/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2023-07-05 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views : 164
উত্তরের হাওয়া, কোচবিহার, ৫ জুলাই: পঞ্চায়েত ভোটের মুখে গ্রেটার নেতা অনন্ত মহারাজের সাথে সাক্ষাৎ তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরীয় নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। বুধবার দুপুরে অনন্ত মহারাজের বাসভবনে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য নেতা রাজিব বন্দ্যোপাধ্যায় সহ আরো অন্যান্য নেতৃত্ব। এদিন সেখানে তিনি ছাড়া উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের নেতা প্রেমানন্দ দাস সহ অন্যান্যরা। পঞ্চায়েত নির্বাচনের আগে হাতে মাত্র আর তিনদিন। তার আগে গ্রেটার নেতা অনন্ত মহারাজের সাথে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতার সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের অভিমত, পঞ্চায়েত নির্বাচনে গ্রেটার নেতা অনন্ত মহারাজ অনুগামীদের ভোটব্যাঙ্ক তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতেই এদিন অনন্ত মহারাজের সাথে সাক্ষাৎ করেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়েছেন, এদিনের এই সাক্ষাৎ কোন রাজনৈতিক সাক্ষাৎ নয়। সম্পূর্ণ ব্যক্তিগত স্তরে তার আশীর্বাদ নেওয়ার জন্যই এদিন রাজীব বাবু অনন্ত মহারাজের সাথে সাক্ষাৎ করেছেন বলে তিনি জানান। অন্যদিকে গ্রেটার নেতা অনন্ত মহারাজ জানান, কোন রাজনৈতিক দলেই এসে ইলেকশনের কথা বলছে না। ব্যক্তিগত স্তরের দেখা করতেই তারা এসেছেন বলে তিনি দাবী করেন। উল্লেখ্য একাধিক বার দেখা গিয়েছিল পৃথক রাজ্য গঠনের দাবি জানিয়েছিলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ। একাধিক সময়ে কখনো বিজেপির সাথে সখ্যতা আবার কখনো তৃণমূল কংগ্রেসের সাথে সখ্যতা লক্ষ্য করা যায় এই নেতার। সেই জায়গায় দাঁড়িয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তাহলে কি গ্রেটার নেতার দরবার হয়ে নির্বাচনের ভোট বাক্সকে ধরে রাখার চেষ্টা করছে সেই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।
# | message |
---|