Tuesday 2 December 2025

2023-07-22 | কোচবিহার,রাজ্য | উত্তরের হাওয়া | Views :
সিভিক ভলান্টিয়ারদের জন্য খুশির খবর উত্তরের হাওয়া, ২২ জুলাই: চলতি বছরেই সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়াতে পারে রাজ্য সরকার। বিধানসভার বাদল অধিবেশনের পরেই আগামী মন্ত্রিসভার বৈঠকে এনিয়ে আলোচনা হতে পারে। নবান্নের একটি সূত্রের খবর এমনটাই। স্বাভাবিকভাবেই এই খবরে আশায় বুক বাঁধছেন সিভিক ভলান্টিয়াররা। বর্তমানে একজন সিভিক ভলান্টিয়ারের বেতন মাসে ৯ হাজার টাকা। নতুন নিয়মে মাসে ৩০ দিনই দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হয়
