Friday 17 October 2025
2023-08-10 | দিনহাটা ,কোচবিহার,রাজ্য,পড়াশোনা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া: শিক্ষকরা নতুন করে তলব হওয়াতে ফের জোরাল হয়েছে জল্পনা। কারণ, কিছুদিন আগেই আদালতের নির্দেশে গ্রেফতার হয়েছেন ৪ অযোগ্য শিক্ষক। মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়ার পর এবার কোচবিহার। উত্তরবঙ্গের কোচবিহারের ২৩ জন শিক্ষককে তলব সিবিআই-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড-সহ এই শিক্ষকদের আসতে বলা হয়েছে নিজাম প্যালেসে। প্রাথমিক টেট মামলায় এই শিক্ষকদের তলব করে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে নতুন তথ্য পেতে চায় সিবিআই। ২০১৪-র টেটে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাঁরা। এই শিক্ষকরা নতুন করে তলব হওয়াতে ফের জোরাল হয়েছে জল্পনা। কারণ, কিছুদিন আগেই আদালতের নির্দেশে গ্রেফতার হয়েছেন ৪ অযোগ্য শিক্ষক। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাঁকুড়ার পর এবার কোচবিহারের একাধিক শিক্ষক সিবিআইয়ের নজরে। ইতিমধ্যেই ২৩জন শিক্ষককে তলব করেছে সিবিআই। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত তাঁরা। বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করা হয়েছে ২৩ জন শিক্ষককে। অভিযোগ, তাঁদের নথি ২০১৪ সালের টেটের। সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড নথি চেয়েছে সিবিআই। কীভাবে চাকরি পেলেন এই ত্রিশ জন শিক্ষক? জানতে তলব করেছে সিবিআই। সোমবার আদালতের নির্দেশে চারজন শিক্ষক গ্রেফতারের পর বাঁকুড়া জেলা থেকে ৭ জন প্রাথমিক শিক্ষককে তলব করেছিল সিবিআই। এবার পালা কোচবিহার জেলার ত্রিশ জন শিক্ষকের। ইতিমধ্যে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলকে জানানো হয়েছে সিবিআইয়ের তরফে গোটা বিষয়টি। ওই ত্রিশ জন শিক্ষককে নিজাম প্যালেসে সমস্ত নথি নিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিশ শিক্ষক কোচবিহারে প্রাথমিক স্কুলে সহকারী টিচার হিসাবে নিযুক্ত। এদের যাবতীয় নথি ডকুমেন্টস নিয়ে নিজাম প্যালেসে বৃহস্পতিবার সকাল এগারোটায় হাজিরার জন্য নির্দেশ রয়েছে। বুধবার বাঁকুড়া থেকে প্রাইমারি স্কুলে কর্মরত সাত জন শিক্ষক নথি নিয়ে নিজাম প্যালেসে বুধবার এগারোটায় হাজির হয়েছিলেন। এই সাত জন অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলে কর্মরত। সিবিআই সূত্রে খবর, এই শিক্ষকদের নথি খতিয়ে দেখা হয়। এই শিক্ষকদের থেকে অ্যাডমিট কার্ড, রেজাল্ট, ২০১৪-র টেটের নথি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্ট নিয়ে আসতে বলা হয়েছে। ডকুমেন্টস দেখে খতিয়ে দেখবে সিবিআই। বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষকদের CBI ডেকে পাঠাচ্ছে তাঁদের নথি দেখে জিজ্ঞাসাবাদের জন্য। বাঁকুড়ার পড় কোচবিহারের ত্রিশ শিক্ষককে তলব নিজামে। এই ত্রিশ শিক্ষক কোচবিহারে প্রাথমিক স্কুলে কর্মরত। সিবিআইয়ের তলবের পর এঁদের ভবিষ্যত এখন কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার।