Friday 17 October 2025
2024-04-21 | দিনহাটা ,কোচবিহার,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, দিনহাটা, ২১ এপ্রিল: রবিবার সাত সকালে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিনহাটা বিধানসভার অন্তর্গত চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুঠিতে। এদিন সকালে স্হানীয় বাসিন্দা গৌরগোবিন্দ সরকারের বাড়ির সামনে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্হানীয়রা। খবর পেয়ে স্হানীয় নয়ারহাট পুলিশফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্হলে পৌছান ও বোমাদুটি উদ্ধার করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা ও।