/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2023-11-25 | রাজ্য | উত্তরের হাওয়া | Views : 272
উত্তরের হাওয়া, ২৫ নভেম্বর: গোটা গ্রাম জুড়ে জ্বর ও ডায়রিয়ার প্রকোপ এখন রয়েছে চরম আতঙ্ক। জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বুধবার রামপুরহাট গভারমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মঙ্গল সোরেন(৭০) নামে এক ব্যক্তির। বটতলা গ্রামে বর্তমানে প্রায় ১০ থেকে ১২ জন এখনো আক্রান্ত তাদের কাষ্ঠগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে সেখানে কারোর অবস্থার অবনতি হলে তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। ঘটনার খবর পাওয়ার পরে গোটা গ্রাম ভিজিট করেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। এদিন মাশড়া পঞ্চায়েতের বটতলা গ্রামে পৌঁছান চিফ মেডিকেল অফিসার, হেলথ ল্যাব স্টাফ,ব্লক সেন্ট্রি ইন্সপেক্টর, বি পি সি আশা কর্মীরা, মেডিকেল অফিসার এবং পি এইচ এন। স্বাস্থ্য দপ্তরের এ সকল কর্মীরা আক্রান্ত প্রতিটি ঘরে ঘরে গিয়ে গ্রামে ব্লিচিং ছড়িয়ে আসেন ।প্রতিটি পরিবারের লোককে কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে সে ব্যাপারে পরামর্শ দেন এবং গ্রামের কুয়ো গুলিতে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেন।মাশড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার পীযূষ মুরমু জানান ঘটনার জেরে গোটা গ্রামে সকলেই আতঙ্কিত রয়েছে। এখনো পর্যন্ত ১২ জন মতো আক্রান্ত হয়ে আছে এবং একজনের মৃত্যু ঘটেছে গ্রামে যাতে আর সে রকম ভাবে জ্বর বা ডায়রিয়া না ছড়িয়ে পড়ে সে ব্যাপারে আমরাও সচেষ্ট রয়েছি, গ্রামবাসী দামু কিস্কু জানান আমরা আতঙ্কে বসবাস করছি। আমাদের গ্রামের মঙ্গল সরেন নামে এক জন ব্যক্তির কত বুধবারে মৃত্যু হয়েছে। বাকি বেশ কিছু মানুষ ভর্তি রয়েছে। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এসেছেন তারা সমস্ত কিছু পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। সকলেই সাবধানতা অবলম্বন করে চলছি।
# | message |
---|