Wednesday 9 July 2025
2024-03-16 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৬মার্চ: শনিবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধুপগুড়িতে। ৪৮ নং এশিয়ান হাইওয়ের ঠাকুরপাট এলাকায় দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক গুরুতর অসুস্থ বলে জানা গিয়েছে। সংঘর্ষের তীব্রতা এতটা ছিল যে ঘটনাস্হলে দুটি গাড়িতে আগুনও লেগে যায়। যদিও ধুপগুড়ি দমকল কেন্দ্রের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ি থেকে গয়েরকাটার দিকে যাওয়ার পথে উল্টোদিকে একটি তেলের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হয় একটি পেঁয়াজ বোঝাই গাড়ির। ঘটনায় দুই গাড়ির চালক ও সহকারি গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের জলপাইগুড়ি হাসপাতালে স্হানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ে সহ জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলে পৌছান ধুপগুড়ি থানার ট্রাফিক ওসি বিপি লামা , ধুপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য ও মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করেন।