Wednesday 9 July 2025
2023-07-25 | দিনহাটা ,কোচবিহার,রাজ্য,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, দিনহাটা, ২৫ জুলাই : দিনহাটার বাবু পাড়া এলাকায় বিজেপির স্হানীয় শহর মণ্ডল সভাপতি অজয় রায়ের বাড়িতে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির প্রাক্তন ন্যাশনাল সেক্রেটারি রাহুল সিনহা। মঙ্গলবার বিকেলে তিনি গ্রেপ্তার হওয়া দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায়ের বাড়িতে আসেন। তার বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি স্থানীয় বিজেপির নেতৃত্বদের সাথেও কথা বলতে দেখা যায় তাকে। এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সেখানে এলে তার সাথে বিজেপির কোচবিহার জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়ের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপির এই কেন্দ্রীয় স্তরের নেতা। উল্লেখ্য, গত ২১ জুলাই রাতে অসম বাংলা সীমান্তের বক্সির হাটের জোড়াই এলাকা থেকে কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় কে গ্রেফতার করে। এরপরই তাকে ২২ তারিখ দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মূলত, গত ১০ জুলাই ভোট গণনা পর্বের আগের দিন রাতে দিনহাটা ১ ব্লকের ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করা নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন বিজেপির ওই শহর মন্ডল সভাপতি অজয় রায়। পরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন তৃণমূলের নেতাকর্মীদের মারধোর করা হয়েছে এবং সেই ঘটনায় অভিযুক্ত অজয় রায়। এই ভিত্তিতেই দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানা গেছে। এদিন সেই গ্রেফতার হওয়া বিজেপি নেতার বাড়িতে পৌঁছে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতৃত্ব রাহুল সিনহা।