Friday 17 October 2025
2024-03-28 | রাজ্য, | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২৮ মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের ঘটনায় দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে শো কজ করল কমিশন। আগামী শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে দিলীপকে শো কজের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যে মন্তব্য করেছেন তা আপত্তিজনক বলে দিলীপকে পাঠানো শো কজ নোটিসে উল্লেখও করেছে নির্বাচন কমিশন। এই ঘটনায় আগেই দিলীপকে শো কজ করেছিল বিজেপি। চাপে পড়ে দুঃখ প্রকাশ করেছিলেন দিলীপ। তার পরেও অবশ্য ভোল বদল করে কার্যত নিজের অবস্থাতেই অনড় থাকার বার্তা দিয়েছেন তিনি। তবে এবার কমিশন পদক্ষেপ করায় স্বভাবতই চাপে পড়লেন বিজেপি নেতা। কমিশনের শো কজের জবাবে দিলীপ কী যুক্তি দেন, সেটাই এখন দেখার। গতকালই দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই আপত্তিকর মন্তব্য করেন। এর পরেই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ পেয়েই দিলীপের মন্তব্য নিয়ে জেলাশাসকের রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। দিলীপের এই মন্তব্য ভাল ভাবে নেয়নি তাঁর দল বিজেপি-ও। দলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দিলীপকে শো কজ করে চিঠি পাঠিয়ে জানানো হয়, আপনি এ দিন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন তা অশোভনীয় এবং অসংসদীয়। এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরার বিরোধী এবং দল কোনওভাবেই অনুমোদন করে না।