Monday 23 June 2025
2024-05-21 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২১ মে: খুব শীঘ্রই শেষ হতে চলেছে গরমের ছুটি। খুলে যাবে স্কুল কলেজ। আজ মঙ্গলবার গরমের ছুটি নিয়ে শিক্ষা দপ্তর জানিয়েছে যদি পরিস্থিতি ঠিক থাকে, তাহলে আগামী ৩ জুন থেকে স্কুল খুলবে। এর আগে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছিল ২রা জুন থেকে রাজ্যে খুলবে স্কুল। আরো জানানো হয়েছিল গরমের ছুটির পর অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলগুলিকে। ইতিমধ্যেই তা নির্দেশিকা জারি হয়েছে। অন্যদিকে ভোটের কাজে স্কুল গুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থাও হয়েছিল। কেন্দ্র বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে কেমন অবস্থায় রয়েছে তা বিদ্যালয় পরিদর্শক এর থেকে জানতে চেয়েছিল শিক্ষা দপ্তর। উল্লেখ্য রাজ্যের ছুটির তালিকা অনুসারে চলতি বছর ৬ মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্য সরকারের স্কুল গুলিতে তা শেষ হবে ২ জুন। তবে আচমকাই তীব্র দাবদাহের জেরে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য। তবে এখন আবহাওয়া অনেকটাই বদল এসেছে। তাই এবার শেষ হতে চলেছে গরমের ছুটি। আগামী ৩ জুন থেকে খুলবে রাজ্যের স্কুল।