানো হয়েছিল গরমের ছুটির পর অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলগুলিকে। ইতিমধ্যেই তা নির্দেশিকা জারি হয়েছে। অন্যদিকে ভোটের কাজে স্কুল গুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থাও হয়েছিল। কেন্দ্র বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে কেমন অবস্থায় রয়েছে তা বিদ্যালয় পরিদর্শক এর থেকে জানতে চেয়েছিল শিক্ষা দপ্তর। উল্লেখ্য রাজ্যের ছুটির তালিকা অনুসারে চলতি বছর ৬ মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্য সরকারের স্কুল গুলিতে তা শেষ হবে ২ জুন। তবে আচমকাই তীব্র দাবদাহের জেরে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য। তবে এখন আবহাওয়া অনেকটাই বদল এসেছে। তাই এবার শেষ হতে চলেছে গরমের ছুটি। আগামী ৩ জুন থেকে খুলবে রাজ্যের স্কুল।

একাধিক দাবীতে বামনহাট রেল দাবী সমিতি তরফে ডেপুটেশন বামনহাট ষ্টেশন মাস্টারের কাছে

2024-05-05

উত্তরের হাওয়া, ৫ মেঃ বামনহাট রেল স্টেশনের পরিকাঠামোর উন্নয়ন ও রেলের কোচ সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়ে বামনহাট রেল স্টেশনে ডেপুটেশন দিল দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশন ও বামনহাট রেল দাবী সমিতি । আজ বামনহাট রেল স্টেশনে পৌঁছায় দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশন ও বামনহাট রেল দাবী সমিতির সদস্যরা। বামনহাট ষ্টেশন মাষ্টারের মাধ্যমে আলিপুরদুয়ার ডিভিশন রেলওয়ে ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। সেই স্মারক লিপিতে আট দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলি ছিল, বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেসের ১টি স্লিপার এবং ১টি জেনারেল কোচ বৃদ্ধি, শিলিগুড়ি -দিনহাটা, শিলিগুড়ি -বামনহাট ডিএমইউ পুনরায় চালু , বামনহাট রেল স্টেশনের ২ ও ৩ নং প্ল্যাটফর্ম সম্প্রসারণ , বামনহাট থেকে নিউ কোচবিহার রেলের বৈদ্যুতিকরণ দ্রুত শেষ করা সহ একাধিক দাবি জানানো হয় আজকের ডেপুটেশনে। এদিনের এই ডেপুটশনে উপস্থিত ছিলেন , দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশনের কনভেনর প্রফেসর ড. রাজা ঘোষ, জয় গোপাল ভৌমিক, বামনহাট রেল স্টেশন দাবি সমিতির শুভঙ্কর ভাদুরি সহ অন্যান্য সদস্যরা।

প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল

2024-05-02

উত্তরের হাওয়া, ২মে: মাধ্যমিক পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান হতে চলছে। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে সকাল ৯টায়। মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে খুশির হাওয়া। জীবনে প্রথমবার বোর্ডের পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হবে। কত স্বপ্নের জাল বুনে চলেছে পরীক্ষার্থীরা। তাদের নতুন জীবন শুরু হবে। কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে তারই প্রাথমিক পদক্ষেপ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। তাদের ফলাফল কেমন হবে গভীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে পরীক্ষার্থীরা। সকাল ৯-টায় মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক সম্মেলন ডেকে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে। সকাল ৯-টা ৪৫ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। আগামীকাল সকাল ১০-টা থেকে বিভিন্ন ক্যাম্প অফিসের মাধ্যমে স্কুলগুলিকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে। এবছর মাধ্যমিক পরিক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ২৩ হাজারের কিছু বেশি ছাত্রছাত্রী। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষার লিখিত পরীক্ষা শুরু হয় ২রা ফেব্রুয়ারী, চলে ১২ই ফ্রেব্রুয়ারী পর্যন্ত। পরীক্ষার্থীরা ৯টা ৪৫ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন। মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করবে সকাল ৯টা তারপর থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা সরাসরি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন। মধ্যশিক্ষা পর্ষদের wbbse.wb.gov.in এবং wbresults.nic.in গিয়ে ক্লিক করে রেজাল্ট দেখতে পাবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা।

উদয়ন গুহকে পাঁচ কোটি টাকা চেয়ে হুমকি

2024-04-24

উত্তরের হাওয়া, ২৪ এপ্রিল: কোচবিহারে ভোটের এক সপ্তাহ হয়নি। আর এর মধ্যেই উত্তরবঙ্গ উয়ন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছে একটি হুমকি চিঠিকে এসেছে বলে খবর। যা নিয়ে চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে। কেএলও সংগঠনের তরফে এই হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে খবর। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে হুমকি চিঠি দিয়েছে কেএলও-র। ১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা চেয়ে বুধবার সকালে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ওই হুমকি চিঠি দেওয়া হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। হুমকি চিঠির এই ঘটনায় কোচবিহারের রাজনৈতিক ও পুলিশ মহলে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি পুলিশকে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি জানান, সকালে হোয়াটসঅ্যাপে চিঠি এসেছে। আমি টাকা দিচ্ছি না। আমি ভয়ও পাচ্ছি না। তবে পুলিশ তদন্ত করলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে। চিঠিতে লেখা রয়েছে, গত ১৯৯৩ সাল থেকে তারা এই যুদ্ধ চালিয়ে আসছেন। তাদের সহযোগিতা করার জন্য আগামী ১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা দেওয়ার আবেদন জানানো হয়েছে। চিঠির বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে পুলিশ মহলে। তবে মন্ত্রী উদয়ন গুহকে এই হুমকি চিঠি পাঠানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

ভোট পরবর্তী হিংসায় ফের শিরোনামে দিনহাটা

2024-04-20

উত্তরের হাওয়া দিনহাটা, ২০ এপ্রিল: ভোটের রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক হিংসায় ফের নাম জড়াল দিনহাটা বিধানসভার। শুক্রবার রাতে সংশ্লিষ্ট বিধানসভার কিশামতদশগ্রামের টিয়াদহে সক্রিয় তৃণমূল কর্মী সুকুমার মালির বাড়িতে ভাঙচুর ও ওই তৃণমূল কর্মীর বাবা নিবারন মালির দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস কর্মীর স্ত্রী হেমতি মালির অভিযোগ, গতকাল রাত ১১ টা নাগাদ বাড়িতে নাবালক ছেলে ও মেয়েকে নিয়ে ছিলাম। স্বামী বাড়িতে ছিলেন না। সেসময় বাড়ির টিনের চালে ক্রমাগত শিল ছোড়া হয়। ভয় পেয়ে পাশেই আত্মীয় বাড়িতে যাই। সেসময়ই বিজেপির লোকেরা বাড়িতে ভাঙচুর চালায়। শ্বশুর মশাই এগিয়ে আসতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন। তার সংযোজন, ঘরে থাকা সোনার গয়না ও টাকাও লুঠপাট হয়েছে। বাজনা বাজিয়ে সংসার চলে। সক্রিয়ভাবে তৃণমূল করার খেসারত দিতে হল। তৃণমূলের কিশামতদশগ্রাম অঞ্চল সভাপতি জগদীশচন্দ্র রায়ের মন্তব্য, বিজেপি ওখানে হারবে বলেই সক্রিয় ওই কর্মীকে টার্গেট করা হয়েছে। আমাদের দলীয় নেতৃত্বও এলাকায় যাবেন। যদিও বিজেপি নেতারা হিংসার ক্ষেত্রে বিজেপির যোগ অস্বীকার করেছেন ও তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই ঘটনা ঘটেছে বলে পাল্টা দাবী করেছেন। এদিকে ঘটনার জেরে এলাকায় গতকাল রাত থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগের ভিত্তিতে রাতেই ঘটনাস্হলে পৌছে পরিস্হিতি খতিয়ে দেখেছে পুলিশ। এরপর শনিবার আক্রান্ত তৃণমূল কর্মীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।

কোচবিহারে যাবেন না বোসকে অনুরোধ নির্বাচন কমিশনের

2024-04-17

উত্তরের হাওয়া, ১৭এপ্রিল: উত্তরবঙ্গে নির্বাচন চলার সময় রাজ্যপালকে সেখানে না যাওয়ার পরামর্শ দিল নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, নির্বাচনের দিন রাজ্যের রাজ্যপাল যদি নির্বাচনক্ষেত্রে উপস্থিত থাকেন, তবে তা ভোটের আদর্শ আচরণ বিধি ভাঙবে। প্রসঙ্গত, শুক্রবারই প্রথম দফার নির্বাচন হবে উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্র-জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।রাজ্যপাল জানিয়েছিলেন, ভোট চলাকালীন তিনি নিজে কোচবিহারে থাকবেন। সরেজমিনে খতিয়ে দেখবেন এলাকার পরিস্থিতি। তবে কমিশন জানিয়ে দিল ভোটের আদর্শ আচরণ বিধি এর ফলে লঙ্ঘিত হবে।

উদয়নকে গৃহবন্দী রাখার আর্জি নিশীথের

2024-04-17

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৭ এপ্রিল: শান্তিপূর্ণ ও অবাধ ভোট করতে ভোটের দিন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গৃহবন্দী রাখার দাবী তুললেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক । নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে এই আর্জি জানিয়েছেন তিনি। কমিশনকে দেওয়া চিঠিতে নিশীথ লিখেছেন, ‘আপনারা জানেন যে উদয়ন গুহই যাবতীয় গুন্ডামির মূল। নির্বাচনি আদর্শ আচরণবিধি চালু থাকা সত্ত্বেও প্রশাসনের অনুমতিক্রমে করা র‌্যালিতেই আমাকে দু’বার আক্রমণ করেছেন।’ পাশাপাশি ২০২১ সালের বিধানসভা ভোটের পর অশান্তির প্রসঙ্গ উদাহরণ হিসাবে তুলে ধরে উদয়নকে শান্তির পক্ষে ক্ষতিকারক বলে প্রমান করার চেষ্টা করেছেন তিনি। নিশীথের অভিযোগ, উদয়ন গুহর নেতৃত্বে বারবার কোচবিহারে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে। ভোটের দিনও একইরকমভাবে সন্ত্রাস হতে পারে। উদয়ন গুহ যাতে তাঁর বুথের বাইরে বের হতে না পারেন তা দেখুক কমিশন । তাঁর সংযোজন, লোকসভা নির্বাচনের প্রচার বিগত দিনে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য রেখেছেন। এতে কর্মীরা প্ররোচিত হয়ে গন্ডগোল করতে পারে। গত ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল তাতে জাতীয় মানবাধিকার কমিশন যে দুষ্কৃতীদের নাম উল্লেখ করেছিল তাতে উদয়ন গুহর নাম ছিল। তাই শান্তিতে ভোট করানোর লক্ষ্যে ভোটের দিন তাঁর বুথের মধ্যে তাঁকে রাখা হোক। বিষয়টি নিয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী সাংবাদিক বৈঠক করে একধাপ এগিয়ে উদয়ন গুহকে গৃহবন্দি করার দাবি জানিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন উদয়ন। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মানুষের পাশে থেকে সবসময় কাজ করেন বলে জানান উদয়ন। মানুষও তাঁকে চায়। তাই ভয় পেয়েছেন নিশীথ প্রামাণিক। এসব করে কোনও লাভ হবে না। মানুষের অধিকার মানুষই বুঝে নেবেন। আমি ঘরে বসে থাকলেও মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিয়েছে।

প্রচার থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের গাড়ি

2024-04-06

উত্তরের হাওয়া, ৬ মার্চ: প্রচার থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায়ের গাড়ি। শনিবার সন্ধ্যায় তাঁর গাড়িতে একটি ম্যাটাডর এসে ধাক্কা মারে বলে অভিযোগ। পিছন থেকে গাড়িটিতে ধাক্কা মারা হয়। সে সময় ভিতরে বসেছিলেন সৌগত রায়। অল্পের জন্য বড় বিপদ থেকে তিনি রেহাই পান বলে খবর। ম্যাটাডরটিকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককে। শনিবার সোদপুরের এইচবি টাউনের সামনে ঘটনাটি ঘটেছে। আজকের প্রচার থেকে ফেরার সময়ই সৌগত রায়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এটি নিছক দুর্ঘটনা কি না তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ার পর অন্য একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে বেরোন সৌগত রায়।

দাপিয়ে বেড়াল বাইসন, আতঙ্ক বীরপাড়ায়

2024-04-01

উত্তরের হাওয়া, আলিপুরদুয়ার, ৩১ মার্চ: লোকালয়ে দাপিয়ে বেড়াল একটি বাইসন। ফলে আতঙ্কে কাটালেন আলিপুরদুয়ার জেলার বীরপাড়া ব্লকের পরোরপাড় ও সংলগ্ন এলাকায়। পরে বাইশনটি একটি পুকুরের কুচুরিপানায় আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আলিপুরদুয়ার থানার পুলিশ এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। বাইসনটি পুকুরের আটকে থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হয় বনকর্মীদের। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর বাইসনটিকে পুকুর থেকে টেনে উদ্ধার করে বনকর্মীরা। বর্তমানে বাইসনটি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ও চিকিৎসার জন্য রাজাভাতখাওয়া নিয়ে যাওয়া হয়েছে বলে বনদপ্তর সুত্রে খবর।

জোটে জটিলতা কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস

2024-03-30

উত্তরের হাওয়া, কোচবিহার, ৩০ মার্চ: জোট নিয়ে জটিলতা চলছিলই। কোচবিহারে বামফ্রন্টের শরিক ফরওয়ার্ডব্লক প্রার্থী ঘোষনার পরও প্রার্থী দেয় কংগ্রেসও। তা নিয়ে শুরু হয় রাজনৈতিক জল্পনা। বাম কংগ্রেস জোটের কথা মাথায় রেখে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সকাল পর্যন্ত কংগ্রেস প্রার্থীপদ প্রত্যাহার করবে কিনা তা নিয়েও চলল চর্চা। কিন্তু শেষমেষ জোটের মুখরক্ষা হলনা। মনোনয়ন প্রত্যাহার করলেন না কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরী। শনিবার বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহারের সময় থাকলেও কংগ্রেস প্রার্থী তার প্রার্থী পদ প্রত্যাহার করেননি। স্বভাবতই কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক সন্মুখ সমরে। জাতীয় কংগ্রেসের রাজ্য স্তরের নেতা তথা প্রার্থীর নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ সরকারের মন্তব্য, কংগ্রেস একটি সর্বভারতীয় দল। তার সঙ্গে কোনো অবস্থাতেই ফরওয়ার্ড ব্লকের তুলনা হয়না। তাই ফরওয়ার্ড ব্লকের জন্য কংগ্রেসের মনোনীত প্রার্থীর প্রার্থী পদ প্রত্যাহারের কোন প্রশ্নই ওঠে না। তাঁর সংযোজন, কোচবিহার জেলায় ফরওয়ার্ড ব্লকের কোন সাংগঠনিক ক্ষমতাই নেই, তারাই প্রার্থী পদ প্রত্যাহার করতে পারতো। কংগ্রেসের দাবী, ফরওয়ার্ড ব্লক এর থেকে অনেক বেশি ভোট পাবে কংগ্রেস। বাম কংগ্রেস জোটে এই জটিলতায় চর্চা শুরু হয়েছে সচেতন মহলে। জোট ভাঙায় আখেরে কার ক্ষতি হয় সেজন্য অবশ্য অপেক্ষা করতে হবে ফলাফল পর্যন্ত।

কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ আলিপুরদুয়ারে

2024-03-30

উত্তরের হাওয়া, আলিপুরদুয়ার, ৩০ মার্চ: ভোটের দিনক্ষন ঘোষণা হয়েছে। জোরকদমে প্রচার শুরু করেছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরাও। এর মধ্যেই নির্বাচনের আগে সুরক্ষা, শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে। শনিবার আলিপুরদুয়ার ১ ব্লকের শালকুমারহাট, সিদাবাড়ি সহ সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ হয়েছে। সাথে উপস্হিত ছিলেন স্হানীয় পুলিশ আধিকারিকরাও। রুটমার্চ চলাকালীন সাধারণ মানুষের সাথে কথা বলেন তাঁরা। নির্ভয়ে ভোট দানের কথাও বলেন। বাহিনীকে কাছে পেয়ে সাধারণ মানুষ তাঁদের অভিযোগও করেন।

ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত তুফানগঞ্জ শহরের রানীরহাট বাজারের তিনটি দোকান

2024-03-29

উত্তরের হাওয়া, ২৯ মার্চঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত তুফানগঞ্জ শহরের রানীরহাট বাজারের তিনটি দোকান। বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নি কাণ্ডে পুরোপুরি ভূষ্মভূত হয়ে যায় তিনটি দোকান। স্থানীয় সূত্রে জানা গেছে, দশকর্মা ভান্ডারের দোকান থেকেই প্রথম আগুন পাশের একটি মিষ্টির দোকান এবং মুদি খানার দোকানে ছড়িয়ে পড়ে। ক্ষতি হয় পান মশলার দোকানেরও। স্থানীয় দোকানীদের মতে ক্ষয় ক্ষতির পরিমান ৫০ লক্ষাধিক টাকা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন ও তুফাগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি ভাবে আগুন লাগে, তার সঠিক কারণ জানা যায়নি। আজ সকালে পরিদর্শনে আসেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান।

দিলীপ ঘোষকে শোকজ নির্বাচন কমিশনের

2024-03-28

উত্তরের হাওয়া, ২৮ মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের ঘটনায় দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে শো কজ করল কমিশন। আগামী শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে দিলীপকে শো কজের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যে মন্তব্য করেছেন তা আপত্তিজনক বলে দিলীপকে পাঠানো শো কজ নোটিসে উল্লেখও করেছে নির্বাচন কমিশন। এই ঘটনায় আগেই দিলীপকে শো কজ করেছিল বিজেপি। চাপে পড়ে দুঃখ প্রকাশ করেছিলেন দিলীপ। তার পরেও অবশ্য ভোল বদল করে কার্যত নিজের অবস্থাতেই অনড় থাকার বার্তা দিয়েছেন তিনি। তবে এবার কমিশন পদক্ষেপ করায় স্বভাবতই চাপে পড়লেন বিজেপি নেতা। কমিশনের শো কজের জবাবে দিলীপ কী যুক্তি দেন, সেটাই এখন দেখার। গতকালই দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই আপত্তিকর মন্তব্য করেন। এর পরেই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ পেয়েই দিলীপের মন্তব্য নিয়ে জেলাশাসকের রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। দিলীপের এই মন্তব্য ভাল ভাবে নেয়নি তাঁর দল বিজেপি-ও। দলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দিলীপকে শো কজ করে চিঠি পাঠিয়ে জানানো হয়, আপনি এ দিন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন তা অশোভনীয় এবং অসংসদীয়। এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরার বিরোধী এবং দল কোনওভাবেই অনুমোদন করে না।

সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানের গুলিতে আহত এক পাচারকারী

2024-03-26

উত্তরের হাওয়া, ২৬ মার্চ: সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানের রবার বুলেটের আঘাতে জখম হয়েছেন একজন গরু পাচারকারী। জানা যায় সিতাই ব্লকের চামটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বরথর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের ৭৫ নাম্বার ব্যাটেলিয়ানে জওয়ানরা বাধা দিলে পাচারকারীরা একত্রিত হয়ে পাল্টা বিএসএফ জওয়ানদের ওপর আক্রমণ করে সেই সময় আত্মরক্ষার্থে সেখানে থাকা এক বিএসএফ জওয়ানের ছোড়া রবার বুলেটে আঘাত পেয়ে গুরুতর আহত হয় লিটন মিয়া নামে এক বাংলাদেশী গরুর পাচারকারী। এই ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে সিতাই সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ওপর হামলা করে একদল গরু পাচারকারী। তখনই তাঁদের লক্ষ্য করে পাল্টা রবার বুলেট ছোঁড়েন জওয়ানরা। তাতেই আহত হন লিটন মিয়াঁ নামের সংশ্লিষ্ট গরু পাচারকারী। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, আহত লিটন বাংলাদেশের লালমনিরহাট জেলার আদিতমারী থানার অধীন দুর্গাপুরের বাসিন্দা। এদিন সকালে লিটন সহ একদল গরু পাচারকারী বিএসএফ জওয়ানদের ওপর হামলা করলে তাঁদেরও পাল্টা ‘জবাব’ দেওয়া হয়। তাতেই আহত হন লিটন। আহত লিটন মিয়াকে আহত অবস্থায় কোচবিহারে এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই বিএসএফ এবং জেলা পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।

স্পেশাল এডুকেশন ট্রেনিং কলেজ এর ছাত্র ছাত্রীরা বসন্ত উৎসবে মাতলো

2024-03-23

উত্তরের হাওয়া, ২৩ মার্চ: স্বপ্ন সোসাইটির দ্বারা পরিচালিত "পথ " বিশেষ বিদ্যালয়ের বিশেষ ভাবে সক্ষম শিক্ষার্থী রা "পথ " ইনক্লুসিভ মডেল স্কুলের সাধারণ শিক্ষার্থী দের সাথে এবং তরাই ডুয়ার্স স্পেশাল এডুকেশন ট্রেনিং কলেজ এর ছাত্র ছাত্রীরা একসাথেই বসন্ত উৎসবে মাতলো l আজকের এই বসন্ত উৎসবের আয়োজক স্বপ্ন সোসাইটির পক্ষ থেকে অমিতাভ বর্মন বলেন যে আজকের এই কর্মসূচিতে সাধারণ শিশু দের সাথে সাথে বিশেষ ভাবে সক্ষম শিশুরা ও আনন্দ উপভোগ করলো সেই সাথে সাধারণ শিশুর অভিভাবকদের সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অভিভাবকরাও একসাথে তাঁদের আনন্দ উপভোগ দেখলেন l আজকের এই কর্মসূচিতে বিশেষ ভাবে সক্ষম শিক্ষার্থী প্রায় ৪৫ জন উপস্থিত ছিলেন এবং সাধারণ শিক্ষার্থী ১২০ জন উপস্থিত ছিলেন।

নতুন জেলাশাসকের নাম ঘোষণা করে দিল নির্বাচন কমিশন

2024-03-22

উত্তরের হাওয়া, ২২ মার্চ: লোকসভা নির্বাচনের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে জারি হয়ে গিয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট। মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষনা হওয়ার পরই প্রশাসনিক সমস্ত ব্যবস্থার দায়িত্ব চলে গিয়েছে নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন কমিশন দায়িত্ব পেতেই পশ্চিমবঙ্গের পাশাপাশি একাধিক রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের রদবদল শুরু করে দিয়েছে। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফ থেকে বীরভূম সহ চার জেলার জেলাশাসকদের বদলি করার নির্দেশ দেয়। এবার জেলাশাসকদের নাম ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর মোড অফ কন্ডাক্ট জারি হতেই প্রথম পদক্ষেপ হিসাবে রাজ্য পুলিশের ডিজি পরিবর্তন করা হয়। নির্বাচন কমিশন রাজিব কুমারকে সরিয়ে দেয়। এরপরই বৃহস্পতিবার বীরভূমের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায়, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তনবীর আফজল এবং ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়ালকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। বৃহস্পতিবার এই চার জেলার জেলাশাসকদের সরিয়ে দেওয়ার পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল নানান অভিযোগের আঙ্গুল তুলতে শুরু করে বিজেপির দিকে। তাদের তরফ থেকে দাবি করা হয়, বিজেপির অঙ্গুলি হেলনেই নির্বাচন কমিশন চার জেলার জেলা শাসকদের সরিয়ে দিয়েছে। কেননা এই চার জেলার মধ্যে আবার বীরভূম ও পূর্ব বর্ধমানের দুই জেলাশাসক পূর্ণেন্দু মাজি এবং বিধান রায়কে মাস দুয়েক আগেই বদলি করা হয়েছিল। নির্বাচন কমিশনের তরফ থেকে চার জেলার জন্য নতুন যে সকল জেলা শাসকদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন, পূর্ব মেদিনীপুরের জয়শী দাশগুপ্ত, ঝাড়গ্রামের মৌমিতা গোদারা বসু, পূর্ব বর্ধমানের কে রাধিকা আইয়ার এবং বীরভূমের শশাঙ্ক শেঠি। যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের আগামী শনিবার সকাল ১০টার মধ্যে নিজের দায়িত্বভার বুঝে নিয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

ধুপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা গুরুতর আহত দুই

2024-03-16

উত্তরের হাওয়া, ১৬মার্চ: শনিবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধুপগুড়িতে। ৪৮ নং এশিয়ান হাইওয়ের ঠাকুরপাট এলাকায় দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক গুরুতর অসুস্থ বলে জানা গিয়েছে। সংঘর্ষের তীব্রতা এতটা ছিল যে ঘটনাস্হলে দুটি গাড়িতে আগুনও লেগে যায়। যদিও ধুপগুড়ি দমকল কেন্দ্রের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ি থেকে গয়েরকাটার দিকে যাওয়ার পথে উল্টোদিকে একটি তেলের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হয় একটি পেঁয়াজ বোঝাই গাড়ির। ঘটনায় দুই গাড়ির চালক ও সহকারি গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের জলপাইগুড়ি হাসপাতালে স্হানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ে সহ জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলে পৌছান ধুপগুড়ি থানার ট্রাফিক ওসি বিপি লামা , ধুপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য ও মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করেন।

ফেসবুক ইনস্টাগ্রাম অটোমেটিক লগআউট

2024-03-05

উত্তরের হাওয়া, ৫ মার্চ: হঠাৎ অচল হয়ে গিয়েছে ফেসবুক। ব্যবহারকারীদের অভিযোগ ব্যবহার করতে করতেই হঠাৎ একাউন্ট লগ আউট হয়ে যায়। তারপর আর লগ ইন করা যাচ্ছেনা। সমস্যা ইনস্টাগ্রামেও। বিপাকে গ্রাহকেরা। দুনিয়া জুড়েই এই সমস্যা জারি।

তৃণমূল ছাড়লেন বরানগরের বিধায়ক তাপস রায়

2024-03-04

মনোজ কুমার বর্মন, ৪ মার্চ: ২৪ এর লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দৈন্য দশা যেন ক্রমশ প্রকট হয়ে উঠছে। কোন মতেই দলের অন্তর্কোন্দল থামাতে পারছে না দল।ব বিদ্রোহী কুনাল ঘোষ দলের মুখপাত্র এবং সম্পাদকের পদ ছাড়ার পরপরই এবার বিস্ফোরক মন্তব্য তাপস রায়ের। সংবাদ মাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে, আজই বিধানসভায় অধ্যক্ষ মহোদয়ের কাছে নিজের পদত্যাগ পত্র জমা করবেন বরানগরের প্রবীণ এই বিধায়ক। দলত্যাগের সিদ্ধান্তে তিনি যে অনড় সে কোথাও তিনি স্বীকার করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, কিছুদিন ধরেই তিনি উত্তর কলকাতার সংসদ মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে যাচ্ছিলেন । আর আজ সকাল বেলা ড্যামেজ কন্ট্রোলে ওনার বাড়িতে যান উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও কুনাল ঘোষ । ওনারা দলত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করলেও, তিনি যে আর কোনমতেই দলে ফিরবেন না সে কথাও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তাপস বাবুর অভিযোগ, বিস্ময়করভাবেই কুনাল ঘোষ এবং ব্রাত্য বসুর সঙ্গে ওনার কথাবার্তা চলাকালীনই সুব্রত বক্সীর শোকজ নোটিশ পান কুনাল ঘোষ। অন্ততঃ স্বচ্ছ ভাবমূর্তি তৃণমূল কংগ্রেসের এই বলিষ্ঠ নেতা দীর্ঘ ২৩ বছর ধরে তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছেন। কিন্তু গত ১২ই জানুয়ারি, তার বাড়িতে ইডি অভিযানের পরে তার দলের অবস্থান তাকে যার-পরনায় ব্যথিত করে তুলেছে। তিনি সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে প্রকাশ করে জানিয়েছেন, এবছর ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে যখন তার বাড়িতে বিডি অভিযান হয় তখন দলিল কিছু নেতা সেই ঘটনায় উল্লাস প্রকাশ করে। তার দল ছাড়ার কারণ হিসেবে তিনি যে দুটো মুখ্য কারণ উল্লেখ করেন, প্রথমত: তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং সন্দেশখালীর ভয়াবহতায় তিনি তাড়িত। দ্বিতীয়তঃ ওনার বাড়িতে ইডি অভিযানের পর মুখ্যমন্ত্রীর মৌনতা। সরাসরি মুখ্যমন্ত্রীকে বিদ্ধ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় শেখ শাহজাহানের মতো গুন্ডাদের নাম উল্লেখ করতে পারেন, কিন্তু ওনার উপর ইডি অভিযান চালালো কিন্তু তিনি বিধানসভায় একটি বাক্য খরচ করলেন না। এমনকি ঘটনার 52 দিন পেরিয়ে গেলেও তিনি কিংবা তার পরিবারকে একটিবারের জন্যও তিনি সান্ত্বনা দেননি। তৃণমূল কংগ্রেস ছাড়ার পর তাপস রায় কোন দলে যোগ দেবেন সে বিষয়ে তিনি কিছু না বললেও রাজনৈতিক মহলের ধারণা তিনি বিজেপিতেই যোগ দিতে পারেন।

মুখপাত্র কুনাল এখন শুধুই সাংবাদিক

2024-03-01

মনোজ কুমার বর্মন, ১মার্চ: হঠাৎ করেই বদলে গেল কুনাল ঘোষের পরিচয়। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের এখন শুধুই সাংবাদিক এবং সমাজকর্মীর পরিচয়। আর তা নিয়ে বাংলার রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে, গতকাল থেকে তার মোবাইল ফোনও নাকি সুইচড অফ। কিন্তু কেন এমন করলেন কুণাল? কি এমন হলো তার, যে মুছে ফেললেন রাজনৈতিক পরিচয়? তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাবেন এহেন কল্পনা একেবারেই পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। কেননা, বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি যেভাবে ব্যাট করেন তা থেকে দলের প্রতি তার নিষ্ঠা ও আনুগত্যের কোন তুলনা হয় না। সূত্র মারফত যা জানা যাচ্ছে, গতকাল এক্স হ্যান্ডেলে নাম না করে দলের কোন এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন কুণাল। তিনি লেখেন, “নেতা অযোগ্য গ্রুপবাজ, স্বার্থপর। সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক তৃণমূল কংগ্রেস দলের প্রতি কর্মীদের আবেগে ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে। সেটা বারবার হতে পারে না।” রাজনৈতিক মহলের ধারণা তিনি উত্তর কলকাতার সংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। অনেকের ধারণা সুদীপবাবুর সঙ্গে কুনাল ঘোষের সম্পর্ক ততটাও ভালো নয়। কিন্তু যতই সম্পর্ক খারাপ হোক না কেন তা দলের অভ্যন্তরীণ বিষয়। তার জন্য সামাজিক মাধ্যমে রাজনৈতিক পরিচয় মুছবেন কেন? প্রসঙ্গত উল্লেখ্য যে, আজ রাজ্যে বঙ্গ বিজেপির মেগা ইভেন্ট, প্রধানমন্ত্রী মোদি বাংলায় তার জনসভা করবেন হুগলির আরামবাগে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এ রাজ্যে লোকসভার নির্বাচনী দামামা ভারতের প্রধানমন্ত্রী হাত দিয়ে বাজানোর চেয়ে বড় আর কি হতে পারে বঙ্গ বিজেপির কাছে? কার্যত, এই মেগা ইভেন্ট ঘিরে বঙ্গ বিজেপির উৎসাহ আজ তুঙ্গে। ইতিমধ্যেই, এই সভাকে বিজয় সংকল্প সভা নামে নামাঙ্কিত করা হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর পরিবার আজই হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করবেন সভার মাধ্যমে। এমন মেগা ইভেন্ট থেকে বঙ্গবাসীর নজঢড় ঘোড়াতেই কি এমন কাজ করলেন কুণাল? সে কথা হয়তো তিনিই ভালো বলতে পারবেন, রাজনৈতিক মহলের নজর এখন সে দিকেই।

ইডি সিবিআই এর আগেই রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার শেখ শাহাজাহান

2024-02-29

মনোজ কুমার বর্মন, ২৯ ফেব্রুয়ারি: দীর্ঘ টালবাহানার পর অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। পুরো ৫৫ দিন পর রাজ্য পুলিশ বুধবার সন্ধ্যায় গ্রেফতার করল সন্দেশখালীর কুখ্যাত এই ‘ডন’কে । কিন্তু, কখন, কোথায়, কিভাবে গ্রেপ্তার হলেন শাহজাহান তা নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ রাজ্য পুলিশ। সংবাদ মাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে, বসিরহাট সাব ডিভিশনাল আদালতের লকআপে রাখা হয়েছে আদালতে হাজির করার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য যে, গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গনম এর বেঞ্চ পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পুলিশের কোন বাধা নেই আর তারপরেই অতি সক্রিয়ভাবে সবার আগে রাজ্য পুলিশের রাজ্য পুলিশ ধরে ফেললেন শেখ শাহাজানকে। তবে কি ইডি সিবিআই এর ভয়ে শেখ শাহজাহান নিজেই রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন? গতকাল বুধবার রাজ্যের বিরোধী দল নেতা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাহজাহানকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি বলেন, মঙ্গলবার রাত থেকেই শেখ শাহাজাহান মমতা পুলিশের সেফ কাস্টডিতে রয়েছে। মমতার সঙ্গে ওর সমঝোতা হয়েছে। জেলের ভিতর থেকেই মোবাইল ফোনের মাধ্যমে সন্দেশখালিকে নিয়ন্ত্রণ করবেন শেখ শাহজাহান। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে এখনো ফুসছে গোটা সন্দেশখালি। তার বিরুদ্ধে শয়ে শয়ে অভিযোগ জমা পড়েছে রাজ্য সরকারের সহায়তা কেন্দ্রগুলিতে । কিন্তু শেখ শাহাজানকে গ্রেফতার করতে রাজ্য পুলিশের এতদিন লাগলো কেন, সেই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। তবে কি ,রাজ্য সরকার কোনোভাবে আড়াল করতে চাইছিল সন্দেশখালি এই কুখ্যাত ‘বাদশা’ কে? শাসক দলের তরফে শেখ শাহাজান সম্পর্কেঅনেক নেতৃত্বকেই ব্যাট করতে দেখা গেছে বারংবার এমনকি দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শেখ শাহজাহানের পক্ষেই কথা বলেছিলেন। যাইহোক, শেষমেষ শেখ শাহজাহানের গ্রেফতারিতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে সন্দেশখালীর মাটিতে এমনটাই আশা করা যায়। কিন্তু ৫৫ দিন পর মহামান্য আদালতের নির্দেশে শেখ শাহাজাহান গ্রেপ্তার হলেও নে তথ্য দৃশ্যে কি ঘটলো তা নিয়ে রাজ্যবাসীর মনে ধোঁয়াশা থেকেই গেল।

সন্দেশখালিতে ছুটলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার

2024-02-23

উত্তরের হাওয়া, ২৩ ফেব্রুয়ারি: উত্তপ্ত সন্দেশখালিতে ফের ছুটলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। গতকাল বৃহস্পতিবার থেকে ফের নতুন করে উত্তপ্ত হয় সন্দেশখালি এলাকা। সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর পঞ্চায়েতের কাছারি এলাকায় আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। ফের পরিস্থিতি অগ্নিগর্ভ হতে এলাকায় পরিদর্শনে যান রাজীব কুমার। গতকাল থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি বেড়মজুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালি এলাকা। এলাকার মাছ চাষের আলাঘরে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৪০০ বিঘা জমি জবরদখল করে মাছ চাষ করা হতো শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ এলাকায়। তেমনটাই অভিযোগ এলাকাবাসীর৷ শুক্রবার ফের উত্তেজনা ছড়ালে সন্দেশখালি পুনরায় গেলেন যান রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার এদিনও সন্দেশখালির একাধিক এলাকা নিজে ঘুরে দেখেন ও এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাদের অভিযোগের কথা শোনেন। প্রসঙ্গত, এর আগে বুধবার রাতে সন্দেশখালি গিয়েছিলেন ডিজিপি। বুধবার সারা রাত সেখানে ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার সহ অন্যান্য পুলিশ কর্তারা। লঞ্চে চেপে এক অজানা জায়গাতেও যান তিনি। তবে শুক্রবার সকাল থেকে ফের উত্তেজনা ছড়ালে সন্দেশখালি পুনরায় গেলেন তিনি। এদিনও সন্দেশখালির একাধিক এলাকা নিজে ঘুরে দেখেন ডিজিপি।

সিঁধ কেটে শ্বশুর বাড়ীতে এসে স্ত্রীকে ছুরি দিয়ে কোপালো স্বামী

2024-02-11

উত্তরের হাওয়া, ১১ ফেব্রুয়ারি: সিঁধ কেটে শ্বশুর বাড়ীতে এসে স্ত্রীকে ছুরি দিয়ে কোপালো স্বামী । স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করল স্ত্রী । গৌতম বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল পায়েল বিশ্বাসের । বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দিয়ে প্রায়ই স্ত্রীকে মারধর করত স্বামী গৌতম । জ্বালাতন সহ্য করতে না পেরে দুই মাস আগে বাগদার কাশিপুর মধ্যপাড়াতে বাপের বাড়িতে চলে এসেছিল পায়েল । একাধিক বার বাড়িতে ফেরার জন্য ফোনে আনুরোধ জানিয়েছিল স্বামী কিন্তু পায়েল স্বামীর বাড়িতে ফিরতে অস্বীকার করে । অভিযোগ গত ৬ ই ফেব্রুয়ারি মধ্যরাতে পায়েলের বাপের বাড়িতে এসে রান্নাঘরের পিছন দিয়ে সিঁধ কেটে ঘরে ঢোকে জামাই গৌতম । রাতে জল খেতে উঠে স্বামীকে দেখেই চমকে যায় পায়েল, ভয়ে ঠাকুমার দিকে সরতে গেলেই ছুরি নিয়ে পায়েলের উপরে চড়াও হয় স্বামী গৌতম। একাধিক কোপ চালাতে থাকে, পায়েল হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতে পায়ে একাধিক জায়গায় কোপ লাগে। পায়েলের চিৎকার চেঁচামেচিতে উঠে পড়ে পরিবারের সদস্যরা। বুঝতে পেরে বাইক ফেলে চম্পাট দেয় স্বামী গৌতম। গুরুত্বর আহত অবস্থায় পায়েলকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারিরীক অবস্থায় স্থিতিশীল। পায়েল বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৌতম সহ তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে । লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বাগদা থানার পুলিশ।

মমতা ব্যানার্জী কে ঘোষণা ব্যানার্জী সম্মোধন কেন্দ্রীয় সংখ্যা লঘু প্রতিমন্ত্রী তথা জন বারলার

2024-01-29

উত্তরের হাওয়া, ২৯ জানুয়ারি: একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসে একের পর এক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কথা ঘোষণা করছেন। ঠিক সেসময়ে তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের পাল পাড়ায় "আমাদের সংকল্প বিকশিত ভারত " যাত্রার প্রচারে এসে মমতা ব্যানার্জী কে ঘোষণা ব্যানার্জী বলে সম্মোধন করলেন কেন্দ্রীয় সংখ্যা লঘু প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা। কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী বলেন,উনি খালি ঘোষণা করে। এখন কেন।২০২১ এর আগে কেন আসলো না। যদি সেসময়ে ঘোষণা করত, তবে এখন ইমপ্লিমেন্ট হোতো। এখন লোকসভা নির্বাচন এসেছে, তাই আবার ঘোষণা করতে চলে এসেছে।কতটুকু পাবো, তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের একশোটির বেশী প্রকল্প রয়েছে। তা রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না। যার ফলে সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে।২১০ টি রাজবংশী বিদ্যালয় কে রাজ্য সরকারের স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এতে লোকসভা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।এদিন তিনি প্রথমে তুফানগঞ্জ ২ নং ব্লকের বারোকোদালি ১ নং গ্রাম পঞ্চায়েতে "আমাদের সংকল্প, বিকশিত ভারত "যাত্রার প্রচার সারেন। "আমাদের সংকল্প, বিকশিত ভারত "যাত্রায় জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে ভারত সরকারের বিভিন্ন জনদরদী প্রকল্পের প্রচার চালানো হয়।পাল পাড়ার পর ধলপল ১ নং গ্রাম পঞ্চায়েতের চন্ডিরহাট এলাকায় প্রচার সারেন।এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়, বিজেপির জেলা সহ সভাপতি উৎপল দাস, বিজেপির তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের কনভেনার বিমল পাল, বিজেপির তুফানগঞ্জ ১ নং মন্ডল সভাপতি যুগল কিশোর দাস সহ অন্যান্যরা।

অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

2024-01-27

উত্তরের হাওয়া, ২৭ জানুয়ারী: স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নরেন্দ্রপুর থানা এলাকায়। স্কুলের মধ্যে বহিরাগতদের তান্ডব শুরু হয়। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত বলরামপুর এমএন বিদ্যামন্দিরে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে স্কুলের এক শিক্ষক বিরূদ্ধে ।ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো রকম লাভ হয়নি। এরপর শনিবার এলাকার মানুষজনকে সম্পূর্ণ বিষয়টি জানায় ওই ছাত্রীর পরিবার। এরপর এলাকার মানুষজনেরা ঐ শিক্ষকের উপর কবে ফেটে পড়ে এবং স্কুলের মধ্যে ঢুকে গিয়ে স্কুলের শিক্ষকদের মারধর করে। এমনকি স্কুলের শিক্ষক রুমে বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করে। এই ঘটনায় আক্রান্ত হয়েছে স্কুলের বেশ কিছু শিক্ষক -শিক্ষিকারা। এমনকি শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন ভেঙে যায় বহিরাগতরা। বহিরাগতদের বেশ কয়েক মিনিটে তাণ্ডবে দণ্ডভণ্ড হয় যায় স্কুল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এই বিষয়ে স্কুলেরই এক শিক্ষক শিবনাথ চ্যাটার্জি বলেন, স্কুল চলাকালীন বাইরে প্রচন্ড চিৎকার শুরু হয়।দেখি পিলপিল করে লোক ঢুকছে। অকথ্য গালাগাল করছে। এরপর দেখি স্টাফ রুমে ২০-৩০ জন লোক ঢুকে গিয়েছে। আমাকে দেখতে পেয়ে খুব মারল। বাইকে হেলমেট দিও আমাদের বিরোধ মারধর করে। এই ঘটনায় আমাদের স্কুলের কিছু শিক্ষিকাও আহত হয়েছে। বহিরাগতরা কিছু শিক্ষক-শিক্ষিকার মোবাইল ফোন ভেঙে দেয়। আমরা প্রাণ বাঁচাতে থানাতে খবর দিয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ এসে পৌঁছেছে।ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন এক শিক্ষিকা। বলেন, স্কুলে অনেকেই প্রধান শিক্ষকের খাস লোক আছেন। এই হামলায় তাঁদের কোনও ক্ষতি হয়নি। যদিও এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ বলেন, “সম্পূর্ণ মিথ্যা কথা। এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরির চেষ্টা করছে। তা আমি কঠিন হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। স্কুলের সুনাম নষ্ট হয় এমন কিছু আমরা কেন করব?”

দেনার দায়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির

2024-01-21

উত্তরের হাওয়া, ২১জানুয়ারী: দেনার দায়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির। দেনার দায়ে সংসারে অশান্তি হতো। সংসারিক অশান্তির জেরে এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।মৃত ব্যক্তির নাম দুখে পাল(৪৩)। বাড়ির দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তত বারুইপুর দক্ষিণ কালাবরু অঞ্চলে। পরিবারের সুত্রে খবর দুখে পাল জোগাড়ের কাজ করতো। সেই সঙ্গে মদ্যপানও করতো। বাজারে অনেক দেনা হওয়ার জন্য, প্রায় সময় অশান্তি লাগতো তার স্ত্রী সঙ্গে। শনিবার সন্ধ্যায় দুখে পালের স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক অশান্তি হয়। তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেয় দুখে পাল। সঙ্গে সঙ্গে আশেপাশের লোক জানতে পারলে বারুইপুর থানার খবর দেয়।বারুইপুর থানা পুলিশ গিয়ে দুখে পালকে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ রবিবার তার দেহটি ময়না তদন্তে পাঠাবে। পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর জন্য তদন্ত শুরু করেছে।

প্রশাসনের খাতায় মৃত থাকায় বেঁচে থেকেও বন্ধ লক্ষ্মীর ভান্ডার

2024-01-20

উত্তরের হাওয়া, ২০ জানুয়ারি: সম্পূর্ণ সুস্থ গৃহবধূ, দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে প্রতিনিয়ত গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের দারস্ত হয়েছেন, তবুও প্রশাসনের খাতায় তিনি মৃত। প্রায় এক বছর ধরে বন্ধ লক্ষীর ভান্ডার এর টাকা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরান গ্রামের। গ্রামের বাসিন্দা দিপালী মান্ডি, দিপালীর দাবি কয়েক মাস আগে তিনি জানতে পারেন তার লক্ষীর ভান্ডারের টাকা আসছে না, ২০২৩ সালের মার্চ মাস থেকে লক্ষীর ভান্ডারে টাকা পাচ্ছেনা সে। আধার কার্ডের নাম্বার ধরে তথ্য যাচাই করতে গিয়ে দেখেন আধার কার্ড নাম্বার শো করলে সেখানে দেখানো হচ্ছে দিপালী মৃত। তাই তিনি নিজেকে জীবিত প্রমাণের জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসন সকলের কাছে প্রতিনিয়ত ছুটছেন লিখিত আবেদন জানিয়েছেন, কিন্তু লক্ষীর ভান্ডারে এখনো জীবিত হয়নি দিপালী। তাই লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা করে না পাওয়ায় চরম সমস্যায় পড়েছে দিপালী। যদিও এ বিষয়ে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক জানা বলেন বিষয়টি নিয়ে আমরা ব্লক প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসন সকলকে জানিয়েছি, আশা করি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। এখন দেখার দিপালীর কবে নিজেকে জীবিত প্রমাণ করে লক্ষীর ভান্ডারের হাজার টাকা পায় প্রতি মাসে।

হঠাৎ ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল বাসে থাকা দুই যাত্রীর

2024-01-16

উত্তরের হাওয়া, ১৬ জানুয়ারি: হঠাৎই ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল বাসে থাকা দুই যাত্রীর। জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারের ধাক্কা মারে যাত্রীবাহী বেসরকারি বাস। এলাকাবাসীর সূত্রে জানা যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের মধ্যে থাকা এক শিশু আরোহীর। আজ দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের বীরভূমের নলহাটি থানার অন্তর্ভুক্ত তেজহাটি মোড়ের কাছে। আজ দুপুর ৩ টে ২০ নাগাদ রামপুরহাট থেকে বেসরকারি বাসটি নলহাটির দিকে যাচ্ছিল। সেই সময়ে গতি হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু আরোহীর। আহত রয়েছে কমপক্ষে ৩০ জন। এলাকাবাসীদের তৎপরতায় তাদেরকে তৎক্ষণাৎ রামপুরহাট গর্ভমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য। হঠাৎই পথ দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার ফলে যানজটে সৃষ্টি হয়। এর পরে খবর দেওয়া হয় নলহাটি থানাতে। নলহাটি থানার পুলিশ বাহিনী এসে যানজট নিয়ন্ত্রণে আনে। বাসটিকে ক্রেন এর মাধ্যমে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় যানজট নিয়ন্ত্রণের জন্য। বর্তমানে উদ্ধার কার্য সম্পন্ন হয়েছে। বাসে থাকা আরোহী প্রত্যক্ষদর্শী জানান কিছু বুঝে ওঠার আগেই এরকম দুর্ঘটনার কবলে পড়তে হয় আমাদের। রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা লরিতে বাসটি ধাক্কা মারে। এরপরেই বাসের চালক বাস থেকে নেমে চম্পট দেয়।

নদীর চরে দাড়িয়ে থাকা জাহাজে আগুন

2024-01-06

উত্তরের হাওয়া, ৬ জানুয়ারি: নদীর চরে দাড়িয়ে থাকা জাহাজে আগুন। মুড়িগঙ্গা নদীর চরে দাড়িয়ে থাকা বাংলাদেশী জাহাজে আগুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায়। আগুনের ঘটনা ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় সূত্র জানা যায়, প্রায় ৬ মাসের ও বেশি সময় ধরে বাংলাদেশি এই জাহাজটি পণ্য জাহাজ থেকে ভাসমান পেট্রোল পাম্পে রূপান্তর করনের কাজ চালানো হচ্ছিল। শনিবার কাজ করার সময় যার জন্য কর্মীরা হঠাতে জাহাজের মধ্যে আগুন দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় হারুড পয়েন্ট কোস্টাল থানাতে । আগুন লাগার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সুন্দরবন পুলিশ জেলা পুলিশ সুপার। খবর দেয়া হয় দমকলকে। অগ্নিকাণ্ডের ঘটনা খবর পেয়ে ঘটনা স্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। জাহাজটির মধ্যে জ্বালানি তেল মজুত থাকার কারণে আগুন নেভানোর ক্ষেত্রে অনেকটা দেখতে হচ্ছে দমকল আধিকারিক। দমকল আধিকারিক সূত্রে জানা গিয়েছে, কাজ করার সময় করে জ্বালানি তেলে আগুন লেগে যায়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। গঙ্গাসাগর মেলার আগে বাংলাদেশী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

মধ্যরাতে গ্রেপ্তার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

2024-01-06

উত্তরের হাওয়া, ৬ জানুয়ারি: মধ্যরাতে নাটকীয়ভাবে গ্রেপ্তার হলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য ওরফে ডাকু। রাত সাড়ে বারোটা নাগাদ কেন্দ্রীয় এজেন্সির ইডি আধিকারিকরা তাকে গ্রেফতার করেন তার শিমুলতলার বাড়ি থেকে। গ্রেফতার করার পর তাকে বাড়ি থেকে বাইরে বার করলে পরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভ দেখাতে শুরু করে শঙ্করবাবুর অনুগামীরা। বাধা দেয় ইডি অধিকারীদের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসরে নামলে পরিস্থিতি আরো ঘোরানো হয়ে ওঠে। ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি এবং কাঁচের বোতল ছোড়া হয়। পরিস্থিতি নাগালের বাইরে যেতে থাকলে পরিস্থিতি সামাল দেয়ার জন্য শুরু হয় লাঠিচার্জ। সিআরপিএফ জওয়ানদের লাঠিচার্জের ফলে এলাকায় আরো উত্তেজনার সৃষ্টি হয়। কোন রকমে শংকর শংকর আঢ্য গাড়িতে তুলে কলকাতা সিজিও কমপ্লেক্স এর উদ্দেশ্যে রওনা দেয় ইডি আধিকারিকরা।

নেশাগ্রস্ত স্বামীকে মূল স্রোতে ফেরাতে গুনিনের খপ্পরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

2024-01-05

উত্তরের হাওয়া, ৫ জানুয়ারি: নেশাগ্রস্ত স্বামীকে মূল স্রোতে ফেরাতে গুনিনের খপ্পরে গৃহবধূ। গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার গুনিন। স্বামী নেশাগ্রস্ত। প্রতিবেশী কারোর সঙ্গে কথা বললে স্ত্রীকে সন্দেহ করে তৈরি হয় অশান্তির বাতাবরণ। তাই নেশাগ্রস্ত স্বামীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গিয়ে এক গুনিনের খপ্পরে পড়ে ধর্ষিতা হওয়ার হাত থেকে বাঁচলেন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার এক গৃহবধূ। প্রতিবেশী মণি প্রামানিক নামে এক মহিলার সহযোগিতায় এক গুনিনের দারস্ত হন ওই গৃহবধূ। গুনিন ওই মহিলার কাছে ১৫০০০ টাকা দাবি করে। অনেক দর কষাকষিতে 5000 টাকায় রাজি হয়ে যায় । স্বামী সন্তানকে অন্যত্র থাকার নির্দেশ দেয় ওই গুনিন। পরে গৃহবধূর দুর্বলতার সুযোগ নিয়ে ফাঁকা ঘরে তাকে ধর্ষণের চেষ্টা করে ওই গুনিন। গুনিনের হাত থেকে কোনক্রমে পালিয়ে চিৎকার করেন ওই গৃহবধূ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ধরে ফেলে ওই গুনিনকে। তাকে তুলে দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশের হাতে। অভিযোগের ভিত্তিতে সোনা হালদার নামে ওই গুনিনকে গ্রেফতার করেন নরেন্দ্রপুর থানার পুলিশ।

গঙ্গাসাগর মেলার আগেই গঙ্গাসাগরে যাওয়ার জন্য ভেসেল ঘাটে লক্ষাধিক তীর্থযাত্রীদের ভিড়

2023-12-29

উত্তরের হাওয়া, ২৯ ডিসেম্বরঃ গঙ্গাসাগর মেলার আগেই গঙ্গাসাগরে যাওয়ার জন্য ভেসেল ঘাটে লক্ষাধিক তীর্থযাত্রীদের ভিড়,দীর্ঘ লাইনে যাত্রীদের মধ্যে হাতাহাতি বচাশা,সামলাতে হিমসিম প্রশাসন। হাতে গোনা কয়েকটা দিন বাকি গঙ্গাসাগর মেলার,তার আগে কাকদ্বীপ লট নম্বর এইটে তীর্থযাত্রীদের উপচে পড়া ভিড় প্রায় ৩ কিলোমিটার লম্বা লাইন । আর এই লম্বা লাইনে যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়ানোর ফলেই যাত্রীদের মধ্যে বচসা ও হাতাহাতি হয় ঘটনাস্থলে কাকদ্বীপ হারুউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সে কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা। ভেসেল কম চলা এবং জল না থাকার অভিযোগ তীর্থযাত্রীদের। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবার নবান্নে বৈঠক করে জানিয়ে দিয়েছেন মেলা চলবে ৮ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত। মেলায় যাতায়াতের জন্য পূর্ব রেল শিয়ালদা থেকে ৬৬ টি অতিরিক্ত ট্রেন চালাবে। প্রতিদিন ১৬ থেকে ১৭ টি অতিরিক্ত ট্রেন চলবে ক্যানিং নামখানা কাকদ্বীপ শাখায়। যাতায়াতের জন্য ২২৫০ টি অতিরিক্ত বাস রাখা হবে। মেলায় প্রাঙ্গণে থাকবে ১১৫০ টি ক্লোজ সার্কিট টিভি। তিরিশটি অ্যালার্ম বাটন, ৫০ টি ফায়ার ব্রিগেড গাড়ি, 32 টা ভেসেল গাড়ি পারাপারের জন্য থাকবে। ১০০টি লঞ্চ থাকবে যাতায়াতের জন্য ৭টি অস্থায়ী হাসপাতাল ৩০০ বেডর থাকবে। ১০ হাজার টয়লেট থাকবে পুরুষ ও মহিলাদের জন্য। মহিলাদের জন্য ৭০০ ওয়াশরুম থাকবে। পানীয় জলের জন্য ছোট ছোট সাত লক্ষ পাউচ রাখা হবে মেলা প্রাঙ্গণে। ২৮ জায়গায় ফার্স্ট এইড সার্ভিস রাখা হবে। ১২ জায়গায় মেডিকেল টিম থাকবে ও ১০০ অ্যাম্বুলেন্স থাকবে পরিষেবার জন্য। রাখা হচ্ছে ৩ টি ওয়াটার অ্যাম্বুলেন্স। থাকবে ১টি এয়ার অ্যাম্বুলেন্সও। মুখ্যমন্ত্রীর নির্দেশ ভিআইপিরা পাইলট কার নিয়ে মেলা প্রাঙ্গনে ঢুকতে পারবে না। বাংলা সহ ৮ ভাষায় তীর্থযাত্রীদের জন্য মাইকিং করা হবে। সমস্ত গাড়িতে ১জন করে সাগর বন্ধু ভলেন্টিয়ার থাকবে যারা তীর্থযাত্রীদের সহায়তা করবে। তীর্থযাত্রী ও সংবাদমাধ্যমের জন্য ৫ লক্ষ টাকার বীমা। জি পি আর এস সিস্টেম চালু থাকবে। মেলা প্রাঙ্গনে নিরাপত্তার জন্য ২০টি ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় নজরদারি করা হবে। ইসরোর সাহায্যে এই প্রথম স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম চালু হবে।এই প্রথমবার মেলা প্রামানে কিউআর কোড চালু হচ্ছে। এই কিউ আর কোড স্ক্যান করে দেখে নেয়া যাবে মেলায় কোথায় কি রয়েছে।

আলিপুরদুয়ার প্রবীণ নাগরিক সংস্থা থেকে পূর্ব কাঁঠাল বাড়ি গ্রামের স্বপ্ন সোসাইটির বস্ত্র তুলে দিলো

2023-12-26

উত্তরের হাওয়া, ২৬ ডিসেম্বর: আলিপুরদুয়ার প্রবীণ নাগরিক সংস্থা থেকে, আলিপুরদুয়ার জেলার পূর্ব কাঁঠাল বাড়ি গ্রামের স্বপ্ন সোসাইটির হাতে ৮০ টি শীতের নুতুন কম্বল, ১৫ টি নুতুন শীতের চাদর, প্রায় ১০০মত ব্যবহার যোগ্য পুরোনো বস্র স্বপ্ন সোসাইটির "আবরণ বস্ত্র ব্যাংকর" হাতে তুলে দেয় l এই আবরণ বস্র ব্যাংক এর মাধ্যমে আলিপুরদুয়ার প্রবীণ নাগরিক সংস্থা এলাকার দুস্ত বয়স্ক এবং পথ বিশেষ বিদ্যালয়ের বিশেষ ভাবে সক্ষম পরিবার দের হাতে তুলে দেন এই শীতের কম্বল l উপস্থিত ছিলেন প্রবীণ নাগরিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট প্রদীপ চৌধুরী, সেক্রেটারি কৃষ্ণ কান্ত দাস, আলিপুরদুয়ার ইউনিভার্সিটির অবসর প্রাপ্ত অধ্যাপক ড: জ্যোতি বিকাশ নাথ, এলাকার পঞ্চায়েত সদস্য দ্বিজেন বর্মন l স্বপ্ন সোসাইটি সদস্য তাপস বর্মন, অমিতাভ বর্মন প্রেসিডেন্ট l শীতের কম্বল পেয়ে খুব খুশি হন বয়স্ক সহ বিশেষ ভাবে সক্ষম পরিবার এর সদস্যরা l

কিষান মান্ডিতে কৃষকরা সরকারি ন্যায্য মূল্যের ধান দিতে এসে চরম হয়রানীর শিকারের অভিযোগ কৃষকদের

2023-12-07

উত্তরের হাওয়া, ৭ডিসেম্বর: রাজ্য কৃষি দপ্তরের অধীনস্থ কিষান মান্ডিতে কৃষকরা সরকারি ন্যায্য মূল্যের ধান দিতে এসে চরম হয়রানীর শিকার হচ্ছে এমনই অভিযোগ কৃষকদের l গাজোলের কৃষাণ মান্ডিতে কৃষকদের অভিযোগ তাদের কাছ থেকে সরকারি ন্যায্য মূল্যে ধান দিতে এসে হয়রানির মুখে পড়তে হচ্ছ l কৃষকদের কাছ থেকে বেশি করে ধলতা চাওয়া হচ্ছে l যার ফলে কৃষকরা সমস্যায় পড়েছেন মালদার গাজোল ,হরিশ্চন্দ্রপুর ব্লকে কিষাণ মান্ডিতে বেশি পরিমাণে ধলতা চাওয়ার অভিযোগ উঠেছেl চাষিরা এই নিয়ে রীতিমতো প্রতিবাদ জানাচ্ছে। কৃষকদের বক্তব্য রাজ্য সরকার যেখানে কৃষকের পাশে আছে সর্বদা বলছে কিন্তু দেখা যাচ্ছে চাষীদের কাছ থেকেই বেশি পরিমাণে ধলতা না হচ্ছে l যেখানে কুইন্টাল প্রতি ১ থেকে ২ কিলো ঢলতা নেওয়া কথা ছিল সেখানে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় , সাত কিলো করে ধলতা চাওয়ার অভিযোগ উঠেছে কৃষকের কাছ থেকে শুধু তাই নয় বন্যার সময় মালদা জেলার বামন গোলা ,হবিবপুর, এবং বিশেষ করে গাজোল ব্লক এ বন্যার জলে ধানের জমি ডুবে গিয়েছিল সে সময় রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে একটি সার্ভে করা হয় এবং যে সমস্ত কৃষকদের ধান নষ্ট হয়ে গেছিল তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হবে বলে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল l পুরাতন মালদার কৃষকদেরও একই অভিযোগl কিন্তু আজকে প্রায় এক বছর হতে চলেছে সেই ক্ষতি সরকার দেয়নি মহাজনের কাছ থেকে চোরা সুরে নিয়ে তারা আবার ফসল চাষ করেছে কিন্তু সেক্ষেত্রে একদিকে যেমন ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না অন্যদিকে বেশি পরিবারে কিশোর মান্ডিতে ধান বিক্রি করতে গিয়ে ধলতা চাওয়ার অভিযোগ চরম সমস্যায় মালদার কৃষকরাl আগামী দিনে সরকার যদি তাদের ক্ষতিপূরণ এবং কম পরিমাণে ঢলতা না নাই তাহলে কৃষকরা সংঘবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন l আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর গাজোল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় বর্মন জানান কৃষকদের কাছ থেকে বেশি পরিমাণে ধলতা না হচ্ছে এবং সেই দল তার যে অর্থ সংগ্রহ হচ্ছে সেটা তৃণমূলের নেতা নেত্রীরা তাদের সংগঠনের কাজে লাগাচ্ছে প্রতিবছরই রাজ্য সরকার বিধানসভায় কৃষকদের বিমান নামে ক্ষতিপূরণ দেওয়া হবে কথা বলে আসলে এগুলো সবই মিথ্যা প্রতিশ্রুতি কৃষকদের পাশে এই সরকার নেই আজকে কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য সুযোগ-সুবিধা পিএম কৃষি নিধি আছে সেই জন্য রাজ্য সরকারের কাছ থেকে কৃষকদের নামের লিস্ট চাওয়া হচ্ছে কিন্তু এই সরকার কৃষকদের নামে লিস্ট কেন্দ্রীয় সরকারকে দিচ্ছে না। শস্য বীমার নাম করে কৃষকদের টাকা এই সরকার দেয় না আগামীদিনে কৃষকদের ক্ষতিপূরণ না দেওয়া হলে আমি ভারতীয় জনতা পার্টি কৃষকদের হয়ে আন্দোলনে নামবে। অন্যদিকে মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুলু জানান কৃষকদের যা করছে তা আমাদের সরকারই করছে আজকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কৃষকরা সুরক্ষিত নয়। দল তার বিষয় নিয়ে রীতিমত আমাদের সরকার ভাবছে পাশাপাশি কৃষকদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সে বিষয়েও খুব শীঘ্রই রাজ্যের কৃষি দপ্তর কৃষকদেরকে তুলে দেবে। বিরোধীদের কাজই হচ্ছে শুধু রাজ্য সরকারের বিরোধিতা করা মালদা জেলার কৃষি দপ্তরের অধিকর্তা দেবনাথ মজুমদার জানান কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার ক্ষেত্রে কৃষকদের যে দলটা বেশি পরিমাণে চাওয়ার অভিযোগ বিষয়টি আমরা শুনতে পেয়েছি আমরা ইতিমধ্যেই কৃষি দপ্তরের আধিকারিক জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে জরুরী বৈঠক করছে পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে কৃষকদের যে ক্ষতিপূরণ সে ক্ষতিপূরণও আশা করা যায় ডিসেম্বরের মাসে দেওয়া হবে।

স্বপ্ন সোসাইটির পাশে এসে দাঁড়ালেন আলিপুরদুয়ার ইউনিভার্সিটির অবসর প্রাপ্ত অধ্যাপক জ্যোতি বিকাশ নাথ

2023-12-07

উত্তরের হাওয়া, ৭ ডিসেম্বর: আবারো স্বপ্ন সোসাইটির পাশে এসে দাঁড়ালেন আলিপুরদুয়ার ইউনিভার্সিটির অবসর প্রাপ্ত অধ্যাপক ড : জ্যোতি বিকাশ নাথ। স্বপ্ন সোসাইটি দ্বারা পরিচালিত পথ বিশেষ বিদ্যালয়ের বিশেষ ভাবে সক্ষম শিক্ষার্থী দের আরো বেশি করে মনোযোগ বাড়াতে, শারীরিক অ্যাকটিভিটি বাড়াতে একটি দোলনা দান করেন তিনি। দোলনা পেয়ে সব ছাত্র ছাত্রী আরো বেশি করে আনন্দ উপ ভোগ করছে। এর আগেও অধ্যাপক স্বপ্ন সোসাইটি র পাশে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন, বস্র, শীতের কম্বল, হেলথ ক্যাম্প থেকে শুরু করে সব সময়স্বপ্ন সোসাইটির পাশে এসে দাঁড়িয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন আলিপুরদুয়ার ইউনিভার্সিটির অবসর প্রাপ্ত অধ্যাপক ড : জ্যোতি বিকাশ নাথকে।

মদ্যপ অবস্থায় আটক‌ পুল কার চালক অল্পের জন্য রক্ষা পেল খুদে পড়ুয়ারা

2023-12-06

উত্তরের হাওয়া, ৬ ডিসেম্বর: মদ্যপ অবস্থায় আটক‌ পুল কার চালক। অল্পের জন্য রক্ষা পেল খুদে পড়ুয়ারা। বুধবার সকালে এমনই ঘটনার সাক্ষী রইল দুর্গাপুরের এলাকার বাসিন্দারা। পুলকার অ্যাসোসিয়েশন এর তৎপরতায় ওই মদ্যপ গাড়ি চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা বুধবার সকালে দুর্গাপুরের ফুলজোর এলাকার একটি বেসরকারি স্কুলের। করঙ্গ পাড়ার বাসিন্দা এক গাড়িচালক পড়ুয়াদের নিয়ে স্কুলে আসেন পুল কার চালিয়ে। তাকে দেখে সন্দেহ হওয়ায় পুলকার এসোসিয়েশনের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে ও ট্রাফিক পুলিশকে খবর দেয়। মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা এসে তাকে পরীক্ষা করে মদ্যপ অবস্থায় পায়। দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশের হাতে তাকে তুলে দেয়া হয়। পুলিশ ওই মদ্যপ চালককে আটক করেছে।

সাসপেন্ড করা হল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে

2023-11-28

উত্তরের হাওয়া, ২৮ নভেম্বর: সাসপেন্ড করা হল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ শীতকালীন অধিবেশন থেকে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সাংসদ তাপস রায়ের আবেদনের পরেই এই সিদ্ধান্ত৷ অভিযোগ, এদিন বিধানসভা অধিবেশন চলাকালীন কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেন শুভেন্দু৷ তাঁর এই আচরণ নিয়েই প্রশ্ন তোলেন শাসকদলের বিধায়ক তাপস রায়৷ বিরোধী দলনেতার আচরণের নিন্দা করে তাঁকে সাসপেন্ড করার দাবি তোলেন৷ তৃণমূল বিধায়কের দাবি মেনেই শুভেন্দুকে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান৷ এদিন বিধানসভায় পিএসি চেয়ারম্যানের প্রসঙ্গ তোলেন শুভেন্দু৷ দাবি করেন, পিএসি চেয়ারম্যানের পদে যাঁকে বসানো হয়েছে, সেই মুকুল রায় ‘আসলে’ তৃণমূল৷ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তাঁর বক্তব্যে বলেন, ‘‘এখানে অনেকেই আছেন, যাঁরা বিজেপির প্রতীকে জেতেন। ভেতরে এরা বিজেপির প্রতীকে জেতা বিধায়ক। আর বাইরে এরা শাসকদলের। যদিও অধ্যক্ষ তাঁদেরকে শব্দের কারিকুরিতে বিজেপির বিধায়ক হিসাবে চিহ্নিত করেন।’’ অধ্যক্ষ এই বক্তব্যে তীব্র আপত্তি জানান। আর বলেন, ‘‘আপনাদের অফিশিয়াল যা আছে তাকেই মান্যতা দিয়েছি। নতুন কিছু নয়।’’অধ্যক্ষ জানান, শঙ্কর ঘোষের এই বক্তব্য রেকর্ড হবে না। তারপরেই হট্টগোল শুরু হয় বিধানসভায়৷ ওয়াক আউট করে বিজেপি৷ অভিযোগ, এই সময়েই বিধানসভায় কাগজ ছিঁড়ে উড়িয়ে দেন শুভেন্দু৷ এমনকি, অধ্যক্ষ বিমানবন্দ্যোপাধ্যায়ের প্রতি শুভেন্দুর আচরণ নিয়েও প্রশ্ন তোলেন শাসকদলের বিধায়কেরা৷ বিধায়ক তাপস রায় প্রস্তাব করেন, ‘‘সাসপেন্ড করা হোক বিধায়ক শুভেন্দু অধিকারীকে। সংবিধান দিবসের আলোচনায় এমন আচরণ উনি করলেন। উনি সংবিধানের বইয়ের পাতা উল্টে দেখেননি।’’ তৃণমূল বিধায়ক দাবি করেন, বিধানসভার অন্দর এমন আচরণ করা যায় না। এটা রাজনৈতিক দলের অফিস নয়! তিনি বলেন, ‘‘আমরা নিয়ম মানি। আমাদের শিক্ষা, সংস্কৃতি ,রুচি আছে। আপনি যা বলেন তা চেয়ার থেকে। ব্যক্তি বিমান বন্দোপাধ্যায় বলেন না। আমি দীর্ঘদিনের সদস্য। এমন বিরোধী দলনেতা আমি দেখিনি। এই ভাবে অধ্যক্ষের দিকে তেড়ে যাচ্ছেন তা দেখিনি। কোনও সৌজন্য, শিষ্টাচার নেই।’’ সূত্রের খবর, শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার পরেই অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিজেপি৷

বাইকের ধাক্কায় গুরুতর আহত কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার

2023-11-28

উত্তরের হাওয়া, ২৮ নভেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন কতব্যরত সিভিক ভলেন্টিয়ার।নাম বিমান চ্যাটার্জী। আজ সকাল ৯ টার সময় মল্লারপুর বাইপাস মোড়ে ১৪ নম্বর জাতীয় সড়কে ডিউটি করছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় সূত্রে জানাযায় রাস্তা পার করছিলেন কিছু পথচারীদের সেসময় মল্লারপুর বটতলার দিক থেকে বাহিনা মোড়ের দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী সে সময় কতব্যরত সিভিক ভলেন্টিয়ার তাকে দাঁড়াতে বললে সে না দাঁড়িয়ে সজোরে ধাক্কা মারে। তখনই গুরুতর আহত হয় ওই সিভিক ভলেন্টিয়ার। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা। ঘটনাস্থলে মল্লারপুর থানার পুলিশ এসে বাইক ও বাইক আরোহী দুজনকে আটক করে।

ঠাকুমাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন

2023-11-27

ঠাকুমাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন। ঠাকুমা গঙ্গারানীকে ছাদে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন করা হচ্ছে রাতের বেলায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সোনারপুর থানার পুলিশের হাতে। দিদিমা ও ভাইকে খুনের অভিযোগে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। সম্পত্তির পাশাপাশি একাধিক কারণে এই খুন বলে জানা গিয়েছে। স্বামী ও স্ত্রী দুজনে মিলেই খুন করেছে বলে স্বীকার। এই ঘটনায় ধৃত সুস্মিতা দাস ও তার স্বামী শান্তনু দাসকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় । ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১, ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সুত্রে জানা গিয়েছে শান্তনু ও প্রিয়াঙ্কা কারোর বাড়ি থেকেই তাদেত বিয়ে মেনে নেওয়া হয়নি। তাই তারা বাধ্য হয়েই এই বাড়িতে থাকছিলেন। এই বাড়িতে থাকা নিয়ে মাঝে মধ্যেই দিদিমা গঙ্গারানী দাসের সাথে ঝামেলা হত তাদের । একাধিক বার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন গঙ্গারানী দেবী। সেই রাগও ছিল তাদের। প্রিয়াঙ্কার স্বামী শান্তনু নেশাগ্রস্ত ছিল। কোনো কাজই করত না। দাদু পান্নালাল দাসের ফিক্সড করা টাকার সুদে তাদের সবার সংসার চলত। কিন্তু সেই টাকার কারণেই তাকে খুন করা হয়নি বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। এছাড়া দিদিমা গঙ্গারানীর কাছে বাচ্ছাকে রেখে কোথাও গেলে দিদিমা যত্ন করত না। এইসব একাধিক কারণ রয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, দুর্গাপুজোর সময় বিজয় দশমীর দুদিন পর এই ঘটনা। একইদিনে ভাই মানসরঞ্জন ওরফে বিট্টু দাসকে শ্বাসরোধ করে খুন করা হয়। পরেরদিন দুপুরবেলা দুজন মিলে দেহ সেফটিক ট্রাঙ্কে ফেলে দেয়। তারপর নতুন করে সিল করা হয় সেফটিক ট্রাঙ্ক। পরিবারের বা বাইরের কেউ তাদের খোঁজ করতে এলে বিষয়টি চাপা দিতে বিভিন্ন জনকে তারা নানান কথা বলত বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। উল্লেখিত , সোনারপুর থানা এলাকার জগদ্দল এলাকায় থেকে শনিবার রাতে মাস খানেকের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন গঙ্গারানি দাস (৭৫) ও তাঁর নাতি মানসরঞ্জন দাস ওরফে বিট্টু (২৫)। বিট্টু বিশেষভাবে সক্ষম যুবকের পচা গলা মৃতদেহ বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।

ফের বোমায় ক্ষতবিক্ষত শৈশব, বিস্ফোরনে আঙুল উড়ল কিশোরের

2023-11-26

উত্তরের হাওয়া, ২৬ নভেম্ভর: ফের বোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত শৈশব। উড়ল কিশোরের আঙুল। রবিবার দুপুরের এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেগঙ্গার গ্রামে। জখম কিশোর হাসপাতালে চিকিত্‍সাধীন। স্থানীয় সূত্রে খবর, আহত কিশোরের নাম আরমান গাজি। বয়স ১৩ বছর। তাঁকে উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়। দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের শেখের মোড় এলাকায় তৃণমূলের পার্টি অফিসের পিছনে আমবাগানে বোমা রাখা ছিল বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরমান দলীয় কার্যালয়ের পিছনে আম বাগানে খেলা করছিল। এর পর একটি ব্যাগের মধ্যে কী রাখা আছে, সে দেখতে যায়। দেখে ব্যাগের মধ্যে পাঁচটি বলের মতো সামগ্রী রাখা রয়েছে। হাতে করে তুলে খেলতে গেলে আচমকা বিস্ফোরণ ঘটে। আর তাতেই আরমানের হাতের আঙুল উড়ে যায় এবং বাম হাতের মাংসপেশিতেও ক্ষত হয়। বোমা বিস্ফোরণের বিকট আওয়াজ শুনে এলাকাবাসী ছুটে আসে। খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশকে। দেগঙ্গা থানা ও চাকলা ফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। বোম স্কোয়াড এসে ব্যাগের মধ্যে থাকা তিনটি তাজা বোমা উদ্ধার করে তারা। তবে এই বোমা রাখা প্রসঙ্গে তৃণমূলের দাবি, সামনে লোকসভা ভোট। তার আগে তৃণমূলকে বদনাম করতে আইএসএফ ও বিজেপির চক্রান্ত করে বাগানের মধ্যে এভাবে বোমা রেখে গিয়েছে।

জ্বর ও ডায়রিয়ার প্রকোপে আতঙ্কিত গ্রামবাসী

2023-11-25

উত্তরের হাওয়া, ২৫ নভেম্বর: গোটা গ্রাম জুড়ে জ্বর ও ডায়রিয়ার প্রকোপ এখন রয়েছে চরম আতঙ্ক। জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বুধবার রামপুরহাট গভারমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মঙ্গল সোরেন(৭০) নামে এক ব্যক্তির। বটতলা গ্রামে বর্তমানে প্রায় ১০ থেকে ১২ জন এখনো আক্রান্ত তাদের কাষ্ঠগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে সেখানে কারোর অবস্থার অবনতি হলে তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। ঘটনার খবর পাওয়ার পরে গোটা গ্রাম ভিজিট করেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। এদিন মাশড়া পঞ্চায়েতের বটতলা গ্রামে পৌঁছান চিফ মেডিকেল অফিসার, হেলথ ল্যাব স্টাফ,ব্লক সেন্ট্রি ইন্সপেক্টর, বি পি সি আশা কর্মীরা, মেডিকেল অফিসার এবং পি এইচ এন। স্বাস্থ্য দপ্তরের এ সকল কর্মীরা আক্রান্ত প্রতিটি ঘরে ঘরে গিয়ে গ্রামে ব্লিচিং ছড়িয়ে আসেন ।প্রতিটি পরিবারের লোককে কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে সে ব্যাপারে পরামর্শ দেন এবং গ্রামের কুয়ো গুলিতে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেন।মাশড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার পীযূষ মুরমু জানান ঘটনার জেরে গোটা গ্রামে সকলেই আতঙ্কিত রয়েছে। এখনো পর্যন্ত ১২ জন মতো আক্রান্ত হয়ে আছে এবং একজনের মৃত্যু ঘটেছে গ্রামে যাতে আর সে রকম ভাবে জ্বর বা ডায়রিয়া না ছড়িয়ে পড়ে সে ব্যাপারে আমরাও সচেষ্ট রয়েছি, গ্রামবাসী দামু কিস্কু জানান আমরা আতঙ্কে বসবাস করছি। আমাদের গ্রামের মঙ্গল সরেন নামে এক জন ব্যক্তির কত বুধবারে মৃত্যু হয়েছে। বাকি বেশ কিছু মানুষ ভর্তি রয়েছে। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এসেছেন তারা সমস্ত কিছু পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। সকলেই সাবধানতা অবলম্বন করে চলছি।

ফিলিস্তিনের সমর্থনে কোচবিহারে ঐতিহাসিক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল

2023-11-17

উত্তরের হাওয়া, ১৮ নভেম্বর: ফিলিস্তিনের নিপিড়িত মানুষের পক্ষে ও দখলদার অবৈধ রাষ্ট্র ইজরায়েল যেভাবে অনবরত ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে কোচবিহারে এক ঐতিহাসিক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের বন্ধুকামী মানুষ হিসেবে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শান্তিকামী মানুষদের উপস্থিতি জন প্লাবন তৈরি করে। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি সাব্বির হোসেন, নিপ্রমের গঠনতন্ত্রের রচিয়তা কাউসার আলম ব্যাপারী, রাজনীতি বিদ সম্রাট হক, ও আব্বাস আলী। নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি সাব্বির হোসেন বলেন _" আমরা অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই ও ইজরায়েলের দখলদারিত্ব বন্ধ হোক। ও আমেরিকা ও ব্রিটিশদের মদত পুষ্ট ইজরায়েল নিপাত যাক। ও আমাদের দেশের সরকার অবিলম্বে ফিলিস্তিনের পাশে দাঁড়াক।

যাত্রীবোঝাই NBSTC-র বাস বাসে হঠাত্‍ আগুন, মাঝরাস্তায়দাউ দাউ করে জ্বলল

2023-11-13

উত্তরের হাওয়া, ১৩ নভেম্বর: বানারহাট থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে দাউদাউ করে জ্বলল এনবিএসটিসির বাস। সোমবার সন্ধেয় ময়নাগুড়ির কাছে হঠাত্‍ আগুন ধরে যায় যাত্রীবোঝাই ওই বাসটিতে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাসের ইঞ্জিন গরম হয়েই এই অঘটন ঘটেছে। কালীপুজোর মরশুমে বাসটি ভিড়ে ঠাসা ছিল বলে জানা যাচ্ছে। তবে বাস থেকে ধোঁয়া বেরতে দেখেই চালক বাসটিকে থামিয়ে দেন এবং হুড়মুড়িয়ে বাস থেকে নেমে আসেন যাত্রীরা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলকর্মীরা। আগুন নেভানোর কাজ এখনও চলছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। বাস থেকে নেমে কোনওরকমে রক্ষা পেয়েছেন লোপা দত্ত নামে এক যাত্রী। বানারহাট থেকে বাসে উঠেছিলেন তিনি। যাচ্ছিলেন জলপাইগুড়ি। মহিলার অভিযোগ, বাসটিতে শুরু থেকেই সমস্যা ছিল। বললেন, “বাসের কন্ডাকটর চালককে বলেছিল বাসটি আস্তে চালানোর জন্য। সেই শুনেই সন্দেহ হয়েছিল আমার। মাঝে ধূপগুড়িতে বাস পৌঁছনোর পরই একবার ধোঁয়া বের হচ্ছিল। জ্বালানি তেলের তীব্র গন্ধ আসছিল নাকে।” ওই মহিলা যাত্রীর দাবি, সেই সময় বাস থামিয়ে চালক ও কন্ডাকটর নেমে গিয়েছিল। অনেক্ষণ পর বাস ঠিকঠাক করে আবার চালু করে। এরপর ময়নাগুড়ির কাছে এসে বাস থেকে আবার প্রচুর ধোঁয়া বের হতে শুরু করে বলে দাবি মহিলার। যাত্রীদের বক্তব্য, কারও প্রাণহানি না হলেও নিজেদের ব্যাগপত্র সকলে বাস থেকে নামাতে পারেননি। তাড়াহুড়ো করে কোনওরকমে বাস থেকে নেমে পড়েন তাঁরা।

দুয়ারে সরকারের জন্য অপেক্ষা নয়, সারা বছর নাম তোলা যাবে লক্ষ্মীর ভাণ্ডারে

2023-11-11

এখন থেকে আর দুয়ারে সরকার শিবিরের জন্য অপেক্ষা করতে হবে না, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তালিকায় সারা বছর নাম তোলা যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, শুধু দুয়ারে সরকারের শিবিরেই নয়, এখন থেকে সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে। ২৫ বছর বয়স হলেই মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারবেন। নবান্ন সূত্রে খবর, চলতি নভেম্বরের শুরুতেই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, গ্রামীণ এলাকার বাসিন্দারা নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে সারা বছর আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন এবং পূরণ করে সেখানেই জমা দিতে পারবেন। শহর এলাকায় এসডিও অফিসে গিয়ে এই কাজ করতে হবে। আর কলকাতার নাগরিক পুরসভার অফিসে গিয়ে এই কাজ করতে পারবেন। বর্তমানে দুয়ারে সরকার শিবিরে জমা পড়া সব আবেদনপত্র যাচাইয়ের পর উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পাঠানো হয়। এবার থেকে ঠিক হয়েছে, যেমন যেমন আবেদনপত্র জমা পড়বে, সেই মতোই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। আবেদনকারীর আবেদনপত্রে কোনও ত্রুটি না থাকলে সংশ্লিষ্ট আবেদনকারীর আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে রাজ্য। বর্তমানে রাজ্যের ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩৩ জন মহিলা প্রতি মাসে এই প্রকল্পের আওতায় সরাসরি আর্থিক সহায়তা পাচ্ছেন। সম্প্রতি শেষ হওয়া দুয়ারে সরকার শিবিরে যত আবেদন জমা পড়েছে, তা যাচাইয়ের পর জানা যাচ্ছে, নতুন করে এই সুবিধা পেতে চলেছেন ৯ লক্ষ ৫ হাজার ২৬৮ জন। তাঁদের মধ্যে তফসিলি জাতির অন্তর্ভুক্ত ১ লক্ষ ২ হাজার ২৬৫জন। তফসিলি উপজাতির মহিলা আছেন ২৬ হাজার ৪১ জন। অর্থাত্‍, এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা দাঁড়াবে ২ কোটি ৭ লক্ষ ৪২ হাজার ৩০১। এই খাতে প্রতি মাসে রাজ্যের ১১৩৯ কোটি টাকা খরচ হয়। নতুন উপভোক্তারা যুক্ত হলে এই খরচ আরও প্রায় ৫০০ কোটি বেড়ে যাবে। তফসিলি জাতি ও উপজাতির উপভোক্তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান। বাকিরা পান মাসে ৫০০ টাকা।

রাজ্যে ফের ভূমিকম্প। কেঁপে উঠল আলিপুরদুয়ার

2023-11-08

উত্তরের হাওয়া, ৮ নভেম্ভর: রাজ্যে আবারও ভূমিকম্প (Earthquake)! এবার ভূমিকম্পে কেঁপে উঠল আলিপুরদুয়ার (Alipurduar) জেলা। বুধবার সকাল ১০:৫১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, রিখটার স্কেলে (Richter Scale) কম্পনের মাত্রা ৩.৬। শিলিগুড়িতেও (Siliguri) কম্পন অনুভূত হয়েছে বলে খবর। আলিপুরদুয়ার ছাড়াও অসমেও (Assam) ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই রাজ্যের হাইলাকান্দিতে কম্পন অনুভূত হয়েছে। সেখানে এদিন সকাল ১০টা ৫৯ মিনিটে ৪.১ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছে। উল্লেখ্য, শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিট নাগাদ দিল্লি-সহ পশ্চিমবঙ্গে (West Bengal) ভূমিকম্প অনুভূত হয়। সেই সময় কম্পনের তীব্রতা ছিল ৬.৪। ভূমিকম্পের উত্‍স স্থল ছিল নেপাল। যেটি লখনউ থেকে ২৫৩ কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে। সেই ভূমিকম্পে নেপালে (Nepal Earthquake) ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। মৃত্যু হয় দেড়শো জনেরও বেশি লোকের। প্রচুর ঘর-বাড়ি ভেঙে পড়ে। আর তার ঠিক চার দিনের মাথায় আবারও কেঁপে উঠল পশ্চিমবঙ্গ। বুধবার ভূমিকম্প অনুভূত হতেই আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ। বারবার এই ধরনের ভূমিকম্পে রীতিমতো শঙ্কিত সকলেই। বিশেষজ্ঞরা দাবি করছেন, ভারতে আগামী দিনে ভয়ানক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। কারণ, হিমালয়ের (Himalaya) নীচে ভূকম্পন বলয় সক্রিয় হয়ে উঠেছে। যার জেরে ভারতীয় পাতের সঙ্গে ইউরেশীয় পাতের সংঘর্ষ শুরু হয়েছে। টেকটনিক প্লেটদের সংসারে লাগাতার অশান্তির কারণে দিল্লি বা উত্তর-পশ্চিম ভারত শুধু নয়, গোটা দেশেই ভয়ানক ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

2023-11-08

উত্তরের হাওয়া, ৮ নভেম্বর: জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। তবে ঠিক কোন মামলায় তাকে তলব করা হয়েছে তা এখনো জানা যায়নি। সূত্র মারফত খবর, আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার নেতাকে সমন পাঠিয়েছে ইডি। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তদন্তে যোগ দেবেন। তবে কোন সময়ে বা কোন মামলায় নেতার ডাক পড়ল সেই বিষয়ে কোনও তথ্য এখনও সামনে আসেনি। উল্লেখ্য, গতকাল ৭ই নভেম্বরই জন্মদিন ছিল নেতার। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ইডি-সিবিআই এর ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ৩ অক্টোবর তাকে স্কুল নিয়োগ কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। যদিও সেই সময় তৃণমূলের ধরনা কর্মসূচী নিয়ে দিল্লিতে ব্যস্ত ছিলেন নেতা। সেই কারণে সেই সময় ইডির মুখোমুখি হননি তিনি। সেই সময় নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে নেতা লিখেছিলেন, " পশ্চিমবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে এবং ন্যায্য পাওনার জন্য লড়াই অব্যাহত থাকবে। পৃথীবির কোনো শক্তিই জনগণ এবং তাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করার জন্য আমার উত্‍সর্গকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিক্ষোভে যোগ দিতে আমি আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লিতে থাকব।" সরাসরি এজেন্সিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, "যদি থামাতে পারো থামাও। " এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। পুজোর মধ্যে নেতাকে তলব করা যাবেনা বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সময় পুজো পেরোতে না পেরোতেই ফের এল তলব।

জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

2023-11-08

উত্তরের হাওয়া, ৮ নভেম্বর: জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। তবে ঠিক কোন মামলায় তাকে তলব করা হয়েছে তা এখনো জানা যায়নি। সূত্র মারফত খবর, আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার নেতাকে সমন পাঠিয়েছে ইডি। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তদন্তে যোগ দেবেন। তবে কোন সময়ে বা কোন মামলায় নেতার ডাক পড়ল সেই বিষয়ে কোনও তথ্য এখনও সামনে আসেনি। উল্লেখ্য, গতকাল ৭ই নভেম্বরই জন্মদিন ছিল নেতার। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ইডি-সিবিআই এর ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ৩ অক্টোবর তাকে স্কুল নিয়োগ কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। যদিও সেই সময় তৃণমূলের ধরনা কর্মসূচী নিয়ে দিল্লিতে ব্যস্ত ছিলেন নেতা। সেই কারণে সেই সময় ইডির মুখোমুখি হননি তিনি। সেই সময় নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে নেতা লিখেছিলেন, " পশ্চিমবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে এবং ন্যায্য পাওনার জন্য লড়াই অব্যাহত থাকবে। পৃথীবির কোনো শক্তিই জনগণ এবং তাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করার জন্য আমার উত্‍সর্গকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিক্ষোভে যোগ দিতে আমি আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লিতে থাকব।" সরাসরি এজেন্সিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, "যদি থামাতে পারো থামাও। " এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। পুজোর মধ্যে নেতাকে তলব করা যাবেনা বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সময় পুজো পেরোতে না পেরোতেই ফের এল তলব।

বিজেপি কর্মীর বাড়ির সামনে প্রাণে মারার হুমকির পোস্টার

2023-11-05

উত্তরের হাওয়া, ৫ নভেম্বর: এক বিজেপি কর্মীর বাড়ির সামনে প্রাণে মারার হুমকির পোস্টারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। বিজেপির অভিযোগ এই ঘটনার সাথে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার তৃণমূলের। দোষীদের শাস্তির দাবিতে থানার দ্বারস্থ বিজেপি কর্মী। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের মাঠপাড়া এলাকায়। ওই অঞ্চলের বিজেপি কর্মী গৌতম দাসের অভিযোগ, আজ সকালে ঘুম থেকে উঠে তিনি তার বাড়ির পাশে এই ধরনের পোস্টার দেখতে পান। যাতে লেখা রয়েছে গৌতম দাস তুই নাকি মস্তান হয়েছিস, একবার তোর বাড়ির উপর গিয়ে মেরেছি, তোর এখন রাস্তায় বডি পড়ে থাকবে, তুই এবার বুঝে দেখ। এরপরই তিনি বিজেপি নেতৃত্বকে বিষয়টা জানান। ঘটনাস্থলে যাই ওই অঞ্চলের বিজেপি নেতৃত্বরা, যদিও অভিযোগকারী গৌতম দাসের অভিযোগ, তিনি ওই অঞ্চলে পঞ্চায়েত ভোটে বুথের দায়িত্বে ছিলেন, সেখানে বিজেপি খুব কম সংখ্যক ভোটে পরাজয় হয়। তৃণমূল জিতে যাওয়ার পর থেকেই তাকে একাধিকবার হুমকি দেয়, এছাড়াও রাতের বেলা মদ্যপ যুবকদের আনাগোনা লেগেই থাকে, তাই এই ঘটনার সাথে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত আছে বলে অভিযোগ বিজেপি কর্মী স্বপন দাসের। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে ওই পঞ্চায়েতের উপপ্রধান দীপক মন্ডল। তার দাবি, তৃণমূলের কেউ এই ঘটনার সাথে যুক্ত না, বিজেপি নিজেরাই এই ধরনের নোংরামো করে তৃণমূলের নাম কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে, আর অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

৯৪জন শিক্ষকের চাকরি বাতিল। দিনহাটার ১৬ জন

2023-11-05

উত্তরের হাওয়া, ৫ নভেম্বর: ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল। রেশন বণ্টন ও একাধিক দুর্নীতি ইস্যুতে যখন শোরগোল রাজ্য রাজনীতি, ঠিক তখনই টেট পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েও চাকরি করছিলেন অযোগ্য ৯৪ জন শিক্ষক। শেষমেষ যাদের চাকরি গেল হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টের নির্দেশের পরপরই পর্ষদ অবশেষে সেই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল ঘোষণা করল। আর এ নিয়েই ফের বঙ্গ পদ্ম শিবিরের নিশানায় তৃণমূল সরকার। নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই এ বার চাকরি বাতিল করল খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আমলে নিয়োগ হওয়া শিক্ষকদের চাকরি বাতিল করল এ বার প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪-এর টেট এবং ২০১৬-এর নিয়োগ হওয়া এই শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশিকা গতকাল রাতেই চিঠি দিয়ে জানানো হল বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে আসে এই শিক্ষকরা টেট ছাড়াই শিক্ষকতার কাজ করছিলেন। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে সিবিআইকে গোটা বিষয়টি দেখতে বলা হয়। এর পর প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই চাকরিপ্রার্থীদের ডেকে পাঠিয়ে তদন্ত শুরু করে। ওই চাকরিপ্রার্থীরা প্রয়োজনীয় তথ্য জমা না দিতে পারায় তাদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিল পর্ষদ৷ এরই মাঝে স্যোসাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে বাতিল শিক্ষকদের একটি তালিকা। সেই তালিকা অনুসারে বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে কোচবিহারে রয়েছেন ২৮ জন, মুর্শিদাবাদে ২৬ জন, উত্তর চব্বিশ পরগনাতে ৫ জন, পুরুলিয়াতে ৬ জন, বীরভূমে ১১ জন, এছাড়া বাকুড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতারও কয়েকজন রয়েছেন এই তালিকায় । দিনহাটা মহকুমায় ১৬ জন। শোনা যাচ্ছে বামনহাট সার্কেলের ৪-৫ জন শিক্ষক রয়েছেন। যদিও এই তালিকা বাতিল হওয়া শিক্ষকদের কিনা তা নিশ্চিত করে কিছু জানা যায়নি।

ব্রিজ ভেঙে পড়ায় সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন গোটা গ্রাম

2023-11-04

উত্তরের হাওয়া, ৪ নভেম্বর: মাঝরাতে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা ২ ব্লকের শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের মেঘনারায়ণের কুঠি এলাকায়। রীতিমতো ডাম্পার সহ ব্রিজ ভেঙে পড়ে। ওই ব্রিজ ভেঙে পড়ার ঘটনা সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। জানাযায় এদিন ভোর নাগাদ বালু বোঝাই একটি ডাম্পার ওই ব্রিজ দিয়ে যাচ্ছিল সেই সময়ই ভেঙে পড়ে ব্রিজটি। বিকট শব্দের আওয়াজে স্থানীয় এলাকার বাসিন্দারা ফটো আসলে ছুটে এসে গোটা বিষয়টি দেখেন এবং খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। স্থানীয়দের অভিযোগ , দীর্ঘ প্রায় কুড়ি বছরেরও বেশি পুরনো এই ব্রিজ। পুরনো ব্রিজ হওয়ায় সংস্কারের অভাবে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিভাবক দীপক সেন, পঞ্চায়েত সমিতির সভাপতির অভিভাবক বীরেন বর্মন সহ অনেকেই সেখানে পৌঁছে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন এবং গোটা বিষয়টি খতিয়ে দেখেন। ইতিমধ্যেই এলাকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ কে গোটা বিষয়টি জানানো হয়েছে বলে তারা জানিয়েছেন। এদিন বিকেলে এই মন্ত্রী ওই ব্রিজ পরিদর্শনে যাবেন বলেও জানা গেছে।

বড়সড় ধাক্কা রাজ্যের সিঙ্গুর মামলায় টাটা মোটরসকে দিতে হবে ৭৬৬ কোটি টাকা

2023-10-30

উত্তরের হাওয়া, Manoj Kumar Barman: অংকটা নেহাত কম নয়। ৭৬৬ কোটি। হ্যাঁ ঠিকই শুনেছেন। সিঙ্গুর প্লান্টের ক্ষতিপূরণ হিসাবে টাটা মোটরস-কে দিতে হবে ৭৬৬ কোটি টাকা। এমনই রায় দিয়েছে ৩ সদস্যের আরবিট্রাল ট্রাইবুনাল। শুধু তাই নয় ২০১৬ সাল থেকে ১১ শতাংশ সুদের হারে মেটাতে হবে সুদও। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে, এ যেন ঠিক তাই। সিঙ্গুর থেকে টাটা মোটরস চলে যাওয়ার ক্ষতিপূরণ হিসেবে রাজ্যকে দিতে হচ্ছে প্রায় সাড়ে সাতশো কোটি টাকা। দীর্ঘ ১৫ বছরের আইনি লড়াইয়ের পর সিঙ্গুর মামলায় রাজ্যের বিরুদ্ধে এমনি ঐতিহাসিক রায় দিল আরবিট্রাল ট্রাইব্যুনাল। এমকনি আরবিট্রারি খরচ বাবদ টাটা-কে আরো ১কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ। স্বভাবতই, সুদীর্ঘ কয়েক বছর পর সিঙ্গুর মামলায় এমন জোরালো রায়ে ক্রমশ উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। এত টাকা রাজ্য সরকারের পক্ষে কি করে দেওয়া সম্ভব। কোথা থেকে আসবে এত টাকা? রাজ্যের কোষাগারে এত টাকা আছে তো? প্রসঙ্গত উল্লেখ্য, সিঙ্গুরে এক হাজার একর জমিতে ন্যানো প্লাট তৈরির জন্য বাম আমলেই বাম সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল টাটা মোটরসের। প্রতিশ্রুতি ছিল হাজার হাজার কর্মসংস্থানের। হয়তো টাটার পথ অনুসরণ করে আন্তর্জাতিক মানের আরও অনেক এরাজ্যে শিল্প আসত। কিন্তু তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম বিরোধিতা, স্থানীয় কৃষকদের জমি বাঁচানোর আন্দোলনে স্তব্ধ হয়ে যায় সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির স্বপ্ন। তড়িঘড়ি পাততাড়ি গুটিয়ে, কোটি কোটি টাকার ক্ষতি মাথায় নিয়ে গুজরাটে সরে যেতে বাধ্য হয় টাটা। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, দীর্ঘ ১৫ বছরের লড়াইয়ের পর, টাটার এই জয় নবান্ন-কে যে অনেকটাই অস্বস্তিতে ফেলবে তাতে সন্দেহ নেই। লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে, রাজ্য সরকারের বিপক্ষে এমন রায় জনমানসে খুব একটা ভালো প্রভাব যে ফেলবে না, রাজনৈতিক বিশ্লেষকদের তেমনটাই মত। বাম সরকারের স্বপ্নের সিঙ্গুর প্লান্ট থেকে টাটা কে তাড়িয়েই শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিজয় রথ। সেই টাটা-ই আবার নতুন করে মাথা ব্যাথার কারণ হয়ে উঠবে না তো রাজ্যের শাসকদলের কাছে? যদিও রাজ্যের কাছে আইনি পদক্ষেপের রাস্তা খোলা, তবুও এখন দেখার টাটা-কে নিয়ে বিতর্কের জল কতদূর গড়ায়।

পৌর নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত করতে সিবিআই হানা

2023-10-09

উত্তরের হাওয়া, ৯অক্টোবর: পৌরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলের গ্রেফতারির পর রাজ্যের একাধিক পৌরসভার সঙ্গে ডায়মন্ডহারবার পৌরসভারও নাম জড়িয়েছিল এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে । নিয়োগ কান্ডের তদন্ত করতে সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার পৌরসভাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সি বি আই)এর আধিকারিকেরা । মূলত পৌরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত করতে ডায়মন্ড হারবার পৌরসভা ও ডায়মন্ড হারবার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মিরা হালদারের বাড়িতে অভিযান চালায় সিবিআই এর আধিকারিকেরা। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে এই তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই এর আধিকারিকেরা। পাশাপাশি আধিকারিকদের অন্য একটি দল ডায়মন্ড হারবার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে হানা দিয়েছে। তদন্ত সূত্রে জানা গেছে ২০১৬ সালে অয়ন শীলের কোম্পানির হাত ধরে ডায়মন্ড হারবার পৌরসভাতে ১৬ জন নিয়োগ হয়েছিল।

সিকিমের প্রাকৃতিক দুর্যোগে মৃত সেনা জওয়ানের শেষকৃত্য সম্পন্ন রাষ্ট্রীয় মর্যাদার সাথে

2023-10-07

উত্তরের হাওয়া, ৭ অক্টোবরঃ রাষ্ট্রীয় মর্যাদায় সেনা জওয়ান এর শেষকৃত্য সম্পন্ন হলো। সিকিমের প্রাকৃতিক দূর্যোগে মৃত্যু হয়েছে ভারতীয় সেনা জওয়ান বিমল ওঁরাও এর । তিনি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মধু চা বাগানের বাসিন্দা । সিকিমের বন্যায় যে সব সেনা জওয়ানরা ভেসে যান, তার মধ্যে ছিলেন বিমল ওঁরাও। উল্লেখ্য জানা গেছে শুক্রবার তার দেহ নিয়ে আসা হয়েছে তার নিজের বাড়ি মধু চা বাগানের মুন্সি লাইনে । সিকিমে অবস্থিত আর্মি ক্যাম্পে তিনি কর্মরত ছিলেন। বুধবার দিন গজলডোবার তিস্তা নদী থেকে উদ্ধার হয় তাঁর দেহ। খবর পাওয়া পড়ে বৃহস্পতিবার তাঁর ভাই গিয়ে দেহ শনাক্ত করেন। এরপর তাঁর দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় । সেখান থেকে বিন্নাগুড়ি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়।শ্রদ্ধাঞ্জলির পর মৃত জওয়ানের দেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, বিমলের মৃত্যুর খবর প্রকাশ হতেই শোকের ছায়া নেমে এসেছে মধু চা বাগানের সংলগ্ন এলাকায়। চোখের জল আটকে বাঁধ মানছে না পরিবারের সদস্যদের থেকে শুরু করে ওই এলাকার বাসিন্দারা। হ্যামিল্টণগঞ্জ বাসরা ঘাটে সমাধিস্থ করা হয়। শ্রদ্ধার সহিত শেষকৃত্য সম্পন্ন হয়।

2023-10-06

উত্তরের হাওয়া, ৬অক্টোবর, দিনহাটা : সিকিমের তিস্তা নদীর বন্যায় ভেসে যাওয়া দুইটি মৃতদেহ ভারতকে হস্তান্তর করল বাংলাদেশ। শুক্রবার ভারত বাংলাদেশের গিতালদহ সীমান্তে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। সেই মিটিং এ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পাশাপশি দুই দেশের পুলিস উপস্থিত ছিলেন। বাংলাদেশ বর্ডার গারর্ডস ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে মৃত দেহ দুইটি তুলে দিয়েছে। তিস্তা নদী তে ভেসে বাংলাদেশের লালমনির হাট এলাকায় মৃতদেহ দুটি ভেসে উঠে। স্থানীয়দের কাছে খবর পেয়ে লালমনি হাট থানা তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে বি এস এফ কে খবর দেওয়া হয়। ৯০ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পাপ্পু মিনাদিনহাটা থানার আধিকারিক রাজেন্দ্র তামাং সহ বি এস এফের শীর্ষ কর্তারা বাংলাদেশের সাথে ফ্ল্যাগ মিটিং করে । বাংলাদেশের লালমনিহাট থানার ওসি ওমর ফারুক, ১৫ নাম্বার বিজেবি কোম্পানি কমান্ডার শরিফুল ইসলাম হাজির ছিলেন। পরে দেহ হস্তান্তর করা হয়। কোচ বিহার জেলা পুলিস সুপার বলেন, দুটি মৃতদেহ বাংলাদেশ থেকে হস্তান্তর করা হয়েছে।

প্যান - আধার নাম্বার দিয়ে একাউন্ট সুরক্ষিত করতে গিয়েই টাকা খোয়ালেন দিনহাটার ব্যবসায়ী

2023-10-05

উত্তরের হাওয়া, ৫অক্টোবর: প্যান - আধার নাম্বার শেয়ার করেই ৫ লক্ষ ৩৬ হাজার টাকা খোয়ালেন দিনহাটার এক ব্যবসায়ী ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। দিনহাটা শহরের ৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা পেশার ব্যবসায়ী সজল দাসের একাউন্ট থেকেই বুধবার সকাল থেকেই দফায় দফায় ৫ লক্ষ ৩৫ হাজার টাকা বের করা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী সজল দাস। মঙ্গলবার বিকেল নাগাদ সজল দাসের মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। এরপরেই সেই ফোনের ওপারে থাকা একজন নিজেকে ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে তার কাছ থেকে আধার কার্ড এবং প্যান কার্ড নম্বর জানতে চান। সজল বাবু কিছু না ভেবেই সেই ব্যক্তিকে তার প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর দিয়ে দেন। পরে বিষয়টি তার সন্দেহ হতেই সংশ্লিষ্ট ওই ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে গোটা বিষয়টি জানান এবং ব্যাংকের ম্যানেজার তাকে বলেন আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রয়েছে। ব্যাংক ম্যানেজারের কথায় আশ্বস্ত হলেও বুধবার তিনি নিজের একাউন্ট চেক করতে গিয়ে দেখেন তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা তোলা হয়েছে। মোট ৭ দফায় পাঁচ লক্ষ ছত্রিশ হাজার টাকা তোলা হয়েছে । ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তিনি দিনহাটা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এমনটাই জানা গেছে দিনহাটা থানা সূত্রে। এদিকে সজল দাস নামে ওই ব্যবসায়ী জানান, ফোন করে তার কাছে বেশ কিছু তথ্য চাওয়া হয় এবং সেই মতো তিনি সেই তথ্যগুলি দিয়ে দেন ফোনের ওপারে থাকা এক ব্যক্তিকে। করে বেগতিক দেখে একাউন্ট সুরক্ষিত করা হলেও তারপরেও তার টাকা খোয়া গিয়েছে বলে তিনি জানান।

চলন্ত সরকারি বাসে আচমকাই আগুন, ঘটনায় চাঞ্চল্য

2023-10-02

উত্তরের হাওয়া, ২ অক্টোবর: চলন্ত সরকারি বাসে আচমকাই আগুন , ঘটনায় চাঞ্চল্য এলাকায় । চালকের তৎপরতায় রক্ষা পেল যাত্রীরা । এদিন দুপুর ১২ টা নাগাদ হলদিবাড়ি-জলপাইগুড়ি রাজ্য সড়কের উত্তরপাড়া কলেজ সংলগ্ন এলাকায় একটি এন বি এস টি সি এর বাস WB 68 A 0102 এ আগুন লাগে । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসযাত্রীদের মধ্যে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন । আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । জানা যায় ,জলপাইগুড়ি থেকে আসার পথে হলদিবাড়ি কলেজ সংলগ্ন উত্তর পাড়া এলাকায় আচমকাই গাড়ি থেকে ধোঁয়া বের হতে থাকে । চালক নেমে , যাত্রীদের আস্তে আস্তে নেমে যেতে বলে । এবং আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। এরপর দমকল কর্মীদের খবর দেওয়া হলে , তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।

রাতভর টানা বৃষ্টির জেরে রাস্তা দিয়ে বইছে জল

2023-09-24

উত্তরের হাওয়া, ২৪ সেপ্টেম্বরঃ রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন জেলার বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন গ্রামীন সড়ক। সমস্যাই বহু মানুষজন। ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার হচ্ছেন বাসিন্দারা। গতকাল রাত থেকে টানা বৃষ্টির জেরে ভাবুক অঞ্চলের মহাজিবনগর দোখারিয়া এলাকা জলমগ্ন কার্যত রাস্তা দিয়ে বইছে জল। ৮ মাইল লালদীঘি গামী মহাজিবনগর এলাকার গ্রামীণ সড়কের ওপর দিয়ে বইছে জল। পাশেই রয়েছে একটি খাঁড়ি তবে লাগাতার ভারী বর্ষণের ফলে খাঁড়ির জল উপচে পড়ছে রাস্তায়। স্থানীয় বাসিন্দাদের জানান, এবছর রেকর্ড পরিমাণে বৃষ্টিপাতের কারণে জলমগ্ন গ্রামীণ সড়কগুলো যার ফলে যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তবে এখনো পর্যন্ত স্থানীয় পঞ্চায়েত প্রধানের তরফে কোন মাইকিং সতর্কতা করা হয়নি। পাশাপাশি ওই এলাকা চত্বর জুড়ে স্থানীয় মানুষদের আনাগোনা চোখে পড়ে এবং বৃষ্টির জলের মধ্যে জাল ফেলে মাছ ধরা লক্ষ্য করা যায়।

করম পুজো উপলক্ষ্যে পূর্ণদিবস ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ

2023-09-23

উত্তরের হাওয়া, ২৩ সেপ্টেম্বর: নবান্নর নির্দেশিকা অনুযায়ী, ২৫ তারিখ রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, পুরসভা এবং পঞ্চায়েত অফিসের কাজ বন্ধ থাকবে। করম পুজো উপলক্ষ্যে পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই মর্মে নবান্নর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত কাল করম পুজো উপলক্ষ্যে পূর্ণদিবস ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । এতদিন মূলত এই উৎসব যাঁরা পালন করতেন শুধু তাঁরাই ছুটি পেতেন। অর্থাৎ সেকশনাল ছুটি ছিল এটি। এবার থেকে এই ছুটি পাচ্ছেন প্রত্যেক সরকারি দফতরের কর্মীরা। এর আগে নবান্নে সাংবাদিক বৈঠক করে সরকারি এই ছুটির ঘোষণা আগেই করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “সবেবরাত ও করম পুজোয় ছুটি সরকারের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি মেনে নেওয়া হল।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলায় সব উৎসবকে সমান গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সেই কারণে রঘুনাথ মুর্মু থেকে পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়েছে। সব ধর্মকর্ম এবং সব কিছুর মিলনস্থল হল বাংলা।

বিদ্যালয় ছুটি থাকবে করম পূজো উপলক্ষ্যে

2023-09-21

উত্তরের হাওয়া, ২১ সেপ্টেম্বর: নবান্নর নির্দেশিকা অনুযায়ী, ২৫ তারিখ রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, পুরসভা এবং পঞ্চায়েত অফিসের কাজ বন্ধ থাকবে। করম পুজো উপলক্ষ্যে পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ২৫ সেপ্টেম্বর ছুটি ঘোষণা , এই মর্মে নবান্নর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ করম পুজো উপলক্ষ্যে পূর্ণদিবস ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ।এতদিন মূলত এই উৎসব যাঁরা পালন করতেন শুধু তাঁরাই ছুটি পেতেন। অর্থাৎ সেকশনাল ছুটি ছিল এটি। এবার থেকে এই ছুটি পাচ্ছেন প্রত্যেক সরকারি দফতরের কর্মীরা। এর আগে নবান্নে সাংবাদিক বৈঠক করে সরকারি এই ছুটির ঘোষণা আগেই করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “সবেবরাত ও করম পুজোয় ছুটি সরকারের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি মেনে নেওয়া হল।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলায় সব উৎসবকে সমান গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সেই কারণে রঘুনাথ মুর্মু থেকে পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়েছে। সব ধর্মকর্ম এবং সব কিছুর মিলনস্থল হল বাংলা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত

2023-09-14

উত্তরের হাওয়া: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমানিকের হাত ধরে বামনহাট ১গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত অর্জুন মালীর বিজেপিতে যোগদান। বুধবার সন্ধ্যায় দিনহাটা ২নং ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ গ্রামের রানীর হাট মেলার মাঠে বিজেপির এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওই কর্মী সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, বিজেপির বর্ষিয়ান নেতা রাহুল সিনহা, দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়, দিনহাটা ৭নং বিধানসভার কনভেনর জীবেশ সরকার, দিনহাটা ৩ নং মন্ডল সভাপতি কমল বর্মন সহ সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল নেতা তাপস দাস, জয়দীপ ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এদিনের জনসভার শেষে তৃণমূলের প্রাক্তন প্রধান অর্জুন মালী সহ কিশামত দশগ্রাম এলাকার ৫৪ টি পরিবার বিজেপিতে যোগদান করে। আগামী দিনে সংশ্লিষ্ট এলাকায় বিজেপির শক্তি বৃদ্ধি হলো বলে দাবি করছেন নেতৃত্বরা।

বাতিল দুয়ারে সরকার ক্যাম্প!

2023-09-14

উত্তরের হাওয়া: বন্ধ হয়ে গেল দুয়ারে সরকার ক্যাম্প। ঘটনাটি মালদার গাজলের আলাল গ্রাম পঞ্চায়েতের ময়না এলাকায়। প্যান্ডেলের রং এর কারণে না বাতিল দুয়ারে সরকার ক্যাম্প! এমনই অভিযোগ উঠেছে। অভিযোগ, নীল সাদার পরিবর্তে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য গেরুয়া এবং সাদা রঙের প্যান্ডেল করার কারণেই বাতিল করে দেওয়া হয়েছে সরকারি এই শিবির। মালদার গাজোেেল দুয়ারে সরকার ক্যাম্প বাতিল হয়ে যাওয়ায় এই অভিযোগে সরব হয়েছে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। তবে দুয়ারে সরকার শিবির বাতিলের কারণ হিসেবে এই অভিযোগ মানতে নারাজ গাজোলের বিডিও অরুন কুমার সরদার।

মন্ত্রীর হাত ধরেই খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুরু দিনহাটা কিশোর সংঘ

2023-09-06

শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। আর কয়েক দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। গত কয়েক বছর ধরে জাকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড। তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য। কেবল কলকাতা নয়, গোটা রাজ্যের নামী দুর্গাপুজোগুলোর তালিকায় অনেককাল আগেই জায়গা করে নিয়েছে দিনহাটার কিশোর সংঘ দুর্গাপূজা কমিটি। সংগঠনের তরফে জানানো হয় “রীতি মেনে জন্মাষ্টমীর দিন মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটার শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন এবং কিশোর সংঘের সমস্ত সদস্য সদস্যবৃন্দ। কিশোর সংঘ দূর্গা পূজা কমিটি আশা এ বছর তাদের দুর্গাপূজা দিনহাটা শহর তো বটেই কোচবিহার উত্তরবঙ্গ এবং নিম্নআসামের বাঙালিদের কাছে যথেষ্ট সারা ফেলবে। এ বছর তাদের থিম বিবর্ণ।

৪০০ টাকা কমবে রান্নার গ্যাসের দাম।

2023-08-29

উত্তরের হাওয়া, ২৮আগস্ট: সবার জন্য সস্তা রান্নার গ্যাস, ৪০০ টাকা ভর্তুকি। লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে ঘরোয়া সিলিন্ডারের দাম সবার জন্য ২০০ টাকা কমানো হয়েছে। সব ভোক্তারা এর সুবিধা পাবেন বলে রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। তাই তাঁরা সবমিলিয়ে ৪০০ টাকা ভর্তুকি পাবেন। সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অন্যদিকে, উজ্জ্বলা যোজনায় অন্তর্ভূক্ত গ্রাহকদের ইতিমধ্যেই

স্ত্রীকে খুন করে দড়িতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করল পুলিশ

2023-08-26

উত্তরের হাওয়, ২৬আগষ্ট: কথায় আছে যিনি রক্ষক তিনিই ভক্ষক- এই কথাটাই সত্যি হল দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার দূর্বাচটি এলাকায় । নিজের স্ত্রীকে খুন করে দড়িতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম অপূর্ব প্রধান । তাকে শুক্রবার কাকদ্বীপ আদালতে তোলা হয় । মৃতার বাপের বাড়ির দাবী , সিভিক ভলেন্টিয়ারের চাকরি পাওয়ার আগে একই গ্রামের শিবানী প্রধানের সাথে অপূর্বর প্রেমের সম্পর্ক প্রায় দশ বছর । সেই প্রেমের সম্পর্ক ধরে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । এরপর চাকরি পাওয়ার পরথেকে ওই গৃহবধুর উপর দিনের পর দিন অত্যাচার অত্যাচার চলতে থাকে এমনি অভিযোগ । তাদের একটি কন্যা ও একটি পুত্র সন্তান ও আছে । বৃহস্পতিবার হঠাৎ ওই গৃহবধুর বাপের বাড়ির লোক জানতে পারেন তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে । খবর পেয়েই তড়িঘড়ি পাথরপ্রতিমার মাধবনগর গ্রামীণ হাসপাতালে পৌঁছান তাঁরা । সেখানে গিয়ে জানতে পারেন তাদের মেয়েকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা । এরপর থানায় অপূর্ব প্রধানের নামে খুনের অভিযোগ দায়ের করেন মৃতার বাপের বাড়ির লোকজন । সেই অভিযোগের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতের বিরুদ্ধে ৪৯৮ এ ও ৩০২ ধারায় মামলা রুজু করে কাকদ্বীপ আদালতে পাঠায় পুলিশ । পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ।

বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে নিজের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির ও চারা গাছ বিলি।

2023-08-21

উত্তরের হাওয়া, ২১ আগষ্ট: ২৯ তম জন্মদিনে উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিল দিনহাটার সাহেবগঞ্জ নিবাসী মিল্টন সরকার। তিনি পেশায় একজন সাংবাদিক। সোমবার ছিল তার ২৯ তম জন্মদিন সেই উপলক্ষে আয়োজন করে সে। দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এদিন সকালে সাড়ে ১১ টায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরী শংকর মহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, কাউন্সিলর তথা বিশিষ্ট আইনজীবী জাকারিয়া হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সুরজ থাপা, দিনহাটা মহকুমা প্রেসক্লাবের সভাপতি যশোর ইউসুফ আহমেদ হক, ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য সহ আরো অনেকেই। এদিন মোট ১৫ ইউনিট রক্ত সংগ্রহীত হয়। রক্তদানের পাশাপাশি সকলকে চারা গাছ বিলি করা হয়। জন্মদিন উপলক্ষে এই অভিনব চিন্তাভাবনাকে সাধুবাদ জানায় সকলেই। মিল্টন সরকার বলেন, সাধারণত আমরা জন্মদিন হইহুল্লোড় করে কাটাই কিন্তু বিশেষ দিনগুলোতে যদি আমরা সামাজিক কর্মসূচি গ্রহণ করি তাহলে সমাজের অগ্রগতি হয়। রক্তসংকট মেটাতে প্রত্যেকে যদি বিশেষ দিনগুলিতে রক্তদান শিবিরের আয়োজন করে তাহলে ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সরবরাহ সচল থাকবে। আমি বিগত কয়েক বছর থেকে জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির চারাগাছ রোপন দু:স্থদের অন্নদান করে আসছি। আমার পরিবার সহ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। দিনহাটা থানার আইসি সুরজ থাপা বলেন, জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন খুব ভাল উদ্যোগ। সমাজকে ভাল বার্তা দিচ্ছে মিল্টন। আগামী দিনে ওর সর্বাঙ্গিনী সাফল্য কামনা করি। রক্তদান শিবির পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন , রক্ত সংগ্রহ করে দিনহাটা ব্লাড সেন্টার।

গঠিত হল দিনহাটা মহকুমা প্রেস ক্লাবের কমিটি

2023-08-19

উত্তরের হাওয়া, ১৯ আগষ্ট: সুষ্ঠুভাবে সম্পন্ন হল দিনহাটা মহকুমা প্রেস ক্লাবের নির্বাচন প্রক্রিয়া। শুক্রবার দিনহাটা শহরের আপন ঘরে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন কোচবিহার প্রেসক্লাবের সভাপতি অনুপম সাহা এবং সম্পাদক গৌড় হরি দাস এর উপস্থিতিতে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন মোট ৭ আসনের মধ্যে পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে প্রার্থীরা। অপরদিকে সভাপতি এবং একটি এক্সিকিউটিভ কমিটির পদে নির্বাচন হয়। এদিন নির্বাচন শেষে প্রেস ক্লাবের জেলা সভাপতি অনুপম সাহা জানান, এদিনের কমিটিতে সভাপতি হয়েছেন ডক্টর যশোর আহমেদ ইউসুফ হক, সহ-সভাপতি দীপঙ্কর দত্ত, সম্পাদক হরিপদ রায় সহ-সম্পাদক প্রশান্ত সাহা কোষাধক্ষ্য প্রসেনজিৎ সাহা। এবং শুভদীপ চক্রবর্তী ও তনুময় দেবনাথ এক্সিকিউটিভ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মোট তিনজন লড়াই করেছিল। ডক্টর যশোর আহমেদ ইউসুফ হক অমৃতা চন্দ রাজীব বর্মন। সেখানে বারোটি ভোট পেয়েছেন যশোর আহমেদ ইউসুফ হক, দশটি ভোট পেয়েছেন রাজিব বর্মন, তিনটি ভোট পেয়েছেন অমৃতা চন্দ। অন্যদিকে এক্সিকিউটিভ কমিটির একটি পদে লড়াই করেছিলেন তিনজন যথাক্রমে রাহুল দেব বর্মন, তনুময় দেবনাথ, রবিউল আলী। সেই নির্বাচনে নয়টি করে ভোট পেয়েছেন এবং সাতটি ভোট পান রবিউল আলী। সেখানে টসের মাধ্যমে জয়লাভ করে তনুময় দেবনাথ।

সিভিক ভলান্টিয়ারের বেতন বেড়ে ২২,৭০০ টাকা!

2023-08-16

উত্তরের হাওয়া, ১৬ আগষ্ট: কনস্টেবল হলে সিভিকদের বেতন বাড়বে অনেকটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে সব সিভিক ভলান্টিয়াররা ভালো কাজ করবেন, তাঁদের রাজ্য পুলিশ কনস্টেবলের পদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের বেতন এক ধাক্কায় ১৪ হাজার টাকা বাড়বে বলে নবান্ন সূত্রে খবর। বর্তমানে সিভিক ভলান্টিয়াররা মাসে ৯ হাজার টাকা বেতন পান ৩০ দিন কাজ করার জন্য। পুলিশের কনস্টেবল পদে উন্নীত হলে তাঁদের মূল বেতন বেড়ে ২২,৭০০ টাকা হতে পারে বলে জানানো হয়েছে।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের

2023-08-15

উত্তরের হাওয়া, ১৫ আগস্ট: ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ১৫ অগস্ট। এই দিনে ২০০ বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারত। এই দিনটিকে শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার দিন নয়, একই সঙ্গে যাঁরা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, তাঁদের সম্মান জানানোরও দিন। এই দিনটিতে স্কুল, কলেজ, পাড়ায়, বিভিন্ন প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের মাধ্যমে ভারতের স্বাধীনতার উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেভাবেই আজ বেঙ্গল কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ অ্যাসোসিয়েশন দিনহাটা জোন কমিটির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠণের অফিসে। জাতীয় পতাকা উত্তোলন করেন দিনহাটা জোন কমিটির সভাপতি অভিজিৎ সাহা, উপস্থিত ছিলেন জোন সম্পাদক শ্রী রঘুনাথ সাহা, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ দে ও আরো অনেকে।

বাংলায় ফের ভোট ঘোষণা

2023-08-13

উত্তরের হাওয়া, ১৩ আগস্ট: ১৫ নং ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায় আজ, রবিবার আসন্ন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে প্রার্থী করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। উল্লেখ্য, প্রয়াত হয়েছেন ধূপগুড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। ওই কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করা হয়। এর আগে এই কেন্দ্রের জন্য ভাওয়াইয়া শিল্পী ঈশ্বরচন্দ্র রায়কে নিজেদের প্রার্থী হিসাবে ঘোষণা করে সিপিএম।

শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে বাড়ির সামনেই বস্তাবন্দি দেহ

2023-08-12

উত্তরের হাওয়া, ১২ আগস্ট: শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির সামনে থেকেই বস্তাবন্দী বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্লাস্টিকের বস্তায় বৃদ্ধার মৃত ছেলের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় স্থানীয় বাসিন্দা পুষ্পা গাইনের (75) এর মৃত দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত পুষ্পা গাইনের এক ছেলে ও এক মেয়ে র মধ্যে থেকে মেয়ের কাছে থাকতে বৃদ্ধা পুষ্পা দেবী। গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে মেয়ে বুলি গায়েন বলেন। পরবর্তীতে এদিন সকালে বাড়ির সামনে বস্তাবন্দি মৃতদেহের পা বেরিয়ে থাকতে দেখে পুষ্পা দেবীর মৃতদেহ বলে অনুমান করেন তার পুত্রবধূ। পরবর্তীতে ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে ধুপগুড়ি থানার পুলিশ কর্মীরা পৌঁছে মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়িতে ময়নাতদন্তের জন্য পাঠায়। বিষয়টি নিয়ে ধুপগুড়ি ৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর উদ্ধব রায় বলেন, পুষ্পা গাইন একাধিক সোনার গহনা পড়তেন। হয়তোবা সেই কারণে কেউ তাকে খুন করে বস্তাবন্দী মৃতদেহ ফেলে রেখে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দেহে একাধিক ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে । পাশাপাশি ধুপগুড়ি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। ধুপগুড়ি থেকে আবির ভট্টাচার্যের প্রতিবেদন

কোচবিহার প্রধান ডাকঘর থেকে জাতীয় পতাকা সংগ্রহ করেন বিজেপির বিধায়ক সহ অন্যান্য কর্মী সমর্থকেরা

2023-08-12

উত্তরের হাওয়া, ১২ আগস্ট: আগামী ১৫ই আগস্ট দেশের তম স্বাধীনতা দিবস । আর স্বাধীনতার এই অমৃত মহোৎসব বর্ষে দেশের প্রতিটি বাড়িতেই জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বার্তা তে সাড়া দিয়েই আজ কোচবিহার প্রধান ডাকঘর থেকে জাতীয় পতাকা সংগ্রহ করেন বিজেপির বিধায়ক সহ অন্যান্য কর্মী সমর্থকেরা । আজ থেকে কোচবিহার জেলার প্রধান ডাকঘর সহ প্রত্যেকটি মহকুমা ডাকঘরে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত ২৫ টাকার বিনিময়ে জাতীয় পতাকা পাওয়া যাবে। এ বিষয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী আজ আমরা জাতীয় পতাকা সংগ্রহ করতে আসলাম । আমরা সকলকেই আহ্বান জানাচ্ছি যাতে সকলে জাতীয় পতাকা সংগ্রহ করে এবং ১৫ ই আগস্ট প্রত্যেকে নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে ।

অবশেষে মিলল স্বস্তি নিয়োগপত্র পেল ২০০৯-এ চাকরিপ্রার্থীরা

2023-08-12

উত্তরের হওয়া, ১২আগস্ট: দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মিলল স্বস্তি। ২০০৯ এর চাকরি পাচ্ছি না অবশেষে হাতে পেল নিয়োগপত্র। ২০০৯ এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ আন্দোলন একাধিক কর্মসূচি নিয়েছিল। এমনকি নিয়োগের জন্য আদালতের দরজায় কড়া মেরেছে চাকরিপ্রার্থীরা। অবশেষে ১৪ বছর পর চাকরিপ্রার্থীদের হাতে মিলল নিয়োগপত্র। বৃহস্পতিবার ১৫০৬ জনের উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র তুলে দিল। দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক সংসদে চেয়ারম্যান অজিত নায়েক পোস্ট অফিসের মাধ্যমে সকল উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য চিঠি পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। আর এই প্রক্রিয়া শুরু হতেই কার্যত আনন্দে মেতে উঠেছে ২০০৯ চাকরি প্রার্থীরা। ২০০৯ চাকরি প্রার্থীদের দাবি দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মেধা জয় হলো। দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক সংসদের চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ। এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক সংসদের চেয়ারম্যান অজিত নায়েক বলেন, কিছু আইনি জটিলতার কারণে নিয়োগের প্রক্রিয়া থমকে গিয়েছে। আইনি জোট কেটে যাওয়ার পর ২০০৯ উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে অবিলম্বে তাদেরকে নিয়োগ করা হবে।

শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে বাড়ির সামনেই বস্তাবন্দি দেহ

2023-08-12

উত্তরের হাওয়া, ১২আগস্ট: শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির সামনে থেকেই বস্তাবন্দী বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্লাস্টিকের বস্তায় বৃদ্ধার মৃত ছেলের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় স্থানীয় বাসিন্দা পুষ্পা গাইনের (75) এর মৃত দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত পুষ্পা গাইনের এক ছেলে ও এক মেয়ে র মধ্যে থেকে মেয়ের কাছে থাকতে বৃদ্ধা পুষ্পা দেবী। গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে মেয়ে বুলি গায়েন বলেন। পরবর্তীতে এদিন সকালে বাড়ির সামনে বস্তাবন্দি মৃতদেহের পা বেরিয়ে থাকতে দেখে পুষ্পা দেবীর মৃতদেহ বলে অনুমান করেন তার পুত্রবধূ। পরবর্তীতে ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গআ র নেতৃত্বে ধুপগুড়ি থানার পুলিশ কর্মীরা পৌঁছে মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়িতে ময়নাতদন্তের জন্য পাঠায়। বিষয়টি নিয়ে ধুপগুড়ি ৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর উদ্ধব রায় বলেন, পুষ্পা গাইন একাধিক সোনার গহনা পড়তেন। হয়তোবা সেই কারণে কেউ তাকে খুন করে বস্তাবন্দী মৃতদেহ ফেলে রেখে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দেহে একাধিক ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে । পাশাপাশি ধুপগুড়ি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

কোচবিহারের ২৩ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে তলব CBI-এর

2023-08-10

উত্তরের হাওয়া: শিক্ষকরা নতুন করে তলব হওয়াতে ফের জোরাল হয়েছে জল্পনা। কারণ, কিছুদিন আগেই আদালতের নির্দেশে গ্রেফতার হয়েছেন ৪ অযোগ্য শিক্ষক। মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়ার পর এবার কোচবিহার। উত্তরবঙ্গের কোচবিহারের ২৩ জন শিক্ষককে তলব সিবিআই-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড-সহ এই শিক্ষকদের আসতে বলা হয়েছে নিজাম প্যালেসে। প্রাথমিক টেট মামলায় এই শিক্ষকদের তলব করে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে নতুন তথ্য পেতে চায় সিবিআই। ২০১৪-র টেটে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাঁরা। এই শিক্ষকরা নতুন করে তলব হওয়াতে ফের জোরাল হয়েছে জল্পনা। কারণ, কিছুদিন আগেই আদালতের নির্দেশে গ্রেফতার হয়েছেন ৪ অযোগ্য শিক্ষক। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাঁকুড়ার পর এবার কোচবিহারের একাধিক শিক্ষক সিবিআইয়ের নজরে। ইতিমধ্যেই ২৩জন শিক্ষককে তলব করেছে সিবিআই। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত তাঁরা। বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করা হয়েছে ২৩ জন শিক্ষককে। অভিযোগ, তাঁদের নথি ২০১৪ সালের টেটের। সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড নথি চেয়েছে সিবিআই। কীভাবে চাকরি পেলেন এই ত্রিশ জন শিক্ষক? জানতে তলব করেছে সিবিআই। সোমবার আদালতের নির্দেশে চারজন শিক্ষক গ্রেফতারের পর বাঁকুড়া জেলা থেকে ৭ জন প্রাথমিক শিক্ষককে তলব করেছিল সিবিআই। এবার পালা কোচবিহার জেলার ত্রিশ জন শিক্ষকের। ইতিমধ্যে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলকে জানানো হয়েছে সিবিআইয়ের তরফে গোটা বিষয়টি। ওই ত্রিশ জন শিক্ষককে নিজাম প্যালেসে সমস্ত নথি নিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিশ শিক্ষক কোচবিহারে প্রাথমিক স্কুলে সহকারী টিচার হিসাবে নিযুক্ত। এদের যাবতীয় নথি ডকুমেন্টস নিয়ে নিজাম প্যালেসে বৃহস্পতিবার সকাল এগারোটায় হাজিরার জন্য নির্দেশ রয়েছে। বুধবার বাঁকুড়া থেকে প্রাইমারি স্কুলে কর্মরত সাত জন শিক্ষক নথি নিয়ে নিজাম প্যালেসে বুধবার এগারোটায় হাজির হয়েছিলেন। এই সাত জন অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলে কর্মরত। সিবিআই সূত্রে খবর, এই শিক্ষকদের নথি খতিয়ে দেখা হয়। এই শিক্ষকদের থেকে অ্যাডমিট কার্ড, রেজাল্ট, ২০১৪-র টেটের নথি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্ট নিয়ে আসতে বলা হয়েছে। ডকুমেন্টস দেখে খতিয়ে দেখবে সিবিআই। বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষকদের CBI ডেকে পাঠাচ্ছে তাঁদের নথি দেখে জিজ্ঞাসাবাদের জন্য। বাঁকুড়ার পড় কোচবিহারের ত্রিশ শিক্ষককে তলব নিজামে। এই ত্রিশ শিক্ষক কোচবিহারে প্রাথমিক স্কুলে কর্মরত। সিবিআইয়ের তলবের পর এঁদের ভবিষ্যত এখন কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার।

বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হতেই ৩ নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা নেতৃত্ব

2023-08-10

উত্তরের হওয়া, ৯ আগস্ট: বুধবার ছিল মাথাভাঙ্গা এক ব্লকের জোর পাটকি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া। এদিন সকালে সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতের শাসক ও বিরোধীদলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা এসে পৌঁছন। এরপরেই শুরু হয় বোর্ড গঠন এবং প্রধান উপপ্রধান নির্বাচনের কাজ। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে প্রধান ও উপপ্রধানের নাম তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয় কিন্তু সেখানে তৃণমূলের তিনজন পঞ্চায়েত সদস্য দলীয় নির্দেশিকাকে অমান্য করে অন্য নাম প্রস্তাব করে। পাশাপাশি সেই প্রস্তাবিত নামের সমর্থন জানায় বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যরা এমনটাই অভিযোগ উঠে এসেছে। এরপরেই গোটা বিষয়টি দলীয় নেতৃত্বের গোচরে আসতেই ওই ৩ পঞ্চায়েত সদস্যকে সাংবাদিক বৈঠক করে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। জানা গেছে, সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২১ টি । সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৫ টি এবং বিজেপির ৬ টি পঞ্চায়েত সদস্য রয়েছে। জানা গেছে এদিন বোর্ড গঠনের সময় তৃণমূলের ৩ পঞ্চায়েত সদস্য দেবাশীষ মজুমদার ,আব্দুল গনি ও হামিদা বিবি তারা দলের নির্দেশিত প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন। সেখানে আব্দুল গনি প্রস্তাব করেছিলেন দেবাশীষ মজুমদারের নাম এবং হামিদা বিবি সেই নাম সমর্থন জানিয়েছেন । এরপরেই সেখানে ভোটাভুটি হয় সেখানেই দেখা যায় বিজেপির ছয় সদস্য এবং তৃণমূলের ওই ৩ পঞ্চায়েত সদস্য একসাথে হয়ে যান। সেই ভোটাভুটিতেই তৃণমূল কংগ্রেসের প্রধান ও উপপ্রধান তারা তিনটি ভোট কম পান। এদিকে এই বিষয় নিয়ে কোচবিহার জেলার তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, ওই ৩ পঞ্চায়েত সদস্য বিজেপির সাথে অভিসন্ধি করেছিল। দলের নির্দেশিত প্রধান ও উপ প্রধান কে হারিয়ে বিজেপির সমর্থন নিয়ে জেতার একটা প্রবণতা ছিল। যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করলেন দলীয় নির্দেশ অমান্য করলেন সেই তিনজনকেই দল থেকে বহিষ্কার করা কথাও ঘোষণা করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক তিনি স্পষ্টতই জানিয়ে দেন দলের রাজ্য নেতৃত্বের অনুমতি ক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে এনে ধর্ষণের অভিযোগ গা ঢাকা দেওয়া প্রেমিকের বিরুদ্ধে!- ক্রান্তি ফাড়িতে মেয়ের বাড়ির তরফে বিক্ষোভ প্রদর্শন

2023-08-03

উত্তরের হাওয়া, ৩আগস্ট: যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিক তার বাড়িতে নিয়ে বাড়ির লোকের অনুপস্থিতে ধর্ষণ করে । এমন অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলার ক্রান্তির চিকন মাটি এলাকায়। যুবতীর সুবিচারের দাবিতে ক্রান্তি পুলিশ ফাঁড়ি ঘেরাও করে পরিবারের লোক সহ্ এলাকাবাসী। যুবতীর পরিবার সূত্রে খবর, ক্রান্তির উত্তর মাটিয়ালি মসজিদ মোড় এলাকার রুকসান আলম নামের যুবকের সঙ্গে ক্রান্তির চিকন মাটি এলাকার যুবতীর এক বছরের প্রেমের সম্পর্ক। অভিযোগ গত ১৮/০৭/২০২৩ তারিখে যুবক রুকশান আলম যুবতীকে কলেজ যাওয়ার সময় মেসেজ করে ডেকে বাড়িতে নিয়ে আসে। যুবতী প্রেমের টানে যুবকের সাথে তার বাড়িতে আসলে বাড়ির লোকের অনুপস্থিতে  ওই যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। এদিকে যুবতীর দাবি, বিয়ের কথা বলতেই রুকসান আলমকে তার বাড়ির লোক অন্যত্র লুকিয়ে রাখে। এমনকি যুবতীকে একাই বাড়িতে রেখে যুবকের বাড়ির লোক সকলেই গা ঢাকা দেয়। এরপর যুবতী ক্রান্তি পুলিশ ফাঁড়িতে যুবক এবং তার বাড়ির লোকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের সপ্তাহ পেরিয়ে গিয়েও পুলিশ অভিযুক্তদের ধরতে কোন রকম পদক্ষেপ না নিলে, যুবতীর এলাকার বাসিন্দারা আজ ক্রান্তি পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায়। পরবর্তীতে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় পরিবারের লোকসহ এলাকার বাসিন্দারা।

নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে এবং বৌমা

2023-08-02

উত্তরের হাওয়া, ২আগস্ট: ঘটনাটি শীতলকুচি চানঘাট এলাকার। জানা যায় আজ সকাল বেলায় এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাংবাদিকরা, তাদের কটুক্তি করে বলে অভিযোগ পরিবারের মানুষজন। ওই বৃদ্ধা জানান ছোটবেলায় থেকে কোলে পিঠে করে মানুষ করেছি সন্তানদের। আমার শেষ বেলায় ঠাই মিলছে না কোথাও। ছেলে বৌমা বের করে দিচ্ছে স্বামী দু বছর হলো মারা যাওয়ার। আগে ভালোই ছিল সন্তানেরা ।স্বামী মারা যাওয়ার পর থেকে আমাকে নানাভাবে কটুক্তি করে ছেলেরা। এক মুঠো খাবার তাও কথা শুনতে হয়। আমি আর কারো বাড়িতে যাব না। হাতে পোটলা নিয়ে বেরিয়ে পড়েছি। আমি রাস্তায় দিনকাটাবো। সকালবেলায় বেরিয়েছি বিকেল ঘনিয়ে আসলো কেউ ডাকলোনা। এক মুঠো খাবারও দিল না। আমি তো রাগ করতেই পারি তাই বলে তারা আমাকে এমনটা করবে আমি ভাবতেই পারিনি। এই খবর করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় সাংবাদিকদের। তাদের নানা ভাবে হেনস্থা করে বলেও অভিযোগ। এই বিষয়ে শীতলখুচি প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেন আহমেদ বলেন এটি নিন্দনীয় ঘটনা। আমরা এর তীব্র ধিক্কার জানাই।

নাবালিকা ধর্ষনের প্রতিবাদে কোচবিহার ২ ব্লক জুড়ে পড়ুয়াদের বিক্ষোভ ও পথ অবরোধ।

2023-08-01

উত্তরের হাওয়া, কোচবিহার, ১ আগস্ট: গত মাসের ১৮ তারিখ কোচবিহার ২ ব্লকের কালজানি গ্রাম পঞ্চায়েত এলাকার ১৪ বছরের নবম শ্রেণীর ছাত্রী নাবালিকা মেয়ে অপহরণ ও ধর্ষণ এবং মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাল কোচবিহার ২ ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের। সোমবার কোচবিহার ২ ব্লকের বানেশ্বর এবং বোকালির মঠ এলাকায় সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরোধ করে পড়ুয়ারা। বানেশ্বরের বানেশ্বর গার্লস হাই স্কুলের ছাত্রী এবং বানেশ্বর খাবসা হাইস্কুলের ছাত্রছাত্রীরা কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। একই সাথে আমবাড়ি ধনিরাম হাই স্কুলের ছাত্র ছাত্রীরা বকালীর মাঠ এলাকায় একইভাবে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের একটাই দাবি, অভিযুক্তদের ফাঁসি। ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ী থানার ওসি এবং কোচবিহারের ডিএসপি চন্দন দাস। বারংবার অবরোধকারীদের আবেদন করা সত্ত্বেও তারা দাবী জানান, যতক্ষণ পর্যন্ত ডিএম সাহেব ঘটনাস্থলে পৌছান তারা অবরোধ চালিয়ে যাবেন। ৪ ঘন্টা এই অবরোধ চলে। অবরোধের ফলে কার্যত মুখ থুবড়ে পড়েছে কোচবিহার - আলিপুরদুয়ার যোগাযোগ ব্যবস্থা। অবরোধে আটকে থাকা একাধিক গাড়ির চালক এবং যাত্রীরা জানান, অবশ্যই আমরা ছাত্র-ছাত্রীদের দাবিকে সমর্থন করি। কিন্তু এদের আন্দোলন সঠিক জায়গায় হলে অনেক বেশি উপকার হত। অবরোধ করে এইভাবে আন্দোলন করার ফলে সাধারণ যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। গাড়ির চালকদের একাংশ বলেন, প্রতিদিন তিনটে করে ট্রিপ মারা হয়। কোচবিহার আলিপুরদুয়ার কিন্তু আজ প্রথমবারই অবরোধের সম্মুখীন হতে হয়েছে। তাই সারাদিনের ব্যবসা মাটিতে। একই সাথে আন্দোলন করতে গিয়ে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী প্রচন্ড গরমে অসুস্থ হয়ে গেছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাদের পার্শ্ববর্তী স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, কালজানীর নাবালিকা ধর্ষণ ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে পাঁচ অভিযুক্ত। বাপ্পা বর্মন, সত্য সরকার, মৃণাল সরকার, সুমন সরকার এবং সুশান্ত দাস । এদের মধ্যে প্রধান অভিযুক্ত দুজনকে পুলিশী হেফাজত এবং বাকি তিন জনকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে কোচবিহার মহকুমা আদালত। এই বিষয়ে পুলিশের তৎপরতা যথেষ্টই লক্ষ্য করা গেছে কিন্তু অভিযুক্তদের সকলের ফাঁসি দাবি করে দফায় দফায় কোচবিহারে চলছে আন্দোলন। বিশেষ করে একজন ছাত্রীর এই মর্মান্তিক ঘটনা ছাত্রছাত্রী মহল মেনে নিতে পারছে না বলেই এই ধরনের ঘটনা ঘটছে। ছাত্র-ছাত্রীদের পক্ষে দাবি করা হয়েছে দ্রুত বিচার করে সমস্ত দোষীদের ফাঁসির সাজা দিয়ে উদাহরণ তৈরি করুক কোচবিহার আদালত।

কালজানি নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত দুই জনের ১৪ দিনের জেল হেফাজত

2023-08-01

উত্তরের হাওয়া, কোচবিহার, ১ আগস্ট: কোচবিহারের কালজানিতে নাবালিকা ধর্ষণ কান্ডে প্রধান অভিযুক্ত বাপ্পা বর্মন এবং সুমন সরকারকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালো কোচবিহার জেলা ও দায়রা আদালত। মঙ্গলবার সকালে তাদের আদালতে তোলা হলে বিচারপতি তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। বাকি ৩ জনের আগে থেকেই জেল হেফাজত নির্দেশ হয়েছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, খুব শীঘ্রই ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসে পৌঁছবে। পাশাপাশি চার্জশিট তৈরির কাজ শুরু হয়ে গেছে পণ্ডিবাড়ী থানার মাধ্যমে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম চার্জশিট জমা করতে চলেছে কোচবিহার পুলিশ। ইতিমধ্যেই দোষীদের শাস্তির দাবিতে কোচবিহার জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের দাবি একটাই, অভিযুক্ত দের সর্বোচ্চতম সাজা ফাঁসি। দফায় দফায় কোচবিহারের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে এই দাবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, ১৮ ই জুলাই থেকে নিখোঁজ হওয়া কালজানি গ্রাম পঞ্চায়েত এলাকার খাপাইডাঙ্গা গ্রামের ১৪ বছরের নাবালিকা ছাত্রীর ধর্ষণ কাণ্ডে উত্তাল হয়েছে কোচবিহার জেলা। প্রায় ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই নাবালিকা। পর থেকে দোষীদের সাজার দাবিতে দফায় দফায় আন্দোলন এবং বিক্ষোভ হয়ে আসছে কোচবিহার জুড়ে। ৫ দিনের পুলিশ হেফাজত শেষে এদিন মূল অভিযুক্তদের আদালতে তোলা হলে তাদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, উক্ত ঘটনার সম্পূর্ণ তদন্ত করে ইতিমধ্যেই আদালতের কাছে পুলিশের তরফ থেকে চার্জশিট দেওয়ার কাজ চলছে। খুব দ্রুত ট্রায়াল শুরু হবে এই মামলার। উক্ত ঘটনায় পুলিশী তৎপরতার প্রশংসা করেছে কোচবিহার জেলার সাধারণ মানুষ।

পুলিশ সুপারকে স্মারকলিপি আপের

2023-08-01

উত্তরের হাওয়া, দিনহাটা, ১ অগাস্ট : স্কুল ও কলেজের ছাত্রীদের সুরক্ষার আবেদন জানিয়ে কোচবিহার জেলা পুলিশের দপ্তরের স্মারকলিপি প্রদান করল আম আদমি পার্টির কোচবিহার শাখা। মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট ওই সংগঠনের তরফে জেলা জুড়ে স্কুল ও কলেজের ছাত্রীদের সুরক্ষার আবেদন জানিয়ে কোচবিহার শহরে মিছিলের পাশাপাশি জেলা পুলিশের দপ্তরে এসে স্মারকলিপি প্রদান করা হয়। আম আদমি পার্টির ওই কর্মসূচিতে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলার নেতৃত্ব অমিতাভ দেবনাথ সহ অন্যান্যরা। মূলত কোচবিহারের কালজানি এলাকায় নাবালিকা এক স্কুল ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় গোটা জেলাজুড়ে উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় ওই ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে। এমন পরিস্হিতিতে, এবার ছাত্রীদের নিরাপত্তার দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন গুলি যেমন সরব হয়েছে তেমনি রাজনৈতিক দলগুলি। তারাও নিরাপত্তার দাবিতে জেলা পুলিশের কাছে ডেপুটেশন প্রদান করলেন।

মুড়ি খেয়ে টাকা নিয়ে চম্পট দিল চোর, জোড়া চুরিতে চাঞ্চল্য মাথাভাঙায়

2023-07-30

উত্তরের হাওয়া, কোচবিহার, ৩০ জুলাই: বৃষ্টির রাতে নির্জনতাকে কাজে লাগিয়ে শনিবার ভোর রাতে মাথাভাঙ্গা শহরের ১১ নং ওয়ার্ডে পরপর দুটি বাড়িতে চুরি হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃষ্টি রাতে চুরি করতে এসে রীতিমতো গৃহস্থের বাড়ির ঘরে থাকা মুড়ির প্যাকেট খুলে মুড়ি খেয়ে ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা।বাড়ির মালিক সুবিনয় বর্মন পেশায় একজন শিক্ষক। তিনি জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজার তালা ভাঙ্গা রয়েছে। সমস্ত ঘর জামাকাপড় জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আলমারি ও জালনা খোলা রয়েছে। ঘরের ভিতরে বাইক জলের মোটর থাকলেও চোরের দল নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। প্রতিবেশী আর এক বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। নিবারণ চন্দ্র দত্ত জানান, সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের জানালা খোলা এবং একটি ব্যাগ উঠোনে পড়ে রয়েছে। সন্দেহ হওয়ায় ঘরের ভিতরে ঢুকে দেখি সমস্ত ঘর এলোমেলো হয়ে রয়েছে। ডেইলি কালেকশনের আনুমানিক ৬০০০ টাকা টাকা ব্যাগের মধ্যে ছিল। সেগুলি নিয়ে যায় চোরেরা। এর আগে এরকম চুরির ঘটনা ঘটে নি।তিনি জানান রাতে শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের টহলদারি বাড়ানো দরকার।শহরে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। এ বিষয়ে মাথাভাঙ্গা থানায় খবর দেওয়া হয়েছে।

বিধায়ক ও মন্ত্রীর সামনে কান্নার রোল তৃণমূল কর্মীদের পরিবারের।

2023-07-29

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৯ জুলাই: ভোট পরবর্তী হিংসায় দিনহাটা থেকে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী বর্তমানে জেলে। এমন পরিস্হিতিতে ব্রহ্মানির চৌকি এলাকায় বিধায়ক ও মন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তাদের পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে ভেটাগুরি ২ গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মানিরচৌকি এলাকায় ভেটাগুড়ি ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল রায় সরকারের বাড়িতে যান সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও দিনহাটা বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহ। তারা সেখানে পৌঁছতেই বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সন্ত্রাসের অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেস কর্মীদের পরিবারের সদস্যরা মন্ত্রী ও বিধায়কের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। দলের নেতাদের কাছে তাদের একটাই প্রশ্ন কবে বাড়ি ফিরবে তাদের ছেলে? মন্ত্রী ও বিধায়ককে কাছে পেয়ে পরিবারের সদস্যরা বলেন, এক বছরের বেশি সময় হয়ে গেল এখনো তারা জামিনে মুক্ত হলো না। কবে বাড়ি ফিরবে তারা? সেই আশায় দিন গুনছেন পরিবারের সদস্যরা। এদিকে এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনায় চলছে। দলীয় নির্দেশ মেনে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে যাতে তাদের জামিনে মুক্ত করানো যায় সে বিষয়ে দলের তরফ থেকে সব রকম সহযোগিতা করা হবে। একই বক্তব্য শোনা যায় সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার গলাতেও। বিধায়ক আরও বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। উল্লেখ্য ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর থেকেই একের পর এক সন্ত্রাসের ঘটনা ঘটেছে ভেটাগুড়ি সহ মহকুমার বিভিন্ন এলাকায়। এরপরেই ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেইমতো তদন্তে নেমে ভেটাগুড়ি থেকে ১১ জন তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করে সিবিআই। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে কবে তারা বাড়ি ফিরবেন সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।

সাইবার সিকিউরিটি সম্পর্কে পড়ুয়াদের সচেতনতা বাড়াতে উদ্যোগ

2023-07-29

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৯ জুলাই: ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতা বাড়াতে বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সাইবার সিকিউরিটি আওয়ারনেস প্রোগ্রাম। বর্তমানে ডিজিটাল মাধ্যমে একটি আতঙ্কের নাম হল সাইবার ক্রাইম। শুক্রবার কোচবিহারের মোয়ামারী তত্ত্বনাথ বিদ্যাপীঠে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল। বর্তমান সময়ে সাইবার ক্রাইম কী? কীভাবে হচ্ছে এবং তার থেকে কীভাবে বাঁচা যাবে এই নিয়ে একটি বিশেষ সচেতনতা মুলক অনুষ্ঠান হয়। সেখানে নানা বিষয়ে আলোচনা করা হয়। আয়োজক দের পক্ষ থেকে কোচবিহারের স্বনামধন্য হ্যাকার ঋত্বিক রায় বলেন, সাইবার ক্রাইম থেকে আমরা কিভাবে বাঁচব, যেমন ফেসবুক প্রোফাইল হ্যাক হয়ে যাওয়া, ব্যাংক একাউন্ট হ্যাক হয়ে যাওয়া এবং তার প্রতিকার বিষয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা হয়। হ্যাক হয়ে যাওয়া বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে বাঁচবো এবং হ্যাক হওয়া থেকে আমরা কীভাবে দূরে থাকবো এই নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ সচেতনতা প্রচার করা হল। যাতে তারা এই নতুন যুগের নতুন বিপদ থেকে দূরে থাকতে পারে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে এই ডিজিটাল যুগে এমন আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সকলেই।

জয় বাংলার প্রাদুর্ভাব মাথাভাঙায়, সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের

2023-07-26

উত্তরের হাওয়া, মাথাভাঙা, ২৬ জুলাই : কোচবিহারের মাথাভাঙ্গার বিস্তুির্ন এলাকা জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কনজাঙ্কটিভাইটিস। চোখের এই রোগের থেকে রেহাই পাননি পুলিশ, স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ বহু সাধারণ মানুষ। বাংলা ভাষায় এই রোগ কে জয় বাংলা বলা হলেও ডাক্তারি পরিভাষায় একে কনজাঙ্কটিভাইটিস বলা হয়। মূলত চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে জল পড়া, চোখের ভিতর কট কট করা এধরনের উপসর্গ লক্ষ্য করা যায়। এধরনের রোগ খুবই সংক্রামক। এদিকে মাথাভাঙ্গা জুড়ে এ ধরনের রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেল। এই রোগের হাত থেকে বাঁচতে ডাক্তারের কাছে রোগীদের ভিড় বাড়ছে। বহু মানুষ তারা চক্ষু বিশেষজ্ঞদের দ্বারস্থ হচ্ছেন। একদিকে যেমন চিকিৎসকের কাছে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তেমনি বিভিন্ন চশমার দোকানগুলিতেও এখন সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে এই রোগের হাত থেকে বাঁচতে। শুধু বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলিতেই নয় প্রতিদিনই মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের চক্ষু বিভাগেও এ ধরনের রোগে আক্রান্ত হয়ে সাধারণ মানুষজন চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন। এবিষয় নিয়ে শঙ্কিত বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সাধারণ মানুষজন।

লড়াইয়ে হার মানল কোচবিহারের নির্যাতিতা কিশোরী, হাসপাতালে মৃত্যু

2023-07-26

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৬ জুলাই : দীর্ঘ ১০ দিনের লড়াই শেষে শেষমেষ মৃত্যুর কোলে ঢলে পড়ল কোচবিহারের নির্যাতিতা নাবালিকা ছাত্রী। বুধবার সকালে কোচবিহার জেলার ডেপুটি পুলিশ সুপার চন্দন দাস জানান, কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে এদিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ১৪ বছরের নাবালিকা। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যেই খবর পৌঁছেছে গ্রামের বাড়িতে। শোকস্তবদ্ধ পরিবার ও এলাকা। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের কঠোরতম সাজার দাবীও উঠছে সব মহলে। প্রসঙ্গত, অজ্ঞান এবং অচৈতন্য অবস্থায় চলতি মাসের ১৮ তারিখ ১৪ বছরের নাবালিকাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতাল থেকে উদ্ধার করে কোচবিহার পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত পাঁচজনকেই গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। ঘটনা সূত্রে জানা যায়, প্রায় দুই দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছিল নাবালিকাকে। ক্ষতবিক্ষত অবস্থায় তাকে প্রথমে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরবর্তীতে সরকারি তৎপরতায় তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসা শুরু হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ এবং একাধিক আঘাতের কারণে প্রথম থেকেই কোমায় ছিল নির্যাতনের শিকার নাবালিকা। এমন পরিস্হিতিতে এদিন সকালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

বিজেপি নেতা অজয়ের রায়ের বাড়িতে রাহুল সিনহা

2023-07-25

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৫ জুলাই : দিনহাটার বাবু পাড়া এলাকায় বিজেপির স্হানীয় শহর মণ্ডল সভাপতি অজয় রায়ের বাড়িতে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির প্রাক্তন ন্যাশনাল সেক্রেটারি রাহুল সিনহা। মঙ্গলবার বিকেলে তিনি গ্রেপ্তার হওয়া দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায়ের বাড়িতে আসেন। তার বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি স্থানীয় বিজেপির নেতৃত্বদের সাথেও কথা বলতে দেখা যায় তাকে। এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সেখানে এলে তার সাথে বিজেপির কোচবিহার জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়ের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপির এই কেন্দ্রীয় স্তরের নেতা। উল্লেখ্য, গত ২১ জুলাই রাতে অসম বাংলা সীমান্তের বক্সির হাটের জোড়াই এলাকা থেকে কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় কে গ্রেফতার করে। এরপরই তাকে ২২ তারিখ দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মূলত, গত ১০ জুলাই ভোট গণনা পর্বের আগের দিন রাতে দিনহাটা ১ ব্লকের ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করা নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন বিজেপির ওই শহর মন্ডল সভাপতি অজয় রায়। পরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন তৃণমূলের নেতাকর্মীদের মারধোর করা হয়েছে এবং সেই ঘটনায় অভিযুক্ত অজয় রায়। এই ভিত্তিতেই দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানা গেছে। এদিন সেই গ্রেফতার হওয়া বিজেপি নেতার বাড়িতে পৌঁছে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতৃত্ব রাহুল সিনহা।

নির্যাতিতা নাবালিকার সাথে সাক্ষাৎ তৃণমূল জেলা সভাপতির

2023-07-24

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৪ জুলাই: কোচবিহারের খাপাইডাঙার নির্যাতিতা নাবালিকার সাথে দেখা করলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সোমবার দুপুরে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত ওই নাবালিকার সাথে সাক্ষাৎ করেন তিনি ও তার শারীরিক অবস্হার খোঁজখবর করেন তিনি। পাশাপাশি ওই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান জেলা তৃণমূলের সভাপতি। ওই নির্যাতিতা নাবালিকার সাথে সাক্ষাতের পর হাসপাতাল কর্তৃপক্ষের সাথেঔ কথা বলেন তিনি। প্রসঙ্গত, গত ১৮ জুলাই কোচবিহারের খাপাইডাঙ্গা এলাকায় এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, সংশ্লিষ্ট ওই নাবালিকা বাড়ি থেকে স্কুলে যায়। কিন্তু তারপর সেই স্কুল থেকে আর বাড়ি ফেরেনি। ওই পরিবারের তরফ থেকে নাবালিকা মেয়ের খোঁজ না পেয়ে তারা দারস্থ হন পুলিশের। দুস্কৃতিরা কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকাকে ভর্তি করলে, সেখান থেকে ওই নাবালিকার পরিবার খবর পায়। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের ঘটনা নিয়ে তৃণমূল বিজেপি উভয়ই তীব্র নিন্দা করেছে। এমন পরিস্থিতিতে এদিন ওই নাবালিকার সাথে সাক্ষাৎ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানালেন জেলা তৃণমূলের সভাপতি।

সংবাদমাধ্যমের অফিসে হামলার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে কোচবিহারে ধিক্কার মিছিল সাংবাদিকদের

2023-07-22

উত্তরের হাওয়া, ২২জুলাই: আলিপুরদুয়ারে সংবাদমাধ্যমের অফিসে হামলার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে কোচবিহারে ধিক্কার মিছিল সাংবাদিকরা। কোচবিহার জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শনিবার প্রতিবাদ ও ধিক্কার মিছিল শহর পরিক্রমা করে। এদিন এই মিছিল কোচবিহার প্রেসক্লাব থেকে শুরু হয় এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শেষ হয় শহীদ বাগে। আজকের প্রতিবাদ ও ধিক্কার মিছিলের নেতৃত্ব দেন কোচবিহার জেলা প্রেস ক্লাবের সম্পাদক গৌর হরিদাস, কার্যকর্তা শুভঙ্কর সাহা, মিছিলে পা মেলান কোচবিহার জেলা প্রেস ক্লাবের সদস্যরা। পলিটেকনিক কলেজের প্রশ্ন ফাঁস সংক্রান্ত একটি খবর করে করায় আলিপুরদুয়ারে অবস্থিত সংবাদ পত্রের অফিসে এসে ভাঙচুর অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিক নিগ্রহ করেন কলেজের ছাত্র-ছাত্রীরা। এই ঘটনার প্রতিবাদে এই দিনের ধিক্কার মিছিল কোচবিহার প্রেস ক্লাবের।

সিভিক ভলেন্টিয়ার দের বাড়ছে বেতন

2023-07-22

সিভিক ভলান্টিয়ারদের জন্য খুশির খবর উত্তরের হাওয়া, ২২ জুলাই: চলতি বছরেই সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়াতে পারে রাজ্য সরকার। বিধানসভার বাদল অধিবেশনের পরেই আগামী মন্ত্রিসভার বৈঠকে এনিয়ে আলোচনা হতে পারে। নবান্নের একটি সূত্রের খবর এমনটাই। স্বাভাবিকভাবেই এই খবরে আশায় বুক বাঁধছেন সিভিক ভলান্টিয়াররা। বর্তমানে একজন সিভিক ভলান্টিয়ারের বেতন মাসে ৯ হাজার টাকা। নতুন নিয়মে মাসে ৩০ দিনই দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হয়

ফের কোচবিহারে বোমা উদ্ধার। রেললাইনের ধার থেকে দুটি বোমা উদ্ধার। চাঞ্চল্য এলাকা জুড়ে

2023-07-20

ফের কোচবিহারে বোমা উদ্ধার। তবে এবার মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের খারিজা গোপালপুর এলাকায় রেললাইনের ধার থেকে দুটি বোমা উদ্ধার হল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, এলাকার কিছু যুবক মাছ ধরতে গিয়ে বোমা দুটি দেখতে পায়। তারপরই খবর দেওয়া হয় মাথাভাঙ্গা থানার অন্তর্গত নয়ারহাট পুলিশ ক্যাম্পে। পুলিশ এসে বোমাদুটি উদ্ধার করে নিয়ে যায়। যদিও বোমা উদ্ধার ঘিরে শাসক,বিরোধী একে অপরের উপর দোষ চাপিয়েছেন। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতে বোমা রেখেছে।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি বোমা রেখে তৃণমূলের নামে বদনাম করছে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বেহাল রাস্তা, দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সমস্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া সকলেই।

2023-07-19

উত্তরের হাওয়া, ১৯ জুলাই: রাস্তার বেহাল দশায় কোচবিহার ১ নং ব্লকের ফলিমারী অঞ্চলের আকরার হাট বাজার থেকে শুরু করে বসুনিয়ার বাজার পর্যন্ত রাস্তা দিয়ে চলাচল করতে প্রচন্ড অসুবিধায় পড়ছেন নিত্যযাত্রীরা। জায়গায় জায়গায় বড়ো বড়ো গর্ত হওয়ায় চলাচলে প্রচন্ড অসুবিধা হয়। গাড়ি চালাতে দুই অথবা তিন গিয়ারে রেখে চালাতে হয়। রাস্তাটি খারাপ শুধুমাত্র আকরাহাট থেকে বসুনিয়ার বাজার পর্যন্ত। রাস্তা খারাপ থাকার কারণে গত কয়েকদিনে এই রাস্তায় দুর্ঘটনা ঘটেছে প্রতিদিনই। মাঝে মাঝে টোটো উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই। এই রাস্তাটি চান্দামারী পর থেকে ক্যাটারহাট পর্যন্ত খুবই খারাপ অবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি রাস্তাটি মেরামতি করলে দুর্ঘটনা কম হবে বলে জানায় এলাকার গ্রামবাসীরা। শুনে নেব বিহারের কিশানগঞ্জ থেকে লরি নিয়ে আসা চালক আতাউর রহমান এদিন আমাদের ক্যামেরার সামনে কি জানিয়েছেন।

ত্রিশঙ্কু জামালদহে বোর্ড গঠনে ঝাপাচ্ছে তৃণমূল-বিজেপি

2023-07-18

উত্তরের হাওয়া, কোচবিহার, ১৮ জুলাই: ২০ আসনের গ্রামপঞ্চায়েতে ম্যাজিক ফিগার ১১। কিন্তু নির্বাচনে লড়ে শাসক বিরোধী কেউই সেই জাদু সংখ্যা ছুঁতে পারেনি। তৃণমূল আটকে গিয়েছে ১০- এ। আর বিজেপি ৯-এ। বামেদের ঝুলিতে ১। অর্থাৎ বোর্ড গঠন করতে গেলে শাসকদলের দরকার আরও একটি ভোট। আর বিজেপির প্রয়োজন দুটি। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল ও বিজেপি দুই দলই বোর্ড গঠন করতে মরীয়া। কিন্তু ঠিক কোন অঙ্কে তারা ম্যাজিক ফিগারে পৌঁছাবেন, তা কোনও শিবিরই খোলসা করেননি। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ফলাফল এবার ত্রিশঙ্কু হয়েছে। ২০ আসনের এই গ্রাম পঞ্চায়েতে ঘাসফুল ফুটেছে ১০টি,পদ্ম ফুটেছে ৯টি। আর বাকি আসনটি গিয়েছে সিপিআইএমের ঝুলিতে। সোজা পাটিগণিতের হিসাব বলছে,বামেদের সমর্থন পেলেই তৃণমূলের বোর্ড গঠন নিশ্চিত। কিন্তু রাজনৈতিক সমীকরণ বলছে, রাস্তা অতটা সহজ নয়। নীতিগত কারণেই বাম-তৃণমূল আঁতাতের সম্ভাবনা অতি ক্ষীণ। অন্দরের খবর,তৃণমূল চাইছে,যেনতেন প্রকারে বামেদের সমর্থন। বাম নেতাদের অবশ্য সাফ বক্তব্য, তৃণমূলের সঙ্গে আঁতাতের কোনও প্রশ্ন নেই। তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন। দলের উঁচুতলা যা সিদ্ধান্ত নেবেন,সেটাকেই তাঁরা মান্যতা দেবেন। অন্যদিকে,বিজেপি সূত্রে খবর, গোষ্ঠীকোন্দলে জর্জরিত তৃণমূলের জয়ী প্রার্থীদের একাংশ ভোটের ফলের দিন থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাই তাঁদের বোর্ড গঠন শুধু সময়ের অপেক্ষা বলে গেরুয়া শিবিরের দাবি। বামেদের কথা বাদ দিলে, তৃণমূল ও বিজেপি দু-দলই একে অপরকে তলে তলে ভাঙ্গানোর জন্য এখন মরীয়া হয়ে উঠেছে। কারণ, কেউ কারো সমর্থন ছাড়া জামালদহে বোর্ড গঠন করার মতো অবস্থায় নেই। এই পরিস্থিতিতে জয়ী প্রার্থীদের "পাহারা" দিতে রাতের ঘুম উড়ে গিয়েছে দু-দলের নেতাদেরই। খুঁজে পাওয়া যাচ্ছে না জয়ী প্রার্থীদেরও। চড়া দামে ঘোড়া কেনাবেচা রুখতে উভয় দলের নেতারাই এখন জয়ী প্রার্থীদের উপর কড়া নজর রাখছেন। তবে,সাধারণ মানুষের মধ্যে ভোট পরবর্তী সময়ে জামালদহ গ্রাম পঞ্চায়েত নিয়ে "চেয়ার পে চর্চা" বেশ জমে উঠেছে। কেউ চাইছেন, এবার বিজেপি বোর্ড গঠন করুক। আবার কেউ চাইছেন,তৃণমূলের হাতেই ফের জামালদহ গ্রাম পঞ্চায়েত তুলে দেওয়া হোক। তবে শেষ পর্যন্ত জামালদহ গ্রাম পঞ্চায়েতের বোর্ড কারা গঠন করবে,আর পঞ্চায়েত প্রধান কেই বা নির্বাচিত হন, সেটাই এখন দেখার।

থানা থেকে ঢিল ছড়া দূরত্বে মোটরবাইক থেকে ছিনতাই এক লক্ষ ত্রিশ হাজার টাকা

2023-07-17

উত্তরের হাওয়া, ১৮জুলাই: মাথাভাঙ্গা থানা থেকে ঢিল ছড়া দূরত্বে শিববাড়ির মোড় এলাকায় এটিএম এর সামনে থেকে একটি মোটর বাইকের রাখা টাকা সমেত ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠলে চাঞ্চল্য ছড়ায় শহরে। পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরেই চোরেদের দৌরাত্ম বেড়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ অনুযায়ী মাথাভাঙ্গা কুড়শামারি এলাকার বাসিন্দা রফিজুল মিয়া ব্যবসায়িক কাজের জন্য এক লক্ষ আশি হাজার টাকা স্থানীয় একটি বেসরকারি ব্যাংক থেকে তোলেন। এক জায়গায় পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট করেন, এরপরে আরো কিছু টাকা তোলার প্রয়োজন হলে তিনি শিববাড়ি এলাকার একটি এটিএম এ প্রবেশ করেন। এ সময় বাকি ১ লক্ষ ৩০ হাজার টাকা সমেত চেক বইসহ একটি ব্যাগ তার মোটরবাইকে ছিল। এটিএম থেকে বেরিয়ে এসে তিনি সেই টাকা সহ ব্যাগ আর খুঁজে পান না। পরবর্তীতে মাথাভাঙ্গা থানায় লিখিতভাবে অভিযোগ করেন এই ব্যবসায়ী। মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ব্যাংক সমেত আশে পাশে থাকা বিভিন্ন দোকানের ব্যক্তিগত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আশা করা যায় দ্রুত সমস্যার সমাধান হবে এবং চোর ধরা পড়বে।

৫ মাসে সরকার পড়ে যাওয়ার দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

2023-07-16

উত্তরের হাওয়া, ১৬ জুলাইঃ ৫ মাসে সরকার পড়ে যাওয়ার দাবি কেন্দ্রীয় মন্ত্রীর! একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য করছেন রাজ্যের বিজেপি নেতারা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ৩৫৫ ধারা জারি হওয়ার কথা বলেন। এমনকি আরও অনেক নেতা ৩৫৫ ধারা জারি করার দাবি করেন। এর আগে রাজ্য বিজেপির নেতৃত্ব তৃণমূল সরকার পড়ে যাওয়ার কথা বলেন। এবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, "বাংলায় শাসকদল যে ভাবে পঞ্চায়েত ভোট করিয়েছে, তাতে গণতন্ত্র চলতে পারে না। তৃণমূল সন্ত্রাস না করলে বিজেপি ১০ গুণ ভোট পেত। এরা ভেবে নিয়েছে এরা চিরস্থায়ী। কিন্তু এরা চিরস্থায়ী নয়, আগামী ৫ মাসেই এদের মেয়াদ শেষ হয়ে যাবে।" এদিকে ইতিমধ্যেই পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে সুকান্ত–শুভেন্দুরা বাংলায় ৩৫৫ ধারা জারির চেষ্টা করছেন। সে কথা প্রকাশ্যে বলছেনও। এখন থেকে পাঁচ মাস হিসাব করলে ‘ডিসেম্বর ডেডলাইন’ উঠে আসছে। তবে কেমন করে সরকার পড়বে তা বলেননি তিনি।

ভোটে প্রচুর ক্ষতি দিনহাটার বিভিন্ন স্কুলে

2023-07-15

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৫ই জুলাই: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত শিক্ষাঙ্গন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ভোট চলাকালীন অশান্তিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দিনহাটা ১ ব্লকের ৯ টি স্কুল। শুধু তাই নয় রাজ্যের আরও দুই জেলা মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও নির্বাচনের দিন অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক স্কুল। ইতিমধ্যেই গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে নবান্নের কাছে রিপোর্ট এসে পৌঁছেছে এবং সেই রিপোর্টেই দেখা গেছে কোচবিহারের দিনহাটাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক স্কুল। জানা গেছে, গোটা রাজ্যে নির্বাচনের দিন স্কুলে ক্ষয়ক্ষতি হওয়ার ফলে ৩৫ লক্ষ ৫৭ হাজার টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। মূলত যেখানে যেখানে ভোট গ্রহণ কেন্দ্র ছিল সেখানেই অশান্তির ছবি সামনে এসেছিল কোচবিহারের দিনহাটা, মুর্শিদাবাদের ডোমকল এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরে। ক্ষতিগ্রস্ত স্কুলের সংখ্যা দিনহাটার থেকে মুর্শিদাবাদের বেশি হলেও অর্থের দিক থেকে দেখতে গেলে সব থেকে বেশি ক্ষতির পরিমাণ দিনহাটায়। জানা গেছে, মুর্শিদাবাদে প্রায় ১০০ টি স্কুল ক্ষতি হয়েছে। তবে অংকের হিসেবে দেখা গেলে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম। অংকের পরিমাণ হিসেবে দেখতে গেলে কোচবিহারের দিনহাটায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৯টি স্কুল এবং ৩ লক্ষ ১৫ হাজার টাকার বেশি সম্পত্তি নষ্ট হয়েছে। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে জেলা প্রশাসনের উন্নয়ন তহবিল থেকে ক্ষতিগ্রস্ত হওয়া সেই স্কুলগুলিকে সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, বেশিরভাগ স্কুলে বেঞ্চ, চেয়ার জানালা মেইনগেট ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তবে কমন ফ্যাক্টর একটাই তিনটি জেলার প্রত্যেকটি স্কুল এই বেঞ্চ ও ফ্যান ভাঙ্গা। উল্লেখ্য গত ৮ই জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যের মধ্যে সবথেকে বেশি অশান্তির ছবি লক্ষ্য করা গেছিল কোচবিহারের দিনহাটা , মুর্শিদাবাদের ডোমকল এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরে। সেই জায়গায় দাঁড়িয়ে, বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে শিক্ষা মহল থেকে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভোট পর্ব মিটে গিয়েছে ধীরে ধীরে পঠন-পাঠন স্বাভাবিক হচ্ছে বিভিন্ন জায়গায় স্কুলগুলিতে। ঠিক তখনই এরকম চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ হতেই স্বাভাবিকভাবে তড়িঘড়ি সেই স্কুলগুলিকে সংস্কারের কথা ঘোষণা করল রাজ্য সরকার।

পাঁজরে আটকে থাকা গুলি নিয়েই দিন কাটছে রাধিকার

2023-07-15

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৫ জুলাই: গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন দিনহাটা মহকুমার ভিলেজ ১ গ্রামপঞ্চায়েতের ৭/২৬২ নং বুথে ভোট দিতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন রাধিকা বর্মন নামে এক মহিলা। এরপর গুলিবিদ্ধ অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল এবং পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে অপারেশনের সিদ্ধান্ত নিলেও তার বুক থেকে গুলি বের করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে পাজরে গুলি নিয়েই এখন দিন কাটছে রাধিকার। কথা বলতে পারছেন না, শ্বাসকষ্ট হচ্ছে, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি, চোখ দিয়ে বের হচ্ছে জল। জানা গিয়েছে, রাধিকার স্বামী বিল্টু বর্মন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। নুন আনতে পান্তা ফুরায় তাদের সংসারে। রাধিকার এই অবস্থায় কিভাবে চলবে পরিবার বুঝে উঠতে পারছেন না পরিবারের অন্যান্য সদস্যরা। প্রসঙ্গত, রাধিকা বর্মনের ভাসুর বুলু বর্মন এবারের পঞ্চায়েত নির্বাচনে সংশ্লিষ্ট ওই বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে জয়লাভ করেন তিনি। রাধিকার সিটি স্ক্যানের পাজরে গুলিবিদ্ধে থাকার ছবিও ধরা পড়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে দিনহাটা হাসপাতাল ,পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকরা তার বুকে লেগে থাকা গুলি বের করার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কিন্তু চিকিৎসকদের মত, এই অবস্থায় গুলি বের করতে গেলে তার প্রাণ সংশয় হতে পারে। তাই কোন রকম ঝুঁকি না নিয়েই চিকিৎসকরা গুলিবিদ্ধ অবস্থাতেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ভবিষ্যতে আটকে থাকা গুলি বের করা হতে পারে। তবে পরিস্থিতির বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই এখন শরীরে গুলি নিয়েই এভাবেই দিন যাপন করতে হবে রাধিকাকে। এদিকে সারাজীবন ভোটের সন্ত্রাসের এই ক্ষত কি তার শরীরে থেকে যাবে ? শরীরে থেকে গেলেও মনের ক্ষত বুঝবে কি করে? এই ঘটনা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে প্রশ্ন করা হলে তিনি জানান, গুলিতে কি টিএমসি লেখা আছে? এসব শিখিয়ে দিয়েছে তাই বলেছে। এবারের ভোট সন্ত্রাসে তপ্ত ছিল দিনহাটা। একদিকে যেমন একাধিক সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ তেমনি মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গুলিবিদ্ধ এই রাধিকার পরিবারের পাশে আদও কি কেউ দাঁড়াবে সেই প্রশ্ন সময়েই বলবে।

রাজ্যের ৬০০০টি বুথে পুনঃনির্বাচন

2023-07-15

উত্তরের হাওয়া, ১৫জুলাই: পুনর্নির্বাচনের রিপোর্ট চাইল কমিশন ভারতীয় জনতা পার্টির দেওয়া লিস্ট দেখে ৬০০০ বুথে পুনর্নির্বাচনের জন্য খতিয়ে দেখতে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। পুনর্নির্বাচনের জন্য প্রয়োজনীয় রিপোর্টও চাইল রাজ্য নির্বাচন কমিশন। এই বুথগুলিতে ভোট পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা কী হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট চাইল কমিশন। এছাড়াও কতগুলি বুথে পুনর্নির্বাচন হয়েছে এবং অন্যান্য অভিযোগ সম্পর্কে কী জানা গেছে, তারও রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

৩২০০০ প্রাথমিক বিদ্যালয়ের চাকরির ভবিষ্যৎ ঝুলে রইল

2023-07-15

রাজ্যে প্রায় ৩২০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি জে. কে মাহেশ্বরী এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অন্তর্বর্তী নির্দেশে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার যে রায় দিয়েছিল তা খারিজ করা হল। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ-করা আবেদনকারীদের বক্তব্য শুনতে হাই কোর্টের ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও শীর্ষ আদালত মামলার যৌক্তিকতার (মেরিট) উপর হস্তক্ষেপ করেনি। সর্বোচ্চ আদালত জানিয়েছে, আগামিদিনে হাই কোর্টের ডিভিশন বেঞ্চই এই বিষয় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

নকল নথি সহ গ্রেপ্তার যুবক

2023-07-14

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৪ জুলাই: কোচবিহার জেলার দিনহাটায় ভুয়ো আধার কার্ড সহ উত্তরপ্রদেশের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন বেশ কয়েকজন যুবক। শুক্রবার সন্ধ্যায় শহরের হেমন্ত বসু কর্নার এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে ধৃত যুবকের নাম নারায়ন সিং। তার বাড়ি উত্তর প্রদেশের আরা এলাকায়। দিনহাটা শহরের স্থানীয় যুবকদের দাবি, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা সাধারণত হয় হিন্দি এবং ইংরেজি ভাষায় । তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাধারণত এই এলাকার মানুষেরা হিন্দি না জানার কারণে তারা বাংলায় পরীক্ষা দেন। এই কারণেই তাদের কাট অফ মার্ক বেশ খানিকটা কম থাকে। তাদের অভিযোগ সেই সুযোগ ব্যবহার করে উত্তর প্রদেশ থেকে এক পরীক্ষার্থী নকল নথি বানিয়ে শুক্রবার দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে গেলে তাকে হাতেনাতে ধরে ফেলেন এলাকার অন্যান্য পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, ভিন রাজ্য থেকে এসে নকল নথি বানিয়ে তাদের কর্মসংস্থানে ভাগ বসাচ্ছে এই সমস্ত ভিন রাজ্যের ভুয়ো যুবকেরা। অবিলম্বে তাদের সমস্ত নথি যাচাই এর দাবি তুলেছেন তারা। প্রয়োজনে তাদের রেশন কার্ড এবং বাবা মায়ের পরিচয়পত্র খতিয়ে দেখার দাবি করেন তারা। এরপর খবর দেওয়া হয় দিনহাটা থানায়। দিনহাটা থানার টাউন বাবু দীপক রায়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে নিয়ে যায়। ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ।

কোচবিহার জেলার পঞ্চায়েত নির্বাচন ২০২৩ ফলাফল

2023-07-12

কোচবিহার পঞ্চায়েত নির্বাচন ২০২৩ ফাইনাল রেজাল্ট ( জেলাশাসক প্রদত্ত) কোচবিহার গ্রাম পঞ্চায়েত মোট আসন ১২৮ ( তৃণমূল কংগ্রেস ১০১, বিজেপি ২২, হ্যাঙ ৫) কোচবিহার জেলা মোট গ্রাম পঞ্চায়েত আসন ২৫০৭ তৃণমূল ১৮৩৪ বিজেপি ৬১৫ সিপিএম ১১ ফরওয়ার্ডব্লক ৬ কংগ্রেস ১৩ নির্দল ২৮ টাই ৫৫ কোচবিহার পঞ্চায়েত সমিতি ১২ টি আসন ( ১২ আসনে জয় তৃণমূল কংগ্রেসের) ১২ টি পঞ্চায়েত সমিতির মোট আসন ৩৮৩ তৃণমূল কংগ্রেস - ৩০১ বিজেপি ৮১ নির্দল ১ জেলাপরিষদ আসন ৩৪ - ( তৃণমূল কংগ্রেস ৩২, বিজেপি ২)

জীবনের বদলে জীবন নেবো দাবি নিয়ে উত্তাল রাভা বনবস্তি

2023-07-04

জীবনের বদলে জীবন নেবো দাবি নিয়ে উত্তাল হয়ে উঠলো ধুপগুড়ির রাভা বনবস্তির বাসিন্দারা। অভিযোগ, মঙ্গলবার সকালে বনবস্তির এক যুবক কে গুলি করে হত্যা করে বন দপ্তরের কর্মীরা। অকারণে বন বস্তির ওই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে এমন দাবি তুলেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ধুপগুড়ির রাভা বনবস্তি। এলাকার বাসিন্দারা বলেন, যেই বন কর্মী অকারণে রাভা বন বস্তুর যুবককে গুলি করে হত্যা করল সেই বন কর্মীকে তারাও হত্যা করবে। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য এলাকার বাসিন্দারা নিয়ে যেতে দেবে না যতক্ষণ না পর্যন্ত বনদপ্তরের আধিকারিকরা এসে ঠিক কি কারণে গুলি করে যুবককে মেরে ফেলা হলো তার জবাব দেয়। আর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাকে শান্তিপূর্ণ রাখতে জলপাইগুড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার বিরাট পুলিশ বাহিনী গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরবর্তীতে ধুপগুড়ি থানা থেকে র ‍ ্যাফ্ বাহিনী কে ডেকে নেওয়া হয়। কিন্তু রাভা বনবস্তি র প্রায় তিন কিলোমিটার দূরেই ‍্যাব বাহিনীকে গাড়ি রেখে পায়ে হেঁটে ঢুকতে হয় বনবস্তিতে। এখনো পর্যন্ত এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে বলে জানা গিয়েছে। ডুয়ার্স থেকে আবির ভট্টাচার্য প্রতিবেদন

তৃণমূল কংগ্রেসের ব্যানার ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ

2023-07-04

উত্তরের হাওয়া, ৪ জুলাই ২০২৩ঃ ব্যানার ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল হলদিবাড়িতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ১৫৩ নং বুথ এলাকায়। সোমবার সকালে কাঞ্ছার মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা দেখতে পান, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থীর বাড়ির অদূরে একটি পুকুরে দলীয় পতাকা ও দলীয় ব্যানার ছিঁড়ে ফেলা অবস্থায় পড়ে রয়েছে। দলীয় প্রার্থী ডারিন প্রধানের বাবা লাকি প্রধানের অভিযোগ,এটা বিরোধীদের কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হলদিবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরে এই নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বিশ্বনাথ রায় বলেন, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বারবিশায় নির্বাচনী সভা করতে এসে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত ৮টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ ভাগ নিয়ে মুখ খুললেন

2023-07-03

উত্তরের হাওয়াঃ রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার বারবিশায় নির্বাচনী সভা করতে এসে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত ৮টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ ভাগ নিয়ে মুখ খুললেন । তিনি বলেন উত্তরবঙ্গ অবলোহিত বঞ্চিত । উত্তরবঙ্গকে কি দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় কখন রাজবংশীদের বিশ্বাসঘাতক বলেন । এছাড়াও বলেন আপনার মন্ত্রী বলেন আদিবাসীরা সব বহিরাগত । উত্তরবঙ্গের স্বীকৃতি মানেই রাজ্য ভাগ নয় । উত্তরবঙ্গের বঞ্চনা বলা মানেই রাজ্য ভাগ নয় । উত্তরবঙ্গের ওপর রাগ তাঁরা মমতা বন্দোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছে ।

শিলিগুড়ির গাড়ির শোরুমে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য! শোরুমে ঢুকে ২৪ লক্ষ টাকার ভল্ট নিয়ে পালালো ডাকাত দল

2023-06-30

ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটলো শিলিগুড়িতে। গভীর রাতে মাটিগাড়ায় একটি গাড়ির শোরুমে ঢুকে ২৪ লক্ষ টাকা নিয়ে পালাল ডাকাতদল। জানা গিয়েছে ওই গাড়ির শোরুমের দুইজন নিরাপত্তা রক্ষীকে মারধর করে বেঁধে রেখে গাড়ির শোরুমের ক্যাশ কাউন্টারে ঢুকে আলমারি ভেঙে প্রায় ২৪ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ভল্টের ভিতর ওই টাকা রাখা ছিল। ভল্ট ভাঙতে না পেরে ভল্টটি নিয়েই পালিয়ে যায় তারা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অন্তর্গত এই গাড়ির শোরুম। রাত তিনটে চারটে নাগাদ জনা কয়েক দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে ওই গাড়ির শোরুমে ঢুকে প্রথমেই ২ নিরাপত্তা রক্ষীকে মারধর শুরু করে এবং তাদেরকে হাত-পা বেঁধে এক জায়গায় বসিয়ে রাখে। এরপর দুষ্কৃতীরা প্রবেশ করে গাড়ির শোরুমের ক্যাশ কাউন্টারে। মাটিগাড়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।




Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 253893