Friday 17 October 2025
2024-01-21 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২১জানুয়ারী: কোচবিহার প্রেস ক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কোচবিহার প্রেস ক্লাবে। ইতিমধ্যেই সভাপতি সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন অনুপম সাহা গৌর হরিদাস এবং শুভঙ্কর সাহা। বাকি সহ-সভাপতি পদে তিনজন সহ-সম্পাদক পদে দুইজন এবং এক্সিকিউটিভ কমিটি পদে ৭ জন প্রতিযোগিতা করছেন। পুরো ভোট প্রক্রিয়ার প্রধান অবজারভার রয়েছেন অংশুমান চক্রবর্তী। এছাড়াও রয়েছেন তিনজন ইলেকশন কমিশনার। যাদের মধ্যে রয়েছেন একজন প্রাক্তন সাংবাদিক এবং দুজন আইনজীবী। উৎসবের মেজাজে ভাতৃত্বপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে কোচবিহার প্রেস ক্লাবে।