/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2023-07-04 | কোচবিহার,রাজ্য,রাজনীতি ,,, | উত্তরের হাওয়া | Views : 161
উত্তরের হাওয়া, ৪ জুলাই ২০২৩ঃ ব্যানার ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল হলদিবাড়িতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ১৫৩ নং বুথ এলাকায়। সোমবার সকালে কাঞ্ছার মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা দেখতে পান, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থীর বাড়ির অদূরে একটি পুকুরে দলীয় পতাকা ও দলীয় ব্যানার ছিঁড়ে ফেলা অবস্থায় পড়ে রয়েছে। দলীয় প্রার্থী ডারিন প্রধানের বাবা লাকি প্রধানের অভিযোগ,এটা বিরোধীদের কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হলদিবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরে এই নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বিশ্বনাথ রায় বলেন, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
# | message |
---|