Wednesday 9 July 2025
2023-08-28 | দিনহাটা ,কোচবিহার,, | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২৮ অগাস্ট: ফাঁকা বাড়ির ঘরের দরজা ও আলমারির তালা ভেঙে প্রায় কুড়ি হাজার নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সোনা ও রুপার গয়না চুরি যাওয়ার ঘটনায় সোমবার দুপুরে চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের মহাকালহাট বাজার সংলগ্ন এলাকায়। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা অমল মোদকের বাড়িতে দুঃসাহসিক এই চুরির ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে স্হানীয় সাহেবগঞ্জ থানার পুলিশ। দিনের আলোয় চুরির বিষয়টিকে ঘিরে এলাকায় সাড়া পড়েছে। উল্লেখ্য, কয়েক মাস আগেও সংশ্লিষ্ট ব্লকেরই বুড়িরহাট, গোবড়াছড়া নয়ারহাট ও সাহেবগঞ্জ এলাকায় ধারাবাহিকভাবে দিনের আলোতে ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছিল এলাকায়। গত ১৭ অগাস্ট দিনহাটা চৌধুরিহাট সড়ক সংলগ্ন বড়শাকদলের ত্রিমোহিনীতে ঘনবসতি এলাকায় চুরির ঘটনা ঘটেছে। দিন দশেকের মধ্যেই ফের চুরির ঘটনার পর ব্লকজুড়ে পুলিশী নজরদারি বাড়ানোর দাবী উঠছে স্হানীয় মহলে। এই ঘটনাগুলির মধ্যে যোগসূত্র রয়েছে কিনা সেসবও খতিয়ে দেখার দাবী জোড়ালো হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্হানীয় এলাকায় খোঁজ নিয়ে জানা গেল, পেশায় কৃষক অমল বাবু। সোমবার সকালে কাজে বেরিয়ে যান তিনি। এমন অবস্হায় দুপুরে ফাকা বাড়ির ঘরে তালা দিয়ে কিছুটা দুরের মহাকালহাট বাজারে গিয়েছিলেন অমল বাবুর স্ত্রী ও মেয়ে। ঘন্টা খানেক পর যখন বাড়িতে ফিরলেন তখন দেখেন বাড়ির শোবার দরজার তালা ভাঙা। সন্দেহ হওয়ায় দৌড়ে ঘরের ভিতরে গিয়ে তারা দেখতে পান ঘরের আলমারি ভাঙা। বিছানা অগোছালো এবং মেঝেতে পড়ে রয়েছে কাগজপত্র। বাড়িতে চুরি হয়েছে বুঝতে পেরে হতভম্ব হয়ে চিৎকার শুরু করেন তিনি। এরপরই স্হানীয় বাসিন্দারা ছুটে আসেন। পরে স্হানীয় সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অমল বাবু জানালেন, বাড়ির গেট ও ঘরের দরজায় তালা দিয়ে বাজারে গেছিল স্ত্রী ও মেয়ে। ঘন্টাখানেক পর বাড়ি ফিরে গেট খুলেই দেখেন ঘরের দরজার তালা ভাঙা। আলমারির তালা ভেঙে প্রায় ২০ হাজার বেশী নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সোনা ও রুপার গয়না চুরি হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ সব খতিয়ে দেখুক। এবিষয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে চুরির মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।