/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2024-04-02 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views : 133
উত্তরের হাওয়া, দিনহাটা, ২ এপ্রিল: বাবার ধারালো অস্ত্রের কোপে মৃত্যুর মুখে ঢলে পড়লেন ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার সিতাই ব্লকের ব্রহ্মত্তরচাত্রার অন্দরান সিঙ্গীমারি এলাকায়। ঘটনার কথা চাউর হতেই জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্হলে পৌছে তদন্ত শুরু করেছে পুলিশও। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য জানান, এদিন সকাল ৯টা নাগাদ সিতাইয়ের বাসিন্দা চন্দ্র দেব রবিদাস তার ছেলে রামকৃষ্ণ রবিদাসকে খুন করেছেন বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে তাদের মধ্যে সম্পত্তিকে কেন্দ্র করে নিত্য পারিবারিক কলহ লেগে থাকতো বলে জানা গিয়েছে। অভিযুক্তকে আটক করার পাশাপাশি খুনের অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। স্হানীয় সুত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তিরা পাঁচ ভাই। সকলে আলাদা আলাদা থাকলেও রামকৃষ্ণ বাবার সাথেই থাকতেন। নিহত ব্যক্তির ভাই সুখচান্দ রবিদাস জানান, আজ সকালে আমার এক ভাইয়ের কাছ থেকে খুনের ঘটনাটি জানতে পারি। দ্রুত দৌড়ে এসে দেখি ভাইয়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। স্হানীয় এলাকাতে খোঁজ নিতে জানা গেল, মাঝেমাঝেই বাবা ও ছেলেদের মধ্যে বিবাদ বাঁধত। শরিকীবিবাদের কারণেও খুন হতে পারে বলে ধারনা করছেন অনেকেই। যদিও নিহত ব্যক্তি বাবার সাথেই থাকতেন। স্বভাবতই তারই সত্তোরোর্ধ বাবার সম্পত্তি পাওয়ার সম্ভবনা তারই বেশি ছিল। এমন পরিস্হিতিতে সত্তোরোর্ধ বাবা কেন নিজের ছেলেকে খুন করবেন? নাকি এর পেছনে কোন ষড়যন্ত্র রয়েছে তা নিয়েও গুঞ্জন ছড়িয়েছে এলাকায়।
# | message |
---|