/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2023-07-28 | দিনহাটা ,কোচবিহার,পড়াশোনা | উত্তরের হাওয়া | Views : 152
উত্তরের হাওয়া, দিনহাটা, ২৮ জুলাই : অবশেষে বহিরাগতদের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ দেখা গেল দিনহাটা কলেজে। কলেজের প্রবেশ পথে দেখা হচ্ছে ছাত্র ছাত্রীদের পরিচয় পত্র। শুক্রবার দুপুরে দেখা গেল, দিনহাটা কলেজে প্রবেশের মুখে কলেজের নিরাপত্তারক্ষীরা খতিয়ে দেখছেন ছাত্র ছাত্রীর পরিচয় পত্র। তারপরেই তাদের কলেজের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একদিকে যেমন কলেজ গেটে রয়েছে কলেজের নিরাপত্তারক্ষীরা, তেমনি দিনহাটা থানার পুলিশ মোতায়েন রয়েছে। প্রসঙ্গত, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজে বর্তমানে চলছে সেমিস্টারের পরীক্ষা। সেই মতো এদিন দিনহাটা কলেজে ৪র্থ সেমিস্টারের পরীক্ষা চলছে। আর সেই পরীক্ষা চলাকালীন যেসমস্ত ছাত্র ছাত্রীরা কলেজে আসছেন তাদের কঠোর ভাবে পরিচয় পত্র খতিয়ে দেখার পরেই তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দিনহাটা কলেজের অধ্যক্ষর ঘরে ঢুকে বহিরাগতদের দৌরাত্ম্য লক্ষ্য করা গিয়েছিল। রীতিমতো আঙ্গুল উচিয়ে অধ্যক্ষ কে শাসানি দিতেও দেখা যায়। এমনকি অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকাদের হুমকিও দেন বহিরাগতরা। মূলত পরীক্ষা চলাকালীন নকল করতে বাঁধা দেওয়ায় তাদের ওপর চড়াও হন বহিরাগতরা। অধ্যক্ষের ঘরে ঢুকে তাণ্ডবের পরেই কলেজের ভেতরে থাকা দুটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে সকল অধ্যাপক অধ্যাপিকারা পথ অবরোধ সামিল হন। প্রায় ঘন্টাখানেক ঐ অবরোধ চলার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা কলেজের সামনে এসে আন্দোলনরত সকলের সাথে কথা বলেন। পরে মন্ত্রী আশ্বাসে উঠে যায় সেই অবরোধ । এই ঘটনার পরেই এদিন কড়া পুলিশি নিরাপত্তার গন্ডি পেরিয়ে কলেজে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রীদের।
# | message |
---|