Wednesday 9 July 2025
2023-11-08 | দিনহাটা ,কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৮ নভেম্বর: দিনহাটায় শুরু হচ্ছে পরিবেশবান্ধব বাজিবাজার। আগামীকাল সকালে হবে উদ্বোধন জানাল পৌরসভা। দিনহাটা শহরের হরিতকি তলার মাঠ সংলগ্ন এলাকায় দুটি দোকান নিয়ে তৈরি হবে বাজিবাজার। সেখানেই মিলবে পরিবেশবান্ধব বাজি এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। বুধবার বিকেল লাগাত সেই দুটি দোকান পরিদর্শনে পৌরসভার আধিকারিকরা চেয়ারম্যান এবং প্রশাসনের কর্তারা । সামগ্রিক পরিস্থিতি এবং বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখলেন তারা। জানা গেছে আগামীকাল সকালে উদ্বোধন হবে সেই বাজি বাজারের। এই বাজি বাজার শুরু হলে পরিবেশ দূষণ ঠেকাতে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তা অনেকটাই সফল হবে বলে মনে করছেন সাধারণ মানুষজন।