Wednesday 9 July 2025
2023-07-25 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, কোচবিহার, ২৫ জুলাই: কোচবিহার ১ ব্লকের চান্দামারি অঞ্চলের রাজপুর গ্রামে ধরলা নদীর উপর সরকারের ঘাট সেতুটি বেহাল দশা থাকায় সেতুর উপর বিক্ষোভ স্থানীয় গ্রামবাসীদের। স্থানীয় গ্রামবাসী কার্তিক বর্মন,দিলীপ বর্মন,মাধব বর্মন,উৎপল বর্মন,শিবেন বিশ্বাস, বাদল বর্মন প্রমুখ এদিন অভিযোগ করে জানান, তাদের এই দাবি অনেক দিনের। তারা এই সেতুটির সংস্কার চাইছেন। না হলে তারা ভোট বয়কটের ডাক দেবেন। এদিন গ্রামবাসীরা স্থানীয় ব্লক প্রশাসন সহ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দের কাছে তাদের গ্রামের এই সেতুটি যত দ্রুত সম্ভব নতুন করে তৈরি করার দাবি জানান। এই সেতুটির ওপর দিয়ে প্রতিদিন অনেক গ্রামবাসীসহ স্কুলের ছাত্র ছাত্রীরা ঝুকি নিয়ে যাতায়াত করে । ব্রিজের কোন রেলিং না থাকায় তিন থেকে চারবার টোটো বাইক উল্টে জলে পড়ে গিয়েছিল বলে জানান গ্রামবাসীরা। যত দ্রুত সম্ভব প্রশাসনের কাছে নতুন করে সেতুটি সংস্কার চাইছে স্থানীয় গ্রামবাসীরা। সরকারের ঘাট সেতুটির ওপর বিক্ষোভকারী গ্রামবাসীরা এদিন সব ক্ষোভ উগড়ে দেন।