Wednesday 9 July 2025
2024-04-01 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, আলিপুরদুয়ার, ৩১ মার্চ: লোকালয়ে দাপিয়ে বেড়াল একটি বাইসন। ফলে আতঙ্কে কাটালেন আলিপুরদুয়ার জেলার বীরপাড়া ব্লকের পরোরপাড় ও সংলগ্ন এলাকায়। পরে বাইশনটি একটি পুকুরের কুচুরিপানায় আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আলিপুরদুয়ার থানার পুলিশ এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। বাইসনটি পুকুরের আটকে থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হয় বনকর্মীদের। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর বাইসনটিকে পুকুর থেকে টেনে উদ্ধার করে বনকর্মীরা। বর্তমানে বাইসনটি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ও চিকিৎসার জন্য রাজাভাতখাওয়া নিয়ে যাওয়া হয়েছে বলে বনদপ্তর সুত্রে খবর।