Wednesday 9 July 2025
2023-07-23 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, কোচবিহার, ২৩ জুলাই : কোচবিহারের এক স্কুল পড়ুয়া নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জেলা তথা রাজ্যজুড়ে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা। ইতিমধ্যেই ওই ঘটনায় ৪ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, গত ১৮ জুলাই কোচবিহার ২ ব্লকের খাপাইডাঙ্গা গ্রামপঞ্চায়েত এলাকার ওই নাবালিকা বাড়ি থেকে স্কুলে যায়। কিন্তু সে স্কুল থেকে আর বাড়ি ফেরেনি। উদ্বিগ্ন পরিবারের পক্ষ থেকে মেয়ের খোঁজ না পেয়ে তারা পুলিশের দ্বারস্থ হয়। কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকাকে ভর্তি করেছিল দুষ্কৃতীরা। সেখান থেকে ওই নাবালিকার পরিবার মেয়ের খবর পায়। পুলিশ ঘটনাতদন্ত নেমে ৪ জনকে গ্রেপ্তার করেছে। নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল বিজেপি উভয়ই। কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকার পাশে দাঁড়াতে হাসপাতালে যান বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় সহ অন্যান্যরা। একইসঙ্গে দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন তৃণমূলের স্থানীয় নেতৃত্বরাও। ওই নাবালিকার পরিবারের এক সদস্য জানান, আমাদের মেয়ে স্কুলে গিয়েছিল। স্কুলে যাওয়ার পর শরীর খারাপ থাকায় টিফিনের সময় বাড়ি ফিরে আসছিল। সেই সময় কালজানি বাজার এলাকায় বেশ কয়েকজন তাকে জোর করে তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার খোঁজ মেলেনি। পরের দিন আমরা জানতে পারি কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে মেয়ে ভর্তি রয়েছে। মেয়ের কাছ থেকেই পুরোটা জানতে পেরেছি। আমরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।