Sunday 25 January 2026

2023-09-14 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া: বন্ধ হয়ে গেল দুয়ারে সরকার ক্যাম্প। ঘটনাটি মালদার গাজলের আলাল গ্রাম পঞ্চায়েতের ময়না এলাকায়। প্যান্ডেলের রং এর কারণে না বাতিল দুয়ারে সরকার ক্যাম্প! এমনই অভিযোগ উঠেছে। অভিযোগ, নীল সাদার পরিবর্তে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য গেরুয়া এবং সাদা রঙের প্যান্ডেল করার কারণেই বাতিল করে দেওয়া হয়েছে সরকারি এই শিবির। মালদার গাজোেেল দুয়ারে সরকার ক্যাম্প বাতিল হয়ে যাওয়ায় এই অভিযোগে সরব হয়েছে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। তবে দুয়ারে সরকার শিবির বাতিলের কারণ হিসেবে এই অভিযোগ মানতে নারাজ গাজোলের বিডিও অরুন কুমার সরদার।
