Wednesday 9 July 2025
2024-02-20 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২০ফেব্রুয়ারি: হোকদহ আদাবাড়িতে ৭০০ মিটার দৈর্ঘ্যের ঢালাই কংক্রিটের রাস্তার কাজের শুভ সূচনা করলেন বিধায়ক। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজলি চটকা বুড়াবুড়ির দোকান হইতে যতিশের চৌপথি পর্যন্ত ৭০০ মিটার দৈর্ঘ্যের ঢালাই কংক্রিটের রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন বিধায়ক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য যতিশ চন্দ্র দাস সহ অন্যান্যরা। এই বিষয়ে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন সিতাই পঞ্চায়েত সমিতির অর্থানুকুল্যে ৭০০ মিটার দৈর্ঘ্যের ঢালাই কংক্রিটের রাস্তার কাজের শুভ সূচনা হল। আরও জানা গিয়েছে ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে ঢালাই কংক্রিটের রাস্তা। বিধায়ক বলেন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা নিয়ে, সেটাই আমরা পূরণ করে দিচ্ছি। এক মাসের মধ্যে এই রাস্তায় কাজ সম্পূর্ণ হবে বলেও জানান তিনি।