Wednesday 9 July 2025
2023-07-21 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২১ জুলাইঃ জুলাই একদিকে ধর্মতলায় যখন তৃণমূলের সভা। সেসময় রাজ্যজুড়ে বিডিও অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। তারই অঙ্গ হিসেবে এদিন মাথাভাঙা এক দুই ও শীতলখুচি বিডিও অফিস ঘেরাও করে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হল। রাজ্যে পঞ্চায়েত ভোটের শুরু থেকেই অর্থাৎ মনোনয়ন পর্বের সময় থেকেই হিংসা চরমে পৌঁছয় ৷ আর তার প্রতিবাদে একুশে জুলাই বিজেপি পালটা বিডিও অফিস ঘেরাও কর্মসূচি নেয় ৷ আর তা আটকাতে আগেই জেলায় জেলায় বিডিও অফিস গুলিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়। শুক্রবার বিজেপি নেতৃত্বরা বলেন, ভয় পেয়েছে। তাই বিডিও অফিস চত্বরে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে এখন কেন্দ্রীয় বাহিনীকে বিডিও অফিসকে রক্ষা করার কাজে ব্যবহার করছে।অপ্রীতিকর ঘটনা এড়াতে মাথাভাঙ্গা এক ব্লক বিডিও অফিস চত্বরে মোতায়েন ছিল মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা।এদিন মাথাভাঙা ১ ব্লকে শিকারপুর বিডিও অফিসে কর্মসূচির নেতৃত্ব দেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বরেনচন্দ্র বর্মন বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন, মন্ডল সভাপতি অমল বর্মন শেখর রায় গৌতম সরকার দিলীপ কুমার মন্ডল শুভঙ্কর সাহা প্রমুখ অপরদিকে মাথাভাঙ্গা দুই ব্লকে কর্মসূচির নেতৃত্ব দেন মাথাভাঙ্গার বিজেপির বিধায়ক সুশীল চন্দ্র বর্মন মাথাভাঙ্গা বিধানসভার কনভেনার অরবিন্দ বিশ্বাস প্রতাপ সরকার মন্ডল সভাপতি উত্তম শীল প্রমূখ । শান্তিপূর্ণভাবেই এদিনের কর্মসূচি শেষ হয়েছে বলেই জানা যায়।