Sunday 25 January 2026

2024-01-06 | রাজ্য, | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৬ জানুয়ারি: মধ্যরাতে নাটকীয়ভাবে গ্রেপ্তার হলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য ওরফে ডাকু। রাত সাড়ে বারোটা নাগাদ কেন্দ্রীয় এজেন্সির ইডি আধিকারিকরা তাকে গ্রেফতার করেন তার শিমুলতলার বাড়ি থেকে। গ্রেফতার করার পর তাকে বাড়ি থেকে বাইরে বার করলে পরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভ দেখাতে শুরু করে শঙ্করবাবুর অনুগামীরা। বাধা দেয় ইডি অধিকারীদের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসরে নামলে পরিস্থিতি আরো ঘোরানো হয়ে ওঠে। ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি এবং কাঁচের বোতল ছোড়া হয়। পরিস্থিতি নাগালের বাইরে যেতে থাকলে পরিস্থিতি সামাল দেয়ার জন্য শুরু হয় লাঠিচার্জ। সিআরপিএফ জওয়ানদের লাঠিচার্জের ফলে এলাকায় আরো উত্তেজনার সৃষ্টি হয়। কোন রকমে শংকর শংকর আঢ্য গাড়িতে তুলে কলকাতা সিজিও কমপ্লেক্স এর উদ্দেশ্যে রওনা দেয় ইডি আধিকারিকরা।
