Wednesday 9 July 2025
2023-08-01 | কোচবিহার,রাজ্য,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, দিনহাটা, ১ অগাস্ট : স্কুল ও কলেজের ছাত্রীদের সুরক্ষার আবেদন জানিয়ে কোচবিহার জেলা পুলিশের দপ্তরের স্মারকলিপি প্রদান করল আম আদমি পার্টির কোচবিহার শাখা। মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট ওই সংগঠনের তরফে জেলা জুড়ে স্কুল ও কলেজের ছাত্রীদের সুরক্ষার আবেদন জানিয়ে কোচবিহার শহরে মিছিলের পাশাপাশি জেলা পুলিশের দপ্তরে এসে স্মারকলিপি প্রদান করা হয়। আম আদমি পার্টির ওই কর্মসূচিতে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলার নেতৃত্ব অমিতাভ দেবনাথ সহ অন্যান্যরা। মূলত কোচবিহারের কালজানি এলাকায় নাবালিকা এক স্কুল ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় গোটা জেলাজুড়ে উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় ওই ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে। এমন পরিস্হিতিতে, এবার ছাত্রীদের নিরাপত্তার দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন গুলি যেমন সরব হয়েছে তেমনি রাজনৈতিক দলগুলি। তারাও নিরাপত্তার দাবিতে জেলা পুলিশের কাছে ডেপুটেশন প্রদান করলেন।