/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2024-02-23 | রাজ্য | উত্তরের হাওয়া | Views : 153
উত্তরের হাওয়া, ২৩ ফেব্রুয়ারি: উত্তপ্ত সন্দেশখালিতে ফের ছুটলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। গতকাল বৃহস্পতিবার থেকে ফের নতুন করে উত্তপ্ত হয় সন্দেশখালি এলাকা। সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর পঞ্চায়েতের কাছারি এলাকায় আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। ফের পরিস্থিতি অগ্নিগর্ভ হতে এলাকায় পরিদর্শনে যান রাজীব কুমার। গতকাল থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি বেড়মজুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালি এলাকা। এলাকার মাছ চাষের আলাঘরে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৪০০ বিঘা জমি জবরদখল করে মাছ চাষ করা হতো শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ এলাকায়। তেমনটাই অভিযোগ এলাকাবাসীর৷ শুক্রবার ফের উত্তেজনা ছড়ালে সন্দেশখালি পুনরায় গেলেন যান রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার এদিনও সন্দেশখালির একাধিক এলাকা নিজে ঘুরে দেখেন ও এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাদের অভিযোগের কথা শোনেন। প্রসঙ্গত, এর আগে বুধবার রাতে সন্দেশখালি গিয়েছিলেন ডিজিপি। বুধবার সারা রাত সেখানে ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার সহ অন্যান্য পুলিশ কর্তারা। লঞ্চে চেপে এক অজানা জায়গাতেও যান তিনি। তবে শুক্রবার সকাল থেকে ফের উত্তেজনা ছড়ালে সন্দেশখালি পুনরায় গেলেন তিনি। এদিনও সন্দেশখালির একাধিক এলাকা নিজে ঘুরে দেখেন ডিজিপি।
# | message |
---|