Sunday 25 January 2026

2024-03-30 | কোচবিহার,রাজ্য,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, কোচবিহার, ৩০ মার্চ: জোট নিয়ে জটিলতা চলছিলই। কোচবিহারে বামফ্রন্টের শরিক ফরওয়ার্ডব্লক প্রার্থী ঘোষনার পরও প্রার্থী দেয় কংগ্রেসও। তা নিয়ে শুরু হয় রাজনৈতিক জল্পনা। বাম কংগ্রেস জোটের কথা মাথায় রেখে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সকাল পর্যন্ত কংগ্রেস প্রার্থীপদ প্রত্যাহার করবে কিনা তা নিয়েও চলল চর্চা। কিন্তু শেষমেষ জোটের মুখরক্ষা হলনা। মনোনয়ন প্রত্যাহার করলেন না কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরী। শনিবার বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহারের সময় থাকলেও কংগ্রেস প্রার্থী তার প্রার্থী পদ প্রত্যাহার করেননি। স্বভাবতই কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক সন্মুখ সমরে। জাতীয় কংগ্রেসের রাজ্য স্তরের নেতা তথা প্রার্থীর নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ সরকারের মন্তব্য, কংগ্রেস একটি সর্বভারতীয় দল। তার সঙ্গে কোনো অবস্থাতেই ফরওয়ার্ড ব্লকের তুলনা হয়না। তাই ফরওয়ার্ড ব্লকের জন্য কংগ্রেসের মনোনীত প্রার্থীর প্রার্থী পদ প্রত্যাহারের কোন প্রশ্নই ওঠে না। তাঁর সংযোজন, কোচবিহার জেলায় ফরওয়ার্ড ব্লকের কোন সাংগঠনিক ক্ষমতাই নেই, তারাই প্রার্থী পদ প্রত্যাহার করতে পারতো। কংগ্রেসের দাবী, ফরওয়ার্ড ব্লক এর থেকে অনেক বেশি ভোট পাবে কংগ্রেস। বাম কংগ্রেস জোটে এই জটিলতায় চর্চা শুরু হয়েছে সচেতন মহলে। জোট ভাঙায় আখেরে কার ক্ষতি হয় সেজন্য অবশ্য অপেক্ষা করতে হবে ফলাফল পর্যন্ত।
