Wednesday 9 July 2025
2023-07-14 | দিনহাটা ,কোচবিহার,রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, দিনহাটা, ১৪ জুলাই: কোচবিহার জেলার দিনহাটায় ভুয়ো আধার কার্ড সহ উত্তরপ্রদেশের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন বেশ কয়েকজন যুবক। শুক্রবার সন্ধ্যায় শহরের হেমন্ত বসু কর্নার এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে ধৃত যুবকের নাম নারায়ন সিং। তার বাড়ি উত্তর প্রদেশের আরা এলাকায়। দিনহাটা শহরের স্থানীয় যুবকদের দাবি, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা সাধারণত হয় হিন্দি এবং ইংরেজি ভাষায় । তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাধারণত এই এলাকার মানুষেরা হিন্দি না জানার কারণে তারা বাংলায় পরীক্ষা দেন। এই কারণেই তাদের কাট অফ মার্ক বেশ খানিকটা কম থাকে। তাদের অভিযোগ সেই সুযোগ ব্যবহার করে উত্তর প্রদেশ থেকে এক পরীক্ষার্থী নকল নথি বানিয়ে শুক্রবার দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে গেলে তাকে হাতেনাতে ধরে ফেলেন এলাকার অন্যান্য পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, ভিন রাজ্য থেকে এসে নকল নথি বানিয়ে তাদের কর্মসংস্থানে ভাগ বসাচ্ছে এই সমস্ত ভিন রাজ্যের ভুয়ো যুবকেরা। অবিলম্বে তাদের সমস্ত নথি যাচাই এর দাবি তুলেছেন তারা। প্রয়োজনে তাদের রেশন কার্ড এবং বাবা মায়ের পরিচয়পত্র খতিয়ে দেখার দাবি করেন তারা। এরপর খবর দেওয়া হয় দিনহাটা থানায়। দিনহাটা থানার টাউন বাবু দীপক রায়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে নিয়ে যায়। ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ।