Wednesday 9 July 2025
2024-02-26 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, কোচবিহার, ২৬ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পরিচালনায় ও বিদ্যালয় পরিদর্শকদের ব্যবস্থাপনায় সোমবার কোচবিহারের বাবুরহাটে অনুষ্ঠিত হল ছয় দলীয় ক্রিকেট প্রতিযোগিতা। এদিনের খেলায় কোচবিহার ১ ব্লকের শিক্ষকদের টিম মাস্টার ব্লাস্টার্সের প্রতিদ্বন্দ্বী ছিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭২ রান করে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। জবাবে ব্যাট করতে নেমে মাস্টার ব্লাস্টার্স টিম ১ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ৭৩ রান তুলে নেয়। ম্যাচের সেরা হন পৌলব গাঙ্গুলি। আজকের খেলায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের DPO মহাদেব শৈব, ADPO সুদীপ বন্দ, শিক্ষক অশেষ বসাক, সুপ্রিয় পাল, সুবীর দেব, প্রশান্ত দেব, দিব্যেন্দু দে রায়, শম্ভু রাউত , শৈবাল পাল সহ কোচবিহার এলাকার সকলেই শিক্ষক। ছয় দলীয় এই ক্রিকেটে কোচবিহার জেলার বিভিন্ন চক্র সম্পদ কেন্দ্রের শিক্ষকরা অংশগ্রহণ করবেন।