Wednesday 9 July 2025
2023-07-26 | কোচবিহার,রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, মাথাভাঙা, ২৬ জুলাই : কোচবিহারের মাথাভাঙ্গার বিস্তুির্ন এলাকা জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কনজাঙ্কটিভাইটিস। চোখের এই রোগের থেকে রেহাই পাননি পুলিশ, স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ বহু সাধারণ মানুষ। বাংলা ভাষায় এই রোগ কে জয় বাংলা বলা হলেও ডাক্তারি পরিভাষায় একে কনজাঙ্কটিভাইটিস বলা হয়। মূলত চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে জল পড়া, চোখের ভিতর কট কট করা এধরনের উপসর্গ লক্ষ্য করা যায়। এধরনের রোগ খুবই সংক্রামক। এদিকে মাথাভাঙ্গা জুড়ে এ ধরনের রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেল। এই রোগের হাত থেকে বাঁচতে ডাক্তারের কাছে রোগীদের ভিড় বাড়ছে। বহু মানুষ তারা চক্ষু বিশেষজ্ঞদের দ্বারস্থ হচ্ছেন। একদিকে যেমন চিকিৎসকের কাছে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তেমনি বিভিন্ন চশমার দোকানগুলিতেও এখন সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে এই রোগের হাত থেকে বাঁচতে। শুধু বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলিতেই নয় প্রতিদিনই মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের চক্ষু বিভাগেও এ ধরনের রোগে আক্রান্ত হয়ে সাধারণ মানুষজন চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন। এবিষয় নিয়ে শঙ্কিত বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সাধারণ মানুষজন।