Sunday 25 January 2026

2023-07-15 | রাজ্য,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৫জুলাই: পুনর্নির্বাচনের রিপোর্ট চাইল কমিশন ভারতীয় জনতা পার্টির দেওয়া লিস্ট দেখে ৬০০০ বুথে পুনর্নির্বাচনের জন্য খতিয়ে দেখতে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। পুনর্নির্বাচনের জন্য প্রয়োজনীয় রিপোর্টও চাইল রাজ্য নির্বাচন কমিশন। এই বুথগুলিতে ভোট পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা কী হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট চাইল কমিশন। এছাড়াও কতগুলি বুথে পুনর্নির্বাচন হয়েছে এবং অন্যান্য অভিযোগ সম্পর্কে কী জানা গেছে, তারও রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।
