Wednesday 9 July 2025
2023-11-28 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২৮ নভেম্বর: দুঃসাহসিক চুরি প্রাথমিক স্কুলের শিক্ষকের বাড়িতে। ঘরের দরজা খুলে কয়েকদিন আগে কেনা নতুন মোবাইল,সোনাদানা নিয়ে চম্পট দিয়েছে। ঘটনাটি ঘটেছে, কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অন্তর্গত উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের যমেরডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক স্কুলের ওই শিক্ষকের নাম মহেন্দ্র রায় ডাকুয়া। মঙ্গলবার তিনি মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। নেশা জাতীয় কিছু পদার্থ প্রয়োগ করে শিক্ষক দম্পতিকে বেঁহুশ করে এই চুরি হয়েছে বলে বাড়ির লোকের জানিয়েছেন। ওই শিক্ষকের স্ত্রী জয়া রায় ডাকুয়া জানিয়েছেন, রাত আনুমানিক দুটো নাগাদ এই চুরির ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। কুয়োর পাড়ের দেওয়াল টপকে চোরের দল বাড়িতে ঢোকে। একাধিক দরজার তালা ভেঙ্গে দুটি ঘরে হানা দেয়। টেবিলে রাখা মোবাইল ও আলমারিতে রাখা বেশকিছু স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গিয়েছে চোরের দল। এই ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুধু এই ঘটনাই নয়, সাম্প্রতিককালে জামালদহ ও উছলপুকুরি এলাকায় একইরকম কায়দায় একাধিক চুরির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ কোনও ঘটনার এখনও পর্যন্ত কিনারা করতে পারেনি।