Wednesday 9 July 2025
2023-07-24 | কোচবিহার,রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, কোচবিহার, ২৪ জুলাই: কোচবিহারের খাপাইডাঙার নির্যাতিতা নাবালিকার সাথে দেখা করলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সোমবার দুপুরে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত ওই নাবালিকার সাথে সাক্ষাৎ করেন তিনি ও তার শারীরিক অবস্হার খোঁজখবর করেন তিনি। পাশাপাশি ওই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান জেলা তৃণমূলের সভাপতি। ওই নির্যাতিতা নাবালিকার সাথে সাক্ষাতের পর হাসপাতাল কর্তৃপক্ষের সাথেঔ কথা বলেন তিনি। প্রসঙ্গত, গত ১৮ জুলাই কোচবিহারের খাপাইডাঙ্গা এলাকায় এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, সংশ্লিষ্ট ওই নাবালিকা বাড়ি থেকে স্কুলে যায়। কিন্তু তারপর সেই স্কুল থেকে আর বাড়ি ফেরেনি। ওই পরিবারের তরফ থেকে নাবালিকা মেয়ের খোঁজ না পেয়ে তারা দারস্থ হন পুলিশের। দুস্কৃতিরা কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকাকে ভর্তি করলে, সেখান থেকে ওই নাবালিকার পরিবার খবর পায়। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের ঘটনা নিয়ে তৃণমূল বিজেপি উভয়ই তীব্র নিন্দা করেছে। এমন পরিস্থিতিতে এদিন ওই নাবালিকার সাথে সাক্ষাৎ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানালেন জেলা তৃণমূলের সভাপতি।