Sunday 25 January 2026

2024-03-05 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৫ মার্চ: হঠাৎ অচল হয়ে গিয়েছে ফেসবুক। ব্যবহারকারীদের অভিযোগ ব্যবহার করতে করতেই হঠাৎ একাউন্ট লগ আউট হয়ে যায়। তারপর আর লগ ইন করা যাচ্ছেনা। সমস্যা ইনস্টাগ্রামেও। বিপাকে গ্রাহকেরা। দুনিয়া জুড়েই এই সমস্যা জারি।
