/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2024-03-16 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views : 142
উত্তরের হাওয়া, কোচবিহার, ১৬ মার্চ: গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আফিম উদ্ধার করার পাশাপাশি ৪ জনকে করল কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। শনিবার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত ধারিমাড়ি এলাকার বাসিন্দা হারান বর্মন ওরফে হরেন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। মাথাভাঙ্গা ২ ব্লকের বিডিওর উপস্থিতিতে পুলিশ সেই বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৪২ কেজি আফিম প্রায় ৪২ কেজি আফিম উদ্ধার করে যার আনুমানিক বাজারমুল্য প্রায় ২ কোটি। উদ্ধার হওয়া আফিম ওই ব্যক্তির বাড়ির গুদাম ঘরে থাকা পাটের আশের নিচে লুকিয়ে রাখা ছিল। সেখান থেকেই পুলিশ তা উদ্ধার করে। পাশাপাশি ১ লক্ষ ৬১৫০০ নগদ টাকা এবং বেশ কিছু যন্ত্রপাতি সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনের অভিযানের সম্পুর্ন প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয়েছে। অভিযানে অ্যাডিশনাল এসপি মাথাভাঙ্গা সন্দীপ গড়াই, মাথাভাঙার এসডিপিও সমীরন হালদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
# | message |
---|