Wednesday 9 July 2025
2024-03-30 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, আলিপুরদুয়ার, ৩০ মার্চ: ভোটের দিনক্ষন ঘোষণা হয়েছে। জোরকদমে প্রচার শুরু করেছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরাও। এর মধ্যেই নির্বাচনের আগে সুরক্ষা, শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে। শনিবার আলিপুরদুয়ার ১ ব্লকের শালকুমারহাট, সিদাবাড়ি সহ সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ হয়েছে। সাথে উপস্হিত ছিলেন স্হানীয় পুলিশ আধিকারিকরাও। রুটমার্চ চলাকালীন সাধারণ মানুষের সাথে কথা বলেন তাঁরা। নির্ভয়ে ভোট দানের কথাও বলেন। বাহিনীকে কাছে পেয়ে সাধারণ মানুষ তাঁদের অভিযোগও করেন।