/home/u302395843/domains/uttorerhawa.com/public_html/header.php on line 89
" />
Thursday 21 November 2024
2023-11-17 | দিনহাটা ,কোচবিহার | উত্তরের হাওয়া | Views : 167
উত্তরের হাওয়া, ১৮ নভেম্বর: এবারও মিস্টার দিনহাটা হলেন লিটন বর্মন। বৃহস্পতিবার রাতে দিনহাটা মা মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয়ে বডি বিল্ডিং প্রতিযোগিতায় আয়োজিত হয়। সেখানেই মিস্টার দিনহাটার খেতাব জিতে নেয় লিটন। সারা দিন হাড় ভাঙ্গা তাঁত মিলে খেটে, ব্যায়াম করে নিজেকে তৈরি করে। শীত গ্রীষ্ম বর্ষা দিনের তিন ঘণ্টা ব্যায়াম বিদ্যালয়ে শরীরচর্চা আর ভাঙ্গা ঘরে শুয়ে স্বপ্ন দেখে একদিন মিঃ ইন্ডিয়া হবে। দিনহাটার সাহেবগঞ্জ রোডের পাশে ছোট আটিয়াবাড়ী গ্রামে বাড়িতে বাবা মা তিন ভাই নিয়ে ছোট সংসার। বাবা কমলেশ্বর বর্মন বয়সের ভারে কোন কাজ করতে পারে না। তাই সংসার সামলাতে লিটনকে তাঁত মিলে কাজ করতে হয় ১৮ বছর বয়সেই। তাই পড়াশোনা বেশি দুর করতে পারে নি। কিন্তু ভালো বডিবিল্ডার হতে লিটনের প্রয়োজন প্রোটিনজাত খাবার । এত খরচ! কি করে হবে। কোন স্পন্সর নেই বা অর্থবানেরা কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেন না। এরপরও এত কষ্টের মধ্যে লিটন স্বপ্ন দেখে একদিন সে বড় বডিবিল্ডার হবে। দিনহাটার মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয় আয়োজিত ৬২ তম দ্য গ্রেটেস্ট শো-র অনুষ্ঠানের পঞ্চম দিন বডিবিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দিনহাটার মহামায়া পাটে। ব্যায়াম বিদ্যালয়ের ৬২ তম দ্য গ্রেটেস্ট শো-র অনুষ্ঠানের ৫ম দিন বডিবিল্ডিং এর ফলাফল প্রথম গ্রুপে রনি দাস ১ম, বিপ্লব রায় ২য় ও মোহিনুল হক ৩য় হন। দ্বিতীয় গ্রুপে ১ম ২য় ৩য় হন যথাক্রমে মন্নু হরিজন, অজয় দাস ও অমর বিশ্বাস। তৃতীয় গ্রুপে ১ম লিটন বর্মন, ২য় সুজিত বর্মন ও ৩য় রাহুল মিঞা। এরপর চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নস লড়াইয়ে সবাইকে হারিয়ে লিটন বর্মন এবারও চ্যাম্পিয়ন হয়ে মিঃ দিনহাটা খেতাব অর্জন করেন। এছাড়া পাওয়ারলিফটিংএ স্ট্রংমেন অফ দিনহাটা হন সুজন বর্মন ওয়েটলিফটিং এ স্ট্রংগেষ্টমেন অফ কোচবিহার সৌমেন বর্মন হন যোগাসনে সেরার সেরা হয়ে যোগসম্রাট হন শিবরূপ তালুকদার ও যোগসম্রাঞ্জী হন অদ্রিজা রায়। সবাইকে পুরস্কার গুলি তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ,কোচবিহার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা পুরপতি গৌরীশংকর মাহেশ্বরী হাসপাতাল সুপার ডাঃ রনজিৎ মন্ডল বিনয় চৌধুরী সহ অন্যান্যরা বলে জানালেন বিদ্যালয়ের সেক্রেটারি জেনারেল বিভুরঞ্জন সাহা।
# | message |
---|